No shutdown in Hills: Mamata Banerjee

In a bid to foil the bandh called by the Gorkha Janmukti Morcha (GJM) in Darjeeling Hills, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said there will be no shut down in the hills.

“Bengal’s economy was affected by bandhs. There was enough bandh politics. There should be no more bandhs and blockades,” she said at a gathering in Murshidabad.

Three ministers of the West Bengal Cabinet, Goutam Deb, Rabindranath Ghosh and James Kujur are in the Hills to monitor the situation. The Bengal Government has also decided to enforce a three-day pay cut for it’s employees in Darjeeling who will not attend their offices during the bandh in the Hills.

Trinamool Congress organised a rally yesterday requesting people to maintain normalcy of life during the bandh.

 

পাহাড়ে বনধ বরদাস্ত নয়: মমতা

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে নস্যা९ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন পাহাড়ে বনধ বরদাস্ত করব না।

মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বনধের কারণে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতদিন অনেক বনধের রাজনীতি হয়েছে। আর কোন বনধ নয়”।

পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার তিনজন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং জেমস কুজুরকে পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। বনধের কারণে দার্জিলিঙে যেসকল রাজ্য সরকারী কর্মচারী অনুপস্থিত থাকবে তাদের তিন দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বনধের সময় জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে গতকাল একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।

We will not tolerate any trouble in hills: Mamata Banerjee

In a stern warning to the Gorkha Janmukti Morcha (GJM), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said her government would not tolerate any attempt to foment trouble in the Darjeeling hills.

“Whenever there is an election, they talk of violence and bandhs. We will not tolerate this,” she said at a programme of Tamang development board.

The Chief Minister said that instead of working for development, they are indulging in politics. “We want peace in hills. We will not allow violence. Enough is enough. We must work for development. We have developed Lamahatta, Mirik, Tiger Hill, Lava Lolegaon. But they want to destroy it all by violence,” she said.

“We will not stop the process of development in the hills. We want people to get employment. We are here to address the issues of the hills. If the hills smile, we will smile,” she said.

Referring to her frequent visit to the hills which some Opposition parties had objected to, the Chief Minister expressed surprise why they are “angry” over her visits to the hills. “We never feel angry if they visit Siliguri,” she pointed out.

She said that bandh politics should stop in the hills as it would stall all the development projects. Praising the work done by Lepcha board she said that the board had worked for the development of the Lepchas and asked why the GTA hadn’t done anything.

The CM said she wanted the hills to develop and youth to get employment. She made it clear that if the boards worked for the people then more assistance would be made available.

 

পাহাড়ের শান্তি নষ্ট হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও গোর্খা জনমুক্তি মোর্চাকে সতর্ক করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে কেউ কোনরকম সমস্যা সৃষ্টি করলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না।

এদিন তামাং উন্নয়ন পর্ষদের বর্ষপূর্তি  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “যখনই নির্বাচন আসে তখনই ওরা বনধ্‌ ও হিংসার রাজনীতি শুরু করে, আমরা এসব সহ্য করব না”।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের বদলে তারা রাজনীতি করছে। তিনি বলেন, “আমরা পাহাড়ে শান্তি চাই। হিংসা আমরা বরদাস্ত করব না। যথেষ্ট হয়েছে। উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের। লামাহাটা, মিরিক, টাইগার হিল, লাভা, লোলেগাঁও  এর উন্নয়ন করেছি আমরা। কিন্তু ওরা এসব নষ্ট করে দিচ্ছে”।

তিনি আরও জানান, “পাহাড়ের উন্নয়নের কাজ আমরা বন্ধ হতে দেব না। আমরা চাই পাহাড়ের মানুষের কর্মসংস্থান হোক। পাহাড়ের সব সমস্যা সমাধান করতে প্রস্তুত সরকার”।

“যদি আমি পাহাড়ে আসি তাতে ওদের রাগ কিসের? ওরা শিলিগুড়ি গেলে আমরা তো রাগ করি না”। তিনি বলেন, “পাহাড়ে বনধে্‌র রাজনীতি বন্ধ হওয়া উচিত, এতে পাহাড়ের উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

এদিন তিনি লেপচা বোর্ডের কাজের জন্য অনেক প্রশংসা করেন। তিনি আরও বলেন, সরকার পাহাড়ের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে, কিন্তু জিটিএ কোনও কাজ করেনি কেন।

মুখ্যমন্ত্রী জানান, তিনি চান পাহাড়ে আরও উন্নয়নমূলক কাজ হোক, এবং সেজন্য সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

 

 

Bengal CM thanks people for putting a bandh to bandhs

Bengal Chief Minister Mamata Banerjee today thanked the people of the State for putting a bandh to bandhs. She briefed mediapersons at Dubai airport on her way to Rome.

“I congratulate the people of Bengal for putting a bandh to bandhs. Thank you to all,” said the Chief Minister. She also announced that those who came to work today will get an extra holiday during Durga Puja.

At Nabanna, Education Minister Partha Chatterjee thanked the people of Bengal for defying the bandh. He said people have shown their support towards Mamata Banerjee’s agenda of development. He said Mamata Banerjee has been working hard to restore the work culture in Bengal.

“The transport service was normal today. On a normal day 1800 buses ply on the roads. Today 2300 buses were available. There were 90 trams on the roads instead of 80. There were 37 water vehicles,” he added.

 

বনধকে বন্ধ করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আজ বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে রোমের বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বনধকে বন্ধ করার জন্য বাংলার মানুষকে আমার শুভেচ্ছা। সকলকে অনেক ধন্যবাদ”। যারা আজ কাজে যোগদান করেছেন তারা দুর্গা পূজার সময় একদিন অতিরিক্ত ছুটি পাবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধকে সমর্থন না করার জন্য মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচীকে মানুষ সমর্থন করছে। বাংলায় কাজের সংস্কৃতি ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিশ্রম করেছেন। 

তিনি আরও জানান, “সাধারণ দিনে রাস্তায় ১৮০০ বাস চলে, আজ ২৩০০ টি বাস চলেছে। সাধারণত দিনে ৮০টি ট্রাম চলে, আজ সেই সংখ্যা ৯০। ৩৭টি জলযান চলেছে আজ”।  

 

 

Planning law to compensate for property damage during bandhs: CM

Giving a call once again to thwart Friday’s strike, Chief Minister Mamata Banerjee said that the state government is going to introduce a law to ensure that a person will be liable to pay the amount of loss he or she causes by damaging property during the bandh.

The CM said that workers may have some issues. “The state government will give the compensation if there is any damage caused. At the same time vehicles should also ply and they will also be compensated if there is any damage.”

Before flying off to Rome she told reporters at airport: “The bandh will be a total failure. We are monitoring the situation. We appeal to everyone to defeat the bandh and keep Bengal running.”

 

বনধে ক্ষতিপূরণ দেওয়ার আইন প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছেঃ মুখ্যমন্ত্রী

শুক্রবারের ধর্মঘট ব্যর্থ হবে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বনধের দিনে যারা ক্ষয়-ক্ষতি করবে ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে এবং এর নিরিখে একটি আইন চালু করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, শ্রমিকদের কিছু সমস্যা থাকতে পারে। “যদি কোনরকম ক্ষয়-ক্ষতি হয় রাজ্য সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।একইসঙ্গে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে এবং কোনরকম ক্ষয়ক্ষতি হলে সরকার সেই ক্ষতিপূরণ দেবে”।

রোম যাওয়ার আগে আজ বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন,“বনধ পুরোপুরি ব্যর্থ হবে। আমরা মনিটরিং করছি। সকলকে আবেদন জানাবো বাংলাকে সচল রাখতে”।

 

 

 

Bengal will not be stopped by bandhs: Chief Minister Mamata Banerjee

West Bengal Government, taking a stand to stop the menace of strikes and bandhs, is going all out to prevent the strike called by Left trade unions on September 2.

Bengal will not be stopped, announced Bengal Chief Minister Mamata Banerjee.

The Chief Minister urged everybody to join their workplaces as all educational institutions, offices, shops and establishments and factories will remain open.

She added that vehicles will ply normally and public transport will not be hindered. There will be strongest possible action against any miscreants who try to disrupt public life, she said.

The Government will arrange for due compensation for any damage caused by miscreants to any vehicle or shop or establishment, the Chief Minister said in a post on social media.

 

বাংলা সচল থাকবেঃ মুখ্যমন্ত্রী

আগামী ২ সেপ্টেম্বর বামপন্থী ট্রেড ইউনিয়ন ডাকা বনধকে ব্যর্থ করতে এবং ধর্মঘটের নামে মানুষকে ভয় দেখানোর প্রতিবাদে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বাংলা সচল থাকবে।

ওই দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকান-বাজার এবং কারখানা খোলা রাখার এবং সকলকে তাদের কর্মস্থানে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখতে হবে যাতে জনজীবন ব্যাহত না হয়। দুষ্কৃতিরা জনজীবনে কোন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ভাবে তা মোকাবিলা করবে।

যানবাহন বা দোকান-বাজারের কোনরকম ক্ষয়ক্ষতি হলে সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন মুখ্যমন্ত্রী।

 

KMC puts up hoardings discouraging Sep 2 bandh

The Kolkata Municipal Corporation (KMC) has put up hoardings all over the city asking people to keep offices and shops open and assured every cooperation to them. The Left trade unions have called a country-wide bandh on September 2.

The hoardings put up by KMC reads: Keep shops and markets and offices open. Let transport ply normally. The state government will stand by you and KMC will provide every cooperation.

Chief Minister Mamata Banerjee had said in the Assembly that the State Government would not support the bandh and steps would be taken to keep the offices open. “We have seen how CPI(M) had crippled the state’s economy by calling frequent  bandhs in its 34 years of rule. We are against bandhs and the state government will oppose it,” she said. The state government has decided to deduct a day’s salary for those who will not turn up for work.

The state government has decided to ply buses and requested private operators to ply them. The Chief Minister announced that the state government would give compensation if the vehicles got damaged by the bandh mongers and those doing this would be booked. Requests have also been made to the unions looking after taxis and mini buses.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করতে কলকাতা পুরসভার প্রচার অভিযান

বনধে জনজীবন স্বাভাবিক রাখার জন্য সব অফিস, দোকান খোলা রাখার আর্জি জানিয়ে শহরজুড়ে হোর্ডিং লাগিয়ে প্রচার অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। আগামী ২ সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়ন দেশব্যাপী বনধের ডেকেছে।

পুরসভার এই হোর্ডিং-এ লেখা আছে: সমস্ত দোকান, বাজার ও অফিস খোলা রাখুন। পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখুন। রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থা সবরকম সহযোগিতা প্রদান করবে।

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, রাজ্য সরকার বনধ সমর্থন করবে না এবং সব অফিস খোলা রাখা হবে। আমরা দেখেছি গত ৩৪ বছরে সিপিএম কিভাবে বনধ ডেকে রাজ্য অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা সবসময় বনধের বিরুদ্ধে এবং রাজ্য সরকার বনধের বিরোধিতা করবে। তিনি জানান, ওইদিন যেসব সরকারি কর্মচারীরা ছুটি নেবেন রাজ্য সরকার তাদের একদিনের বেতন কেটে করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি ও বেসরকারি বাস গুলো যাতে ঠিকঠাক চলাচল করে সেজন্য বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছেন তিনি। বনধের কারণে কোনরকম ক্ষয়ক্ষতি হলে রাজ্য সরকার তার ক্ষতিপূরণ দেবে সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। ট্যাক্সি ইউনিয়ন এবং মিনি বাস সংগঠনগুলিকেও সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

 

Bengal CM urges people to boycott Sep 2 strike

Bengal Chief Minister Mamata Banerjee urged people to keep all financial institutions open on September 2 and not to support the bandh called by the Left Front trade unions. The State Government has directed its employee not to take leaves between September 1 and 5.

Thus, there exists a possibility of the state government employees going on leave for five days at a stretch, from September 1 to 5 with Saturday and Sunday falling in between. Taking a proactive step, the State Government clearly stated that employees will be show-caused if they take leave anywhere between September 1 and 5 without any genuine and serious cause.

Based on the reply of the employee to the show-cause, the concerned authorities will take the decision whether he or she would be eligible to get the leave and salary for that day.It would also leave a bad remark on their service record. The step was taken to ensure a healthy turnout on the day of the strike.

The present Government is against the policy of going for a strike which causes losses in crores.

Bengal Chief Minister said that the state government has always been against bandh. “We are against the policies of the Centre. People employed in industrial units may have some problem. I am not ruling it out. But there are other processes of sorting it out instead of going for a strike,” she said.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করার ডাক মুখ্যমন্ত্রীর

বনধের নামে কোনও বিশৃঙ্খলা বা কর্মনাশা-সংস্কৃতি বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ আগামী ২ সেপ্টেম্বর বামফ্রন্টের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দিন সমস্ত প্রতিষ্ঠান অফিস খোলা রাখার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারী কর্মচারীদের ছুটি না নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

২ সেপ্টেম্বর কোনও ছুটি নেওয়া যাবে না৷ শুধু তাই নয়, তার আগের দিন বৃহস্পতিবার এবং পরবর্তী কাজের দিন অর্থাৎ সোমবারও সমস্ত ছুটি বাতিল করেছে সরকার৷ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে গুরুতর কারণ ছাড়া ছুটি নিলে কর্মীদের শো-কজ করা হবে।

শো-কজের জবাবের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ছুটি নিতে পারবে কিনা এবং ছুটির জন্য বেতন কাটা যাবে কিনা। ধর্মঘটের দিন যাতে সব কিছু সুস্থভাবে চলে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা।

বনধের ফলে অনেক কর্মদিবস নষ্ট হয়, তাই বনধের নামে কোটি কোটি টাকার ক্ষতি বরদাস্ত করবে না রাজ্য সরকার।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বলেন যে, “রাজ্য সরকার বনধ সমর্থন করে না। আমরা কেন্দ্রের নীতির বিরুদ্ধে। শ্রমিকদের অনেক দাবি-দাওয়া, ইস্যু থাকতে পারে, আমরা সেটা সমর্থন করি৷ কিন্তু বন্ধের নামে অযথা একটা ছুটিকে সমর্থন করতে পারছি না”।

 

 

The culture of bandhs must be defeated: Mamata Banerjee

West Bengal Chief Minister and Trinamool Chairperson Ms Mamata Banerjee today urged people to defeat the culture of bandhs. She was addressing a press conference at Nabanna regarding the bandh called by communist parties.

“We need to get rid of this bandh culture. Those who destroyed Bengal for 34 years are now destroying development,” she said.

She added, “We have not called a bandh since 2009. We are against this bandh culture. Bandhs do not offer any solution.”

Slamming the CPI(M), she said that those who destroyed the infrastructure and economy of the State for 34 years have to right to terrorise people with culture of violence and hooliganism.

“They are like Kumbhakarna. They sleep for 6 months and wake up one day for photo-ops for TV channels,” the CM said.

Reiterating that Trinamool is pro-people, pro-worker and pro-farmer, Mamata Banerjee said that issues must be sorted through dialogue and discussion.

“We also have several objections to labour laws reforms by Centre. We have written to them. We do not endorse bandhs,” she said.

WB Govt offices to remain open during Sept 2 bandh

The West Bengal government on Monday made it mandatory for all its employees to be present on September 2 when a nation-wide trade union strike has been called by central trade unions.

In view of the trade union strike all over the country on September 2, government offices, including those provided with grant-in-aid, would remain open and no leave would be granted on that day, a memo, issued by state Finance Department, said.

Moreover, the directive said that absence of employees on that date would be treated as ‘dies non’ and no salary would be admissible.

CPM trying to stall growth through bandhs: Trinamool

The ruling Trinamool Congress on Monday asked the people of West Bengal to “foil” the Wednesday’s nation-wide strike called by several central trade unions, including the Leftist trade unions — All India Trade Union Congress (AITUC) and Centre of Indian Trade Unions (CITU), even as the state government on Monday made it mandatory for all its employees to be present in office on the bandh day.

“The CPM and Left Front during its 34 year-old rule had pushed state backwards with its militant trade unionism. Now, when the state is moving fast on the path of development, they are trying to stop it either by violence or through shutdowns,” Senior TMC leader and state Panchayat Minister Subrata Mukherjee told reporters.

“We condemn this culture of bandh. It adversely affects the economic condition of the state and country. We would not get into a fight with those who have called a strike, but instead ask members of respective unions to continue with their normal vocation. Those who drive autos, or work at jute mills or mines should continue to do so, without any fear,” he said.

He further alleged that some union leaders have called this bandh for their own political interest.

“The goondaism that they had let loose few days back on the streets of Kolkata by attacking police. They must realise that those who had talked about fights in the past had been rejected by the people in general and that is what will happen to those political parties once again,” he said.

“We believe in peaceful agitation and taking along the masses with us,” he added.