Mamata Banerjee gives ultimatum to Centre to withdraw demonetisation decision

Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre, urging it to withdraw the decision to demonetise Rs 500 and Rs 1000 notes. She was addressing a rally at Azadpur Mandi in Delhi, where Delhi CM Arvind Kejriwal was also present.

In her speech, she highlighted the sad plight of the general public due to the sudden move of demonetisation. Mamata Banerjee said that before the election, the ruling party had said “good days are on their way”, while in reality, the poor are in tears. People have run out of supply of vegetables, she said, while accusing the Centre of inaction despite the plight of the people.

The Bengal Chief Minister pointed out that there has been a huge loss in GDP due to the Centre’s sudden decision. She referred to her interaction with the Punjabi community which has suffered a huge loss in the transportation sector. All the trucks carrying food and other goods are stalled at State borders, she said. She pointed out that the farmers have nothing to do and nothing to eat.

“Every day, the Government is coming out with new rules. This is an economic emergency and the entire country is suffering”, the CM said.

The Bengal Chief Minister strongly criticised the move by the Centre to mark the fingers of the common people who are depositing money with indelible ink and said that the people will blacken the Centre’s face for the mistrust being shown towards them. She maintained that joint parliamentary committees (JPC) are useless as seven such JPCs have been formed till date, none of which have yielded any results.

The Bengal Chief Minister pointed out that the Central ministers spend so much time in foreign countries that they have forgotten the country. She stated that the ruling party is out of sync with reality as it is talking about plastic economy. She also questioned the BJP on funds received from unknown sources.

Mamata Banerjee added that Trinamool Congress will cooperate with the Central Government if it is serious about bringing back black money from foreign countries. She also demanded to know what steps the Government is going to take regarding non-performing assets (NPA) of banks.

The Bengal Chief Minister said she has the people’s support in her struggle, which has made her fearless. The Chief Minister reiterated that it was not an ego battle; this is a fight for the people, she maintained. “We will not allow them to sell the country, we will not allow poor people to suffer”, said Mamata Banerjee while concluding her speech.

 

 

নোট বাতিল ইস্যুতে আজাদপুরে কেন্দ্রকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ইস্যুতে আজ একটি জনসভার আয়োজন করে আম আদমি পার্টি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  ভাষণ দেন এই জনসভায়।

জনসভাটি হয় দিল্লির সবচেয়ে বড় সবজি ও ফলের পাইকারি বাজার আজাদপুর মাণ্ডিতে।

কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি স্মারকলিপিও জমা দেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • নির্বাচনের আগে ওরা বলেছিল আচ্ছা দিন আ রাহা হ্যায়। কিন্তু এখন গরীবরাও কাঁদছে
  • ওরা বলছে গরীবরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে,অথচ সাধারণ মানুষ ভোগান্তির শিকার
  • ঘরে সবজি না থাকলে কি এটিএম এ কি করবে মানুষ? রোটি-কাপড়া-মাকান, ইয়ে হ্যায় হিন্দুস্তান
  • মানুষ কাঁদছে আর ওরা মজা দেখছে
  • নোট বাতিলের জন্য জিডিপি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত
  • পাঞ্জাবী কমিউনিটি আমায় জানিয়েছে পরিবহন ব্যবস্থা সমস্যার সম্মুখীন, সব ট্রাক আটকে রয়েছে
  • কৃষকরা কি করবেন? তারা কি খাবেন? প্রত্যেকদিন সরকার নতুন নতুন নিয়ম আনছে। এটা কি তামাশা হচ্ছে?
  • নোট বাতিল সমস্যা অর্থনৈতিক বিপর্যয়ের সমান। সমগ্র দেশ এই সমস্যায় জেরবার
  • ওরা চায় সাধারণ মানুষের হাতে কালি লাগিয়ে দিতে। মানুষ ওদের মুখে কালি দেবে
  • ওরা মনে করে সবাই চোর আর ওরা সাধু
  • আজ অবধি সাতটা জেপিসি গঠিত হয়েছে কিন্তু কোনো ফল হয়নি
  • ওরা বিদেশে গিয়ে দেশের কথা ভুলে যাচ্ছে
  • ওরা প্লাস্টিক অর্থব্যবস্থার কথা বলছে। ওরা দেশের অবস্থা জানে না
  • কেন্দ্র সংবিধান বিরোধী কাজ করছে। দেশে জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা
  • বিজেপি বলুক অজানা উৎস থেকে কত টাকা পেয়েছে তারা পার্টি তহবিলে?
  • কালো টাকা ওরা ফিরিয়ে আনুক বিদেশ থেকে। আমরা ওদের সাথে সহযোগিতা করব
  • ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং অ্যাসেট এর ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র
  • মানুষ আমাদের সাথে আছে। আমরা কাউকে ভয় পাইনা
  • এটা অহংকারের লড়াই নয়, এটা মানুষের লড়াই। আমরা লড়তে ভয় পাই না
  • আমরা লড়াই করি। আমাদের দমানো যাবে না। আমাদের জেলে পুড়লেও না, গুলি করে মেরে ফেললেও না
  • সরকারের উচিত আরও টাকার যোগান দেওয়া। বাজার খোলার জন্য ওদের পদক্ষেপ নেওয়া উচিত
  • আমরা ওদের দেশকে বিকিয়ে দিতে দেবনা। সাধারণ মানুষকে আর কষ্ট সহ্য করতে দেবনা

Mamata Banerjee slams Centre: Worse than Emergency

Chief minister Mamata Banerjee on Friday stepped up the ante against the BJP-led Centre, slamming it for unleashing a political vendetta that was “worse than Emergency”.

The CM, who had earlier in a social media post called the 1-day ban on NDTV India “shocking“ and smacking of “Emergency-like attitude“, alleged that the Narendra Modi-government was practically running a presidential form of government that was bent on curtailing democratic rights.

“I am appealing to all political parties. I have to tell all my friends to come together and sit together. Let us fight to gether. If anybody comes, it is up to them,“ she told reporters at Nabanna, the state secretariat. “Nobody should question our patriotism. We all love our country . No one is anti-Indian,“ she added.

“Today somebody is in power, tomorrow someone else will be in power. But they are setting a wrong precedent.If this method is followed, the country will suffer,“ she said.

“Rahul Gandhi was detained. He had gone to meet the family of a deceased jawan. The Delhi CM was detained. We believe in democracy , we respect federalism. But that is under attack,“ she said.

The Centre, she accused, wants to control the media and even the state governments. “The Prime Minister bypasses an elected CM and interacts with the state chief secretary . Is this federalism? If we don’t (fall in line) they will put (central) agencies on your back,“ she said, adding: “ A government needs to act as per its legal mandate. It can’t be fanning communal and sectarian divide.“

On the one-day gag order on a media channel, she said, “Media will do its duty . Even here so many media are critical of me.If they err, you have legal provisions. Let the highest authority decide.”

 

দেশের অবস্থা জরুরির চেয়েও ভয়ংকরঃ মুখ্যমন্ত্রী

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে বলেন, দেশের অবস্থা এখন জরুরী অবস্থার চেয়েও ভয়ংকর।

এনডিটিভি-র হিন্দি সংবাদ চ্যানেল সম্প্রচারে মোদি সরকারের নিষেধাজ্ঞা জারি করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে এই ঘটনা ‘জরুরি অবস্থার চেয়েও ভয়ংকর’। নরেন্দ্র মোদির সরকার কার্যত মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করছে”।

নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, “আমি সব রাজনৈতিক দলের কাছে আবেদন করছি আসুন আমরা সকলে লড়াই করব।তিনি আরও বলেন, আমাদের দেশপ্রেম নিয়ে কারো প্রশ্ন করা উচিত নয়. আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। আমরা কেউ ভারত বিরোধী নই”।

“আজ একজন ক্ষমতায় আছে, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। কিন্তু ওরা ভুল পথ অনুসরণ করছে। এই পদ্ধতি অনুসরণ করে চললে দেশের ক্ষতি হবে”, বলেন মুখ্যমন্ত্রী।

রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিঅয়ালকে আটক করার ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “রাহুল গান্ধী ওই জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তাঁকে আটক করা হয়েছিল। এমনকি দিল্লীর মুখ্যমন্ত্রীকেও আটক করা হয়েছিল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ফেডেরালিজমকে সম্মান করি, কিন্তু এই কাজ রাজনৈতিক শিষ্টাচার বিরোধী”।

কেন্দ্র এখন মিডিয়ার পাশাপাশি রাজ্য সরকারকেও কন্ট্রোল করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “মিডিয়া তার কাজ করবে। নির্বাচনের সময় অনেক মিডিয়া আমাদের বিরোধিতা করেছে। আমরা কোন প্রতিহিংসামূলক পদক্ষেপ নিইনি। দরকার হলে আইনি পদ্ধতি আছে তা অনুসরণ করতে হবে কিন্তু এভাবে কারো মত প্রকাশের অধিকার খর্ব করা যায় না। এটা সংবিধান স্বীকৃত ব্যবস্থা। একে মান্যতা দিতেই হবে”।

 

 

After RS yesterday, TMC raises the issue of CBI raid at Delhi CMO in LS

After Rajya Sabha yesterday, Trinamool Congress led the charge in Lok Sabha against the Centre over CBI raids at the Delhi Chief Minister’s office.

Leader of the party in Lok Sabha, Sudip Bandyopadhyay criticised the CBI in strongest terms, calling the incident a blot on federal structure of the country.

“In a federal structure in a democracy how can the office of a Chief Minister be raided by the CBI?” he asked. In a democracy, the Chief Minister of the States are also elected by the people. It pains me that CBI raided the CMO, Sudip Bandyopadhyay said while adding that the CBI had become GBI (Gujarat Bureau of Investigation).

“The files the CBI searched, it is said, belonged to the DDCA. Let there be a Joint Parliamentary Committee to investigate this,” Sudip Banerjee added.

 

Twitter alliance:

As the Leader of Trinamool in Lok Sabha, Sudip Bandyopadhyay was speaking, The Chief Minister of Delhi was following his speech on Twitter. Mr Arvind Kejriwal also retweeted several tweets of Sudip Bandyopadhyay’s speech.

 

Kejriwal Tweet

Screenshot of Arvind Kejriwal’s Timeline

Click here for the full transcript of Sudip Bandyopadhyay’s speech

Trinamool condemns CBI raid at Delhi CM’s office

National Spokesperson of the party and Leader of the party in Rajya Sabha, Derek O’Brien today called the CBI raid at Delhi Chief Minister’s unprecedented and demanded clarification from the Central government.

“Has Emergency been declared?” he asked in a statement posted on the party’s Twitter channel.

Trinamool also gave a notice in Rajya Sabha under Rule 267 to suspend usual business and immediately take up discussion on the CBI raid at Delhi CM’s office.

“This is an issue about the country and the federal structure. This is beyond a party issue. The office of a democratically elected CM has been raided by CBI,” Derek said in Rajya Sabha.

“CBI reports directly to the Prime Minister. Files in Chief Minister’s office have been gone through. he BJP is trying to kill the States. They are destroying federalism,” he added while maintaining that the party was not trying to defend any corrupt official.

Trinamool MPs also raised the slogan “Bachao bachao federalism” in Rajya Sabha.

Tweet by Derek O’Brien:

Tweet by Mamata Banerjee: