Modern technology to determine water levels in dams

The State Government, on the instructions of Chief Minister Mamata Banerjee, has decided to take the help of technology to determine the exact amount of water in the dams across the state.

The current system is manual. Now that will become easier with the help of technology. Through satellite images, CCTV system at dams and barrages, sensor systems and radio frequencies, it will be possible to determine the detailed data related to water flow in rivers and levels of water in reservoirs, which will be conveyed to a joint control room.

From this control room, accurate data will be communicated to officials of the Irrigation Department and other departments wherever required in the state, so that adequate relief measures can be taken in advance. Data on how much water has been released by dams in neighbouring states into rivers, which flow into Bengal, will also be shown on the giant monitors in the control room.

 

বাঁধে কত জল, বলবে প্রযুক্তিই

 

যথাসময়ে নদী ও বাঁধের জলস্তরের হালহকিকত জানতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্যের সেচ দপ্তর। এখন কাজ হয় মনুষ্যচালিত ব্যবস্থায়। এ বার স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে ওই দপ্তর।

কী ভাবে তথ্য দেবে নতুন প্রযুক্তি? এই ব্যবস্থায় উপগ্রহ-চিত্র, সিসিটিভি, সেন্সর সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন নদীতে জলপ্রবাহের গতিপ্রকৃতি, ব্যারাজে জল ওঠানামার ছবি ও তথ্য উঠে আসবে কন্ট্রোল রুমের জায়ান্ট স্ক্রিনে। পড়শি রাজ্য কোনও বাঁধ থেকে জল ছাড়লে কোন নদ বা নদীর জলস্তর কতটা বাড়ছে, কোথায় লাল, কোথায় হলুদ সঙ্কেত দেওয়া হয়েছে— তা-ও দেখা যাবে ওই জায়ান্ট স্ক্রিনে। আবার নদীর পাড় কোথায় কতটা ভাঙছে, সেই ছবিও দেখা যাবে কন্ট্রোল রুমে বসে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সব ব্যারাজ ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, বলেন সেচমন্ত্রী। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার জন্য প্রথম পর্যায়ে প্রায় ৩৫ বছরের পুরনো তিস্তা ব্যারাজে কাজ শুরু হয়েছে। এ বার তিস্তার পাশাপাশি দুর্গাপুর ও তিলপাড়া ব্যারাজ এবং কংসাবতী, তিলপাড়া বাঁধেও পর্যায়ক্রমে নতুন প্রযুক্তির মাধ্যমে যথাসময়ে যাবতীয় তথ্য সংগ্রহের বন্দোবস্ত হচ্ছে।

Source: Anandabazar Patrika

24-hour control room to be set up at Nabanna during Durga Puja

To address any untoward, or otherwise, situation during Durga Puja, the Bengal Government has decided to set up a 24-hour control room at the state secretariat, Nabanna.

The control room will operate from September 26 (Shashthi) to October 5 (Lakshmi Puja). The police will also set up a control room at Nabanna.

The number to be dialled is (033) 22143526. Anyone can call up to inform about any incident. Immediate action would be taken.

The State Government’s control room would be headed by a joint secretary-level officer and an officer from the State Disaster Management Department.

 

 

পুজোয় নবান্নে কন্ট্রোল রুম

 

পুজোয় যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যাবস্থা নিতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই বিশেষ কন্ট্রোল রুম কাজ করবে। পাশাপাশি পুলিশেরও একটি বিশেষ কন্ট্রোল রুম নবান্নে চালু থাকবে।

সমস্যায় পড়লে যে কেউ ২২১৪ ৩৫২৬ নম্বরে ফোন করে তা জানাতে পারবেন।

অভিযোগ জানার পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে জানানো হয়েছে। একজন যুগ্মসচিব পর্যায়ের অফিসার এবং একজন বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসারের অধীনে কাজ করবে এই কন্ট্রোল রুম।

 

Source: Bartaman

earthquake

WB Govt opens control room for earthquake relief

West Bengal Government today started a round-the-clock control room at Nabanna after another earthquake jolted parts of Bengal.

The helpline numbers launched by West Bengal Government are: 1070 and (033) 22143526.

 

WB CM wrote on Facebook:

“Earthquake has once again struck many parts of our State and other parts of the country and abroad. We are with all our brothers & sisters. I appeal to our people to maintain calm. Our Government will provide all support.”

 

Image: File Photo of earthquake in Nepal