Singur – A poem by Mamata Banerjee

Following the Supreme Court’s order cancelling the 2006 Singur land acquisition, West Bengal Chief Minister Mamata Banerjee will compensate 800 farmers and also distribute 9,117 land records.

She will honour her promise of giving land back to the farmers by formally handing over of the ‘land parchas’.

On this historic occasion of Singur Diwas, here is a poem written by Mamata Banerjee:

 

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় মেনে আজ সিঙ্গুরে ৮০০ কৃষককে চেক দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিলি করবেন ৯০০০ এরও বেশি জমির পরচা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন।

এই ঐতিহাসিক সিঙ্গুর দিবসে দিদির লেখা কবিতা ‘সিঙ্গুর’ পড়ুন:

সিঙ্গুর শুধু একটা নাম নয়
এক আন্দোলন
সিঙ্গুরের জমি তোমার আমার
কৃষকের স্পন্দন।
সন্ত্রাস চলেনি তো সিঙ্গুরে
চলেছে মোদের বুকে
মা-বোনেদের কণ্ঠরোধ
কষাঘাতে গণতন্ত্র ধোঁকে।
রাজ্যক্ষমতা রাজ্যপাট বুলেট
বিধ্ধস্ত ব্যালট
ঔদ্ধত্যে তুমি কীর্তিমান
স্বেচ্ছাচারিতার দাপট।

সিঙ্গুর তো শুধু জায়গার নাম নয়
একটা ধ্রুবতারা
মানুষের অধিকার কেড়ে
নেওয়ার প্রতিবাদের ধারা।
সিঙ্গুর তো একটা নাম নয়
প্রতিবাদী কণ্ঠ
সিঙ্গুর একটা সিঁদুরে মেঘ
সবুজে আকণ্ঠ।
সিঙ্গুর তো কেবল সিঙ্গুরের নয়
একটা ইতিহাস
বিদ্রোহী বার্তার, সংগ্রামে
মানুষের আশ্বাস।

সিঙ্গুর তুমি তো এক নয়
বাঁধভাঙা স্রোত
তোমার ওপর অত্যাচার
সর্বাঙ্গে ক্ষোভের ক্ষত।
সিঙ্গুর শুধু সিঙ্গুর নয়
ক্ষমতার উন্মত্ততা
যাননি তুমি তো নির্যাতিতা
হৃদয় ভরা ব্যাথা।
সিঙ্গুরে চলেছে ধরিত্রীর কান্না
চলেছে অশ্রু বন্যা
সিঙ্গুর তুমি মাতা-কন্যা
বিপ্লবী অনন্যা।
সিঙ্গুর তুমি সবার সাথী
আমরা সমব্যাথী
সিঙ্গুর তুমি সূর্যোদয়
লড়াইয়ের বড় সাথী।

সিঙ্গুর তুমি সন্ত্রাসের সূর্যাস্ত
পদাঘাতে জর্জরিত
ভয় পেয়ো না ভয় পেয়ো না
জয় নিশ্চিত।
অধিকার রক্ষার লড়াইয়ে
তুমি হিমালয়
তুমি জাহ্নবী
তুমি মানবিকতার গঙ্গা যমুনা
তুমি মানবী।
কেঁদো না মাগো সিঙ্গুর সুন্দরী
তুমি প্রণম্য
রক্তঝরা আন্দোলনের সংগ্রামে
তুমি ধন্য।

সিঙ্গুর তুমি হারবে না
গড়বে ইতিহাস
ভাতের হাঁড়ির তোমার লড়াই
মানুষের বিশ্বাস।
সিঙ্গুর তোমার লড়াইয়ে আছে
ধনধান্য পুষ্পে ভরা
তুমি এক নয় সবাই আছে
বাঁচাও জীবন ধারা।
তুমি জীবন নদীর জলোচ্ছবাস।
আলোক বর্তিকা
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কন্যা
তুমি গর্ব বালিকা।
তুমি এক নও তুমি আন্দোলন
প্রতিরোধে বরাভয়
তুমি রক্তাক্ত কষাঘাতে
জর্জরিত তবুও নির্ভয়।

সিঙ্গুর তুমি লড়াই-এর প্রেরণা
অনুপ্রেরণা সকলের
তুমি বাচঁবে সবুজ শস্য
আঙিনায় হাসাবে সবুজের।
সিঙ্গুর বেঁচে থাকো সংগ্রামী
সজীবতায় রক্ত মুছিয়ে দাও,
আন্দোলনের কোনো মৃত্যু নেই
নির্ভয়, দুর্জয়।

রক্ত তোমার অনেক ঝরেছে
মা-মাটি মানুষ
ঔদ্ধত্য তোমাকে জানাই ধিক্কার
স্তব্ধ হোক ফানুস।
সিঙ্গুর তুমিই শেষ হাসি হাসবে
সবুজ শস্য হাসবে
অত্যাচারীদের সূর্যাস্ত হবেই
সিঙ্গুর জিতবেই জিতবে।

Singur experienced a developmental wave under Didi

Singur has seen a wave of developmental change since Mamata Banerjee became the Chief Minister of Bengal. One of the first things that the Trinamool Government under Mamata Banerjee did was to take up the legal processes to return the acquired land to the farmers who were forced to give up their lands.

In the meantime, Didi stood beside the farmers and arranged supply of subsidized food grains, rice @Rs 2/Kg for the Singur farmers who had lost their lands.

Now, Singur has changed from what it used to be in 2008. There are no kaccha roads in Singur anymore – they’ve all been metalled. The cycle distribution scheme, Sabuj Sathi has done wonder for school enrollment in the area.

Developmental initiatives for Singur:

  • Tapasi Malik Farmers’ Market was inaugurated at Singur in March, 2014
  • At present there are 8 outlets of Sufal Bangla, out of which one is in Singur
  • A new government degree college with a new building has been set up in Singur
  • Recently a bridge has been constructed over river Julapia, numerous such other bridges and rural reads have been constructed
  • Local primary health centres and ICDs centres have been reorganized
  • Water supply projects taken up and developed
  • Students and youths have been brought under schemes like Kanyashree and Yuvashree

 

দিদির হাত ধরে উন্নয়নের জোয়ার সিঙ্গুরে

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সিঙ্গুরের পুরো চিত্রটাই বদলে গেছে। সিঙ্গুরের কৃষকরা যাতে তাদের জমি ফেরত পায় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারই প্রথম আইনি ব্যবস্থা নিয়েছিল।

এর মধ্যে, মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকদের জন্য ২ টাকা কেজি দরে খাদ্যশস্যের ব্যবস্থা করেছেন।

২০০৮ সালে সিঙ্গুর যা ছিল তার এখন আমূল পরিবর্তন ঘটেছে, উন্নয়নের জোয়ার এসেছে সিঙ্গুরে। সিঙ্গুরের বেশিরভাগ রাস্তাই এখন পাকা। এলাকার ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করা হয়েছে।

 

সিঙ্গুরের জন্য উন্নয়নমূলক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়।
  • বর্তমানে সুফল বাংলার ৮টি আউটলেট রয়েছে যার মধ্যে একটি সিঙ্গুরে অবস্থিত।
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে।
  • সম্প্রতি জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া অন্যান্য সেতুও নির্মাণ করা হয়েছে।
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে।
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।
  • ছাত্র এবং যুবকদের কন্যাশ্রী এবং যুবশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Mamata Banerjee poised to redeem Singur promise

The countdown has begun for the historic moment on Wednesday, when Chief Minister Mamata Banerjee will hand over ‘parchas’ and compensation cheques to Singur farmers – less than 15 days after the Supreme Court quashed the acquisition of over 900 acre of land.

The state government will hand over ‘parchas’ to 9,117 farmers that establish their ownership over their pieces of land and distribute cheques among 800 farmers who had not taken compensation earlier protesting against the acquisition of land by the erstwhile Left Front government for Tata’s Nano project.

Lakhs of people will pour in to Singur from different parts of the state to celebrate with farmers, who will be getting back their rights after a decade-long struggle.

A 4,000 sq feet dais has already been set up near the spot where Mamata Banerjee carried out her dharna. Giant screens have been be set up at various places in the area to help people watch the handing over ceremony.

 

আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন

আজ সিঙ্গুরের স্বপ্নপূরণ৷ আজ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিজয় উৎসব৷ আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন৷

বাজেমেলিয়া, জয়মোল্লা, শানাপাড়া, বেড়াবেড়ি, গোপালনগর, খাসেরভেড়ি গ্রামে আর অরন্ধন নয়, আজ থেকে শুরু নবান্ন৷ হারানো সবুজ ধানের খেতে আবার লাঙল নিয়ে নামার স্বপ্নপূরণ৷ বিকেল চারটেয় ঐতিহাসিক জনসভায় কৃষকদের হাতে জমির পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ আর তার সঙ্গে দশ বছর ধরে চলা সিঙ্গুর আন্দোলনের পরিসমাপ্তি৷

দুর্গাপুজোর আগেই এক অন্য পুজোর ছবি গোটা সিঙ্গুরজুড়ে৷ অতি উৎসাহীদের স্লোগান৷ চিৎকার আবেগমথিতদের৷ তৈরি উৎসবের মঞ্চও৷ মূল মঞ্চ ৯০x৩২ ফুট৷ উচ্চতায় সাড়ে সাত ফুট৷ পিছনের দিকে থাকছে ৪৮x৮ ফুট, উচ্চতায় ৯ ফুটের আরও একটি মঞ্চ৷ এককথায় নজিরবিহীন আয়োজন৷ আমন্ত্রিত সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই,  এছাড়াও গোটা তৃণমূল পরিবার, মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক থেকে জনপ্রতিনিধি৷ সব পথ আজ মিশবে বিজয় উৎসবে৷ অনুমান লক্ষাধিক মানুষ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে যাচ্ছেন সিঙ্গুরে৷

অনশন থেকে সত্যাগ্রহ, এই সিঙ্গুরের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন মমতা৷ ২০১১ সালে বামফ্রণ্ট সরকারকে পরাজিত করার পর ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকের জমি ফেরত দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ এমনকী, এ বছর দ্বিতীয়বার জয়ের পরও মমতা আদালতে ঝুলে থাকা সিঙ্গুর মামলা নিয়ে বলেছিলেন, ‘‘একটাই কাজ আমার বাকি, বিশ্বাস করি সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাবেনই৷” তাঁর বিশ্বাস ছিল, মামলায় তাঁরা জিতবেনই৷ বাস্তবে তা-ই হয়েছে৷ আজ সুপ্রিম কোর্টের রায় মেনে তিনি নিজে কৃষকদের হাতে তাঁদের হারানো জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন এবং তা চাষযোগ্য করেই৷

বুধবার তাই এক অন্য ভোরের সাক্ষী হতে তৈরি সিঙ্গুর৷

Preparation for Singur Diwas programme on in full swing

The preparations for celebrating the Singur Diwas on September 14 are going on in full swing.

The state government has been working on the land survey work on a war footing following the order of the Chief Minister, who before undertaking her Europe tour had instructed the senior ministers to visit the place to inspect the progress in work.

During her absence, senior ministers had visited the spot and inspected the progress of land survey. They also reviewed the arrangements for the victory day celebration on September 14 when the Chief Minister is scheduled to take part in rally in Singur.

It may be mentioned here that Chief Minister Mamata Banerjee will hold a high level meeting with the senior ministers and the officials of the government at Nabanna to take a stock of the progress in the work.

 

সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে

আগামী ১৪ তারিখ সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় যুদ্ধকালীন তত্পরতায় জমি পর্যবেক্ষণের কাজ চলছে, উনি ইউরোপ যাওয়ার পূর্বেই মন্ত্রিদের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গুর গিয়ে কাজের গতি সরেজমিনে পরিদর্শন করতে।

গত এক সপ্তাহে বিভিন্ন মন্ত্রীরা সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতিও তদারকি করে এসেছেন।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবেন। সেই বৈঠকে সিঙ্গুরে জমি জরিপের কাজের অগ্রগতির খতিয়ান দেবেন আধিকারিকরা।

Bengal observes Singur Utsav

Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur (carried out by Left Front government in 2006).

Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

West Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and announced that an administrative review meeting for Hooghly district would be held at Singur on September 14, 2016, at 2 PM. On the same day a ‘Vijay Utsav’ would be held in Singur at 4 PM.

“I would expect everyone to celebrate this Singur Utsav, it’s like an invocation of the celebration to Durga Puja,” the Chief Minister had said.

 

রাজ্যজুড়ে পালিত হল সিঙ্গুর উ९সব

আজ সারা বাংলাজুড়ে ব্লকে ব্লকে পালিত হল সিঙ্গুর উৎসব। মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিরাট জয়কে পালন করলেন।

২০০৬ সালে টাটা মোটরের ন্যানো গাড়ির কারখানা স্থাপনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএম সরকারের সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ – সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতেই এই উৎসব।

বিধানসভাতেও পালিত হো সিঙ্গুর বিজয় দিবস।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর হুগলী জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা সিঙ্গুরে অনুষ্ঠিত হবে, সময় দুপুর ২ টো। ওই দিনই বিকেল ৪ টেয় সিঙ্গুরে ‘বিজয় উ९সব’  অনুষ্ঠিত হবে।

Singur movement: A look back in time

On Wednesday, when the Apex Court of the country ordered the return of acquired land taken by the erstwhile Left Front government within 12 weeks, the chronicle of Singur beacons as the bright reminder of series of incidents. The Singur incident brought a socio-political change in Bengal.

2006

Tata Motors announced the small car factory in Singur on May 18, 2006.

Just after two months, on July 18, the Trinamool Congress chief Mamata Banerjee started protesting the issue. The ground of the protest was forceful land acquisition by an elected state government. Mamata Banerjee’s rally at Singur, as a sign of protest – started the historical movement.

The LF government acquired 997 acres of multi-crop farmland to allocate the Tata’s to construct their factory. The rule is meant for public improvement projects, and the LF government wanted Tata to build factory under this rule.

However, amidst the huge protest Tata started to set up their plant in Singur in January 21. By then, they had already promised to produce ‘Nano’ – the affordable car which would cost just above a lakh only.

Intellectuals

The protest had also turned turbulent as many of the internationally famed social activists, and Bengali luminaries had stood beside the movement led by Mamata Banerjee. The protesters – Anuradha Talwar, Medha Patkar, Arundhuti Roy, Mahasweta Devi and others were started to protest saying the location of Tata Motors site is the most fertile one in the whole of the Singur block. The local population depended on agriculture. Almost 20,000 farmers are making their livelihood from the multi-crop land.

Hunger strike

On December 3, 2006, Mamata Banerjee started her indefinite hunger strike for 26 days.

In the meantime, the rape case of Tapasi Malik had stunned the entire country. The fenced off area of the Nano-factory, which has been continuously guarded by the policemen, where allegedly guarded by cadres of the CPI (M) party as well. The girl, Tapasi malik, who was one of the protesters, was allegedly gang-raped and burnt to death by those CPI(M) cadres. Later, a CPI (M) leader, a zonal committee leader, Suhrid Dutta was arrested by CBI.

2008

On August 2008, Mamata Banerjee started indefinite dharna at Singur. Tata Motors suspended development work on Nano factory on September 2, 2008.

On September 3, 2008, then governor Gopal Krishna Gandhi agreed to play a mediator to resolve the issue between government and the Trinamool Congress but in vain.

Tata Motors decided to move out from Singur and conveyed the decision on October 3, 2008.

Maa Mati Manush government

In May 20, 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal and announced in her first Cabinet meeting that they will return the 400 acres land to the unwilling farmers for the Singur. An ordinance to that effect was promulgated but it was challenged in court.

Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.

The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.

 

A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.

The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.

The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.

 

Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict

 

সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।

বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।

বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।

Landmark verdict, we have been vindicated: Mamata Banerjee on Singur verdict

“I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy,” this was the reaction of Mamata Banerjee after the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant.

We have been saying all along the land acquisition in Singur was illegal. We have been vindicated, she added.

 

Here are 10 things Mamata Banerjee said:

The farmers of Singur did not part with their land against all odds. We salute them.

I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy. Now I can die in peace.

We will organise a Vijay Utsav in Singur. On September 2, we will observe Singur Utsav in every block of Bengal.

We do not believe in forceful acquisition of land. We believe in negotiation.

CPI(M) committed historic suicide not ‘historic blunder’ in Singur.

People are the biggest pillars of democracy. They had given their verdict in 2011. Supreme Court has given verdict today.

We are missing Mahasweta Di today. She was a pillar of strength during Singur andolan. She would have been happy today.

Nandigram carnage happened right after Singur. Then there was Netai massacre. We salute all martyrs.

This (Singur verdict) is the first gift we got after renaming of our State. Bangla Ma is happy today.

Bengal is the final destination for industry.

 

 

ঐতিহাসিক রায়: সিঙ্গুর প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

“আজ খুব আনন্দের দিন। খুশির সাথেই চোখে জল চলে আসছে,” এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় সম্বন্ধে।

আমরা বরাবর বলে এসেছি সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল বেআইনি। আজ সত্যের জয় হল, তিনি বলেন।

আজই সুপ্রিম কোর্ট ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে।

 

সিঙ্গুর রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অংশবিশেষ:

এটা গণদেবতার জয়, অনশনের জয়, মা-মাটি-মানুষের জয়।

আগামী ২ সেপ্টেম্বর সব ব্লকে ব্লকে আমরা সিঙ্গুর উ९সব পালন করব। সিঙ্গুরে আমরা বিজয় উতসব করব।

সবুজ ফসল যার অধিকার, যারা আমাদের ধান ফলায় তাদের জমি জোর করে আমরা অধিগ্রহণ করব না।

সিঙ্গুর সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ নয় ‘ঐতিহাসিক আত্মহত্যা’।

গণতন্ত্রে মানুষই সব। ২০১১ সালে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজ তাদের রায় দিলেন।

আজ আমরা মহাশ্বেতা দেবীকে মিস করছি। সিঙ্গুর আন্দোলনের সময় উনি ছিলেন আমাদের প্রেরণা।

সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের সমস্ত শহিদদের আমাদের শ্রদ্ধা জানাই।

রাজ্যের নাম বদলের পর এটি আমাদের প্রথম উপহার। বাংলা মা আজ খুশি।

বাংলাই এখন বিনিয়োগকারীদের গন্তব্য।

আমি এখন শান্তিতে মরতে পারবো।

WB Govt to create comprehensive database on soil nature to help farmers

For the first time in the history of West Bengal, the state government has taken a step to create a “comprehensive” database of the nature of soil by conducting 6.5 lakh soil sample tests in the current fiscal. This database will let farmers know the correct measures which are needed to be taken for a better yield.

The state agriculture department has decided to introduce new updated machines for soil testing. The initial process is already over and the new machines will be introduced in villages, soon.

The updated machine of soil testing will get more tests done within a short span of time and will be in place after analysing the results by trial and error method.

West Bengal had received the Krishi Karman award in agriculture for four consecutive years after Mamata Banerjee led Maa, Mati, Manush government assumed office.

WB CM chairs meeting with Task Force to check price rise of vegetables at Nabanna

West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday directed the traders to ensure that prices of essential commodities are not raised during the next two to three months. During the task force meeting at Nabanna on Thursday, Banerjee told the traders forum to work together to arrest price hike and directed the Enforcement Directorate (ED) to keep a vigil on the markets.

The prices of vegetables and fruits are somewhat stable during the last few months and the Chief Minister appreciated the traders for keeping the prices under check.

The next meeting of the task force has been called 15 days later wherein the prices would be checked. This apart, the West Bengal Chief Minister also cautioned traders against price hike of potatoes and urged bureaucrats to see to it that potato prices do not rise. Presently, potatoes (chandramukhi variety) cost Rs.14 per kg and the jyoti variety cost Rs.12 per kg.

Farmers are getting around Rs.10 per kg compared to Rs.3 that they got last year and are getting a good price for their produce. But if the prices go up, then the Government would interfere

The Government is taking all efforts to ensure that potato crisis does not arise.

In fact, Bengal has the lowest inflation among states according to the latest economic survey from the Central government. The Chief Minister said that it was the result of the state’s better performance in agriculture.

“The latest Economic Survey published by the Central Government has noted that our State has shown the lowest inflation rate in the country (less than 3%). This distinction could be achieved due to our continuous monitoring of prices of essential commodities in Task Force meetings held regularly,” Mamata Banerjee posted on the Facebook.

 

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নবান্নে খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ নিয়ে গঠিত টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাক-সবজি, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে কৃষি ও খাদ্য দপ্তরেরে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশেষত আলুর দাম নিয়ন্ত্রনের ওপর বিশেষভাবে নজর দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে আলু চাষিরা ১০ টাকায় আলু বিক্রি করে দিচ্ছেন ফলে বাজারে প্রায় ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন টাস্ক ফোর্সের আধিকারিকদের জানিয়েছেন, এই মুহূর্তে গোটা রাজ্যের আলু পরিমাণ কতটা তার হিসেব চেয়েছেন মুখ্যমন্ত্রী। খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ১৫ দিন অন্তর বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এনফোর্সমেন্ট দফতরের পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বাজারগুলিতে নজর রাখতে। রাজ্য সরকার সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে পারায় মুখ্যমন্ত্রী খুশি।

কৃষিক্ষেত্রে যেন কোনভাবেই বিদ্যুতের ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। বাজারগুলিতে নিয়মিত খাদ্য সামগ্রী বিক্রিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে কৃষি কর্মণ পুরস্কার জিতে নজির গড়েছে। এদিন কৃষিক্ষেত্রে আরও একটি সাফল্য পেল পশ্চিমবঙ্গ সরকার।পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে কম।

“আপনারা জেনে খুশি হবেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে অর্থনৈতিক সমীক্ষার ফল প্রকাশ করেছে সেখানে দেখা গেছে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতি সবচেয়ে কম। তিন শতাংশের কম হারে রাজ্যে মুদ্রাস্ফীতি হয়েছে”। মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন।