Amit Mitra asks Centre to come clean on GST

In a letter to Arun Jaitley, West Bengal finance minister Amit Mitra says Centre concealed crucial information on service taxpayer base from states.

While the states had so far been led to believe that the service taxpayer base was 1.1 million, new data supplied to the state finance ministers reveal that it is actually 3.05 million—almost thrice of what was assumed so far. This, Dr Mitra argues, has unfairly influenced the discussions, especially on the sharing of administrative powers between the Centre and states.

The sharing of administrative powers between the Centre and the states for controlling traders and service taxpayers in a GST regime has been a point of contention.

After the first meeting of the GST council, it was concluded that the Centre will control all the existing 1.1 million service tax dealers. In the case of goods, it was agreed that goods traders with an annual revenue threshold of less than Rs 1.5 crore would be administered by states and anything above jointly by the Centre and states.

However, in the second meeting of the GST council, the states demurred, claiming the minutes of the meeting did not adequately reflect what was discussed; this forced the council to go back to the drawing board on the administrative control of both goods and services.

“The minutes of the 1st and the 2nd GST council meeting clearly records a tax base of around 1.1 million for service taxpayers,” Dr Mitra wrote in a letter dated 28 October, before adding, “Suddenly, we find that the service taxpayers number has escalated to 3.05 million out of which 2.64 million are shown as active taxpayers.”

“This implies that the service tax base has grown 3 times over 2 years. What is even more surprising is that even a month ago this fact was not told to the states,” he wrote, adding that the figures seem an afterthought, surfacing only after the issue of dual control was discussed in the last GST council meeting held on 18-19 October.

In his letter, Dr Mitra also pointed out that the disaggregated data of value-added tax (VAT), excise and service tax base based on thresholds of Rs 1.5 crore and Rs 20 lakh had not been shared with the states so far. He also added that the states were likely to get the updated data on the taxpayer base only by 1 November, which left them only a day to deliberate before the GST council meeting. The data shared with states by the GST council secretariat was updated as of 19 January 2016.

 

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Bengal Industry Minister holds meeting with Chinese delegation

Bengal Finance and Industry Minister Dr Amit Mitra on Sunday chaired a meeting with a Chinese business delegation at Nabanna.

A Chinese delegation had earlier surveyed the State’s industry infrastructure and had expressed desire to invest in Bengal.

In September 2016, a 21- member business delegation had visited Kolkata. That China is looking at Bengal as an investment destination and the country feels that business environment in the State has improved over time,  was expressed by the chairman of Worldwide Business Culture Exchange Centre, who was from Beijing.

 

চীনের প্রতিনিধিদলের সাথে বৈঠক করলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র

রবিবার নবান্নে চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

আগেও সেখানকার বণিকসভার প্রতিনিধিরা এসেছিলেন রাজ্যে। রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে তারা লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এই বছর সেপ্টেম্বর মাসে ২১ জন সদস্যের একটি চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল কলকাতা সফর করেন। চীনের সঙ্গে রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। উজ্জ্বল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা। বিনিয়োগের গন্তব্য স্থল হিসেবে চীন বাংলাকেই বেছে নিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড কালচার এক্সচেঞ্জ সেন্টারের চেয়ারম্যান জানান, রাজ্যে এখন বিনিয়োগের ভাল পরিবেশ।

 

Bengal did not backtrack on GST: Amit Mitra

Q: Your state has been one of the biggest proponents of goods and services tax (GST). What happened, what went wrong, why did the state backtrack on the GST bill?

Dr Mitra: I don’t think that the state backtracked at all. There was a special session called for a very difficult and important subject—changing the name of the state—and that involved 3-4 hours of discussion. There was also a dengue issue which the opposition wanted to raise and Mamata Banerjee was gracious in having discussed at the democratic level that required several hours. We had a third topic which related to centre-state relations vis-àvis flow of funds.

Now if you have to do a GST in the middle of that one-day session it will require at least 2-3 hours of discussion, according to demands made by both sides of the floor. West Bengal led by Mamata Banerjee has been the biggest supporter of GST. It was we who helped the most not only in the Lok Sabha, but in the Rajya Sabha as well.

In 2009 in our manifesto we had GST. I believe you only need 50% states to ratify and it has been ratified and after the assembly session where we could not accommodate because of the local serious pressures of name change of the state, I have chaired an empowered committee meeting as finance minister of West Bengal where we called all the industry associations, company secretaries, chartered accountants and small and medium enterprises. So this is a work in progress.

Q: By when do you think would this be passed by your assembly?

Dr Mitra: Well, it is a matter of the next assembly meeting, whenever it comes, we will bring it up, but at this time there is practically no need to go through this process as a binding issue, because the President has already given assent. We are the most important supporters of the GST for the people of India.

Q: Which is why it came as a surprise to many and they said that possibly there are some issues that you want to sort out before you pass the bill.

Dr Mitra: Issues are parallel issues, issues which relate to federalism in India …. nothing to do with GST. For example, over Rs6,000 crore has not been received by the state including 100 days work compensation, so it is an ongoing process.

We have taken 26% equity in a deep sea port. We are also building our own state ports, there is a conversation going on.

In centre-state relations, we stand for federalism, this is an ongoing process. It is a different track altogether. As far as we are concerned, the government-to-government relawhat tionship goes on with its processes.

GST is for national interest and therefore Mamata Banerjee stood in support of it. That will continue and I continue to chair the empowered committee of finance ministers on behalf of my state. What is happening as far as the empowered panel meetings are concerned in terms of the discussion or rather the differences as far as a rate is concerned? Some states say it should be raised up to as much as to 24%, some say it should be around

Q: 18%. How are those discussions going; where do you think it will settle?

Dr Mitra: I think the key point is there are multiple rates given by researchers, so the chief economic advisor to the government of India suggested 15-15.5% in the average rate, then you had at one time National Institute of Public Finance and Policy suggesting 27% and there is the Vijay Kelkar committee report, which came as the first report on GST, suggesting 12%. This is a matter of revenue neutrality so that state revenue is preserved. Different states may have different views but has happened is the empowered committee has fully given support unanimously to the fact that we have two principles.

Principle one: GST rate should not be such that common people get inflationary pressure. What’s the point of GST, which at the end of the day is for the people?

Principle two: it should not be so low that states do not get revenue, centre has to compensate for 5 years and they don’t have the money to compensate. Despite constitutional process they may get into a problem, so it should be an optimal rate, not a maximal rate.

Q: Where is that optimal rate coming up to?

Dr Mitra: This is exactly what the GST council will debate in the coming weeks. I am sure it will be a full debate.

Q: Do you think between 20-22% is where it should land in terms of a cap?

Dr Mitra: It would be very difficult for me to hazard a number as a guess. It would be pre-empting the views of other state finance ministers.

Q: If I talk to you as the finance minister of Bengal, what would your view be?

Dr Mitra: I would not present the view here. I would present it at the GST council. The reason is, we have to discuss it, we have to listen to each other, only then after listening to arguments of each other along with the Union finance minister who is the chair of the GST council, will we arrive at a decision. It is too pre-emptive today for me to just give you a rate. It would be unfair and wrong.

I am not asking you to give me a rate and say that this is the rate that we will finalize because obviously it is a discussion, there are so many states and Union territories that would be discussing it. But from the perspective of a finance minister of a state, if you look at your revenue, if you look at the taxation system and stuff, where do you think the cap could come up to?

I don’t think I can hazard a number for you because as chairman of the empowered committee I cannot say, I just cannot give you a number. Let it come up in the GST council which is happening very soon, let it be discussed.

It is a national issue, this is a very serious issue. I have given you the principle which the empowered committee has defined unanimously—not so high that the industry passes that on to the consumer and there is inflationary pressure. In fact, during the discussion of the empowered committee with the chambers of commerce, one of the questions raised by finance ministers was, when taxes are raised industry tends to pass on those taxes to the consumers and why should they bear it?

Q: When taxes get lowered, will the industry pass this on to the consumers?

Dr Mitra: So, I would say that we have defined the principles at the empowered committee of all finance ministers across political parties and across states.

Q: For the panel there are two months to discuss and come up with a consensus as far as all the issues are concerned. Do you think that is a fair enough time?

Dr Mitra: It depends on the intensity with which this is conducted. If you are going to do it on a war footing every day, every week where everybody becomes available, attempt will be to see how this can come up within a certain space of time. Also it will depend on the number of industrial issues that come up. For example, today an industry has 5% value added tax (VAT) and now it is going to face X percent revenue neutral rate (RNR), that industry may be employing 20 million people, that industry will come up and say to you please don’t change my 5% to a much higher number.

So, that has to be discussed in the GST council. There may be categorization of areas, where there are sin goods, there are luxury goods, there are non-luxury goods, all this has to be defined to the satisfaction of the entire GST council.

So, all this will come on the table and already the empowered committee has received many representations. It will go into 6,000-7,000 pages of representations from the industry because we invited that as there should be dialogue. All this has to be collated, structured, made into some kind of a framework and then on principles this will be discussed at the GST council.

 

Edited Excerpts from an interview published in Livemint

 

Chinese delegation eyes investment in 7 sectors in Bengal

A 21-member Chinese trade delegation on Monday expressed their interest to invest in seven different industrial sectors in the state. The delegation – consisting of chief executive officers, vice-presidents and managing directors of 13 different companies met the local business fraternities on a ‘Business to Business’ gathering to discuss trade and investments in Bengal.

On Monday, Bengal Commerce and Industries Minister Dr Amit Mitra met the Chinese delegates. “They are interested to invest in the sectors of coal machinery and equipments, metallurgy, mining, electrical, chemical productions, pharmaceutical and medical equipments, biological equipments, hydropower and real estate materials,” Dr Mitra said.

The Chinese delegation is interested in manufacturing, infrastructure, real estate and heavy machinery. The scenario of Bengal is business friendly and conducive for investment, the delegation thinks..

The Chinese Vice-President Li Yuanchao had met Chief Minister Mamata Banerjee in November 2015, and assured her to send a business delegation to the state.

“Chinese Vice-President had met Chief Minister Mamata Banerjee and at the time had assured her to send a business delegation. With a focus on investment, the 13 companies from China have come to explore business opportunities in Bengal, whose aggregated turnover is USD 10 billion,” said Dr Mitra, adding that a delegation comprising top bosses of ‘Fortune 500’ companies is set to visit the state in November this year.

Additionally, the Chinese delegation will have discussions with Bengal Industrial Development Corporation (WBIDC) and also visit a manufacturing zone at Burdwan’s Panagarh to get exact knowledge of investment opportunities in the state.

“The Chinese delegation will visit the Matix factory at Panagarh. It will give them genuine knowledge of industrialisation in the state. As the first phase of its Panagarh urea plant is ready for commissioning, Matix Fertilizers plans to invest Rs 6,500 Cr in the second phase of the project,” the State Commerce and Industries minister said.

Dr Mitra said the Chinese companies have also shown their interest in the Micro, Small and Medium Enterprises (MSME) sector, which will be given support on behalf of the state government as per the industrial policy. The state has 6,000 acre of land in 23 industrial estates. “The huge trade deficit shows us that we should do more business with China,” Mitra added.

“We have invited the Chinese delegation to attend the Bengal Global Business Summit and I hope they will take a firm decision on investments in the state. Chinese do not take much time. Many countries take time to research, Chinese are not like those. They are always quick to grab the opportunities,” Dr Mitra said.

 

বাংলায় বিনিয়োগে আগ্রহী চিনের প্রতিনিধি দল

গতকাল চিন থেকে ২২ জনের একটি শিল্প প্রতিনিধি দল অমিত মিত্রের সঙ্গে বৈঠক করতে আসেন। বাংলায় শিল্পে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরী হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের আমলেই, জানালেন শিল্প বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আসা চীন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা প্রতিনিধিরা।
চিন থেকে আসা প্রতিনিধিরা  জানান যে পশ্চিমবঙ্গ ক্রমশ উন্নতি করেছে। আগের অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজ্য বিনিয়োগের উপযুক্ত হয়ে উঠেছে।  রাজ্যের বিভিন্ন শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছেন তারা।  রাজ্যের শিল্পমন্ত্রী  ডঃ অমিত মিত্র এই সভার প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন অর্থ দফতরের বিভিন্ন আধিকারিকরা। চিন থেকে আসা প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ সফর নিয়ে উত্সাহী রাজ্যের শিল্পপতি মহল।
ধাতু বিদ্যা, খনিজ সরঞ্জাম এবং উত্পাদন বিষয়ক বিভিন্ন খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন দলটি।বাংলায় শিল্প বিনিয়োগের রূপরেখা তৈরী করতে তুমুল উত্সাহী  চিন। এই প্রতিনিধি দলকে উপযুক্ত জমি দেখতে পানাগড় নিয়ে যাওয়া হয়।দুদিন ব্যাপী এই সফরে তাদের চাহিদা অনুযায়ী ল্যান্ড ব্যাংকে থাকা বাকি জমিও দেখানো হবে। ১৩টি শিল্প সংস্থার ১৯ জন প্রতিনিধি এখানে আসেন। এই ১৩টি সংস্থার বার্ষিক আয় ১০০০ কোটি ডলারের বেশি। ফরচুন ৫০০ নথিভুক্ত কয়েকটি চীনা সংস্থাকে নিয়ে আগামী অক্টোবর মাসে এই প্রতিনিধিদল আবার আসবেন। সাংজি এনার্জি গ্রুপের পক্ষ থেকে জলবিদ্যুৎতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সিচুয়ান চানকে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রাজ্যের সঙ্গে মৌ সাক্ষরে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ক্রাউন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রিয়েল এস্টেটে স্থানীয় শিল্পপতিদের সঙ্গে চুক্তিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

 

SpiceJet’s hub in Kolkata to start more flights

Domestic Airlines major Spicejet is going to start new flight services to Silchar, Aizawl, Guwahati, Gorakhpur and Vizag from the city starting October 4, just ahead of the Durga Puja festivals.

From December, the airline would start daily direct flight services from Kolkata to Dhaka and Chittagong in Bangladesh

This was announced after a meeting between the Bengal Chief Minister Mamata Banerjee and the SpiceJet Chairman and Managing Director Ajay Singh.

The Bengal Chief Minister requested the airline to consider connecting the eastern metropolis to Europe with direct flights.

Stating that Bengal is the gateway to north-east India, Nepal, Bhutan, Bangladesh and even the ASEAN countries, she said the government will give all possible support.

The State finance minister Dr Amit Mitra said under a new state government policy, any additional or new flight from Kolkata would attract a 15-per cent tax on aviation turbine fuel, the lowest among all the metros. “The rate is 30 per cent but we have decreased it to 15 per cent. In Delhi, it is 20 per cent and in Mumbai, it is 25 per cent,” he added.

 

কলকাতা থেকে আরও নতুন বিমান পরিষেবা চালু করবে স্পাইসজেট

অক্টোবর থেকে বেশ কয়েকটি জায়গার সঙ্গে কলকাতাকে আকাশপথে জুড়ে দিচ্ছে স্পাইসজেট।

আগামী ৪ অক্টোবর থেকে কলকাতা-শিলচর, কলকাতা-গুয়াহাটি , কলকাতা-আইজল, কলকাতা-গোরক্ষপুর, কলকাতা-বাগডোগরা এবং কলকাতা-বিশাখাপত্তনম নতুন বিমান পরিষেবা চালু করতে চলেছে স্পাইসজেট।

গতকাল নবান্নে স্পাইসজেটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও পরিহণ সচিব প্রমূখ।সেখানেই নতুন বিমান চালু করা নিয়ে কথা হয়।

মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম উড়ান পরিষেবা চালু করবে এই সংস্থা। কলকাতা-ব্যাংকক এর উড়ান সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া, কলকাতা থেকে ইউরোপ পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালু করার জন্য আমরা স্পাইসজেটকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপূর্ব ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ সব এশিয়ান কান্ট্রিগুলির গেটওয়ে বাংলা। পশ্চিমবঙ্গের অণ্ডাল ভারতের প্রথম গ্রিন ফিল্ড এয়ারপোর্ট।

স্পাইসজেটকে নতুন বিমান পরিষেবা চালানোর ব্যাপারে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, নতুন/অতিরিক্ত বিমানগুলিকে ১৫% জ্বালানি কর দিতে হবে যা ভারতের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে কম। তিনি আরও বলেন, করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। দিল্লিতে এই করের হার ২০ শতাংশ এবং মুম্বাইতে এই করের হার ২৫ শতাংশ।

 

 

Mamata Banerjee balancing industry and people’s rights: Amit Mitra

On the historic day when Chief Minister Mamata Banerjee handed ‘parchas’ to 9,117 farmers at Singur, state industry and commerce minister Dr Amit Mitra brought out her ‘balance statesmanship’ in which she invited the Tata Group to invest more in the state.

“Chief Minister wants larger margin of investment from the Tata Group. She even had taken two business heads from the Tatas along with her to Munich – a tour to find fresh German investment,” said Dr Mitra at Bengal Chamber of Commerce and Industry meet on Wednesday.

Presenting the growth statistics, Mitra said that the traders’ fraternities of Germany are impressed with the figures. They will come to discuss investment in next Bengal Global Business Summit in January 20-21, 2017.

“We have given jobs to 68 lakh people and the process is still going on,” Mitra said at the BCCI gathering adding the state had largest bank funding in the Micro, Small, and Medium Enterprise (MSME). The MSME contributes 95 per cent of Garman economy. “So, MSME can take a major role in the economy,” Mitra said.

Giving the statistics, Mitra said the present Gross State Domestic Product (GSDP) of the state is Rs 9.5 lakh crore, which was Rs 4.60 lakh crore during the Mamata Banerjee government, had taken the office.

The figure is more than double. The fiscal deficit has reduced from 4.24 per cent to 2.68 per cent, which is an achievement. The revenue deficit of the state has reduced from 3.75 per cent to 1.03 per cent and moving towards zero. The income from state owned taxes have doubled. It was once Rs 21,129 crore, but now figuring at 42,920 crore.

The planned expenditure has increased 3 times; it was around Rs 14,650 crore, but now standing at Rs 54,069 crore. The social expenditure of the state has also grown up 4.5 times from the previous figure.

It has increased 7 times in agriculture, 4 times in physical infrastructure. The capital expenditure have increase from Rs 2,226 crore to Rs 15,947 crore.

“The construction of 10,663 km roads is underway, including 10,000 km rural roads. We have 99 per cent electrification in our states except Sundarbans where two Mouzas are still to be electrified, 6,000 new schools have made, 46 new government colleges have set up, 15 new universities including 8 private universities have come up here,” the industry and commerce minister added.

 

কৃষকদের অধিকার রক্ষা ও শিল্পোন্নয়নের ভারসাম্যের নীতিতেই মুখ্যমন্ত্রীর সাফল্য

কৃষকদের স্বার্থ রক্ষা ও শিল্পোন্নয়ন এই দুইয়ের ভারসাম্য বজায় রেখেই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কৃষি ও শিল্প দুইয়ের ভারসাম্য বজায় রেখে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে উন্নয়নের দিশা দেখানোর কাজে এগিয়ে চলেছেন তা এক অর্থে প্রশংসনীয়।

বুধবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের এজিএম অনুষ্ঠানে এসে শিল্প মন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী চান টাটা গ্রুপ বাংলায় আরও বেশি বিনিয়োগ করুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে টাটার প্রতিনিধি দল জার্মানির মিউনিখে গিয়েছিলেন”।

বৃদ্ধি পরিসংখ্যান উপস্থাপনা করে ডঃ মিত্র বলেন, জার্মানির ব্যবসায়ীরা আমাদের পরিসংখ্যানে খুশি। আগামী বছর ২০১৭ সালের জানুয়ারি মাসে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তারা আসবেন এবং এবিষয়ে আলোচনা করবেন।

“আমরা ৬৮ লক্ষ লোকের কর্মসংস্থান করেছি, প্রক্রিয়া এখনও চলছে। জার্মান অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৯৫ শতাংশ। সুতরাং, MSME অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে,” বলেন অর্থমন্ত্রী।

GSDP পরিসংখ্যান দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের GDP গ্রোথ ৯.৫ লক্ষ কোটি, ২০১১ সালে যা ছিল ৪.৬০ লক্ষ কোটি। অর্থাৎ দ্বিগুনের চেয়েও বেশি। রাজ্যের আর্থিক ঘাটতি ৪.২৪ শতাংশ থেকে কমে হয়েছে ২.৬৮ শতাংশ যা নিঃসন্দেহে একটি সাফল্য। রাজস্ব ঘাটতি শতকরা ৩.৭৫ থেকে কমে ১.০৩ হয়েছে, ক্রমশ তা শুন্যের দিকে এগোচ্ছে। রাজ্যের আয় বেড়ে দ্বিগুন হয়েছে। আগে ছিল ২১.১২৯ কোটি টাকা এবং এখন তা হয়েছে ৪২.৯২০ কোটি টাকা।

পরিকল্পিত ব্যয় ৩ গুণ বেড়ে গেছে; আগে ছিল ১৮.৬৫০ কোটি টাকা, কিন্তু এখন হয়েছে ৫৪.০৬৯ কোটি টাকা। রাজ্যের সামাজিক খাতে আয় প্রায় ৪ গুন বৃদ্ধি পেয়েছে। কৃষিখাতে বৃদ্ধি পেয়েছে ৭ গুন। মূলধনি ব্যয় ২,২২৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৫.৯৪৭ কোটি টাকা।

শিল্পমন্ত্রী আরও জানান, “ ১০,৬৬৩ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে এর মধ্যে ১০,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক। সুন্দরবন ছাড়া আমাদের রাজ্যে প্রায় সব জায়গায় ৯৯ শতাংশ বিদ্যুতায়ন হয়ে গেছে। ৬০০০ নতুন বিদ্যালয়, ৪৬ টি সরকারি কলেজ তৈরি হয়েছে। ১৫ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, এর মধ্যে ৮ টি বেসরকারি”।

 

 

Mamata Banerjee to attend Global Business Conference in Bangkok

Bengal Chief Minister Mamata Banerjee has been invited to speak at the Global Business Conference, scheduled to be held in November in Bangkok.

Business delegates and representatives of the ASEAN countries will be participating in the conference where Mamata Banerjee will be highlighting the investment potential of Bengal.

Expressing her satisfaction over discussions with industrialists during her Germany tour, she said that Bengal is the only and best destination for investment.

“There is enormous capacity in Bengal while other states have completely exhausted,” she said, adding that Bengal is the route of trade for various countries including Singapore, Myanmar, Nepal and Bhutan.

“We are going to attend Bangkok Global Conference. They have invited me to speak on behalf of Bengal because they think the state to be the right destination for investment. They had travelled to Munich to invite me to attend the conference,” she said.

“During our visit to Germany we requested BMW and people from other industries to invest in Bengal. It was a very good gathering. Let us hope for the good. Germany is also sending their representatives for Bengal Global Business Summit,” she said.

The CM said that that she returned with investment of Rs 450 crore investments for the expansion of a solar power project and an order for supply of 25 lakh jute bags.

 

ব্যাংককে বিশ্ব বানিজ্য সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

নভেম্বরে ব্যাংককে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তাতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ASEAN দেশগুলির নানা প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বাংলার শিল্প সম্ভাবনা।

সদ্য সমাপ্ত জার্মানি সফরে বিনিয়োগকারীদের সাথে আলোচনা সদর্থক হয়েছে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাংলাই এখন বিনিয়োগের এক নম্বর গন্তব্য। তিনি আরও বলেন বাংলা নেপাল, ভুটান, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার, এখন থেকে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াও খুবই কাছে।

মুখ্যমন্ত্রী জানান ২০১৭র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করবে জার্মান প্রতিনিধিদল। তিনি বলেন জার্মানি সফরে ৪৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Bengal CM’s Germany Visit – Highlights

On September 5, West Bengal Chief Minister Mamata Banerjee left for Germany from Rome, where she had gone to attend the canonisation of Mother Teresa, on the invitation of two of the leading German chambers of commerce — BVMW and the Association of German Chamber of Commerce and Industry (IHK).

Accompanying her, among others, were State Finance Minister Dr Amit Mitra, Mayor of Kolkata and the Housing and Environment Minister, Sovan Chatterjee, and MP Sudip Bandyopadhyay, departmental secretaries, a 29-member delegation of industrialists and members of the press.

Click here for details

Discussions in Dusseldorf

State Finance Minister Dr Amit Mitra invited German businessmen on Monday to attend the 3rd Bengal Global Business Summit (BGBS) scheduled to be held in the city on January 20 next year.

Dr Mitra held discussions with two important ministers of one of the economically crucial States of Germany, North Rhine-Westphalia – Gunther Horzetzky, Minister of Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts, and Norbert Walter Borjans, Minister of Finance.

Click here for details

Sister cities

The Mayor of Kolkata, Sovan Chatterjee initiated a dialogue with his counterpart from Duesseldorf, Giesel Thomas for a sister city partnership.

Click here for details

Meeting with BMW

On September 6, Dr Amit Mitra, accompanied by Chief Secretary, Finance Secretary, Mayor of Kolkata, Lok Sabha MP Sudip Bandyopadhyay and other delegates, and senior officials of BMP participated in a three-hour-long meeting-cum-presentation-cum-plant visit.

According to Dr Mitra, “The meeting was productive. We will carry the talks forward”. Later, he also invited his counterpart in the German state of North Rhine-Westphalia to Bengal Global Business Summit 2017.

Click here for details

Interactive sessions

On September 7, Chief Minister Mamata Banerjee addressed an exclusive interactive session, where a lot of potential investors of Germany from leading business houses were present.

Other interactive sessions between Dr Amit Mitra and Sovan Chatterjee and their counterparts were also held.

Click here and here for details

Munich meeting

Mamata Banerjee made an impassioned plea to investors, both foreign and those in the country, to invest in the State and assured them that her Government would pull out all stops to help and support investors.

Giving a personal touch to her fervent plea, the Chief Minister said, “Please consider me as your sister. Consider Bengal as your home. Bengal is the destination”.

Click here fro details

Investment potentials galore

On September 8, an interactive session was organised by the Government of West Bengal, the Indian Consulate-General in Munich, the German chamber of commerce, BVMW and the Indian chamber of commerce, FICCI in Munich.

More than 60 German companies were present to interact with the officials of the State Government and with the business delegates of Bengal. The seminar was followed by a meeting with Dr Gisela Splett, State Secretary of the Ministry of Finance of the state of Baden-Wurttemberg.

Another meeting took place with the management of Breuninger Department Store in Munich, where a Biswa Bangla store is being planned to be opened soon.

Click here for details

This was Mamata Banerjee’s first business trip after becoming the Chief Minister of West Bengal for the second successive time.

 

মুখ্যমন্ত্রীর জার্মানি সফরএক ঝলকে

জার্মানির বাণিজ্য সফর সেরে আজ দেশে  ফিরছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিএমডবলুর সঙ্গে ৩ ঘন্টার বৈঠক  সম্মেলনে বিনিয়োগকারীদের আহ্বান, কেমন ছিল এই সফর? এক নজরে দেখে নেয়া যাক:

ডুসেলডর্ফ বৈঠক

৫ই সেপ্টেম্বর হওয়া “বাংলায় শিল্প সম্ভাবনা” নামক আলোচনা সভাটির উদ্যোক্তা ছিলেন ডুসেলডর্ফ , ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স, পশ্চিমবঙ্গ সরকার, কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, ফ্রাঙ্কফুর্ট এন্ড ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স & ইন্ডাস্ট্রি। সভাটিতে  বক্তব্য রাখেন মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র , কলকাতার মেয়র এবং আবাসন ও পরিবেশ মন্ত্রী শ্রী শোভন চ্যাটার্জী, মন্ত্রিসভা থেকে স্টেট সেক্রেটারি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী, শক্তি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কারু মন্ত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী। কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগা বায়টেক, বোসন এনার্জি, ওপেরলিকন বারম্যাগ প্রমুখ ও দুই দেশ মিলিয়ে ১০০ জন মতো প্রতিনিধি ছিলেন।

বিশদে জানতে এই লিঙ্কে করুন

http://aitcofficial.org/aitc/west-bengal-seeks-closer-ties-with-germany/

 

সিস্টার সিটি

ডুসেলডর্ফ শহরের সঙ্গে তিলোত্তমা কলকাতার ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়টি নিয়ে মৌ সাক্ষর  করেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগামী বছর কলকাতায় যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে জার্মান শিল্পপতিদের সঙ্গে নিয়ে আসার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানান বাংলার মেয়র। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন কলকাতাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশদে জানতে এই লিঙ্কে করুন

http://aitcofficial.org/aitc/duesseldorf-keen-to-be-sister-city-of-kolkata/

 

বিএমডবলুর সঙ্গে ঘন্টার বৈঠক

বিএমডবলুর উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তিন ঘন্টার বৈঠক করেন বাংলার এক প্রতিনিধি দল। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন বাংলায় বিনিয়োগ বিএমডবলুর করতে জন্য সব দরজা খোলা। বিএমডবলুর আধিকারিকরা অনেকগুলি প্রেসেন্টেশন দেখান। তিনি আরও জানান যে বাংলা বিএমডাবলুর সাথে ‘সাস্টেন্ড রিলেশনশিপ’ চায়। ইলেকট্রিক গাড়ি ও বাইক প্রকল্পে আগ্রহী বিএমডবলু, বলেন অমিত মিত্র।

বিশদে জানতে এই লিঙ্কে করুন

http://aitcofficial.org/aitc/all-options-open-for-bmw-to-invest-in-bengal-amit-mitra/

 

শিল্প সম্মেলন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হয় এক শিল্প সম্মেলন। বহু ভারতীয় ও জার্মান সংস্থা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

গাড়ি শিল্পের পাশাপাশি বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প গড়তে, কারখানার  সঙ্গে সঙ্গে , অনুসারী শিল্প করতেওও জার্মান শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাংলা পূর্ব এশিয়ার প্রবেশপথ। এখানে কারখানা করলে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত এবং দক্ষিণ এশিয়ার বাজার পাবেন। তিনি জানান বাংলায় ল্যান্ডব্যাঙ্ক রয়েছে, জল, বিদ্যুত্, আলো প্রচুর আছে। বিনিয়োগের উপযুক্ত জায়গা রয়েছে।

সম্মেলনে বাংলার শিল্পপতিদের অনেকে গত ৫ বছরে পশ্চিমবঙ্গে এই সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তাঁদের এই সরকারের সময়ে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবরকম সহযোগিতা তাঁরা যখনই চেয়েছেন, পেয়েছেন।

বিশদে জানতে এই লিঙ্কে করুন

http://aitcofficial.org/aitc/come-to-bengal-and-invest-mamata-tells-investors-in-munich/

 

বিশ্ব বাংলা  এবার জার্মানিতেও

বৃহস্পতিবার  মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জার্মানির দক্ষিণ প্রান্তের শহর স্টুটগার্টে একটি শিল্পসভায় গিয়েছিল রাজ্য সরকারের শিল্প-প্রতিনিধিদল ৷ সেই শিল্পসভায় জার্মানির ৬০টি সংস্থা ছিল৷ তারা প্রত্যেকেই বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে৷ অমিতবাবু বলেন শিল্পসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে বিশ্ববাংলার প্রোডাক্টগুলি বার্লিন, মিউনিখ, বন-সহ জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরকারি-বেসরকারি বিপণিতে পাওয়া যাবে৷ এই ব্যাপারে এদিন একটি চুক্তি হয়েছে৷ বাংলার কুটির ও হস্তশিল্প সম্পর্কে জার্মান শিল্পপতিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে৷

বিশদে জানতে এই লিঙ্কে করুন

http://aitcofficial.org/aitc/biswa-bangla-products-to-be-available-in-germany/

 

বিগত ৩৪ বছরের কর্মনাশা কর্মসংস্কৃতিকে পরাজিত করে মমতা বন্দোপাধ্যায়ের  ঐকান্তিক চেষ্টায়  গত পাঁচ বছরে বাংলা আজ অনেকটাই স্বনির্ভর, ২০১৫-১৬ আর্থিক বর্ষে দেশের উন্নতির হার যেখানে মাত্র ৭.৩% আমাদের রাজ্যে  সেখানে ১২.০২%, সেই উন্নতির ধারা কে অব্যাহত রাখতে এই জার্মানি সফর নিশ্চই আরো অনেক সাহায্য করবে।

 

 

German delegation likely to attend Bengal Global Business Summit, 2017

The presence of Chief Minister Mamata Banerjee has created a lasting impression in the minds of the German business fraternity and a big delegation from the country is expected to attend the Bengal Global Business Summit, scheduled to held on January 20 and 21 next year, state Finance minister
Dr Amit Mitra said.

Vikram Solar, one of the leading solar energy solution providers based in Bengal, has signed an MoU with Teamtechnik of Germany to upgrade and expand its production capacity for Rs 400 crore. An MoU was signed between Sanjay Kajaria-led Hastings Group and German security system company Abus to export bio-jute packaging materials.

Before leaving Germany, Dr Mitra said the German businessmen were impressed by the development that had taken place under Mamata Banerjee’s leadership. She met the businessmen and had detailed discussions with them. Representatives from the German manufacturing and engineering, foundry and automobile industries called on the Chief Minister and expressed satisfaction over the meeting. 55 business-to-business and business-to-government talks had taken place and talks had taken place.

Asked what impact the visit would have in Germany, Mitra said the confidence building measures (CBM) had been very successful and now both the countries would have to translate thoughts into action. “I am hopeful that a big German delegation will come for the BGBS next year,” he said.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী বহু জার্মান সংস্থা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি জার্মান ব্যবসায়ীদের ভীষণ ভাবে অভিভূত করেছে ও আশা করা যায় আগামী বছরের ২০-২১ জানুয়ারী যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে একটি বড় জার্মান প্রতিনিধি দল অংশ নেবে, এমনটাই মনে করছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অতিপরিচিত সৌরবিদ্যুৎ সরবরোহকারী সংস্থা বিক্রম সোলার একটি মৌ-সাক্ষর করেছে জার্মানির টেমটেকনিক নামক সংস্থার সঙ্গে। ৪০০ কোটি টাকার বিনিয়োগে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। সঞ্জয় কেজরিয়ার নেতৃত্বে হেস্টিংস গ্রুপ ও জার্মান সংস্থা আবাস এর মধ্যে আরো একটি মৌ সাক্ষর হয়েছে বায়ো-জুট প্যাকেজিং দ্রব্য রপ্তানির জন্য।

জার্মানি ছাড়ার আগে অমিত মিত্র জানান, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে তাতে জার্মান শিল্পপতিরা মুগ্ধ। শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। জার্মান উত্পাদন ও কারিগরি, গাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বৈঠকের পর খুব খুশি। শিল্পমন্ত্রী জানান যে গত ৪ দিনে ৫৫টি বি-টু-বি ও বি-টু-জি বৈঠক হয়।

অমিত বাবু বলেন ” আমি আশাবাদী একটি বড় জার্মান প্রতিনিধিদল আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে অংশগ্রহণ করতে আসবেন।”