Bengal Finance Minister Amit Mitra slams note ban

“Only an authoritarian government can calmly cause such misery to people,” said Nobel Laureate Amartya Sen on the government’s demonetisation move. Concurring with this thought Amit Mitra, Finance Minister of Bengal said no democracy with a money market has withdrawn 86 percent money from the market.

Dr Mitra said FMCG sales have fallen by 35-40 percent. About 70 percent of secondary steel plants in Bengal are not working after demonetisation. India is seeing recessionary tendency due to this move, he added. It will take six months for the government to remonetise the economy, Dr Mitra said. Economists have also agreed that gross domestic product (GDP) will decline by 100-300 bps due to demonetisation.

Joining the crusade against the currency ban, Dr Mitra said the government was not prepared to implement this scheme. Due to the cash clean-up, informal sector in all states is in deep trouble, he said. On deposits made in Jan Dhan account, he said for political purposes government had leaked that West Bengal ranked number one when on the contrary, the state is ranked number 10.

Talking about the Income Tax Amendments Bill announced by the government on Monday, the economist said the government has admitted its failure by introducing an amnesty scheme for the black marketeers.

Dr Mitra, who is also the Chairman of the Goods and Services Tax (GST) Panel, said the indirect tax regime is the biggest fiscal reform in the country and it not a tax rate issue. Since the roll-out of the demonetisation scheme, there are serious concerns over GST rules. The scheme is a second whammy for the states, much bigger than GST process, Dr Mitra said.

Demonetisation causing loss of Rs 25,000 crore of GDP per day: Amit Mitra

Echoing Chief Minister Mamata Banerjee’s words, Bengal Finance minister Dr Amit Mitra on Wednesday said that the demonetisation had caused a loss of around Rs 25,000 crore of Gross Domestic Product (GDP) per day from country’s exchequer.

“The country’s GDP per day is around Rs 45,000 crore. The Chief Minister estimated the loss of GDP per day at around Rs 25,000 crore. This is a huge loss. The nation’s economy will be affected by the Centre’s decision of demonetisation,” Dr Mitra said on the sidelines of the Global Mining Summit and International Mining and Machinery Exhibition, organised by the CII and supported by Coal India Ltd, Ministry of Mines, Coal, Steel, and some other stakeholders.

“The loss is increasing day-by-day. Stranded truckers are waiting for solution in border areas, the traders cannot find any way to do business, and fish markets are empty as there are no buyers. Where we are going?” Dr Mitra asked.

 

 

নোট বাতিলের ফলে দেশের জিডিপির দৈনিক ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে: অমিত মিত্র

বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র বুধবার জানান, নোট বাতিলের যে হঠকারী সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার ফলে প্রতিদিন দেশের জিডিপির ২৫০০০ কোটি টাকা করে লোকসান হচ্ছে।

তিনি বলেন, “সারা দেশের দৈনিক জিডিপি প্রায় ৪৫০০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর হিসেব মত, এই নোট বাতিলের ফলে প্রতিদিন প্রায় ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। দেশের কাছে এটা খুবই বড় একটি ক্ষতি।”

তিনি আরো বলেন “এই ক্ষতি দিন দিন বেড়ে চলেছে। রাজ্যগুলির সীমানায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে শুধু সমাধানের অপেক্ষায়। ব্যবসায়ীরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের ব্যবসা চালানোর। মাছের বাজার পুরো ফাঁকা পড়ে আছে কারণ কোনো ক্রেতা নেই।”

Bengal offers huge investment prospects in mining: Amit Mitra

Bengal today invited companies to invest in coal mining and exploration activities in the state as it highlighted huge opportunities in the sector.

“Deaocha Pachami coal block is the world’s second largest reserves with two billion tonnes and shared by six entities including Bengal. Along with that, Bengal has tied up with Kudurmukh for iron ore deposit exploration in the state,” state Finance Minister Dr Amit Mitra said.

Bengal has identified six granite prospective blocks and exploration has begun in three through competitive bidding, Dr Mitra said while addressing the IMME and Global Mining Summit 2016. He informed that mining would be carried out shortly in four blocks held by West Bengal Power Development Corporation. All these will offer huge investment opportunities and urged companies to take advantage of the same, he said.

At the same time, the minister said, mining activity should be socially responsible and done in dialogue with people where the projects would take off.

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।

 

 

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।

 

 

GST rates a victory for Bengal, states: Amit Mitra

The chairman of the empowered committee of state finance ministers, Dr Amit Mitra, said GST rates fixed on Thursday were a great victory for Bengal and other states. He also pointed out that the rates -0%, 5%, 12%, 18% and 28% -would not have any inflationary impact on the common man.

Bengal is likely to gain from the GST regime as the cess on coal will continue for now, along with the ones on primary education and rural development. Both education and rural development cess are linked with petroleum products, which is not under GST now.

Bengal earns a revenue of Rs 700 crore from coal cess and Rs 500 crore from the two others. The state now has a combination of ad valorem cess of 25% on the value of coal production and a royalty of Rs 5.50-7 per tonne, depending on the grade of coal.

Dr Mitra said that all states fought for 0% GST on grain, though a 6% rate was initially proposed on this. “There would have been inflationary pressure due to this. In a state like West Bengal, there is no VAT on foodgrain, so we all fought for 0% rate on it,“ he said.

The minister also argued that minimum rate of 5% -down from the original 6% -was fixed on the insistence of states. “We protested against 6% minimum rate and brought it down to 5%. For industry , even 1% is huge and can have inflationary impact.The highest slab is also kept at 28% as we were against any slab beyond 30%, which Value Added Tax has,“ Dr Mitra added.

Elaborating on the nittygritty of the new regime, Dr Mitra said revenue officials of different states would together decide on items for the standard category of 12% and 18%, keeping in mind that inflation had to be kept in check.

 

জিএসটি হার বাংলা ও রাজ্যগুলির জন্য লাভজনক হবে: অমিত মিত্র

বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কমিটির চেয়ারম্যান তথা বাংলার অর্থমন্ত্রী মাননীয় ডঃ অমিত মিত্র বলেন, জিএসটির যে হার নির্ধারিত হয়েছে সেটি বাংলা ও অন্যান্য রাজ্যের জন্য একটি বড় জয়। ০, ৫, ১২, ১৮, ২৮ শতাংশ হার সাধারণ মানুষের জন্য কোনও সমস্যা সৃষ্টি করবে না।

প্রাথমিকভাবে খাদ্যশস্যের ওপর ৬ শতাংশ কর বসানোর প্রস্তাব থাকলো সব রাজ্যই ০ শতাংশ করের দাবি তোলে। ডঃ অমিত মিত্র বলেন, “খাদ্য শস্যের ওপর ৬ শতাংশ সেস বসলে মূল্যবৃদ্ধির পরিস্থিতি সৃষ্টি হাত, তাই আমরা সকলেই ০ শতাংশের দাবি তুলি। বাংলার মত রাজ্যে খাদ্যশস্যের ওপর কোনো ভ্যাট বসানো হয়নি।”

তিনি আরও বলেন যে সর্বনিম্ন জিএসটি হার ৬ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পেছনেও রাজ্যদের ভূমিকা ছিল। শিল্পের জন্য ১ শতাংশ করও মূল্যবৃদ্ধি সৃষ্টি করতে পারে। সর্বোচ্চ হার ২৮ শতাংশ রাখা হয় কারণ আমরা ৩০ শতাংশের চেয়ে বেশি করের বিরোধী; ভ্যাটের ক্ষেত্রেও তাই ছিল।

জিএসটির যে চারটি কর শ্রেণী বা স্ল্যাব ধার্য করা হয়েছে, তার কোনটাতে কোন দ্রব্য থাকবে এবার বিভিন্ন রাজ্যের সচিবরা আলোচনার মাধ্যমে ঠিক করবেন বলেও জানান ডঃ অমিত মিত্র।

Amit Mitra asks Centre to come clean on GST

In a letter to Arun Jaitley, West Bengal finance minister Amit Mitra says Centre concealed crucial information on service taxpayer base from states.

While the states had so far been led to believe that the service taxpayer base was 1.1 million, new data supplied to the state finance ministers reveal that it is actually 3.05 million—almost thrice of what was assumed so far. This, Dr Mitra argues, has unfairly influenced the discussions, especially on the sharing of administrative powers between the Centre and states.

The sharing of administrative powers between the Centre and the states for controlling traders and service taxpayers in a GST regime has been a point of contention.

After the first meeting of the GST council, it was concluded that the Centre will control all the existing 1.1 million service tax dealers. In the case of goods, it was agreed that goods traders with an annual revenue threshold of less than Rs 1.5 crore would be administered by states and anything above jointly by the Centre and states.

However, in the second meeting of the GST council, the states demurred, claiming the minutes of the meeting did not adequately reflect what was discussed; this forced the council to go back to the drawing board on the administrative control of both goods and services.

“The minutes of the 1st and the 2nd GST council meeting clearly records a tax base of around 1.1 million for service taxpayers,” Dr Mitra wrote in a letter dated 28 October, before adding, “Suddenly, we find that the service taxpayers number has escalated to 3.05 million out of which 2.64 million are shown as active taxpayers.”

“This implies that the service tax base has grown 3 times over 2 years. What is even more surprising is that even a month ago this fact was not told to the states,” he wrote, adding that the figures seem an afterthought, surfacing only after the issue of dual control was discussed in the last GST council meeting held on 18-19 October.

In his letter, Dr Mitra also pointed out that the disaggregated data of value-added tax (VAT), excise and service tax base based on thresholds of Rs 1.5 crore and Rs 20 lakh had not been shared with the states so far. He also added that the states were likely to get the updated data on the taxpayer base only by 1 November, which left them only a day to deliberate before the GST council meeting. The data shared with states by the GST council secretariat was updated as of 19 January 2016.

 

Bengal won’t accept bypassing of finance dept in distribution of MGNREGA: Dr Amit Mitra

Stating that the Centre was trying to undermine the federal structure of the country, the West Bengal Government today said they will not accept the decision to bypass the state finance department in sending funds for MGNREGA scheme.

“Earlier, the money for 100 days work would come to the state finance department from where we used to distribute it to other departments. Now they are starting a ‘Tughlaqi-system’ where they are trying to avoid the finance department,” State Finance Minister Dr Amit Mitra told newspersons here.

A meeting of different departments called by Bengal Chief Minister Mamata Banerjee decided that they would write a strong protest letter to the Centre in this regard. “It is a step against federalism and autonomy of the state. It is as if they do not trust the states. It is against the legislative process and undermines the federal structure,” the State Finance Minister said hoping the Centre and other states would understand the issue.

Dr Mitra said now the Centre was trying to send money directly to beneficiaries. State Education Minister Partha Chatterjee said they were not going to accept the decision which “undermines the jurisdiction of the state.” He alleged that the Centre had shown a tendency to keep the state government in the dark on such decisions. Dr Mitra said they discussed how to start economic reforms without affecting the common man at a special meeting, where secretaries of various departments were also present. “We want a win-win situation where reforms will not hamper the lives of common people,” he added.

 

 

একশো দিনের প্রকল্পে রাজ্যকে এড়িয়ে টাকা দেওয়া মেনে নেওয়া হবে নাঃ অর্থমন্ত্রী

একশো দিনের প্রকল্পে মজুরির টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাল রাজ্য৷ কেন্দ্র রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে যা রাজ্য কখনোই মেনে নেবে না।

অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, “আগে একশো দিনের প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের অর্থ দফতরে আসত৷ সেখান থেকে পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দফতর মারফত কর্মীদের ব্যাঙ্কের অ্যাকাউণ্টে টাকা চলে যেত৷ কয়েকদিন আগে কেন্দ্র এক নির্দেশে সব রাজ্যকেই জানায়, একশো দিনের প্রকল্পের টাকা আর রাজ্যের অর্থ দফতরে জমা দেওয়া হবে না৷ অর্থাৎ এভাবে রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷”।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এবং রাজ্যের স্বায়ত্তশাসন বিরুদ্ধ একটি পদক্ষেপ। অর্থ দফতরের মাধ্যমে টাকা পাঠানোই নিয়ম৷ সেটা না হওয়া মানে বিধানসভাকেও অবমাননা করা।

অমিত মিত্র জানান, কেন্দ্র এখন সরাসরি কর্মীদের টাকা পাঠানোর চেষ্টা করছে। রাজ্যের শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত৷ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত৷ যতদূর সম্ভব প্রতিবাদ করা হবে৷ তিনি আরও বলেন কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্যকে ক্রমশ অন্ধকারে ঠেলে দেবে।

ডঃ মিত্র জানান, “কীভাবে অর্থনৈতিক সংস্কার করা যায়, যাতে সাধারণ মানুষের মধ্যে আঘাত না আসে, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে৷  কেন্দ্র থেকে একটি পদক্ষেপের চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত ক্ষতিকর৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে আঘাত৷ রাজ্যের স্বায়ত্ত ব্যবস্থার বিরুদ্ধে৷”

 

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Bengal Industry Minister holds meeting with Chinese delegation

Bengal Finance and Industry Minister Dr Amit Mitra on Sunday chaired a meeting with a Chinese business delegation at Nabanna.

A Chinese delegation had earlier surveyed the State’s industry infrastructure and had expressed desire to invest in Bengal.

In September 2016, a 21- member business delegation had visited Kolkata. That China is looking at Bengal as an investment destination and the country feels that business environment in the State has improved over time,  was expressed by the chairman of Worldwide Business Culture Exchange Centre, who was from Beijing.

 

চীনের প্রতিনিধিদলের সাথে বৈঠক করলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র

রবিবার নবান্নে চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

আগেও সেখানকার বণিকসভার প্রতিনিধিরা এসেছিলেন রাজ্যে। রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে তারা লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এই বছর সেপ্টেম্বর মাসে ২১ জন সদস্যের একটি চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল কলকাতা সফর করেন। চীনের সঙ্গে রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। উজ্জ্বল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা। বিনিয়োগের গন্তব্য স্থল হিসেবে চীন বাংলাকেই বেছে নিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড কালচার এক্সচেঞ্জ সেন্টারের চেয়ারম্যান জানান, রাজ্যে এখন বিনিয়োগের ভাল পরিবেশ।

 

Korean trade agency to set up office in Kolkata

Keeping in mind the sustainable growth in the economy of the state in the past five years, Korean Trade-Investment Promotion Agency (KOTRA) has decided to set up its office in Kolkata.

This is the first office of KOTRA, which is an organisation of South Korean government to look into the promotion of trade, in eastern India and it will open a door for more investment in the state.

Amit Mitra, the state Finance Minister, said at Nabanna on Friday that Dong Seok Choi, Chief Director General of KOTRA on Friday held a meeting with senior officials of the West Bengal Industrial Development Corporation (WBIDC). “He has shown interest in setting up their office in Kolkata. It is a matter of pride for the state as the organisation has chosen the city to set up their office which is the first and only one in eastern India,” he said.

The state government has assured all support to KOTRA in setting up of their office in Kolkata.

 

The image is representative (source)

 

কলকাতায় অফিস খুলতে চলেছে কোরিয়ার বাণিজ্যসংস্থা

গত পাঁচ বছরে রাজ্যের অর্থনীতির সাফল্য ও বৃদ্ধির কথা মাথায় রেখে, কোরিয়ান ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (KOTRA) কলকাতায় তাদের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব ভারতে দক্ষিণ কোরিয়ার এই বাণিজ্যসংস্থার এটি প্রথম কার্যালয় যা রাজ্যের সামনে বিপুল বিনিয়োগের দরজা খুলে দেবে।

শুক্রবার নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র KOTRA-র চিফ ডিরেক্টর জেনারেল এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, KOTRA কলকাতায় তাদের কার্যালয়ে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে,  এটা রাজ্যের  জন্য একটা গর্বের ব্যাপার যে এই সংস্থা তাদের অফিস স্থাপনের জন্য আমাদের শহরকে বেছে নিয়েছে”।

কলকাতায় তাদের কার্যালয় স্থাপনের জন্য KOTRA-কে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

Chambers of commerce laud ‘forward-looking’ Budget

The Bengal Chamber of Commerce and Industry on Friday congratulated state Finance Minister Dr Amit Mitra for presenting a forward looking Budget for 2016-17, with an almost five-fold increase in planned expenditure that focuses on education, employment, agriculture and the MSME sector.

The Chamber said it was encouraging that the state has also been able to achieve a robust growth of seven times in agriculture and four times in infrastructure development in the past five years, while at the same time pushing down fiscal and revenue deficits within manageable limits even against the backdrop of a huge inherited debt burden of over Rs. 2.5 lakh crore.

Rakesh Shah, president of Bharat Chamber of Commerce, Kolkata said: “Amit Mitra deserves rich accolades for the most remarkable accomplishments in terms of the reduction in fiscal deficit and revenue deficit. This is despite large scale implementation of several ambitious schemes and projects for growth in the social development sector, which are being emulated in other States of the country.”

Anil Vaswani, Chairman, CII West Bengal State Council said that the Budget is a developmental one “with a focus on small-scale industries, health, infrastructure and education. The Finance Minister has made proposals to expedite speedy dispute resolution of VAT appeal cases. This will certainly go a long a long way in improving business environment in the state.”