Unified West Bengal Transport to adorn Biswa Bangla logo

Biswa Bangla logo will now be the of Calcutta State Transport Corporation (CSTC), which has been renamed West Bengal Transport Corporation (WBTC), the unified entity of three state transport undertakings — CSTC, Calcutta Tram Corporation (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC).

THe branding of unified STUs as WBTC has already started. All buses, trams and vessels will carry this symbol. The process of sharing logistics — like depot and maintenance has also started. This will help in utilizing the workforce far more efficiently to provide better and consistent services.

Already, depots like Santragachhi, airport, Nabanna, Howrah, Sealdah and Joka are being shared among buses on the basis of routes. Gradually, all other depots will follow suit. This will help to rationalize manpower. Like CTC may lack engineers, but WBSTC has them in abundance. So the shortage can be met effectively, now. The three corporations together have over 2,500 buses, 300 trams and over 100 vessels.

Route overlapping that caused unnecessary bleeding of the STUs can be done away with. According to transport officials, clear-cut routes and well-spaced-out timings needed to be worked out so that buses are evenly distributed and they get adequate passengers.

বিশ্ব বাংলা লোগো দ্বারা সজ্জিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থার যানবাহনে

এবার থেকে বিশ্ব বাংলা লোগো থাকবে পশ্চিম বঙ্গ পরিবহন সংস্থার যানবাহনগুলিতে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, কলকাতা ট্রাম কোম্পানি ও পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন সংস্থাকে একজোট করে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা তৈরী করা হয়েছে।

সবকটি সংস্থা একছাতার তলায় এসে কাজ করা শুরু করে দিয়েছে। সব ধরনের পরিবহন মাধ্যমে এই লোগো থাকবে। ডিপো ও রক্ষণাবেক্ষণও ভাগাভাগি করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর ফলে উন্নত মানের পরিষেবা দেওয়া সম্ভব।

ইতিমধ্যেই সাঁতরাগাছি, বিমানবন্দর, নবান্ন, হাওড়া, শিয়ালদহ ও জোকার ডিপোগুলো রুট ভিত্তিক ভাগাভাগি করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর ফলে লোকবল ভালোভাবে ভাগাভাগি হবে। যেমন কলকাতা ট্রাম কোম্পানিতে ইঞ্জিনিয়ারের সংখ্যা কম থাকলেও পশ্চিম বঙ্গ পরিবহন সংস্থায় সেই সংখ্যাটি যথেষ্ট। এই তিন সংস্থা মিলিয়ে মোট ২৫০০ বাস, ৩০০ ট্রাম ও ১০০টি জাহাজ আছে।

একই রুটে অধিক বাস যাওয়ার ফলে যে অসুবিধা হচ্ছিল, সেটাও এবার কমবে। পরিবহন আধিকারিকরা বলেছেন, নির্দিষ্ট রুট ও নির্দিষ্ট সময়ের ব্যাবধানের ফলে বাসগুলি সমানভাবে বণ্টন হবে ও যথেষ্ট যাত্রী পাওয়া যাবে।

Smart cards to facilitate passengers using Bengal State Transport

In a bid to make traveling in buses convenient, the State Transport Corporation will soon introduce smart card facilities on the lines of Metro Railway. This will be very useful for passengers. Firstly, it will be for the AC buses and then for non-AC ones.

Electronic ticketing through smart cards will provide cashless convenience to passengers with prepaid recharge options. Passengers need to swipe the smart card through Electronic Ticket Machines (ETMs) at the time of boarding buses.

Primarily, bus conductors will have hand-held ETMs which they will use to validate the card. Later on we will try to install validators at the front and rear doors of buses for passengers to swipe the cards

A passenger would be able to verify his smart card holding it close to the ETMs and its validity period, permitted origin and destinations for travel would be automatically displayed on the LCD of the machine, he said adding that ETMs would also have route details.

As these cards are open ended passes, passengers can travel in any bus up to any distance on any day till value is available in it.

 

যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালু করছে পরিবহন দপ্তর

যাত্রীদের জন্য বাসযাত্রাকে আরো সুবিধাজনক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর। শীঘ্রই মেট্রো রেলের মত স্মার্ট কার্ড নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তরটি। প্রাথমিক পর্যায়ে বাতানুকূল বাস ও পরবর্তীতে সব বাসের জন্য এই সুবিধা পাওয়া যাবে।

ইলেক্ট্ক্স টিকিটিং পদ্ধতির এই স্মার্ট কার্ডগুলি ব্যবহার করলে যাত্রীদের আর কোনো টাকা পয়সা সঙ্গে নিয়ে ঘুরতে হবে না, তারা প্রিপেড পদ্ধতিতে স্মার্ট কার্ডে টাকা ভরে রাখতে পারবে। বাসে ওঠার সময় এই কার্ডটি ইটিএম মেশিনে প্রবেশ করালেই হবে।

প্রাথমিকভাবে বাস কন্ডাক্টররা ইটিএম মেশিন নিয়ে যাত্রীদের কাছে যাবে, পরবর্তীকালে বাসের দুটি দরজাতেই এই মেশিন বসানো হবে।

এই কার্ডগুলিকে ইটিএম মেশিনের মধ্যে প্রবেশ করালেই ওই কার্ড ও তার গন্তব্য সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।  এই কার্ডগুলি ব্যবহার করে যেকোনো দিন যেকোনো রুটের বাসে যেকোনো গন্তব্যে যাওয়া যাবে যতক্ষন কার্ডটিতে টাকা বাকি থাকবে।