The Bengal Government is planning to construct an underground network of cable TV lines in an effort to keep the city clean, state Urban Development Minister said on Wednesday.
“In New Town, we have done it and will start soon in Bidhannagar. In Kolkata, we will soon start a pilot project for underground laying of cable TV lines,” he said at the inauguration of ‘Cable TV Show’.
He said this is part of a plan by Chief Minister Mamata Banerjee who wants the city to look more beautiful without wires hanging from every nook and corner. According to the minister, this would also give jobs to many unemployed youth in the city.
The move would minimise chances of any outside disturbances in connectivity as sometimes wires get damaged during cyclones, felling of trees and other similar instances.
ভূগর্ভস্থ কেবল তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
দৃশ্যদূষণ রুখতে এবার ভূগর্ভস্থ কেবল তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তিলোত্তমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই ব্যবস্থা।
বুধবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ইতিমধ্যেই নিউ টাউনে ভূগর্ভস্থ কেবল তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিধাননগরেও এই ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই কলকাতায় পাইলট প্রজেক্ট হিসেবে এই নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ সেখানে চারদিকে কালো ঝুলন্ত তার মহানগরীর সৌন্দর্য নষ্ট করছে। মন্ত্রীর কথামত এর ফলে বেশ কিছু বেকার লোকের কর্মসংস্থানও হবে।
এই পদক্ষেপের ফলে বাইরের বিভিন্ন আঘাত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে গিয়ে যেসব ক্ষতি হয় সেইসব সম্ভাবনা কমবে।