The West Bengal Government inaugurated a set of flats as part of its refugee rehabilitation project on Sunday, by handing over the keys to the first lot of 64 flats to refugee families that had crossed over from Bangladesh during the Partition and settled down in Bonhooghly in 1955. The scheme has been named ‘Banorini’ by Chief Minister Mamata Banerjee herself.
The remaining 476 flats under the scheme will be ready by August.
Another refugee rehabilitation project of the State government took off on Monday when 500 people of Jyangra Hatiara-2 gram panchayat in Rajarhat were handed over land pattas.
Chief Minister Mamata Banerjee had promised that she would help the refugees from Bangladesh settle down by giving them land pattas. This is the fulfillment of that promise.
More such pattas and flats are going to be distributed in the future. The government’s promise of uplifting the refugees is being fulfilled gradually.
According to Consumer Affairs Minister Sadhan Pande, such flats “would be started on a PPP basis in Kolkata too.”
উদ্বাস্তুদের জন্য তৈরি হল নতুন আবাসন ‘বনরিনি’
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বাস্তু পরিবারদের জন্য তৈরি হল বনহুগলি আবাসন – ‘বনরিনি’। গত রবিবার এটি উদ্বোধন হয়।
পশ্চিমবঙ্গেই প্রথম এই রকম প্রকল্প শুরু হল। ৫ একর জমিতে হয়েছে এই প্রকল্প। রাজ্যের উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পিপিপি মডেল প্রকল্প গড়ে উঠেছে।
এই প্রকল্পে ৮০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে এদিন ৩৪০ জনের হাতে চাবি তুলে দেওয়া হয়। দুই কামারার প্রতিটি আবাসনের মাপ ৬৪৪ বর্গ ফুট। ২৬০টি উদ্বাস্তু পরিবার ১১ লক্ষ টাকা করে পেয়েছে।
উদ্বাস্তুদের জন্য সোমবার রাজারহাটে ৫০০ জন মানুষকে পাট্টা দেওয়ার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উদ্বাস্তু শ্রেণির মানুশকে পাট্টা বিলির মাধ্যমে স্থায়ী বসবাসের ছাড়পত্র দেওয়া হবে। এবার তা বাস্তবায়িত হল।
ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে জানান, “কলকাতাতেও পিপিপি মডেলে এই প্রকল্প শুরু হবে।”