Remembering the martyrs of political violence in West Bengal during CPI(M) rule

The Left Front rule helped engender a lexicon of political violence in the West Bengal during its 34 years in power.

The A to Z of political violence:

  • A … Ananda Margi Massacre, 1982: 7 Ananda Margis charred to death on a bridge
  • B … Bantala, 1990: 3 health officers returning from an immunisation programme raped and killed by a mob. The then Chief Minister Jyoti Basu simply said, “Such things happen.”
  • C … Chhoto Angaria, 2001: 11 Trinamool workers burnt to death in their houses
  • D … Dhantala, 2003: 6 women, including four minors, raped

  • M … Marichjhanpi Massacre, Sundarbans, 1979: Police opened fire at refugees
  • N … Nandigram, 2007: 14 farmers shot dead in broad daylight; Netai, 2011

  • S … Sainbari,1970: Members of a family murdered by CPI(M) goons. The mother of the family was then fed rice mixed with the victims’ blood.
  • T … Tapasi Malik, 2006: She was raped and murdered

On January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed SEZ.

The then CM  Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

Thankfully, the dark days of political vengeance are over. Under Mamata Banerjee, peace has prevailed in West Bengal now. The people are smiling once again.

 

 

বাম আমলে রাজনৈতিক হিংসার বলি শহীদদের স্মরণ

বাম আমলে ঘটে যাওয়া কিছু রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা, যা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। ফিরে দেখা যাক সেইসব রক্তাক্ত ইতিহাসের দিনগুলিঃ

সাঁইবাড়ি – ১৯৭০ সালে বর্ধমানের সাঁইবাড়িতে এক পরিবারের সদস্যদের হত্যা করে সিপিএমের গুন্ডাবাহিনী। তারপর রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল তাদের মাকে।

মরিচঝাঁপি – ১৯৭৯ সালে শরণার্থীদের ওপর পুলিশের মাধ্যমে গুলি চালিয়েছিল।

আনন্দ মার্গী – ১৯৮২ সালে জীবন্ত মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল।

বানতলা – ১৯৯০ সালে একজন স্বাস্থ্য বিভাগের কর্তা তার একটি কর্মসূচি থেকে ফেরার সময় ধর্ষিত এবং নিহত হন। তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন ‘এরকম ঘটনা ঘটে থাকে’।

ছোট আঙ্গারিয়া – ২০০১ সালে তৃণমূল কর্মীদের নিজেদের বাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

ধানতলা – ২০০৩ সালে ৬ জন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল।

তাপসী মালিক – ২০০৬ সালে তাপসি মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল।

নন্দীগ্রাম – ২০০৭ সালে ১৪ জন কৃষককে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী বলা হয়েছিল ১৪ জন কৃষক নিহত হয়েছিল এবং ১০০ জন নিখোঁজ ছিল। ২০০৭ সালে নভেম্বর মাসে সিপিএম এর ক্যাডার বাহিনী নন্দীগ্রাম দখল করার চেষ্টা করেছিল। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘ওদের ভাষাতেই ওদের জবাব দেওয়া হয়েছে’।

এই রক্তে রাঙানো দিনগুলি এখন অতীত। পশ্চিমবঙ্গে এখন অনেক শান্তি। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে। বাংলা এখন হাসছে।