From next year, Bengal Govt to organise immersion carnival in all districts

After the grand success of the Bengal Government-organised immersion carnival, named  Bishorjon  Carnival, on Red Road in Kolkata over two years, the government has decided to hold similar carnivals in every district from the next year.

According to State Government sources, many Durga Puja organisers from the districts had approached the government for a place in the Red Road carnival. But it was not possible to accommodate idols of all the Puja organisers held on October 3.

As a result, to give a similar platform to the award-winning Durga Pujas of the districts, the State Government has decided to organise immersion carnivals in every district. The best 25 in each district will be allowed to participate in the respective carnivals of the districts.

Chief Minister Mamata Banerjee had started the Bishorjon Carnival in 2016. The carnival consists of tableaux of the best Durga Pujas – idols, some of the items of the decorations and dhakis (drummers) loaded on to trailers – going in a procession past a large gallery of spectators on the way to immersion.

The district authorities will be identifying suitable stretches of roads where the processions can be conducted without causing much inconvenience to common people. Also, like on Red Road, they will be decorating the roads using special lighting arrangements and flowers.

This year, idols of three best Durga Puja organisers from Howrah and one from North 24 Parganas took part in the Red Road carnival.

মিলেছে অভূতপূর্ব সাফল্য, এবার সব জেলায় কলকাতার ধাঁচে কার্নিভাল

অভূতপূর্ব সাফল্য ও গণ উন্মাদনার সাক্ষী রইল শহর কলকাতা। রাজ্যে দুর্গাপুজো কার্নিভালের সেই উজ্জ্বল কৃতিত্বকে মাথায় রেখে সরকার এবার প্রতি জেলায় পুজো কার্নিভাল চালুর কথা ভাবছে। এ ব্যাপারে প্রাথমিক চিন্তাভাবনাও সারা।

প্রশাসন সূত্রের খবর, কার্নিভালের জন্য প্রতি জেলার সেরা ২৫টি পুজোকে বেছে নেওয়া হবে। জেলা প্রশাসনের সদর দপ্তর অর্থাৎ, জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ উদ্যোগে এই আয়োজন হবে। শোভাযাত্রার জন্য বিসর্জনের ঘাট পর্যন্ত নির্দিষ্ট রুটও বেছে নেওয়া হবে। সেই পথেই হবে কার্নিভাল। পুজোর সঙ্গে জড়িয়ে স্থানীয় আবেগকে গুরুত্ব দিয়ে সেই এলাকা ছুঁয়েই হবে প্রতিমা বিসর্জন। তার জন্য জেলা সদর দপ্তরেই আবেদন করতে হবে পুজো কমিটিগুলিকে।

মঙ্গলবার সন্ধ্যায় ভাসানের শোভাযাত্রার অসম্ভব সাফল্যে খুশি হয়ে রেড রোডে বসেই প্রশাসনের এহেন পরিকল্পনায় একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জেলা প্রশাসনের কাছে প্রাথমিক নির্দেশ পৌঁছে গিয়েছে।

কলকাতার পুজো কার্নিভাল দ্বিতীয় বছরে পড়ল। যত দিন যাচ্ছে, তার জৌলুস তত বাড়ছে। বিদেশি অতিথিরা পর্যন্ত তা চাক্ষুষ করতে পাড়ি জমাচ্ছেন দুর্গপাড়ের রাস্তায়। যে উৎসবে দেখে চোখ ঝলসে গিয়েছে জাপান, বার্সার ফুটবলপ্রেমী নাগরিকদের। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে বিশ্বের ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে বাংলার বহু শিল্পীর কাজ।

Source: Millennium Post

Mamata Banerjee thanks people, puja committees and administration after Durga Puja

Bengal CM took to her Facebook page to thank the crores of people who participated in the festivities of the Durga Puja, the Puja committees for their cooperation and the police and the administration for maintaining discipline and smoothness.

Here is her full Facebook post:

At the end of Durga Puja, the biggest festival in the world, I would like to thank the crores of people who visited the puja mandaps and participated in the festivities and made the festival celebration so joyful.

I would also like to thank the puja committees, clubs and all communities for their total cooperation and overwhelming support.
I thank the police and civil administration for their tireless endeavour to make the puja celebration smooth, peaceful and disciplined.

Some of the noted puja organisers will be participating in the carnival at Red Road on 3 October, being organised by the state government for the second time.

I invite all of you to come and witness the beautiful event.

My best wishes to all.

 

দূর্গা পুজোর শেষে সমস্ত পুজো আয়োজক কমিটিকে ও  পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী নিজের  ফেসবুক পেজে সমস্ত পুজো আয়োজক কমিটিকে তাদের সহায়তার জন্য ও  পুলিশ প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ধন্যবাদ জানালেন।

Here is the link to her post today.

Bengal Chief Minister writes Durga Puja theme song

Like in the last two years, this year too Chief Minister Mamata Banerjee has written the theme song for the Suruchi Sangha Durga Puja in New Alipore.

The theme song for this year is Boichitrer Muktoy Gantha Ekotar Monihar. Through this song, Mamata Banerjee has endeavoured to spread the message of peace and communal harmony. The music for the song has been composed by Jeet Ganguly and the song has been sung by Shreya Ghosal. A music video has also been produced, which is available online.

Despite her busy schedule, Mamata Banerjee makes it a point to give time for creative pursuits – be it painting or writing stories and poems as well as non-fiction. Till date, she has written almost 70 books. Every year, during the International Kolkata Book Fair, she releases her books.

To see the video click here.

দুর্গা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

গত দু’বছরের ন্যায় এবারেও সুরুচি সংঘের দুর্গা পুজোর থিম সং লিখলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নানা ব্যস্ততার মধ্যেও দিদি লেখান এবং ছবি আঁকেন। আজ অবধি ওনার ৭০টি বই প্রকাশিত হয়েছে। ওনার লেখা নতুন বই বেরোবে ২০১৮ সালের বইমেলায়।

এই থিম সংটির শীর্ষক হল ‘বৈচিত্রের মুক্তোয় গাঁথা একতার মণিহার ’ – এই গানের মাধ্যমে দিদি সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন।

গানটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী এবং গেয়েছেন শ্রেয়া ঘোষাল ।

সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

Kolkata Police’s Utsav App to help pandal-hoppers during Durga Puja

With smartphones becoming ubiquitous, apps for various purposes are the norm. Keeping this in mind, Kolkata Police created the Utsav App a few years back to help pandal-hoppers during Durga Puja.

The Utsav App becomes one of the most popular apps during the Durga Puja days. It acts as a comprehensive guide to the pandals. This year, the existing features of the app have been enhanced and some new features have been added too.

All the 350 major pujas of Kolkata have been covered – for each, there is a route guide, a detailed storyline, including information on the theme, contact numbers and addresses, and pictures. Since the app links the puja pandals with an online map, one can get turn-by-turn navigation to these destinations.

One can also upload photos and rate and review the pujas. Using the app, a user can check-in and share their status on Facebook.

This year a new section has been added to the app, which the police are expecting to be of major help. Pandal-hoppers will be able to gauge the rush and time required to reach the top 20 puja pandals in Kolkata.

According to a senior official of Kolkata Police, the app will provide an estimated time of arrival (ETA) from the last person in the queue to the pandals of these pujas.

One can also check the nearest pay-and-use toilets, police stations, hospitals and restaurants. Another important section of the app is where photograph and information about a missing child can be uploaded for the police to track and find.

The app also incorporates a ‘Chat and Adda’ feature through which users can find new friends and chat with them.

Click here to download the app from the Google Play store 

 

হাতে অ্যাপ, উৎসবে বন্ধু পুলিশ

 

কোন পথে পুজো? বলে দেবে উৎসব-অ্যাপ। ডাউনলো়ড করা যায় বন্ধু-অ্যাপও!
কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি এই দুই অ্যাপ হাতে থাকলেই কেল্লাফতে। পথ হারানোর জো নেই। পুজোর মণ্ডপের রাস্তা, ম্যাপ থেকে শুরু করে আশপাশে কোথায় গাড়ি পার্ক করা যাবে, কোথায় খাবারের দোকান— বলে দেবে অ্যাপ।

গত কয়েক বছরের মতো এ বার পুজোতেও এ ভাবেই নাগরিকদের পাশে থাকবে কলকাতা পুলিশ। শহরের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, উত্তর, মধ্য বন্দর এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ শহরতলির বড় বড় পুজোর রুট-ম্যাপ থাকছে তাদের উৎসব অ্যাপে। শুধু কি ঠাকুর দেখা? থাকছে আরও অনেক কিছুই। অ্যাপ খুললেই জানা যাবে কোন এলাকায় রয়েছে কোন রেস্তোঁরা। পুজোর শহর সাফ রাখতে সুলভ শৌচাগারগুলির খবরও রয়েছে সেই অ্যাপে।

তবে যাঁরা এই সব অ্যাপ ডাউনলোড করার মতো স্মার্ট ফোন ব্যবহার করেন না, তাঁদের কথাও মাথায় রেখেছে পুলিশ। তৈরি হয়েছে লিফলেট। পুজোর মণ্ডপের খুঁটিনাটি ছাড়াও সেখানে বাংলা এবং ইংরাজিতে লেখা থাকছে শৌচাগারের তথ্য।

উৎসব অ্যাপ ছাড়াও কলকাতা পুলিশের দৈনন্দিন ‘বন্ধু অ্যাপ’ থাকলেও একই সুবিধা পাবেন সাধারণ মানুষ।

Source: DNA