Pre-Puja Exposition showcases Bengal’s artisans in Delhi

Setting up the festive mood ahead of Durga Puja, a nearly two week-long exhibition to showcase an array of exquisite and exclusive handloom and handicrafts creations of master weavers and crafts persons of rural Bengal was opened in the national Capital last week.

The initiative is being supported by the Departments of MSME & Textiles, Tourism and Information & Cultural Affairs of the State Government.

The 5th edition of the ‘Bengal Pre-Puja Exposition’, is being organised by the Office of the Resident Commissioner, Government of West Bengal, from September 17 – 29, at Handloom Haat, Janpath.

Around 50 artisans from various districts of West Bengal are participating in the exposition which is aimed at promoting the rich and glorious tradition of Bengal handicrafts and handloom and also ensuring commercial benefits to the crafts persons and weavers before the festive season.

A special attraction will be the representation of the rural craft hubs, being developed in ten locations across the state by the Department of Micro, Small and Medium Enterprises and Textiles (MSME&T) in partnership with UNESCO.

 

দিল্লির প্রাক্-পুজো প্রদর্শনীতে বাংলার শিল্পীরা

সামনেই দুর্গা পুজো, চারদিকে উৎসবের মরশুম। এই উপলক্ষে দিল্লিতে একটি দু-দপ্তাহ ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বাংলার তাঁতিদের হাতে তৈরি সূক্ষ্ম কারুশিল্প, তন্তু সামগ্রী এবং হস্তশিল্প প্রদর্শিত হবে। রাজধানীতে গত সপ্তাহে শুরু হয়েছে এই প্রদর্শনী।

রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র (টেক্সটাইল) দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে দিল্লির জনপথে হ্যান্ডলুম হাটে ১৭-২৯ সেপ্টেম্বর ‘বাংলা প্রাক্-পুজো প্রদর্শনী’-র আয়োজন করা হয়েছে। এটি এই প্রদর্শনীর পঞ্চম বর্ষ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন শিল্পী এই এক্সিবিশনে অংশগ্রহণ করবে। বাংলার ঐতিহ্যবাহী কারুকাজ, হস্তশিল্প ও তাঁতের ঐতিহ্যকে তুলে ধরা এবং উৎসবের মরসুমে বাংলার তাঁতিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

বিশেষ আকর্ষণ হল সারা রাজ্য জুড়ে প্রায় ১০টি জায়গায় রুরাল ক্রাফট হাব তৈরি হচ্ছে। রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র (টেক্সটাইল) দপ্তর ইউনেসকোর সঙ্গে পার্টনারশিপ করে এগুলি তৈরি করছে।