Investment Bengal

Essar to invest up to Rs 1000 cr by FY18 in Bengal

West Bengal is set to get Rs 700-1,000 crore investment in ramping up coal-bed methane (CBM) production from Essar Oil at Raniganj, but it could jump significantly if shale opportunity opens up.

“We have invested Rs 3,300 crore at our Raniganj CBM block and already achieved one million scmd production. We will have to pump an additional Rs 700-1,000 crore to reach the peak projected production of three million scmd capacity,” Essar Exploration & Production CEO Manish Maheswari said.

The West Bengal Government is expected to reap a handsome Rs 2,500 crore as royalty from this CBM block.

 

২০১৮ আর্থিক বর্ষে বাংলায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ‘এসার গ্রুপ’

পশ্চিমবঙ্গের রাণীগঞ্জে এসার অয়েল থেকে coal-bed মিথেন উ९পাদনের জন্য ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে লাভের পরিমান উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এসার এক্সপ্লোরেশন ও প্রোডাকশান সিইও মনিশ মহেশ্বর বলেন, “আমরা রাণীগঞ্জে CBM ব্লকে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং ইতিমধ্যে এক মিলিয়ন উ९পাদন হয়েছে।  তিন মিলিয়ন উ९পাদন ক্ষমতার শিখরে পৌঁছাতে অতিরিক্ত ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে”।

এই CBM ব্লক থেকে ২,৫০০ কোটি টাকার একটি রয়্যালটি পাওয়ার আশা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের।

Govt initiatives to issue caste certificates to turn life around for backward classes

The State Government initiatives to issue caste certificates to, along with the projects taken up for, people from SC, ST and OBC communities have created a major change in their lives. People belonging to such communities require caste certificates to get the benefits they are entitled to.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee ensured that there was no politics over the issuing of caste certificates.

From calendar years 2006 to 2010, during the Left Front rule, 13,58,883 certificates were issued to the SC, ST and OBC communities. In contrast, from calendar years 2011 to 2015, 89,85,614 certificates in total were issued, which is a massive improvement.

Hence, under the Trinamool Congress Government, the numbers have improved substantially.

In 2016, till June 17, 17,275 ST people, and 1,89,282 SC and OBC people, that is, a total of 2,06,557 have already got caste certificates.

These certificates have changed their lives. The jobs of kendu leaf collectors have been assured and they are getting pension on attaining 60 years of age. If they are injured during work they are getting accident benefits. These people come from society’s poorest of the poor.

SC and ST students are given coaching free of cost in Delhi to appear for the Civil ServiceExamination conducted by the Union Public Service Commission (UPSC). An Eklavya model school, run by the Ramakrishna Mission, has been set up at Jhargram in the Jangalmahal region to impart education to ST students.

A senior official of the Backward Classes Welfare Department said that changes in the lives of SC, ST and OBC people that have taken place in the past five years were remarkable, with more schemes coming for them are in the future.

 

 

Adapted from an article published in Millennium Post on July 15, 2016

 

অনগ্রসর শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাতি শংসাপত্র চালু করার উদ্যোগ সরকারের

রাজ্য সরকারের উদ্যোগের এসসি, এসটি এবং ওবিসি লোকেদের নিয়ে তাদের জীবনে একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে তারা এখন জাতি শংসাপত্র পেতে চলেছেন। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেন যে  জাতি শংসাপত্র নিয়ে কোন রাজনীতি নয়।

২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে, বামফ্রন্টের রাজত্যকালে, ১৩,৫৮,৮৮৩ সার্টিফিকেট এস সি, এস টি এবং ও বি সি শ্রেণীর মধ্যে বিতরন করা হয়েছিল। তুলনায়, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ৮৯,৮৫,৬১৪ সার্টিফিকেট বিতরন করা হয়েছে।

সুতরাং, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়।

২০১৬ সালের ১৭ জুন পর্যন্ত, ১৭,২৭৫জন তপশিলি উপজাতির মানুষ এবং ১৮৯,২৮২জন তপশিলি জাতি্র ও ওবিসি জাতির মানুষ, অর্থাত সব মিলিয়ে ২,০৬,৫৫৭জন, সার্টিফিকেট পেয়েছেন।

এই সার্টিফিকেট তাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। কেন্দু পাতা সংগ্রহকারিদের জীবিকা সুনিশ্চিত করেছে এবং এখন তাঁরা ৬০ বছর বয়সের পর থেকে পেনশন পাবেন। কাজ করতে গিয়ে যদি তারা আহত হন তাহলে তারা অ্যাক্সিডেন্ট বেনিফিটও পাবেন।

তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার্থীদের দিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে।

জঙ্গলমহলের  ঝাড়গ্রামে তফসিলি  উপজাতি ছাত্রদের শিক্ষাদান করতে রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত একলব্য মডেল স্কুল স্থাপন করা হয়েছে।

অনগ্রসর উন্নয়ন দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি মানুষের জীবনে যে গত পাঁচ বছরে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও তাদের জন্য একাধিক উন্নয়নমূলক স্কীম চালু হবে।

For better crop sale, marketing training plans for young farmers

In a bid to make youth from farmers’ families more competent in marketing their agricultural produce in a better way, the state government has taken steps to provide them training as per the requirement of the present time.

The state agriculture marketing department has fixed a target of providing training to 1,003 youth in the next one year. Each of the youth has to undergo the training for 90 days and to make the training programme a success, training programmes are being organised in two blocks of a district at a time.

Recently, the training programme took place with youth from two blocks, each in Birbhum and Hooghly.

Tapan Dasgupta, the state agriculture marketing minister, said that it is the duty of the state government to make the youth from the farmers’ families competent enough so that they can go ahead for new ventures to fetch more profit out of the cultivation in their lands.

 

কৃষকদের ভাল ফসল বিক্রি ও বিপণনের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রাজ্যের

ভাল পদ্ধতিতে কৃষিজ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য তরুণ কৃষকদের  প্রশিক্ষণ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

রাজ্য কৃষি বিপণন বিভাগ পরবর্তী এক বছরের মধ্যে ১,০০৩ জন যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রত্যেককে ৯০ দিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে এক একটি জেলার দুটি করে ব্লকে এই কর্মসূচী সংগঠিত হচ্ছে।

সম্প্রতি বীরভূম ও হুগলি জেলার  দুটি করে ব্লকে যুবকদের প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।

রাজ্য কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন যে কৃষকরা যাতে নতুন উদ্যোগে তাদের জমি চাষ করতে পারে এবং মুনাফা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখা রাজ্য সরকারের কর্তব্য।

Farmers make profit via horticulture in Nadia

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme in Nadia, stress is being given on quality production of gerbera flowers and capsicum in shed-net houses and poly-houses through horticulture.

From the last financial year, Mahatma Gandhi NREGA scheme helped construction of poly-houses in seven organic villages.

These structures are used for better quality products, higher productivity, off-season cultivation, better insect and disease control and reduced use of pesticides, nursery raising, hardening of crops, efficient use of resources, high-value crop production and more profits etc.

 

উদ্যানপালনের মাধ্যমে লাভবান হচ্ছেন নদিয়ার কৃষকরা

নদীয়ায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের অধীনে, শেড-নেট হাউস এবং পলি হাউসে উন্নত মানের গ্যারবেরা ফুল ও ক্যাপসিকামের উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।

গত আর্থিক বছর থেকে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্প  সাতটি জৈব গ্রামে পলি-ঘর নির্মাণ করতে সাহায্য করেছে।

উন্নত মানের পণ্য, উচ্চ উত্পাদনশীলতা, অফ সিজনে চাষবাস, পোকা ও রোগ নিয়ন্ত্রণ, কীটনাশকের ব্যবহার কমানো, উচ্চ মান ফসল উৎপাদন ও আরো লাভ ইত্যাদির জন্য এই কাঠামো ব্যবহৃত হয়।

 

Bengal Govt stresses on agri-research to ensure better yield

The West Bengal Government is giving stress on agricultural research to find new techniques that will ensure a good yield of crops even in case of natural disasters.

A two-day conference attended by the representatives of all the seven agriculture research stations of the State ended on Tuesday.

The major thrust area of the conference was the development of techniques and new types of seeds using which cultivation would be possible even if there was excess rainfall up to a certain limit or even if there was comparatively lesser rainfall during the monsoon season.

The researchers also discussed how to develop newer methods of cultivation so that the farmers can make more profit.

It had always been the target of the present Government to help farmers get some more money after toiling a lot to ensure an increase in cultivation.

Besides discussing on the development of new methods of cultivation, the researchers have also pointed out the need for proper soil testing so that the farmers do not suffer losses. Stress has also been given on development of new types of seeds that can be used to increase yields or to grow better quality crops.

 

The news was first published on Millennium Post dated June 8, 2016

 

কৃষি উত্পাদন বাড়াতে গবেষণায় জোর রাজ্যের

কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য নতুন নতুন পদ্ধতি খুঁজে পাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার গবেষণার ওপর জোর দিচ্ছে যা এমনকি প্রাকৃতিক দুর্যোগেও ফসলের ভাল ফলন নিশ্চিত করবে।

দুই দিনব্যাপী এই কৃষি সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে, রাজ্যের সাত কৃষি গবেষণা কেন্দ্রের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহন করেছিলেন।

বর্ষায় অতিবৃষ্টি বা তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হলেও যাতে উন্নতমানের বীজ ব্যবহার করে নতুন পদ্ধতিতে ফসলের ফলন বৃদ্ধি করা যায় এই ছিল সম্মেলনের মূল আলোচ্য বিষয়।

নতুন পদ্ধতিতে চাষ করে কৃষকরা যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে সে বিষয়েও গবেষকরা আলোচনা করেছেন।

বরাবরই বর্তমান সরকারের লক্ষ্য ছিল কিভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি করে কৃষকরা যাতে আরও বেশি টাকা রোজগার করতে পারে তা নিশ্চিত করা।

চাষের নতুন পদ্ধতি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে গবেষকরা সঠিক মাটি পরীক্ষার প্রয়োজনও  উল্লেখ করেছেন এই আলোচনায় যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন।ভালো মানের ফসলের ফলন যাতে বাড়ানো যায় তাই নতুন ধরনের বীজ ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।