The state government has decided to develop a centre of excellence at Mati Tirtha in Burdwan. It may be mentioned that an Agriculture College has been set up near Mati Tirtha recently which would turn to a university in future.
Agro scientist from across the globe will be visiting the centre of excellence to take lessons. Initiatives have also been taken for better research work and facilities will be provided to students to work along with farmers in Mati Tirtha as well.
Steps will also be taken to organise regular activities in the centre of excellence in Mati Tirtha which has come up on a plot of 15 acre.
Projects starting from rain harvesting, horticulture, fishery and animal husbandry would be the topic of discussion in the centre of excellence and there will be workshops on the same on regular basis. Steps would be taken to organise training camps for farmers and an administrative building will also come up to monitor the projects in Mati Tirtha.
Mati Tirtha is a dream project of Chief Minister Mamata Banerjee and she had taken the initiative to set it up to help farmers know new methods and technologies of farming.
মাটি তীর্থে তৈরী হবে ‘সেন্টার অফ এক্সেলেন্স’
বর্ধমানের মাটি তীর্থে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি একটি কৃষি কলেজ মাটি তীর্থের কাছাকাছি তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
সারা বিশ্ব থেকে কৃষি বিজ্ঞানীরা এই কেন্দ্র পরিদর্শনে এবং প্রয়োজনীয় পাঠ নিতে এখানে আসবেন।গবেষণার জন্যও অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাটি তীর্থে কৃষকদের সঙ্গে শিক্ষার্থীরা যাতে একসাথে কাজ করতে পারেন সেজন্য সমস্ত সুবিধাও প্রদান করা হবে।
মাটি তীর্থের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ এ নিয়মিত কার্যক্রম সংগঠিত করার জন্য একটি ১৫ একরের জমি চিনহিত করা হয়েছে। ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর আলোচনার বিষয় হবে ফসল ফলানো, উদ্যানপালন, মৎস্য ও পশুপালন ইত্যাদি এবং সেখানে নিয়মিত কর্মশালাও অনুষ্ঠিত হবে।
কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্প তৈরির পদক্ষেপ নেওয়া হবে। মাটি তীর্থ পর্যবেক্ষণের জন্য একটি প্রশাসনিক ভবনও তৈরি হবে।
‘মাটি তীর্থ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি এটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন যাতে চাষের নতুন পদ্ধতি এবং প্রযুক্তিতে তা কৃষকদের সহায়তা করে।