Verdict of Bengal: Trinamool all the way

Trinamool Congress swept the municipal polls held in seven municipalities, winning in Mirik , Domkal, Pujali and Raiganj. People of Bengal have yet again reposed their faith on the development initiatives of Mamata Banerjee.

For the first time in decades, a party which is not based in the Hills has won majority in a municipality of the Hills. Trinamool won Mirik municipality and won several seats in Kurseong, Darjeeling and Kalimpong.

Trinamool retained their hold on Pujali municipality and wrested Raiganj municipality from Congress. Domkal, which is a new municipality, also came this way.

The people of Bengal have yet again rejected the opposition forces and ploys to play divisive politics.

 

After the results were declared Mamata Banerjee tweeted:

Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled.

Congratulations to my brothers/sisters in hill areas of Darjeeling Kurseong Kalimpong Mirik for participating in the democratic process.

Special thanks to Mirik for reposing faith in us. We will work sincerely for you.After so many decades we begin a new era in the hills.

The hills are smiling.

 

সাত পুরসভার ভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

সাতটি পুরসভার ভোটের ফলাফল বেরোতেই পাহাড় থেকে সমতল সব জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। সাতটির মধ্যে ৪টি পুরসভায় বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল। সমতলে পূজালি, রায়গঞ্জ ও ডোমকলে জয়ী দল।

পাহাড়ে এই প্রথম খাতা খুলল তৃণমূল। মিরিক পুরসভার দখল নিল দল। কার্শিয়ং, দার্জিলিং ও কালিম্পঙেও খাতা খুলেছে তৃণমূল।

বাংলার মা, মাটি, মানুষ আবারও বিরোধীদের কুৎসার রাজনীতিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই বেছে নিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী টুইট করে মা-মাটি-মানুষকে অভিনন্দন জানান।

আমাদের ওপর আস্থা রাখার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকের ভাই বোনেদেরও আমার শুভেচ্ছা। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য মিরিককে বিশেষ ধন্যবাদ। আমরা আপনাদের জন্য কাজ করব। কয়েক দশক পর পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। পাহাড় হাসছে।