Like past years, the Bengal Government honoured today the Best Durga Pujas with Biswa Bangla Sharad Samman 2016. Bengal Chief Minister Mamata Banerjee gave away the prizes to the Puja Committees at a programme in Nazrul Manch.
Dubai Bong Connection and Hong Kong Bengali Association along with Bangladesh Society for Puja and Culture in Sydney got Biswa Banga Sharad Samman 2016 for organising the best Durga puja overseas. This year, Durga pujas organised in foreign countries were included in the list of awardees.
This is the fourth year of the awards. Durga Puja committees participating from other states and foreign countries were also honoured.
Altogether 173 community puja committees coming from the district got prizes under three categories- best puja, best pandal and best idol.
Noted vocalist Pandit Ajay Chakraborty, Dwijen Mukhopadhyay and actress Madhabi Mukhopadhyay were on the dais. State Ministers, dignitaries, the Director General of Police and the Kolkata Commissioner of Police were also present in the function. Jit Ganguly sang a song penned by Mamata Banerjee.
The winners of different categories are –
For Kolkata:
Sherar Shera – Suruchi Sangha, Abosar, Bosepukur Talbagan, Samaj Sebi, 41 Pally, Barisa Club, 66 Pally, Bhawanipur 75 Pally, Ahiritola Sarbojanin, Shreebhoomi, Hindustan Park, Mudiali, Kashi Bose lane Sarbojonin, Santoshpur Avenue South Pally Mangal, Chetla Agrani
Shera Protima – Tridhara, 95 Pally, Behala Natun Dal, Badamtala Ashar Sangha
Shera Mondop – Naktala Udayan, Dumdum Park Tarun dal, AK Block Salt Lake
Shera Bhabna – Dokhhin Kolkata Sarbojonin Durga Puja, Ajeya Sanghati, Ballygunge Cultural, Khidirpur 25 Pally, Falguni Sangha, Rajdanga Naba Uday Sangha, Netaji Colony Lowland Durgotsav Committee
Shera Alok Shojja – Kalighat Milan Sangha, Ekdalia Evergreen, Babubagan Dahkuriya, Shibmandir, Jodhpur Park
Shera Poribesh Bandhab – Ultadanga Pally Shree , Kumartuli Sarbojonin , Sikdar Bagan , Kakurgachi Jubak Brinda , Ultadanga Jubok Brinda , Jubo Maitry , Priyonath Mullick Lane , Alipore Sarbojanin, Batam Club, Purbachal Shakti Sangha
Shera Abishkar – Behala Natun Sangha, Tala Park Prottoy
Shera Theme Song/Shera Aboho – Suruchi Sangha
Shera Shilpi – Behala Friends, 64 Pally Durgotsab Committee, Aalapi
Shera Dhakeshri – Tala Barowari, College Square, 21 Pally
Shera Biswa Bangla Branding – Swadhin Sangha, Haridebpur Vivekananda Park Atheletic Club, Sanghashree, Selimpur Pally, Kolahal Goshthi, Garia Sarbojonin Dugotsab Committee Nabadurga
বিশ্ব বাংলা শারদ সম্মান (২০১৬) পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী
প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করল রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্ব বাংলা শারদ সম্মান ও কলকাতা পুলিশ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল মঞ্চে হয়এই অনুষ্ঠান।কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোরসেরাগুলিকে সম্মাননা প্রদান করা হল এবছর।
এটি এই পুরস্কার বিতরণের চতুর্থ বর্ষ। শুধু কলকাতাই নয়, জেলা, অন্য রাজ্য ও বিদেশের পুজো কমিটিগুলিকে পুরস্কার দিল রাজ্য সরকার। রাজ্য ও বিদেশ থেকে আসা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লন্ডন, হংকং, দুবাই, বাংলাদেশ ও সিডনি থেকে পুজোকর্তারা এসেছিলেন পুরস্কার নিতে। এছাড়া রাজ্য থেকেও পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯টি জেলার ১৭৩টি কমিটি সেরা পুজো, সেরা প্যান্ডেল এবং সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে।
বিভিন্ন বিভাগে বিজয়ী যারা:
সেরার সেরা – সুরুচি সংঘ, অবসর, বোসপুকুর তালবাগান, সমাজসেবী, ৪১ পল্লী, বড়িশা ক্লাব, ৬৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, আহিরীটোলা, শ্রীভূমি,হিন্দুস্তান পার্ক, মুদিয়ালী, কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল, চেতলা অগ্রণী
সেরা মণ্ডপ – নাকতলা উদয়ন, দমদম পার্ক তরুণদল, এ.কে.ব্লক, সল্টলেক
সেরা আলোক সজ্জা – কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান ঢাকুরিয়া, শিবমন্দির, যোধপুর পার্ক,
সেরা আবিষ্কার – বেহালা নতুন সংঘ, টালা পার্ক প্রত্যয়
সেরা শিল্পী – বেহালা ফ্রেণ্ডস, ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি, আলাপী
সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং – স্বাধীন সংঘ, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সংঘশ্রী, সেলিমপুর পল্লী, কোলাহলগোষ্ঠী, গড়িয়াসর্বজনীন দুর্গোৎসব কমিটি (নবদুর্গা)
সেরা প্রতিমা – ত্রিধারা, ৯৫ পল্লী যোধপুর পার্ক, বেহালা নতুনদল, বাদামতলা আষাঢ় সংঘ
সেরা ভাবনা – দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা, অজেয় সংহতি, বালিগঞ্জ কালচারাল, খিদিরপুর ২৫ পল্লী, ফাল্গুনী সংঘ, রাজডাঙা নবউদয় সংঘ, নেতাজী কলোনি লো-ল্যান্ড দুর্গোৎসব কমিটি
সেরা পরিবেশবান্ধব – উল্টোডাঙা পল্লীশ্রী, কুমোরটুলি সর্বজনীন, শিকদারবাগান, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, যুবমৈত্রী, প্রিয়নাথ মল্লিক লেন, আলিপুরসর্বজনীন, বাটাম ক্লাব, পূর্বাচল শক্তি সংঘ
সেরা থিম সং/ সেরা আবহ – সুরুচি সংঘ
সেরা ঢাকিশ্রী – টালা বারোয়াড়ি, কলেজ স্কোয়ার, ২১ পল্লী