One-horned rhinos of Bengal to get two new homes

Many of the one-horned rhinoceros of Gorumara and Jaldapara national parks will soon get new homes as the state government has prepared natural habits by developing two other parks — one of which is situated close to Gorumara and the other at Patlakhawa in Cooch Behar.

There are currently more than 255 one-horned rhinos in Gorumara and Jaldapara. Bengal Forest Minister said that the department has a plan to shift around 50 one-horned rhinos to the new forest parks that are coming up in North Bengal.

Natural habitats are there in two new parks where the rhinos would be shifted. The department has also taken up various schemes to build infrastructure. The project aims at the promotion and conservation of the endangered species.

This project will also help in promoting tourism in north Bengal. Chief Minister Mamata Banerjee has laid great stress in promoting tourism in north Bengal besides other places.

 

এবার নতুন ঠিকানা পেতে চলেছে বাংলার এক শিংওয়ালা গন্ডার

গরুমারা ও জলদাপাড়া ন্যাশানাল পার্কের এক শিংওয়ালা গন্ডাররা শীঘ্রই নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকার ২টি নতুন পার্ক তৈরি করেছে তাদের জন্য। একটি গরুমারার কাছে ও অন্যটি কোচবিহারের পাতলাখাওয়া’য় নতুন পার্ক তৈরি করেছে রাজ্য বন দপ্তর।

এই মুহূর্তে গরুমারা ও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা ২৫৫র বেশী। রাজ্যের বনমন্ত্রী বলেন, আনুমানিক ৫০টি এক শিংওয়ালা গন্ডারকে নতুন পার্ক দুটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। পরিকাঠামো তৈরির জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উত্তরবঙ্গে পর্যটনের ওপর জোর দিয়েছেন।