It is Srinjoy’s personal choice. It is his prerogative. It is his democratic right.
We have been saying for some time now that he has been put under tremendous pressure by the party in power at the Centre. He was released on bail yesterday. He resigned today. Did this pressure lead to some coordination? We are happy that he got “freedom” yesterday.
The Rajya Sabha seat which becomes vacant will be filled by the All India Trinamool Congress. We will soon announce the name of a party member who will then become a member of the Rajya Sabha.
We wish Srinjoy well in all that he does. We wish him a speedy recovery. Our warm wishes to him and his entire family.
Statement by Derek O’Brien, National Spokesperson and Chief Whip in Rajya Sabha
এটা সৃন্জয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তার গনতান্ত্রিক অধিকার।
আমরা কিছুদিন ধরেই বলছিলাম যে কেন্দ্রীয় সরকার তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছে। গতকাল তিনি জামিন পেয়েছেন। আজ তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত কি এই চাপেরই ফল? আমরা খুশি যে তিনি গতকাল “মুক্তি” পেয়েছেন।
রাজ্যসভার খালি হওয়া পদটি সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ণ করবে। খুব শীঘ্রই আমরা রাজ্যসভার নতুন প্রার্থীর নাম ঘোষণা করব।
আমাদের তরফ থেকে সৃন্জয়কে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ও ভবিষ্যতে যাই করুক তাতে যেন সাফল্য পায়। সৃন্জয় ও তার পরিবারের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
সর্ব ভারতীয় মুখপাত্র, রাজ্যসভার মুখ্য সচেতক ডেরেক ও’ ব্রায়েনের বিবৃতি