In a bid to foil the bandh called by the Gorkha Janmukti Morcha (GJM) in Darjeeling Hills, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said there will be no shut down in the hills.
“Bengal’s economy was affected by bandhs. There was enough bandh politics. There should be no more bandhs and blockades,” she said at a gathering in Murshidabad.
Three ministers of the West Bengal Cabinet, Goutam Deb, Rabindranath Ghosh and James Kujur are in the Hills to monitor the situation. The Bengal Government has also decided to enforce a three-day pay cut for it’s employees in Darjeeling who will not attend their offices during the bandh in the Hills.
Trinamool Congress organised a rally yesterday requesting people to maintain normalcy of life during the bandh.
পাহাড়ে বনধ বরদাস্ত নয়: মমতা
গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে নস্যা९ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন পাহাড়ে বনধ বরদাস্ত করব না।
মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বনধের কারণে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতদিন অনেক বনধের রাজনীতি হয়েছে। আর কোন বনধ নয়”।
পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার তিনজন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং জেমস কুজুরকে পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। বনধের কারণে দার্জিলিঙে যেসকল রাজ্য সরকারী কর্মচারী অনুপস্থিত থাকবে তাদের তিন দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বনধের সময় জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে গতকাল একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।