We celebrate festivals of all religion with equal importance: Mamata Banerjee

Propagating the message of communal harmony, Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said: “We celebrate festivals of all religion with equal importance and give significance to the feeling of the people.”

She visited Doi Ghat and Takta Ghat to greet people on Chhath Puja on Sunday evening. The state Urban Development minister, and the Kolkata Mayor and state Fire minister, accompanied the Chief Minister on the occasion.

Hundreds of people gathered at the bank of river Hooghly to offer Chhath puja. After greeting the people, Banerjee said that the state government had developed and improved the condition of the ghats on the bank of river Hooghly, which were in a dilapidated state for decades.

“We value the traditions. I visit the ghats on the day of Chhath Puja every year and we celebrate all festivals with equal importance. Durga Puja and Kali Puja are over. In December, there will be Christmas and it will also be celebrated in the state with equal pomp and pleasure,” she said, adding that this year Monday has been declared a holiday for state government employees for Chhath Puja.

The Chief Minister urged the people not to hurry unnecessarily and to reach the river bank peacefully to offer their puja. She said that the administration and the police were working to help the people.

 

আমরা সব ধর্মের উৎসব সমান মর্যাদার সঙ্গে পালন করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সকল জাতি ধর্মের মানুষকে সমান মর্যাদা দিই, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উত্সব আমরা সমান উদ্দীপনার সঙ্গে পালন করি।”

তিনি দহি ঘাট ও তক্তা ঘাটে গিয়ে ছট পুজোর উপলক্ষে উপস্থিত জনতাকে শুভেচ্ছা বার্তা জানান।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ও দমকল মন্ত্রী।

ছট পুজোর উদ্দেশ্যে হুগলী নদীর ধারে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানানোর পর মুখ্যমন্ত্রী বলেন, হুগলী নদীর দুই পাড় দশকের পর দশক ধরে জীর্ণ অবস্থায় পড়ে ছিল, রাজ্য সরকার পুরো ঘাটের সংস্কার করেন ও উন্নয়ন করেন।

“আমরা ঐতিহ্যের মর্যাদা দিই। আমি প্রতি বছর ছট পুজোর সময় ঘাটে আসি পুজো দেখতে, আমরা সকল ধর্মের সকল উত্সব সমান মর্যাদার সঙ্গে পালন করি। দুর্গা পুজো ও কালী পুজো শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাসে খ্রিষ্টমাস, সেটাও সমান মর্যাদার সঙ্গে পালন করা হবে।” তিনি আরো জানান, ছট পুজো উপলক্ষে সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, “অযথা কেউ পুজো নিবেদনের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সকলে নিজের পুজো নিবেদন করুন, রাজ্য প্রশাসন ও পুলিশ তাদের সাহায্য করতে ওখানে উপস্থিত আছে।”