German delegation likely to attend Bengal Global Business Summit, 2017

The presence of Chief Minister Mamata Banerjee has created a lasting impression in the minds of the German business fraternity and a big delegation from the country is expected to attend the Bengal Global Business Summit, scheduled to held on January 20 and 21 next year, state Finance minister
Dr Amit Mitra said.

Vikram Solar, one of the leading solar energy solution providers based in Bengal, has signed an MoU with Teamtechnik of Germany to upgrade and expand its production capacity for Rs 400 crore. An MoU was signed between Sanjay Kajaria-led Hastings Group and German security system company Abus to export bio-jute packaging materials.

Before leaving Germany, Dr Mitra said the German businessmen were impressed by the development that had taken place under Mamata Banerjee’s leadership. She met the businessmen and had detailed discussions with them. Representatives from the German manufacturing and engineering, foundry and automobile industries called on the Chief Minister and expressed satisfaction over the meeting. 55 business-to-business and business-to-government talks had taken place and talks had taken place.

Asked what impact the visit would have in Germany, Mitra said the confidence building measures (CBM) had been very successful and now both the countries would have to translate thoughts into action. “I am hopeful that a big German delegation will come for the BGBS next year,” he said.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী বহু জার্মান সংস্থা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি জার্মান ব্যবসায়ীদের ভীষণ ভাবে অভিভূত করেছে ও আশা করা যায় আগামী বছরের ২০-২১ জানুয়ারী যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে একটি বড় জার্মান প্রতিনিধি দল অংশ নেবে, এমনটাই মনে করছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অতিপরিচিত সৌরবিদ্যুৎ সরবরোহকারী সংস্থা বিক্রম সোলার একটি মৌ-সাক্ষর করেছে জার্মানির টেমটেকনিক নামক সংস্থার সঙ্গে। ৪০০ কোটি টাকার বিনিয়োগে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। সঞ্জয় কেজরিয়ার নেতৃত্বে হেস্টিংস গ্রুপ ও জার্মান সংস্থা আবাস এর মধ্যে আরো একটি মৌ সাক্ষর হয়েছে বায়ো-জুট প্যাকেজিং দ্রব্য রপ্তানির জন্য।

জার্মানি ছাড়ার আগে অমিত মিত্র জানান, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে তাতে জার্মান শিল্পপতিরা মুগ্ধ। শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। জার্মান উত্পাদন ও কারিগরি, গাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বৈঠকের পর খুব খুশি। শিল্পমন্ত্রী জানান যে গত ৪ দিনে ৫৫টি বি-টু-বি ও বি-টু-জি বৈঠক হয়।

অমিত বাবু বলেন ” আমি আশাবাদী একটি বড় জার্মান প্রতিনিধিদল আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে অংশগ্রহণ করতে আসবেন।”

Biswa Bangla products to be available in Germany

An interaction was organized by Government of West Bengal, Consulate General Munich, BVMW and FICCI in Munich on Thursday.

The speakers included prof Dr. Wolgang Reinhardt From BVMW, former CEO, BVMW and Chairman, CUD, Baden-Wurttemberg, Bernd Reuters from German Ministry, Head of Division International Economic Relations, Ministry of Economic Affairs, Labour and Housing, State of Baden-Wurttemberg and senior secretaries of Government of West Bengal.

They were invited to bring a delegation of major auto, engineering,textile and other members to Bengal.

The 160 years old AMANN Group of Germany represented by Sanjeev Grewal, Regional Director said they were Interested in setting up a large textile industry in Bengal manufacturing specialized threads. The dialogue will continue as all the dignitaries were invited to Bengal.

The interaction was attended by Senator H.C. Zaki Kursun, GM, East West, a large importer of home furnishing textiles. He said he is highly interested in sourcing from Bengal. The Benga MSMET Department will facilitate linking with private textile manufacturers of Bengal.

More than 60 German Companies were present to interact with the Government and Business delegates of India. The seminar was followed by meeting with Dr. Gisela Splett, Honorable state Secretary of Ministry of Finance of the state Baden-Wurttemberg and also another meeting with Breuninger Department Store of Biswa Bangla.

 

বার্লিন-মিউনিখের স্টলে পাওয়া যাবে পণ্য

বঙ্গ বাণিজ্যে তাদের লগ্নি আরও বাড়াচ্ছে জার্মান সংস্থাগুলি৷ নতুন করে আরও কিছু সংস্থা রাজ্যে বিনিয়োগ করবে৷ মিউনিখে রাজ্য সরকার আয়োজিত শিল্প সম্মেলনের পর সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার স্পষ্ট জানালেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক পদক্ষেপ ও সম্মেলনে অসাধারণ আহ্বানের জন্যই জার্মান শিল্পমহলের ব়্যাডারে ধরা পড়েছে বাংলা৷।

বিশেষ তাৎপর্যপূর্ণ হল, এদিন স্টুটগার্টে ছিল একটি শিল্পসভা৷ যেখানে গিয়েছিল রাজ্যের একটি উচ্চপর্যায়ের শিল্প-প্রতিনিধিদল৷ সেই শিল্পসভায় জার্মানির ৬০টি সংস্থা ছিল৷ তারা প্রত্যেকেই বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে৷ অমিতবাবু এই প্রসঙ্গে বলেন, “আমরা আশা করেছিলাম ২০-৩০টি সংস্থা আসবে৷ কিন্তু এই যে বিপুল সংখ্যক সংস্থা এসেছে, এটাই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে৷”

অমিতবাবু বলেন “এদিন শিল্পসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে বিশ্ববাংলার প্রোডাক্টগুলি বার্লিন, মিউনিখ, বন-সহ জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরকারি-বেসরকারি বিপণিতে পাওয়া যাবে৷ এই ব্যাপারে এদিন একটি চুক্তি হয়েছে৷ বাংলার কুটির ও হস্তশিল্প সম্পর্কে জার্মান শিল্পপতিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে৷”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জার্মানির দক্ষিণ প্রান্তের শহর স্টুটগার্টে গিয়েছিল রাজ্য সরকারের শিল্প-প্রতিনিধিদল৷ সেখানে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে সেখানকার শিল্পোদ্যোগী ও উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন শিল্পকর্তারা৷ স্টুটগার্টের বণিকসভার সঙ্গে আলোচনার পাশাপাশি জার্মানির ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে চেয়েছেন মিউনিখ সফরে আসা বাংলার শিল্পকর্তারা৷

আজ, শুক্রবার কলকাতায় ফেরার বিমানে উঠছেন মুখ্যমন্ত্রী৷ বিকালে উড়ান৷ তিনি কলকাতা পৌঁছবেন শনিবার সকালে৷

“Come to Bengal and invest”: Mamata tells investors in Munich

West Bengal Chief Minister Mamata Banerjee today made an impassioned plea to investors, both foreign and those in the country, to invest in the state and assured them that her government would pull out all the stops to help and support.

“We will help. Give us the choice, we will give you all options. If you want to set up industry, the state government will give land from the land bank. Our land bank, land policy is ready. If you come, we will be happy,” Banerjee said while addressing a business meeting in Munich.

Mamata Banerjee, who led a business delegation to Munich to explore investment opportunities, urged the German auto major BMW to consider investing in the state and said, “We have enough opportunities in transport sector. You will see with your own eyes the opportunities in Bengal,” she said.

“If you think about India, first think about Bengal. Bengal is the gateway to Bangladesh, Bhutan, Nepal. If you invest, you will get a ready market,” she told the investors.

“If you want to invest, you have to set up one unit. Only ancillaries (industries) will not serve the purpose,” she said.

Giving a personal touch to her fervent plea, the Chief Minister said, “please consider me as your sister. Consider Bengal as your home. Bengal is the destination”.

State finance minister Amit Mitra, who had a meeting yesterday with senior management of the BMW in Munich had described it as a productive meeting.

“We told BMW that all options are open for them to invest in Bengal,” he had stated.

 

জার্মানিকে বাংলায় লগ্নির ডাক মমতার

বাংলা পূর্ব এশিয়ার প্রবেশপথ। এখানে কারখানা করলে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত এবং দক্ষিণ এশিয়ার বাজার পাবেন। আমাদের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে, বিনিয়োগের উপযুক্ত জায়গা রয়েছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বুধবার মিউনিখে এভাবেই বি এম ডব্লু–কে বাংলায় বিনিয়োগ করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গাড়ি শিল্পের পাশাপাশি বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প গড়তেও জার্মান শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়েছেন। জার্মান শিল্পপতি ও উদ্যোক্তাদের উদ্দেশে মিউনিখের সিটি সেন্টারে শিল্প সম্মেলনে মমতা বলেন, শুধু কারখানাই নয়, অনুসারী শিল্প করতেও আসুন।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অনেক জায়গা আছে যেখানে জল, বিদ্যুৎ, আলো প্রচুর আছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বাভারিয়া প্রদেশের আইনমন্ত্রী উইনফ্রেইড হাউসব্যাককে পাশে বসিয়ে মমতা বলেন, আমাদের ল্যান্ডব্যাঙ্ক আছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরেছে। এখন আমাদের রাজ্যে আর কোনও কর্মদিবস নষ্ট হচ্ছে না। বাংলায় রেডি মার্কেট পাবেন। আপনাদের পণ্যের জন্য নতুন করে বাজার খুঁজতে হবে না। বাংলা এখন বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা। আপনারা আসুন।

এদিনের শিল্প সম্মেলনে রাজ্যের ২৯ জন শিল্পপতির একটি দল যোগ দিয়েছেন। সম্মেলনে বাংলার শিল্পপতিদের অনেকে গত ৫ বছরে পশ্চিমবঙ্গে এই সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তাঁদের এই সরকারের সময়ে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবরকম সহযোগিতা তাঁরা যখনই চেয়েছেন, পেয়েছেন। জানা গেছে, এদিন শিল্প সম্মেলনে জার্মানির কয়েকটি শিল্প সংস্থার প্রতিনিধিরা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন।

জার্মান শিল্পপতিদের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করেন। বলেন, জার্মানির সঙ্গে ভারতের মৈত্রী বন্ধন গড়ে তুলেছিলেন ম্যাক্সমুলার। বলেন, জার্মান ও বাংলার সম্পর্ক দীর্ঘজীবী হোক।

মুখ্যমন্ত্রী বলেন, গাড়ি শিল্পই হোক আর ম্যানুফ্যাকচারিং— বাংলায় বিনিয়োগ করলে আপনারা সবরকম সহযোগিতা, সমর্থন পাবেন। বাংলার তরুণ প্রজন্ম রয়েছে। তাঁদেরকেও আপনারা কাজে লাগাতে পারবেন। জার্মান শিল্পোদ্যোগীদের উদ্দেশে মমতা বলেন, আপনারা এসেছেন। আমি গর্বিত। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। ২০ ও ২১ জানুয়ারি কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট হবে। আপনারা আসুন।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি কাজ বেশি কথা কম। এভাবেই চলি। এদিনের বৈঠকে সিমেন্সের সুনীল মাথুর উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব–ফুটবল চ্যাম্পিয়ন জার্মানি। আর বাংলার মানুষ ফুটবল–পাগল। রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে। আমিও রাত জেগে দেখি। জার্মানির অনেক জিনিস আমরা কলকাতায় ব্যবহার করি। আপনারা যখনই আসবেন, বাংলায় কোনও বাধা পাবেন না। সবরকম সমর্থন, সহযোগিতা আপনারা পাবেন। বাংলায় বিনিয়োগ করলে এশিয়ার অন্য দেশগুলিতেও আপনাদের পণ্যের বাজার পাবেন। পূর্ব এশিয়ার গেটওয়ে পশ্চিমবঙ্গ। আমাদের পরিবহণ ব্যবস্থা ভাল। ল্যান্ডব্যাঙ্ক আছে।

Bengal CM to meet German industry houses, seek investments

Bengal Chief Minister Mamata Banerjee will today hold a meeting with representatives of the German business houses at City Centre, Munich. The Chief Minister will be accompanied by the State finance and industry minister Dr Amit Mitra and a business delegation consisting industry captains from Bengal.

A preliminary meeting was held between the Chief Minister and the business delegation from Bengal yesterday. The Chief Minister urged the industry captains to showcase their experience of doing business in Bengal to their German counterparts. It was also decided regarding which sectors should be highlighted in the meeting,

The Bengal Chief Minister had earlier visited Singapore, London, Bhutan and Bangladesh and held industry meets . Under the present Government there has been a complete turnaround by the State regarding work culture and infrastructure development.

লগ্নি টানতে আজ মিউনিখে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর

বাংলায় জার্মানির লগ্নির প্রত্যাশাকে সামনে রেখে আজ মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের শিল্প সম্মেলন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন৷

অটোমোবাইল সংস্থা ও সিমেন্স-সহ বহু সংস্থা আজ রাজ্যের আহ্বানে শিল্প সম্মেলনে যোগ দিতে পারে৷ ইউরোপের মাটিতে এই গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রতিনিধি সহ থাকছেন দেশের প্রথমসারির কয়েকজন শিল্পোদ্যোগী৷ টিম বাংলাকে নিয়ে মমতা রোট্যাচ ইগার্ন থেকে মিউনিখে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন৷

মিউনিখের সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলার শিল্পোদ্যোগীরা৷ মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের সঙ্গে  শিল্প সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন৷ বৈঠকে শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সচিবরাও ছিলেন৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নয়, আপনারাই রাজ্যের শিল্পের কথা জার্মান শিল্পমহলের কাছে তুলে ধরবেন৷” রাজ্যের শিল্প পরিবেশের কোন দিকগুলি সম্মেলনে তুলে ধরা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

২০১৭ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মিউনিখের এই শিল্প সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর, লন্ডন, ভুটান ও বাংলাদেশ সফরে গিয়েও শিল্প সম্মেলন করেছেন৷ দেশের মধ্যেও বাণিজ্যনগরী মুম্বই এবং দিল্লিতেও শিল্প সম্মেলন করেছেন তিনি৷‘বদলে যাওয়া’ বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন্ শিল্প সংস্থা৷

 

Bengal seeks closer ties with Germany

A high powered official and business delegation from West Bengal, India led by the Hon’ble Chief Minister Mamata Banerjee is in Germany from September 5-9, 2016 to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between the Germany and West Bengal.

Hon’ble Chief Minister of West Bengal, Mamata Banerjee would be addressing an exclusive Interactive Session on the 7 September, 2016 in Munich and a series of interactions are being organised on the occasion of her visit.

Seminar on “Business Opportunities in West Bengal”

The first of the interactive sessions, a seminar on “Business Opportunities in West Bengal” was organised by IHK Duesseldorf, Indo-German Chamber of Commerce, Government of West Bengal, Consulate General of India, Frankfurt and Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) on 5 September, 2016.

The session was addressed by Dr Amit Mitra, Hon’ble Minister-in-Charge, Finance, Excise, Commerce & Industries, Mr Sovan Chatterjee, Hon’ble Mayor of Kolkata and Minister-in-Charge, Environment and Housing from Govt. of West Bengal. From NRW Ministry, Dr. Günther Horzetzky, State Secretary, Ministry for Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia addressed the session.

The event had a vibrant interactive session with German participants and members of the official and business delegation from West Bengal, India. The Seminar was attended by nearly 100 participants from across sectors.

The seminar was followed by G2B meetings between Senior Government officials of the State of West Bengal and major German companies including Elga Biotech, Boson Energy (IMBY Company), Oerlikon Barmag and others.

 

 

জার্মানির সাথে আরও নিবিড় সম্পর্ক চায় বাংলা

বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর নেতৃত্বে একটি উচচ পর্যায়ের সরকারি ও শিল্প প্রতিনিধি দল জার্মানিতে আছেন ৯ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত, দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মিউনিখ শহরে একটি শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন।

গত ৫ই সেপ্টেম্বর “বাংলায় শিল্প সম্ভাবনা” সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুসেলডর্ফ , ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স, পশ্চিমবঙ্গ সরকার, কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, ফ্রাঙ্কফুর্ট এন্ড ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স & ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত হয়েছিল সভাটি।

উক্ত সভাটিতে বক্তব্য রাখেন মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র , কলকাতার মেয়র এবং আবাসন ও পরিবেশ মন্ত্রী শ্রী শোভন চ্যাটার্জী, মন্ত্রিসভা থেকে স্টেট সেক্রেটারি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী, শক্তি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কারু মন্ত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী।

সভা টি তে ১০০ জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন দুই দেশ থেকে ও সভাটিতে আশাপ্রদ বার্তা বিনিময় হয়।

সভাটিতে পশ্চিমবঙ্গ সরকার ও জার্মানির নামি কোম্পানিগুলির মধ্যে কথাবার্তা চলে। কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগা বায়টেক, বোসন এনার্জি, ওপেরলিকন বারম্যাগ প্রমুখ।

All options open for BMW to invest in Bengal: Amit Mitra

All options open for BMW to invest in Bengal, State Finance, Industries and Commerce Minister Dr Amit Mitra said today. He was addressing the press after a three-hour long meeting with top officials of BMW.

“The officials of BMW made several presentations. The meeting was productive. We will carry the talks forward,” he said. The minister added that Bengal wants a ‘sustained relationship’ with BMW. Stressing the green mobility is the future, Dr Mitra said BMW made presentation on electric cars and bikes.

The minister was accompanied by Chief Secretary, Finance Secretary, Mayor of Kolkata, Lok Sabha MP Sudip Bandyopadhyay and other delegates.

The minister invited his counterpart in the German state of North Rhine-Westphalia to Bengal Global Business Summit, 2017.

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা: অমিত মিত্র

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা, আজ বললেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। বিএমডবলুর উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তিন ঘন্টার এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বিএমডবলুর আধিকারিক অনেকগুলি প্রেসেন্টেশন দেখান। আজকের বৈঠক ফলপ্রসূ, বলেন শিল্পমন্ত্রী। তিনি আরও জানান যে বাংলা বিএমডাবলুর সাথে ‘সাস্টেন্ড রিলেশনশিপ’ চায়।

ইলেকট্রিক গাড়ি ও বাইক প্রকল্পে আগ্রহী বি এম ডবলু, বলেন অমিত মিত্র। অর্থমন্ত্রী ছাড়াও বৈঠকে আজ ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব, কলকাতার মেয়র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

২০১৭র বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য জার্মানির রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফিলিয়ার অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানান অমিত মিত্র।

Düsseldorf keen to be sister-city of Kolkata

Kolkata Mayor Sovan Chatterjee, who is on a visit to Germay along with the Bengal Chief Minister Mamata Banerjee, today held a meeting with Giesel Thomas, Mayor of North Rhine-Westphalia and invited him to the BGBS in 2017. Chatterjee initiated a dialogue with the city of Duesseldorf for a sister city partnership. Mayor Giesel said that he would take up the matter at the next council meeting and once it is through, a formal agreement would be signed.

The Kolkata Mayor said that steps had been taken to improve the infrastructure of Kolkata by making it greener and cleaner. He mentioned that a number of measures had also been taken to ease doing business in Bengal.

Kunming, the main city of the Yunnan province in China, has a twin city arrangement with Kolkata besides Jersey City, New Jersey, United States.

 

কলকাতার ‘সিস্টার শহর’ হতে ইচ্ছুক ডুসেলডর্ফ

ডুসেলডর্ফ শহরের সঙ্গে কলকাতার মউ স্বাক্ষরের হল। উল্লেখ্য,গতকাল ডুসেলডর্ফ শহরের সঙ্গে তিলোত্তমার ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়টি নিয়ে চুক্তি করেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷জার্মানি পৌঁছেই ডুসেলডর্ফের মেয়র গিজেল থমাসের সঙ্গে এক প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন শোভন৷ আগামী বছর কলকাতায় যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে জার্মান শিল্পপতিদের সঙ্গে নিয়ে আসার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানান বাংলার মেয়র।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন কলকাতাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও করছেন তিনি৷ মেয়রের সঙ্গে আসা শিল্পপতিরাও এদিন ডুসলডর্ফে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷ মেয়রের সঙ্গে রয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, ময়াঙ্ক জালান, পার্থ ঘোষ, সুমিত বাজাজ প্রমুখ৷

চীনের ইউনান প্রদেশের প্রধান শহর কুনমিং কলকাতার সঙ্গে একটি টুইন সিটি তৈরি করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি সিটি নিউ জার্সির পাশাপাশি।

 

Bengal CM arrives in Germany, to explore investment opportunities

A high powered official and business delegation from West Bengal, led by Chief Minister Mamata Banerjee is in Germany to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between Germany and Bengal.

The Bengal Chief Minister arrived in Germany on Monday night and she would be addressing an exclusive Interactive Session on September 7 in Munich and a series of meetings with German business leaders are on the cards during her visit between September 5 -9.

State Finance Minister Dr Amit Mitra invited German businessmen on Monday to attend the 3rd Bengal Global Business Summit (BGBS) scheduled to be held in the city on January 20 next year.

Dr Mitra said that the past two editions were particularly successful and had attracted participation from 31 countries while he was addressing a seminar on Business Opportunities in Bengal in  Dusseldorf on Monday.

Gunther Horzetzky, state secretary, Minister of Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia said that a working group might be formed to take forward the discussions and chalk out a roadmap for closer engagement between the two regions.

Dr Amit Mitra and Kolkata Mayor Sovan Chatterjee along with a 29-member business delegation reached Duesseldorf on Monday where Mitra held a meeting with Norbert Walter Borjans, Finance Minister of North Rhine-Westphalia discussing bilateral issues.

 

 

মিউনিখে মুখ্যমন্ত্রী, আজ শিল্প বৈঠক

রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি বাণিজ্য দল জার্মানি এসেছেন।

সোমবার রাতে জার্মানি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭ সেপ্টেম্বর মিউনিখে তিনি জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক একটি বৈঠক করবেন।

বিএমডব্লিউ গাড়ি কোম্পানির সিইও এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ বুধবার মিউনিখে জার্মান শিল্পমহলের সঙ্গে রয়েছে বাংলার প্রতিনিধি দলের বৈঠক৷ এটি এবারের সফরে বাণিজ্যিক দিক থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জার্মানিতে আসা বাংলার শিল্পপতিরা৷

বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জার্মান সরকারের শীর্ষ আধিকারিকরা ছাড়াও স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলা থেকে আগেই আসা দুই মন্ত্রী অমিত মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷

এদিন মিউনিখে শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ৭ তারিখ মিউনিখে ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল শিল্পের একটি কর্মশালা রয়েছে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর শিল্প  সম্মেলনে জার্মানির বিখ্যাত শিল্পপতিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ জার্মানির চার শহরে শিল্প বৈঠক রয়েছে৷

মিউনিখ ছাড়াও ডুসেলডর্ফ, বাভেরিয়া, স্টুটগার্টে বৈঠক আছে৷ গাড়ি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন শিল্পে বিনিয়োগ, কলকাতা থেকে চামড়ার দ্রব্য রফতানি, দক্ষ মানবসম্পদ ও স্বচ্ছতায় জোর, পরিকাঠামো ইত্যাদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আরও মজবুত করতেই বৈঠক হওয়ার কথা৷ মাঝারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বৈঠকে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব৷

ডাঃ অমিত মিত্র এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ ২৯ জন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার ডুসেলডর্ফ পৌঁছে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷