Bengal Govt to set up cooperative banks in 250 more villages

2The State Cooperation Minister has announced recently that cooperative banks are going to be set up in 250 more villages across Bengal. Now there are 710 gram panchayats without any banks.

Cooperative banks are the primary banking institutions in rural regions, as bigger government and private banks cannot afford to serve such small populations. Hence it is crucial that more such banks are set up.

On December 6, a first-of-its-kind meeting was chaired by Chief Minister Mamata Banerjee where all the district cooperative bank chairpersons were present, as well as some of the senior ministers and State Government officials. This decision is an outcome of that meeting.

The 250 villages selected are those which are isolated, and hence most in need. People from these villages will have easy accessibility to loans from these banks, and interest rates of cooperative banks are not that high.

Currently, there are 29,000 cooperative banks in Bengal.

২৫০টি গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়বে রাজ্য

রাজ্যের ৭১০টি গ্রামে কোনও ব্যাঙ্ক নেই। কয়েক কিলোমিটার দূরে যেতে হয় টাকা জমাতে। গরিব মানুষের সঞ্চয়ের ইচ্ছায় বাধ সেধছে দূরত্ব। তাই এবার গ্রামে গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়বে রাজ্য। আপাতত ২৫০টি গ্রামে এই সমবায় গড়ার সিদ্ধান্ত হয়েছে। এ কথা জানিয়েছেন সমবায় মন্ত্রী।

তিনি বলেন, সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা পারি সমবায় ব্যাঙ্ক করতে। এ কারণেই রাজ্যের বিভিন্ন গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়ার চিন্তা ভাবনা। যে সব গ্রাম একেবারে পিছিয়ে সেগুলিকে চিহ্নিত করে তালিকা করা হয়েছে। সেখান থেকে ২৫০ গ্রামকে বেছে নেওয়া হচ্ছে।

এই সমবায় ব্যাঙ্ক থেকে গ্রামের মানুষ সহজে ঋণ নিতে পারবেন। সুদও কম। ফলে সরকারি বড় ব্যাঙ্কের ঝামেলা থাকবে না। রাজ্যে ২৯ হাজার সমবায় ব্যাঙ্ক রয়েছে।

 

Source: Aajkal

Bengal Govt to provide space to set up banks in rural areas

The Bengal government will help by providing basic infrastructure like space to set up banks in villages where they are yet to be established, the state Finance Minister Dr Amit Mitra has said.

Dr Mitra held a meeting with the top brass of all banks and chambers of commerce at Nabanna on Monday. Senior officials of the state government were also present at the meeting in which district magistrates gave their views on the matter through a video conference. Chief Minister Mamata Banerjee had expressed her concerns over the issue of villages in Bengal without banks while presiding over an administrative review meeting in Howrah on Friday. She had also expressed her wish to be present at the Finance minister’s meeting but couldn’t as she had to leave for Delhi before it was conducted.

Dr Mitra said that it was decided in the meeting that the state government will be providing basic infrastructure to set up banks. The government will provide space of around 300 to 400 square feet in panchayats and other office buildings where branches of nationalised banks could be set up. The first issue that came up at the meeting was that there are around 706 gram panchayats and 359 villages with a population exceeding 5,000 that do not have any bank.

The district magistrates have been asked to file a report stating the availability of space in such villages that can be given to banks to set up their branches. A detailed report on this issue has to be submitted within the next 15 days. The Chief Minister had recently also expressed concerns that farmers were not getting loans despite having Kisan Credit Cards (KCC). Both the issues came up during the meeting held at the state Secretariat on Monday. A decision has been taken to take the necessary steps to ensure that loans are sanctioned to KCC card holders.

At present, farmers having KCC are entitled to loans of Rs 37,091 and a new target has been set to give them a loan of Rs 50,000. Each of the SHGs gets loans of Rs 1.48 lakh. In 2016-17, a target was set to give a loan of Rs 3,263 crore to SHGs but Rs 3,417 crore was instead given as loan to the SHGs. In Monday’s meeting, issues like the Artisan Credit Card and the setting up of more micro ATMs and ATMs in rural areas have also been discussed.

 

রাজ্যের সব গ্রামে ব্যাঙ্ক তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের সমস্ত গ্রামেই এবার ব্যাঙ্ক গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার।  সোমবার এই মর্মে অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,গ্রামাঞ্চলে ব্যাঙ্ক গড়ে তুলতে রাজ্য সরকার ৩০০ থেকে ৪০০ স্কোয়ার ফুট করে জায়গা দেবে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা করতে।

রাজ্যের যে ৭০৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্ক নেই ,সেখানে ব্যাঙ্ক গড়ে তুলতে গেলে কি ধরণের পরিকাঠামোর প্রয়োজন তারই বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের। এছাড়া ও আর ও যে ৩৫৯ টি গ্রাম চিহ্নিত হয়েছে ,যেখানে জনসংখ্যা ৫ হাজারের বেশি ও আশপাশের ৫ কিলোমিটাররে মধ্যে কোনও ব্যাঙ্ক নেই সেই সমস্ত জায়গার রিপোর্ট আগামী ১০দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের।

গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকার সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রামের সাধারণ মানুষের এই বাস্তব সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের কাছে। গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকায় জন্য গ্রামের কৃষকদের কৃষাণ ক্রেডিট  কার্ডে ঋণ পেতে বা স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাঙ্ক ঋনের টাকা পেতে প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনকি ক্ষুদ্র ও কুঠির শিল্পে সরকারি ঋনের টাকা পাওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবারই অর্থমন্ত্রী অমিত মিত্র সমস্ত বণিকসভার প্রতিনিধি ,একাধিক ব্যাঙ্কের প্রতিনিধি ও রাজ্যের সমস্ত দফতরের সচিব ও প্রধান সচিবদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল করা হয়েছিল।

রাজ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বতেও কিষান ক্রেডিট কার্ড ,স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋন প্রদান বা ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যের সাফল্য চোখে পড়ার মতো।

 

 

Canary Wharf model for business hub in Rajarhat

Tall shimmering skycrapers of London’s business district may soon be seen in the heart of Kolkata. Chief Minister Mamata Banerjee has decided to recreate London’s financial district -Canary Wharf -in Rajarhat.

According to the CM, the financial hub which is already under construction will look like the one in London.

UK India Business Council, WB CM’s hosts in the UK, is planning to open an office in the Kolkata financial district to rope in more investments into Bengal.

The CM said she has decided to give UKIBC land to build their office here.

It is learnt that top executives of J P Morgan and HSBC also met the chief minister and finance minister Amit Mitra to inquire about the hub over the last two days in London.

Spread over some 35.76 acres, the hub has already roped in 11 banks and financial institutions like the NIC, UBI, UCOBank, SBI, Union Bank, Bank of Baroda, Allahabad Bank, Corporation Bank, Sriram Credit and two state government institutions, the West Bengal Financial Corporation and the West Bengal Infrastructure Development Corporation.

“It’s the second such hub in the country after the one at Bandra Kurla in Mumbai,” said Firhad Hakim, urban development minister of Bengal. “Of the 23 plots in the financial hub, 11 have already been booked,” he added.

The Bengal government has already successfully organized three roadshows in Mumbai, Chennai and Delhi to market the New Town financial hub.

Banks, stock exchanges, commodity broking houses, mutual fund companies having an average annual turnover of Rs 500 crore for the last three financial years ending March 31, 2014 are eligible to express their interest in booking plots within the hub.