Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।

 

22nd KIFF ends with the Golden Royal Bengal Tiger Award presented to the best film

The closing ceremony of the 22nd Kolkata International Film Festival (KIFF) on Friday evening at Nazrul Mancha saw Iranian director Nahid Hasanzadeh being handed over the Golden Royal Bengal Tiger Award for her film Another Time by actor Raveena Tandon. Chinese director Yao Tingting was also awarded for her film Cheer Me Up.

While addressing the gathering, Raveena Tandon lauded Chief Minister Mamata Banerjee for her efforts towards the empowerment of women.

Echoing Chief Minister Mamata Banerjee’s words, State Finance Minister Dr Amit Mitra said the city is the cultural capital of the whole world. Great directors like Satyajit Roy, Jean Renoir, Ritwik Ghatak had worked in Kolkata and made films of international standards. He said China was the theme for the film festival, and that “as cinema breaks all barriers of language and culture, people came and enjoyed the Chinese films without knowing the language”.

Senior ministers of the State Cabinet, the Mayor of Kolkata and distinguished guests and cinema lovers from all walks of life were present at the closing ceremony.

 

 

সেরা সিনেমাকে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হল ২২তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল

 

গতকাল ২২তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল নজরুল মঞ্চে যেখানে ভারতীয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন পারস্যের চিত্র পরিচালক নাহিদ হাসানজাদেহের হাতে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার তুলে দিলেন তাঁর Another Time ছবিটি পরিচালনার জন্য। চৈনিক পরিচালক ইয়াও টিংটিংকেও পুরস্কৃত করা হয় তাঁর Cheer Me Up ছবিটি পরিচালনার জন্য।

রবিনা ট্যান্ডন বক্তব্য রাখতে গিয়ে নারী কল্যানে অসামান্য অবদানের জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সুরে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন কলকাতা বিশ্ব সংস্কৃতির প্রাণকেন্দ্র। সত্যজিত রায়, জ্যাঁ রেনোয়াঁ, ঋত্বিক ঘটকের মতো বিশ্ববিখ্যাত চিত্র পরিচালকেরা কলকাতায় প্রচুর সিনেমা তৈরী করেছেন।

চীন ছিল এবারের থিম। তিনি বলেন, “যেহেতু সিনেমা ভাষা এবং সংস্কৃতির সব গন্ডি অতিক্রম করতে সাহায্য করে, তাই মানুষ চীনা ভাষা না জেনেও চীনা সিনেমা দেখতে এসেছেন ও আনন্দ পেয়েছেন।”

অনেক মন্ত্রী, কলকাতার মহানাগরিক ও অনেক বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

WB CM gives away Mahanayak Samman awards

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today gave away the annual Mahanayak Samman awards at Nazrul Mancha and felicitated the actors and technicians of the Bengali film industry.

The awards were instituted in the year 2012, on the initiative of the Chief, in the memory of the legendary actor Mahanayak Uttam Kumar. The state government felicitates actors, technicians and music directors at this annual event on the occasion of death anniversary of Uttam Kumar, legendary Bengali actor.

Various singers including Haimanti Shukla, Banashree Sengupta, Sabita Chowdhury, Arundhati Hom Chowdhury, Shibaji Chattopadhyay, Sreerdha Bandyopadhyay and others paid tributes to Uttam Kumar through musical performances.

Paran Bandyopadhyay and Jishu Sengupta were honoured with Best Actor awards while Sohini Sarkar received the Best Actor (Female) award. Kaushik Ganguly and Gautam Ghosh were honoured with Best Director awards. Bappi Lahiri was conferred with Mahayanak Samman 2016.

Speaking on the occasion, WB CM said: “We hope and pray the artistes and technicians of Bengali film industry receive worldwide acclaim.”

 

 

মহানায়ক সম্মান প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী

আজ  নজরুল মঞ্চে বাংলা চলচ্চিত্র শিল্পের অভিনেতা ও কুশলীদের হাতে মহানায়ক সম্মান পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১২ সাল থেকে এই পুরষ্কার দেওয়া শুরু হয়। কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের স্মরণে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে বাংলা সিনেমা জগতের অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং কুশলীদের সম্মানিত করে রাজ্য সরকার।

এ বছর পরান বন্দ্যোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত বর্ষসেরা অভিনেতার পুরস্কার পান। সোহিনী সরকারকে বর্ষসেরা অভিনেত্রীর শিরোপা দেওয়া হয়। বর্ষসেরা পরিচালকের সম্মান যুগ্মভাবে দেওয়া হয় গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলীকে।

এবছরের মহানায়ক সম্মান পেলেন বাপ্পি লাহিড়ী।

Tabu gives away Golden Royal Bengal Tiger Awards at KIFF closing ceremony

After the star-studded opening ceremony and week-long screenings of world cinema, City of Joy was witness to a gala closing ceremony of the 21st Kolkata International Film Festival.

Veteran actors Sharmila Tagore and Tabu graced the event, to be held at Nazrul Mancha at 5 PM, along with delegates from all over the world. Honourable ministers Firhad Hakim and Aroop Biswas will be present on the occasion while Subrata Mukherjee will preside over the function.

As many as 149 films by 137 directors from 61 countries were screened across 12 venues in the week-long extravaganza. This year for the second time, the KIFF was a competitive event. The competition focussed on films helmed by women filmmakers.

Headed by Sharmila Tagore, the jury comprising well-known Chinese-American actress Bai Ling, Polish director Filip Marczewski, Israeli filmmaker Samuel Maoz and Sri Lankan actress Swarna Mallawarachchi, selected the Best Film and Best Director from 14 short-listed movies.