Bengal Govt planning to provide school bags to primary school students

The West Bengal Government is planning to provide free schoolbags to students from classes I to IV. The School Education Department has been instructed by West Bengal Chief Minister Mamata Banerjee to prepare a tentative budget.

Earlier, Mamata Banerjee had planned the Sabuj Sathi Scheme to provide 40 lakh bicycles to school students so that they can come to school even from distant places.

She also took the measure to provide school shoes to students from classes I to IV, after she noticed some students coming to school barefeet.

The world-acclaimed Kanyashree Scheme encourages girl students to complete school education and pursue higher education.

 

প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রায় ৬১ লক্ষ ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন একটি সম্ভাব্য  বাজেট তৈরি করার।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় “সবুজ সাথী” প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে প্রায় ৪০ লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে ছাত্রছাত্রীদের। এর ফলে তারা দূর দূরান্ত থেকে সহজেই স্কুলে আসতে পারছে।

স্কুল ছাত্রছাত্রীদের খালি পায়ে স্কুলে আসতে দেখে এর আগেই তিনি প্রাইমারি (প্রথম-পঞ্চম শ্রেণি) ছাত্রছাত্রীদের স্কুলের জুতো প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিশ্ব প্রশংসিত “কন্যাশ্রী” প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করে তোলা হয়েছে। এই প্রকল্প তাদের স্কুল শিক্ষা সম্পন্ন করার এবং উচ্চ শিক্ষার খোঁজে উত্সাহ দিচ্ছে। এর মাধ্যমে বাল্যবিবাহ আটকানো সম্ভবপর হয়েছে।