It is our achievement that peace has returned in Jangalmahal: Mamata Banerjee in Purulia

After three days of campaigning in Paschim Medinipur, Mamata Banerjee today kickstarted her campaign with two rallies and two padaytra in Purulia district.

The rallies were held in Baghmundi and Bandwan. Like in Kurseong, Medinipur, Howrah and Kolkata earlier, Mamata Banerjee led two padayatra today – through Balarampur and Purulia.

In her speech Mamata Banerjee said that before 2011 people lived under fear and even trains did not run at night in Jangalmahal. But now filmmakers from across the country are coming to Jangalmahal to shoot, she added. Mamata Banerjee also said it was because of the cooperation and resilience of the people that peace has returned to the region.

The Trinamool Chairperson slammed the Left for neglecting the development of Jangalmahal. She highlighted the ‘Khadya Sathi’ scheme under which 8 crore people are getting rice at Rs 2/kg.

Jangalmahal has made huge strides in the development of infrastructure and social sectors which has reinforced the faith of the people in her.

 

IMG_0884

IMG_1049

 

11

12

DSC00527

 

DSC00567

 

জঙ্গলমহলে শান্তি ফিরেছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুরে তিনদিনের প্রচার পর্ব সেরে আজ জনসভার মাধ্যমে পুরুলিয়ায় তার প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘমুন্ডি, ও বান্দোয়ানে একটি করে জনসভা করেন তৃণমূলনেত্রী। এছাড়া বলরামপুর ও পুরুলিয়া শহরে পদযাত্রা করেন তিনি।

বাঘ্মুন্ডির জনসভাতে তিনি বলেন যে ২০১১-র আগে মানুষ ভয়ে দিন কাটাতেন, এমনকি রাতেও জঙ্গলমহল এলাকায় রেল পরিষেবা বন্ধ থাকত। তিনি এও বলেন যে এখন জঙ্গলমহলে বাইরে থেকে সিনেমা বানাতে লোক আসছে। শান্তি ফেরার কৃতিত্ব এলাকার মানুষকেই দেন জননেত্রী।

তিনি এও বলেন যে বামফ্রন্টের আমলে এলাকার উন্নয়ন হয়নি, কিন্তু এখন ৮ কোটি মানুষ দু টাকা কেজি চাল পাচ্ছেন।

জঙ্গলমহলের পরিকাঠামো উন্নয়ন ও সামাজিক উন্নতির ফলে মানুষের হৃদয়ে পাকাপাকি স্থান বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।