Bengal CM outlines steps for the betterment of cooperative banks

To strengthen the cooperative movement in Bengal, Chief Minister Mamata Banerjee, at a meeting held on December 6, has decided to take a series of steps for the betterment of the cooperative banks, and to make them more competitive with respect to other government and private banks.

This is the first meeting of its kind presided over by the Chief Minister, where all the district cooperative bank chairpersons of Bengal were present. Among the others present were the Finance, Panchayats and Rural Development, Cooperation and Agriculture Ministers, and the chief secretary and finance secretary.

One of the most important steps to be taken to make the cooperative banking system more professional in its approach is the creation of an auditing system for the banks, just like other banks. Another important step is increasing the number of depositors (currently, the total deposits in these banks amount to Rs 38,000 crore), and so is making the whole cooperative banking system IT-based.

Among the other steps to be taken include increasing the financial assistance extended to self-help groups (SHGs) and opening more branches.

A monitoring committee has been created under the chief secretary to oversee the proper implementation of these measures by all the banks and to maintain a general oversight over the system.

In this connection, it needs mention that on December 25, Chief Minister Mamata Banerjee has called a conference with all cooperative societies in Bengal at Netaji Indoor Stadium.

সমবায় ব্যাঙ্কগুলিকে তথ্যপ্রযুক্তি নির্ভর করে তুলতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের সমবায় ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সব জেলার সমবায় ব্যাঙ্কের কর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, সব সমবায় ব্যাঙ্ককেই তথ্যপ্রযুক্তি নির্ভর করে তুলতে হবে। যাতে অন্য ব্যাঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। গ্রাহক পরিষেবার মান আরও উন্নত করতে হবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে হবে।

বাম আমলে অনেক সমবায় ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। ভবিষ্যতে যাতে স্বচ্ছতা ও সততা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে, তার জন্য নিয়মিত অডিট করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন, সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে হবে। সমবায়কে মানুষের কাছে নিয়ে যেতে হবে। মানুষের কাছে স্বচ্ছতার ক্ষেত্রে যেন কোনও প্রশ্ন না থাকে। ব্যাঙ্কে গ্রাহকের সংখ্যা বাড়াতে হবে। অন্যান্য ব্যাঙ্কের মতো এইব্যাঙ্কগুলিতেও সমস্ত কাজ করতে হবে ‘আইটি বেসড’। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরও আর্থিক সাহায্য করতে হবে। আরও বেশি পরিমাণে ব্যাঙ্কের শাখা খুলতে হবে। যাতে মানুষ এই ব্যাঙ্কে আরও ভরসার সঙ্গে টাকা রাখতে পারেন। তার জন্য উদ্যোগী হতে হবে।

সমবায় ব্যাঙ্কগুলি যাতে পেশাদারিত্বের সঙ্গে ভালোভাবে চলে, তার জন্য মুখ্যসচিব’কে মাথায় রেখে একটি মনিটরিং কমিটি তৈরি করলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে জেলার সমবায় ব্যাঙ্কগুলির কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। মুখ্যসচিব তাঁদের সঙ্গে আলোচনা করে ব্যাঙ্কগুলি যাতে ভালোভাবে চলে, তার ব্যবস্থা করবেন। সাম্প্রতিককালে এইভাবেসমবায় ব্যাঙ্কের কর্তাব্যক্তিদের নিয়ে এই ধরনের বৈঠক হয়নি। এই প্রথম মুখ্যমন্ত্রী জেলার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন। সমবায় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিবদের সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Source: Bartaman