Bengal Finance Minister Dr Amit Mitra slammed the Centre on the demonetisation issue during his speech while presenting the State Budget 2017.
Here is what he said:
- Demonetisation was a bolt from the blue on the people. No democracy ever demonetised 86% currency.
- Mamata Banerjee was the 1st leader in the country to react on demonetisation & demanded it’s immediate withdrawal.
- GDP growth rate of India is on downward spiral. It may reduce by 1% to 3.5%.
- Demonetisation is financial and political emergency.
- Common people are suffering. Informal sector, MSME, workers, tea, jute, handloom, self-help groups – all are affected.
- The goalpost of demonetisation was shifted continuously from black money to cashless. economy and now less cash economy.
- No one knows the real aim of demonetisation. Who benefited from demonetisation?
- The autonomy of RBI has been damaged. Demonetisation was a conspiracy to weaken federal structure.
- Growth rate of India has reduced to 7.1% as per Centre’s data due to demonetisation effect.
- The established supply chains and allied sectors are damaged due to demonetisation. Workers have lost jobs.
- Growth rate of the State may dip to 9.27% due to the effect of demonetisation.
- 2-3 years are required to recuperate fully from effects of demonetization.
- Farmers are dependent on cooperative banks for loans. Cooperative system has been damaged by demonetisation.
Reacting on the State Budget 2017, Bengal Chief Minister Mamata Banerjee strongly protested one Centre’s move of Deomenetsation-Remonetisation.
Excerpts of her speech:
- Economy has slowed down all over the country due to demonetisation. GDP growth has slowed.
- People have lost their jobs due to demonetisation. They are returning to their home states. We have started a scheme to help them.
- Some people are talking of digital now. We have started a host of e-services long ago.
নোট বাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে: অর্থমন্ত্রী
২০১৭-১৮ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করার সময় এদিন কড়া ভাষায় কেন্দ্রের নোট বাতিলের সমালোচনা করেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- নোটবাতিল সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কোন গণতান্ত্রিক দেশে এভাবে ৮৬ শতাংশ নোট বাতিল হয় না।
- মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি প্রথম নোটবাতিলের এবং টাকা তোলার নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
- ভারতের জি ডি পি বৃদ্ধির হার নিম্নমুখী, ১ শতাংশ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে।
- নোট বাতিল অর্থনৈতিক ও রাজনৈতিক জরুরি অবস্থার সমান।
- সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শ্রমিক, চা, জুট, হ্যান্ডলুম, টেক্সটাইল – সব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত।
- নোটবাতিলের গোলপোস্ট এখন কালো টাকা থেকে ক্যাশলেস অর্থনীতিতে সরে গেছে।
- নোটবাতিলের আসল উদ্দেশ্য কারো জানা নেই। এর ফলে কারা উপকৃত হয়েছে?
- রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্ব করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র।
- কেন্দ্রের নোট বাতিলের ফলে ভারতের বৃদ্ধির হার কমে ৭.১ শতাংশ হয়ে গেছে।
- নোট বাতিলের ফলে সাপ্লাই চেন ও সহযোগী শিল্প ক্ষতিগ্রস্ত, শ্রমিকরা কর্মহীন হয়েছেন।
- নোটবাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে।
- কৃষকরা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও লোনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের ফলে কো-অপারেটিভ সিস্টেম ক্ষতিগ্রস্ত।
২০১৭-১৮ রাজ্য বাজেটের ওপর প্রতিক্রিয়া দেওয়ার সময় ডিমনিটাইজেশন-রিমনিটাইজেশনের (Demo-Remo) তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- নোটবাতিলের ফলে অর্থনীতি নিম্নমুখী। জিডিপি বৃদ্ধির হার কমে গেছে।
- মানুষ নোটবাতিলের ফলে চাকরি হারিয়ে নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছেন। তাদের সাহায্য করার জন্য আমরা একটি প্রকল্প চালু করেছি।
- কেউ কেউ আজকাল ডিজিটালের কথা বলছে। আমরা বাংলায় ই-পরিষেবা অনেক আগেই চালু করেছি।