Trinamool will win in all the 16 seats in Pujali: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee today took part in a padayatra in Pujali, South 24 Parganas, while campaigning for the municipal polls of the Pujali Municipality. The four km padayatra which started from Pujali Oriental More and continued till Chhoto Battala on the Sunday morning saw thousands of people walking along with the fiery youth icon.

Abhishek Banerjee said that Trinamool will win in all the 16 wards of the Pujali Municipality. He said that the opposition will be washed out. Trinamool has no fear, the more Trinamool will be threatened, it will be more strong, he said.

Abhishek Banerjee said that Pujali did not see and development during the Left rule. 80% of the water supply project has been completed in the area, he said. He stressed on the development of the area and said that the Hindutwa factor will not work here. He asked all party workers to work united against the combined opposition force.

বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না: অভিষেক ব্যানার্জি

বিরোধীরা দাঁত ফোটাতে পারবেন না পূজালি পুরসভায়। এবারও তৃণমূলই জিতবে। ২০ মে পূজালিতে তৃণমূলের বিজয় মিছিল বেরোবে। রবিবার পূজালির ওরিয়েন্টাল মোড় থেকে প্রায় ৪ কিমি পায়ে হেঁটে ছোট বটতলা পর্যন্ত মহামিছিল করেন সাংসদ অভিষেক ব্যানার্জি। তার পর ছোট বটতলাতেই তিনি সভা করেন। সেই সভাতেই তিনি এই ঘোষণা করেন।

এদিন সভায় তিনি বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন। বলেন, ‘‌পূজালির ১৬টি আসনেই জিতবে তৃণমূল। বিরোধীদের কোনও অস্তিত্বই থাকবে না। তারা দাঁত ফোটাতে পারবে না।’‌ তৃণমূল সাংসদ সাফ জানিয়ে দিলেন, এবারও বিরোধীশূন্য করেই পূজালিতে ঘাসফুল ফুটবে। তিনি সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর জবাবে বলেন, ‘‌যতই ভয় দেখান না কেন, তৃণমূল ভয় পায় না। এখানে ভয় দেখিয়ে তৃণমূলকে হারানো যাবে না। তূণমূলকে ধমকালে–‌চমকালে তৃণমূলের শক্তি আরও বাড়বে।’‌

তাঁর অভিযোগ, ‘‌বাম আমলে পূজালির কোনও উন্নয়নই হয়নি। তৃণমূল এসে এখানে জলপ্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ করেছে। পূজালির মানুষ উন্নয়ন চান। আর এখানে সেই উন্নয়নই হয়েছে। প্রচুর টাকার উন্নয়নের কাজ হয়েছে এই পুরসভায়। তাই কোনও হিন্দুত্ব তত্ত্ব এখানে চলবে না। মানুষ তৃণমূলকেই ভোট দিয়ে জেতাবেন।’ তিনি এদিনও ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দেন। বলেন, ‘ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই পুরসভার প্রতিটি আসনেই জিততে হবে।’ এদিন তিনি অভিযোগ করে বলেন, ‘এখানে বিরোধীদের গোপন আঁতাত তৈরি হয়েছে। সামনে যা–ই দেখাক না কেন, ভেতরে ভেতরে সিপিএম, কংগ্রেস ও বিজেপি আঁতাত করে লড়াইয়ে নেমেছে।’

এদিন তাঁর সঙ্গে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, শওকত মোল্লা, গৌতম দাশগুপ্ত প্রমুখ।

Mamata Banerjee to address rallies in North 24 Parganas today

Mamata Banerjee will address three election rallies at North 24 Parganas today, covering assembly constituencies in Barasat, Dum Dum and Basirhat.

Yesterday Didi addressed four mass rallies in Howrah district at Jagatballavpur, Amta, Uluberia and Sankrail.

At Amta the victims of Kandua were also present. In 1991, their wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

 

আজ উত্তর ২৪ পরগনায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনায় আজ নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত, দমদম, ও বসিরহাটে তিনটি জনসভা করবেন নেত্রী।

গতকাল হাওড়ায় প্রচার করেন তিনি। হাওড়ার জগৎবল্লভপুর, আমতা, উলুবেড়িয়া এবং সাকরাইলে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় এদিন দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State: Didi at Rajganj

On the fifth day of her campaign in north Bengal, Mamata Banerjee addressed a campaign rally at Sahudangi in Rajganj at Dabgram-Fulbari Assembly constituency in Jalpaiguri district today.

She had been holding campaign rallies and padayatras in Jalpaiguri, Alipurduar and Darjeeling districts for the past four days. She held rallies in Kurseong, Kalchini, Nagrakata, Birpara, Maynaguri and Phansidewa.

Mamata Banerjee slammed the opportunistic alliance of CPI(M) and Congress in her campaign. She said that Trinamool has alliance with people. She maintained that she was confident that people of Bengal will defeat the ‘rainbow alliance’ of Congress, CPI(M) and BJP.

On north Bengal

North Bengal is a beautiful place with a lot of scope for tourism. If tourism flourishes here the economy will flourish and jobs will be created.  Tourism project at Gajoldoba is on progress at a cost of Rs 3500 crore. We have inaugurated a Safari Park in north Bengal. It will boost tourism in the region. We have started a Hindi College at Banarhat. Several ITIs and polytechnic colleges are coming up. We have set up a Biswa Bangla Sports Village in Jalpaiguri. We have formed developmental boards for several communities in the Hills. I have come to north Bengal whenever there was an emergency. Earlier did anyone come to you?

On Opposition

CPI(M) was in power for 34 years. What did they do for north Bengal? They incurred a debt of over Rs 1 lakh crore and we are repaying it. They sold Bengal off and did not do any work for the development of the State.

On Health services

Cardiac surgeries are performed on children below the age of 18 free of cost. We have formed a breast milk bank called Madhur Sneho. We have set up fair price medicine shops which offer 40-70% discount:

On Social Sector schemes

We are working for the welfare of tea workers. Action is taken within 3 months of a tea garden.  We have started Khadya Sathi scheme under which 8.5 crore people are getting rice at Rs 2/kg. Healthcare is free at Government hospitals now. We have worked for the people of the region without seeing political colours. We are giving monthly allowance to 60000 folk artists. We have given Kanyashree scholarships to 33 lakh girls. Kanyashree scheme has empowered our girls. They are our assets. It has earned recognition globally. We have distributed 25 lakh Sabuj Sathi cycles. Another 15 lakh students will get them by July.

On development

We have set up a mini Secretariat, Uttarkanya, in north Bengal. We have conducted over 105 block-level administrative meetings in the last four years. We have introduced time-bound delivery of public services. We have given second language status to Nepali, Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki. The process of giving second language status to Rajbangshi is underway. Earlier 76 lakh mandays were lost in the State. Now the number is ZERO

On the forthcoming Assembly  election

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State

২৯৪ আসনে প্রার্থী আমিই:মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিন। আজ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত চার দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কার্শিয়াং, কালচিনি, নাগরাকাটা, বীরপাড়া, ময়নাগুড়ি ও ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কটাক্ষ করে বলেন এই জোট ‘অনৈতিক ঘোঁট’। তৃণমূলের জোট মানুষের সঙ্গে। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় কংগ্রেস-সিপিআইএম-বিজেপির ‘রামধনু জোট’ পরাজিত হবে।

রাজগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ

  • উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা, এখানে পর্যটনের অনেক সুযোগ রয়েছে
  • পর্যটনের প্রসার ঘটলে অনেক কর্মসংস্থান হবে
  • সাড়ে তিন হাজার কোটি টাকায় গাজলডোবায় ইকো ট্যুরিজম পার্ক হয়েছে
  • উত্তরবঙ্গে নতুন সাফারি পার্কের উদ্বোধন হয়েছে, এটি পর্যটনের একটি প্রধান আকর্ষণ
  • বানারহাটে হিন্দি কলেজ চালু হয়েছে, আইটিআই ও পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে
  • সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে। তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে?
  • চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ভাতা চালু হয়েছে, চা-বাগান বন্ধ করার ৩ মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হয়
  • আমরা খাদ্যসাথী প্রকল্প চালু করেছি, এর ফলে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছে
  • বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে সরকারি হাসপাতালে
  • আমরা রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করি না
  • ৬০০০০ লোকশিল্পীকে আমরা মাসিক ভাতা দেওয়া হচ্ছে
  • ৩৩ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আমরা ২৫ লক্ষ সবুজ সাথী সাইকেল প্রদান করেছি
  • কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্বনির্ভর করেছে, তারা আমাদের গর্ব
  • ৩৪ বছরে বামফ্রন্ট কোন উন্নয়ন করেনি,তারা বাংলাকে বিক্রি করে দিয়েছে
  • উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয় তৈরি করা হয়েছে
  • গত চার বছরে জেলায় জেলায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
  • যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বারবার উত্তরবঙ্গে ছুটে এসেছি, এর আগে কেউ কি কখনো এসেছে?
  • ১৮ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডাইয়াগনসটিক সেন্টার চালু করেছি
  • সাধারণ মানুষের সেবা করাই আমাদের কাজ, উন্নয়ন ও জনপরিষেবার ক্ষেত্রে আমরা রাজনীতি করি না: মমতা বন্দ্যোপাধ্যায়
  • নেপালি, হিন্দি, উর্দু ও সাঁওতালিকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
  • রাজবংশী ভাষাকে শীঘ্রই স্বীকৃতি দেওয়া হবে
  • পাহাড়ের জনজাতিদের জন্য আমরা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি

 

We worked for the welfare of tea workers: Mamata Banerjee at Birpara

On the fourth day of her poll campaign in north Bengal, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed two rallies today – in Birpara (in Alipurduar district) and in Mainaguri (Jalpaiguri district).

The firebrand leader embarked on her campaign in north Bengal with a rally at Phansidewa on March 14 followed by a padyatra from Matigara to Siliguri to mark Nandigram Divas. She also addressed public meetings in Kurseong on March 15 and in Kalchini-Nagrakata on March 16. She also attended a padyatra in Malbazar yesterday.

Slamming the “unholy nexus” between the CPI(M) and the Congress in her speeches, Mamata Banerjee has said she has the support of the people.

She also challenged the Opposition to fight her politically and compete on the plank of development. She came down heavily on the smear campaign started by the Opposition and a section of the media to tarnish the image of Trinamool.

Salient points of Mamata Banerjee’s speech at the Birpara rally: 

On north Bengal

I have come to Birpara often in the past. I love this place. I love coming to north Bengal in general. We have showered our love on the people of the Hills. In the past no government worked for the Hills so much.

We will never allow Bengal to be divided. We will maintain peace and harmony.

On development

We created the district of Alipurduar for better development. We fulfilled your long-standing demand. From ITIs, polytechnic colleges to fair price medicine shops and Kisan Mandis, we are working for all-round development.

Eight crore out of the nine crore people in Bengal are getting rice at Rs 2/kg. We have started insurance schemes for the press, and for the ASHA and ICDS workers. We have given second language status to Hindi, Urdu, Nepali, Gurmukhi and Ol Chiki.

We have distributed three lakh land pattas in the last four years. We have distributed Kisan Credit Cards and houses under the Gitanjali Scheme. We have electrified rural households. We took over Dunlop and Jessop because we care for the welfare of workers. We will not allow innocent workers and labourers to suffer because of the Central government.

The Centre stopped funds for the ICDS scheme. We are now funding the scheme.

On the Opposition

Those who took the State back by decades are spreading hate, falsehoods and negativity now.

On education

We have set up a Hindi College in Banarhat. We are setting up model schools in the district. 33 lakh girls are receiving Kanyashree scholarships. They are now pursuing higher education. We have also started Shikshashree scholarships for SC/ST students; 22 lakh have already benefitted. Under the Sabuj Sathi Scheme, 25 lakh cycles have been distributed and another 15 lakh students will receive them by July. Minority scholarships have been given to 1.05 crore students. This is the highest number for such scholarships in the country.

The Centre has stopped funding Sarva Siksha Abhiyan but we are continuing to fund the scheme.

The new generation of youth in Bengal will take the State forward. Bengal is turning around.

On tea workers

We are working for the welfare of tea garden workers. We are providing water, electricity and rice at 47 paisa/kg to tea garden workers.

On Trinamool

Trinamool works for the common people. We are here to serve the poor irrespective of caste, creed, colour or political allegiance. Trinamool is a party of the people; our government is a humane government. We have come to seek your support, blessings and cooperation based on the work we have done in the last four years.

 

 

চা বাগানের উন্নয়ন করেছে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন। আজ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এবং ময়নাগুড়িতে জনসভা করলেন তৃণমূল নেত্রী।

গত ১৪ই মার্চ ফাঁসিদেওয়ায় একটি জনসভার মাধ্যমে উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী প্রচার শুরু করেন। এরপর ওইদিনই নন্দীগ্রাম দিবস উপলক্ষে মাটিগাড়ায় একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ই মার্চ কার্শিয়াঙে এবং ১৬ই মার্চ কালচিনি ও নাগরাকাটায় জনসভা করেন তিনি। গতকাল মালবাজারে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘অনৈতিক ঘোঁট’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল মানুষের সঙ্গে জোট করেছে।

তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করেন তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য। তিনি বিরোধীদের আহ্বান জানান উন্নয়ন ও কাজের মাপকাঠিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। বিরোধীদের সঙ্গে মিডিয়ার একাংশ একযোগে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত, কুৎসা ও নিন্দার রাজনীতি শুরু করেছে।

বীরপাড়ায় তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

আমি আগে অনেকবার এসেছি বীরপাড়ায়। আমি এই জায়গাটাকে ভালোবাসি এবং আমি বারবার আসব উত্তরবঙ্গে। আমরা বাংলাকে কখনো ভাগ হতে দেব না। আমরা বাংলার শান্তি ও সম্প্রীতি রক্ষা করব।

উন্নয়ন

আমরা নতুন জেলা আলিপুরদুয়ার তৈরি করেছি, মানুষের বহুদিনের চাহিদা পূর্ণ করেছি। পানীয় জল, বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে। আইটিআই,পলিটেকনিক কলেজ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিষাণ মাণ্ডি সবকিছু দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ ২টাকা কেজি চাল পাচ্ছে। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা আইসিডিএস প্রকল্প চালু রেখেছি। গত সাড়ে চার বছরে ৩ লক্ষ পাট্টা প্রদান করা হয়েছে। আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, গীতাঞ্জলি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করেছি গরীবদের জন্য।অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিরাপত্তা দিয়েছি।

বিরোধীদের উদ্দেশ্যে

৩৪ বছরে কোন উন্নয়ন হয়নি। যারা বছরের পর বছর রাজ্যকে পিছিয়ে নিয়ে গেছে তারা আজ কুৎসা, অপপ্রচারে মেতেছে। আইসিডিএস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। মানুষের স্বার্থে আমাদের সরকার সেই প্রকল্পগুলি চালু রেখেছে। সর্ব শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আমরা চালু রেখেছি সেই প্রকল্প।

শিক্ষা

আমরা বানারহাটে একটি হিন্দী কলেজ স্থাপন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় মডেল স্কুল চালু হয়েছে। ৩৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে, এর মাধ্যমে তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। আইটিআই,পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি আমরা। ২২ লক্ষ ছাত্রছাত্রী এর মাধ্যমে উপকৃত হয়েছে।সবুজসাথী প্রকল্পে ২৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। বাকি ১৫ লক্ষ ছাত্রছাত্রী জুন মাসের মধ্যে সাইকেল পেয়ে যাবে। ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

চা–শ্রমিক

চা শ্রমিকদের উন্নতিসাধনে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন ৪৭ পয়সা কেজি দরে চাল পাচ্ছে।

তৃণমূল মানুষের সরকার, মানবিক সরকার। আমরা মানুষের জন্য কাজ করি। আমরা পাহাড়ের ভাই-বোনেদের ভালোবাসি, এর আগে কোন সরকার তাদের জন্যও এত কাজ করেনি।

আমাদের কাজের ওপর নির্ভর করে আমরা আপনাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করি।

 

 

 

 

 

Trinamool candidates begin election campaign across Bengal

As soon as the election dates have been announced, Trinamool Congress candidates have started their campaigns.

Last Friday, the Election Commission announced the election dates for West Bengal, Later in the evening, All India Trinamool Congress Chairperson Mamata Banerjee announced the list of candidates for all the 294 Assembly seats to be fought for.

Campaign graffiti and posters are being put up everywhere; rallies are being organised all over the State.

Mnay candidates are seeking blessings from the gods before starting their campaigns. Sovan Chattopadhyay visited Dakshineswar before starting his campaign. Sobhandeb Chattopadhyay visited Tarapith before starting his campaign journey.

Manish Ghatak began his campaign by leading a procession of Trinamool workers on Bagha Jatin Station Road.

Subrata Mukherjee began his campaign by painting graffiti in his constituency of Ballygunge. Gautam Deb too started his campaign in North Bengal by painting graffiti.

Many others too have started their campaigns. Today morning Firhad Hakim, Vaishali Dalmia, Shahshi Panja, Lakshmi Ratan Shukla, Soham Chakraborty, Indranil Sen, Syed Rahim nabi and many others were seen on their campaign trails.

 

 

জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের

 

প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক মুহূর্ত দেরি না করে শনিবার থেকেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, পোস্টার, মিছিল।

শনিবার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। বাঘাযতীন স্টেশন রোডে মিছিলে হেঁটে প্রচার শুরু করলেন যাদবপুরের প্রার্থী মণীশ গুপ্তা।

বালিগঞ্জ কেন্দ্রে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রচার শুরু করেছেন সাধন পাণ্ডে সহ একাধিক বিধায়করা। শনিবার উত্তরবঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন মন্ত্রী গৌতম দেব।

আজ সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার করেছেন ফিরহাদ হাকিম, বৈশালী ডালমিয়া, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা, সোহম চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, রহিম নবী প্রমুখরা।

Vote for Trinamool, Vote for Mamata: Abhishek Banerjee in Bardhaman

“Vote for Mamata!” was MP and president of Trinamool Youth Congress, Abhishek Banerjee’s rallying cry at the public meeting for the municipal election in Memari, in Bardhaman district, on Monday. Earlier in the evening, in Kalna (also in Bardhaman district), on the occasion of another municipal election-campaign meeting, Abhishek Banerjee underscored the Trinamool Chairperson’s championing role in the party, saying, “Those who have stood as candidates for the party, are all Mamata Banerjees.”

Monday saw another round of mammoth campaign rallies in Kalna and Memari. Senior leader and Rajya Sabha MP, Derek O’Brien and another leader, noted singer Indranil Sen had also joined Abhishek Banerjee in urging the masses to vote to victory Trinamool Congress once again. And there was no doubt, seeing the huge crowds at both the places.

Derek O’Brien backed Abhishek by saying, “You don’t need to worry about who has been chosen, or not chosen, as a candidate. Press the twin flowers-labelled button and your vote will reach Kalighat straight.”

To allegations of poll-related violence, Abhishek Banerjee emphatically responded, “The opposition is making false accusations about poll-centric violence during the Kolkata corporation elections. Let them prove even one such incident.” The CPI(M), the Congress and the BJP have not managed to do even 5 per cent of the developmental work done by Trinamool, he added.

Trinamool announces names of municipal election candidates for 4 districts

Trinamool Congress has announced its candidates for the forthcoming Municipal elections to be held in April 2015 across West Bengal.

Apart from Kolkata, the candidature listof which was already announced last week, list for the following places have also been finalised:

• Five wards for 24 Parganas (South)

• Six wards in Murshidabad

• Siliguri in Darjeeling

• Egra in Purba Medinipur

• Kathi in Purba Medinipur

• 24 Parganas (North)

The list of candidates for Hooghly, Nadia and Birbhum districts will be announced shortly.

Election in the districts will be held on 25 April 2015 and 25 March 2015 is the last date for filing nomination. Results will be out on 28 April 2015 for all the districts including Kolkata. Campaigning has already started for the constituencies whose candidate’s names have already been announced including putting up of posters, election graffiti etc.

WB CM Mamata Banerjee urges immediate steps for electoral reforms

West Bengal Chief Minister Mamata Banerjee today called for immediate steps for electoral reforms to ensure transparency and accountability.

“Electoral reforms are urgently needed to maintain transparency and accountability in our democracy and the election process,” Banerjee told PTI.

Trinamool Congress’s national spokesperson Derek O’ Brien said the party would agitate to press for electoral reforms in the coming Budget Session in Parliament.

“We will agitate both inside and outside Parliament,” he said.

“One political party is using money like a hosepipe to fund its campaign. It’s dangerous. We want wholesome democracy and not hosepipe democracy,” Brien, who is the chief whip of TMC Parliamentary party in Rajya Sabha said.

TMC, he said, has been raising the issue of electoral reforms ever since Mamata Banerjee wrote a book on the subject 20 years ago.

Brien said the Centre is not serious in bringing back black money. “We want a time bound plan and threadbare discussion on black money linked to poll funding,” he said.

 

PTI Story