FULL TRANSCRIPT
ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন পড়ে। সেখানে ডেবরা ব্লকে বালিচকে একটা রেলওয়ে ওভার ব্রিজ হওয়ার দরকার ছিল গত ৪ বছর ধরে।
ব্রিজটা না হওয়ায় ৬টি ব্লকের লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে, কারণ তার পাশে স্কুল-কলেজ-হাসপাতাল ইত্যাদি অনেক কিছু রয়েছে। রাস্তায় প্রচুর জ্যাম হয়। ট্রাফিকের জন্য রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছতে পারেন না। আমি আপনার মাধ্যমে, ডেবরা ব্লকের সমস্ত মানুষের অনুরোধ মাননীয় রেলওয়ে মন্ত্রীকে জানাতে চাই যে একটা রেলওয়ে ওভার ব্রিজ হওয়া খুব দরকার।
ধন্যবাদ।
Translation:
Thank you Sir for giving me the opportunity to speak.
Kharagpur South-Eastern Railway Division falls under my constituency Ghatal. There has been a demand to build a railway overbridge at Balichak (in Debra block) for the last four years.
Lakhs of people in 6 blocks are suffering because of the lack of a railway overbridge. There are many schools, colleges and hospitals in the area. Traffic is congested. Patients often do not reach hospitals on time.
Through you, Sir, I want to request the Hon. Railway Minister to build a railway overbridge in the area.
Thank you so much.