On the fifth day of her campaign in north Bengal, Mamata Banerjee addressed a campaign rally at Sahudangi in Rajganj at Dabgram-Fulbari Assembly constituency in Jalpaiguri district today.
She had been holding campaign rallies and padayatras in Jalpaiguri, Alipurduar and Darjeeling districts for the past four days. She held rallies in Kurseong, Kalchini, Nagrakata, Birpara, Maynaguri and Phansidewa.
Mamata Banerjee slammed the opportunistic alliance of CPI(M) and Congress in her campaign. She said that Trinamool has alliance with people. She maintained that she was confident that people of Bengal will defeat the ‘rainbow alliance’ of Congress, CPI(M) and BJP.
On north Bengal
North Bengal is a beautiful place with a lot of scope for tourism. If tourism flourishes here the economy will flourish and jobs will be created. Tourism project at Gajoldoba is on progress at a cost of Rs 3500 crore. We have inaugurated a Safari Park in north Bengal. It will boost tourism in the region. We have started a Hindi College at Banarhat. Several ITIs and polytechnic colleges are coming up. We have set up a Biswa Bangla Sports Village in Jalpaiguri. We have formed developmental boards for several communities in the Hills. I have come to north Bengal whenever there was an emergency. Earlier did anyone come to you?
On Opposition
CPI(M) was in power for 34 years. What did they do for north Bengal? They incurred a debt of over Rs 1 lakh crore and we are repaying it. They sold Bengal off and did not do any work for the development of the State.
On Health services
Cardiac surgeries are performed on children below the age of 18 free of cost. We have formed a breast milk bank called Madhur Sneho. We have set up fair price medicine shops which offer 40-70% discount:
On Social Sector schemes
We are working for the welfare of tea workers. Action is taken within 3 months of a tea garden. We have started Khadya Sathi scheme under which 8.5 crore people are getting rice at Rs 2/kg. Healthcare is free at Government hospitals now. We have worked for the people of the region without seeing political colours. We are giving monthly allowance to 60000 folk artists. We have given Kanyashree scholarships to 33 lakh girls. Kanyashree scheme has empowered our girls. They are our assets. It has earned recognition globally. We have distributed 25 lakh Sabuj Sathi cycles. Another 15 lakh students will get them by July.
On development
We have set up a mini Secretariat, Uttarkanya, in north Bengal. We have conducted over 105 block-level administrative meetings in the last four years. We have introduced time-bound delivery of public services. We have given second language status to Nepali, Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki. The process of giving second language status to Rajbangshi is underway. Earlier 76 lakh mandays were lost in the State. Now the number is ZERO
On the forthcoming Assembly election
Mamata Banerjee is the candidate in all 294 seats of the State
২৯৪ আসনে প্রার্থী আমিই:মমতা বন্দ্যোপাধ্যায়
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিন। আজ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত চার দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কার্শিয়াং, কালচিনি, নাগরাকাটা, বীরপাড়া, ময়নাগুড়ি ও ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কটাক্ষ করে বলেন এই জোট ‘অনৈতিক ঘোঁট’। তৃণমূলের জোট মানুষের সঙ্গে। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় কংগ্রেস-সিপিআইএম-বিজেপির ‘রামধনু জোট’ পরাজিত হবে।
রাজগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ
- উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা, এখানে পর্যটনের অনেক সুযোগ রয়েছে
- পর্যটনের প্রসার ঘটলে অনেক কর্মসংস্থান হবে
- সাড়ে তিন হাজার কোটি টাকায় গাজলডোবায় ইকো ট্যুরিজম পার্ক হয়েছে
- উত্তরবঙ্গে নতুন সাফারি পার্কের উদ্বোধন হয়েছে, এটি পর্যটনের একটি প্রধান আকর্ষণ
- বানারহাটে হিন্দি কলেজ চালু হয়েছে, আইটিআই ও পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
- জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে
- সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে। তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে?
- চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ভাতা চালু হয়েছে, চা-বাগান বন্ধ করার ৩ মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হয়
- আমরা খাদ্যসাথী প্রকল্প চালু করেছি, এর ফলে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছে
- বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে সরকারি হাসপাতালে
- আমরা রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করি না
- ৬০০০০ লোকশিল্পীকে আমরা মাসিক ভাতা দেওয়া হচ্ছে
- ৩৩ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি
- আমরা ২৫ লক্ষ সবুজ সাথী সাইকেল প্রদান করেছি
- কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্বনির্ভর করেছে, তারা আমাদের গর্ব
- ৩৪ বছরে বামফ্রন্ট কোন উন্নয়ন করেনি,তারা বাংলাকে বিক্রি করে দিয়েছে
- উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয় তৈরি করা হয়েছে
- গত চার বছরে জেলায় জেলায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
- যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বারবার উত্তরবঙ্গে ছুটে এসেছি, এর আগে কেউ কি কখনো এসেছে?
- ১৮ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে
- ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডাইয়াগনসটিক সেন্টার চালু করেছি
- সাধারণ মানুষের সেবা করাই আমাদের কাজ, উন্নয়ন ও জনপরিষেবার ক্ষেত্রে আমরা রাজনীতি করি না: মমতা বন্দ্যোপাধ্যায়
- নেপালি, হিন্দি, উর্দু ও সাঁওতালিকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
- রাজবংশী ভাষাকে শীঘ্রই স্বীকৃতি দেওয়া হবে
- পাহাড়ের জনজাতিদের জন্য আমরা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি