Mamata Banerjee arrives in Rome to attend Mother Teresa’s canonisation

Chief Minister Mamata Banerjee reached Rome on Friday night; she is on an eight-day tour of Italy and Germany.

Nuns of The Missionaries of Charity and representatives of Archbishop of Kolkata greeted her at Rome airport.

She will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses.

 

রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ইতালি ও জার্মানি সফর করবেন তিনি।

রোম এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানমিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসীনীরা এবং কলকাতার আর্চবিশপের প্রতিনিধিরা।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন।

 

 

Bengal plans tourism circuit on Mother Teresa

Bengal Tourism Department has drawn up a plan to promote on its website spots in Kolkata and the State with which Mother Teresa was intimately associated.

Tourists can book their visits to these spots that will include Mother House, the house where she first lived in Kolkata, a convent on Elliot Road and the church in Darjeeling she attended in the 1950s.

“After Sunday’s canonisation programme, we expect an increased flow of foreign tourists to the State. We will make arrangements so that they have a hassle-free experience,” said tourism minister Gautam Deb.

The minister said, the Government will also try to create a tourism circuit in which over 40 places of interest in Kolkata and all over Bengal, based on Mother Teresa, will be included.

 

মাদার টেরেসাকে নিয়ে পর্যটন সার্কিটের ভাবনা রাজ্যের

মাদার টেরেসা যেসকল জায়গার সঙ্গে যুক্ত ছিলেন সেখানে পর্যটন সার্কিট করার পরিকল্পনা করছে বাংলার পর্যটন বিভাগ।

পর্যটকরা আগে থেকে এই জায়গাগুলির বুকিং করতে পারবেন। কলকাতার মাদার হাউস যেখানে তিনি প্রথমে থাকতেন, এলিয়ট রোডের কনভেন্ট, দার্জিলিং-এ গির্জা যেখানে তিনি পঞ্চাশের দশকে গেছিলেন এগুলিকেও এই সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে।

“পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, “রোববারের ‘সন্ত’ অনুষ্ঠানের পর, রাজ্যে বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও নজর রাখা হবে”।

মন্ত্রী জানান, কলকাতা ও তার চারপাশ এবং সমগ্র বাংলায় অবস্থিত এরকম ৪০টি জায়গা নিয়ে মাদার টেরেসা ট্যুরিজম সার্কিট করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

 

Mamata Banerjee leaves for 8-day tour of Italy, Germany

Chief Minister Mamata Banerjee today left for an eight-day tour of Italy and Germany. This is her first foreign trip after coming to power for the second time.

Mamata Banerjee will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. This is of great significance, looking ahead to the Bengal Global Business Summit scheduled on January 20, 2017.

The Chief Minister is being accompanied by a 12-member of official delegation and 29 industrialists. The official delegation includes, among others, MPs Sudip Bandopadhyay and Derek O’Brien, and the CM’s secretary Gautam Sanyal. A team of senior editors of English and vernacular dailies are also accompanying her.

 

Mamata Banerjee’s Facebook post:

 

আট দিনের ইতালি ও জার্মানি সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে আট দিনের ইতালি ও জার্মানি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন। ২০১৭ সালের ২০ জানুয়ারির বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে এই সাক্ষা९ খুবই তা९পর্যপূর্ণ।

১২ জনের একটি সরকারি প্রতিনিধি দল এবং ২৯ জন শিল্পপতি মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গী।

এই সফরে তাঁর সঙ্গে থাকছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন। এছাড়া থাকছেন মুখ্যমন্ত্রীরসেক্রেটারি গৌতম স্যান্যাল। এছাড়া সাংবাদিকদের একটি দলও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।