Bengal seeks GI tag for handicrafts

The West Bengal State Council of Science and Technology is seeking GI recognition for various handicrafts which are unique in character and have the potential to be marketed nationally and internationally.

Officials of the state patent office, in co-ordination with the department of Micro, Small and Medium Enterprises (MSME) have recently applied for GI tags for seven handicraft products like ‘Patachitra’ paintings, ‘Dokra’, wooden mask, ‘Chhau’ mask, ‘Madur’ etc.

Diverse handicraft products

In West Midnapore district, it is estimated that there are about 4,500 weavers who are involved in making of ‘Madhukathi’ mats made from grass weed. In recent years, they have diversified into making curtains, hats, purse etc.

Similarly in Cooch Behar, the craftsmen make ‘Sitalpati’ mat, which is famous for its glossiness, smoothness and fineness of texture. The expensive cane product is specially suited for hot and humid climates as it is very cool.

In Purulia, the ‘Chhau’ mask is famous and is used for ‘Chhau’ dance and also for decoration purpose as wall hangings. In Bankura, artisans have retained the thousands of years old wax casting technique with ‘Dokra’ products like figures of gods and goddesses, birds, animals besides jewellery.

 

হস্তশিল্পের ওপর GI ট্যাগের স্বীকৃতি চায় বাংলা

পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এবার তাদের হস্তশিল্পের বিভিন্ন পণ্যদ্রব্য ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার জন্য GI ট্যাগের স্বীকৃতি চেয়েছে।

সম্প্রতি রাজ্যের পেটেন্ট কার্যালয়ের কর্মকর্তারা, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) বিভাগের সহযোগিতায় সাতটি হস্তশিল্পজাত দ্রব্য যেমন – পটচিত্র, পেইন্টিং, ডোকরা, কাঠের মুখোশ, ছৌ মুখোশ ও মাদুর ইত্যাদিকে GI ট্যাগের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

বিভিন্ন হস্তশিল্প:

অনুমান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৪,৫০০ জন তাঁতি ঘাস আগাছা থেকে মাদুরকাঠি তৈরির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে, তারা পর্দা, টুপি, পার্স ইত্যাদি বিচিত্র পণ্যদ্রব্য তৈরি করছে।

একইভাবে কুচবিহারে তৈরি হয় শীতল পাটি মাদুর যা এর উজ্ঞ্বলতা, মসৃণতার জন্য বিখ্যাত। ব্যয়বহুল এই জিনিসটি গরম ও আর্দ্র আবহাওয়ায় জন্য উপযুক্ত, এটি খুব ঠাণ্ডা।

পুরুলিয়ার ছৌ নাচ ও ছৌ মুখোশ বিখ্যাত এবং দেওয়ালের চিত্রের জন্য অনেক প্রসাধনী ব্যবহার করা হয়।

বাঁকুড়ায়, ডোকরার তৈরি পণ্য দ্রব্য যেমন পাখি, পশু, গয়নার পাশাপাশি হাজার বছরের পুরনো শিল্পকে ডোকরার মাধ্যমে আজ বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা।