Bengal Transport Dept introduces app for emergency services

An app for emergency services has been created under the aegis of the Bengal Transport Department, aimed at helping commuters in distress. The app would link the public with police departments, which in turn would connect with ambulance and hospital services.

During the first phase to commence next month, four police commissionerates are going to be part of the project – Kolkata, Bidhannagar, Barrackpore and Howrah. The app would be of help during accidents, criminal attacks, attacks on women and similar situations.

When in danger, people can send messages directly to police stations, the Transport Department, fire services, hospitals and pre-designated relatives and friends via the GPS of the mobile phone, which has to be kept on. Only a button needs to be clicked.

The app has a two-way system. Hence messages from the police and others would also reach the mobile phone. An SMS would reach the pre-designated relative or friend’s number with the location of the person marked on a screenshot of Google Maps.

Through the usage of the app, the police would also be able to map areas where particular types of crimes occur more frequently, and therefore arrange adequate precautionary measures.

Source: Ebela

পথে বিপদ থেকে উদ্ধার পেতে অ্যাপ চালু আগামী মাসে

রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে তৈরি পথ-সুরক্ষা সংক্রান্ত অ্যাপ চালু হতে চলেছে আগামী মাসেই। প্রথম ধাপে কলকাতা,বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া কমিশনারেট এলাকায় চালু হতে চলেছে অ্যাপ। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের কাজ চলছে বলে পরিবহণ দপ্তর সূত্রের খবর।

পথ দুর্ঘটনা, দুষ্কৃতী আক্রমণ কিংবা মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ-সহ রাস্তায় যে কোনও রকম বিপদে বিশেষ কার্যকরী হতে পারে এই অ্যাপ।

জিপিএস নির্ভর ওই অ্যাপ থেকে মোবাইলের মাধ্যমে পাঠানো বার্তা পৌঁছবে পুলিশ, পরিবহণ দপ্তর, দমকল, হাসপাতাল এবং বিপন্ন ব্যাক্তির আত্মীয়-পরিজনদের কাছে। নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই পুলিশ কন্ট্রোলরুমে ‘অ্যালার্ম’ বাজবে। সেখান থেকে যিনি সাহায্য চাইছেন তার নাম, পরিচয়, ফোন নম্বর এবং প্রকৃত অবস্থান জানতে পারবে পুলিশ। বার্তাও ভেসে উঠবে সংশ্লিষ্ট ব্যাক্তির মোবাইলে।

 

Bengal CM flags off 50 fire tenders from Nabanna

Bengal Chief Minister Mamata Banerjee today flagged off 50 fire tenders from Nabanna, which will serve under different fire stations across the State. The State Fire Services & Emergency Services Minister was present on the occasion along with other Government officials.

Of the 50 fire tenders, 20 are of 5000-litre capacity, which are equipped with low-pressure pumps, and cutting and lifting equipment. The rest 30 are of 2500-litre capacity, which can move into narrow lanes and hilly areas with ease. All of these are also equipped with modern water mist technology. The State now has more than 650 operational fire tenders.

The Government has prioritised the modernisation of fire and emergency services, setting up modern control rooms in the State headquarters as well as in the divisional headquarters equipped with a modern communication system, and facilities for recording and analysing calls and dispatching fire tenders to the affected places, GPS system in fire tenders for finding out their locations, etc. Fire stations have been provided with mobile sets and walki-talkies.

The new equipment and machinery that has been added to the fleet include high- and low-pressure water tenders, mid-sized water tenders, emergency tenders, operational vehicles, motorcycles, two hydraulic platforms (one 54 metre and the other 42 metres high) for fire-fighting and rescue in high-rise buildings, hydraulic rescue tools, circular saw, chainsaw and diamond saw (three types of cutting and breaking tools), compressor machine for BA sets, various types of search and rescue equipment, towing vehicles, and various types of station-level equipment like lock cutters, face masks, suction hoses, foam-making branches, insulated axes, insulated pliers, searchlights, hose control clamps, short branches, different types of extinguishers, etc.

 

 

নবান্নে ৫০টি দমকল গাড়ির শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবার ব্যবস্থাপনায় আজ নবান্ন থেকে ৫০-টি নতুন দমকল গাড়ির শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু আধুনিকীকরণ হয়েছে এবং সেই সঙ্গে নতুন আধুনিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, রেকর্ডিং,,অ্যানালাইজিং , ডিসপ্যাচিং-এর সঙ্গে সঙ্গে দমকলগুলি কখন কোথায় আছে তা জানার জন্য জিপিএস সিস্টেম সহ অনেকরকম সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। ফায়ার স্টেশনগুলিকে মোবাইল সেট এবং ওয়াকি-টকি পরিষেবা প্রদান করা হয়েছে।

আজ যে পঞ্চাশটি দমকলের উদ্বোধন করা হল তার মধ্যে ২০-টি ইঞ্জিন ৫,০০০ লিটার এবং বাকি ৩০-টি ২,৫০০ লিটার ক্ষমতাসম্পন্ন। এগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং অল্প জায়গায় খুব সহজেই ব্যবহার্য। বর্তমানে রাজ্যে ৬৫০-টি কার্যকরী দমকল রয়েছে।

নতুন কিছু নির্বাপক সরঞ্জাম ও যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হয়েছে, যেমন হাই এবং লো প্রেশার ওয়াটার টেন্ডার, মাঝারি আকারের ওয়াটার টেন্ডার, এমারজেন্সি টেন্ডার, অপারেশনাল যানবাহন, মোটরসাইকেল, দুটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম (একটি ৫৪ মিটার এবং অপরটি ৪২ মিটার), হাইড্রোলিক রেসকিউ টুলস্‌, মাস্ক, সাকশান হোস, ফোম তৈরির পাইপ, ইনসুলেটেড অ্যাক্স, ইনসুলেটেড পিলার, সার্চলাইট, বিশেষ নিয়ন্ত্রণ ক্ল্যাম্প, ইত্যাদি।