Mamata Banerjee today delivered a four-point chargesheet against the CPI(M).
She was addressing a huge election campaign rally at Narayangarh in West Midnapore. She spoke at length about the dark days under CPI(M) misrule, which was rife with violence and bloodshed.
“It is shameful that the CPI(M), responsible for the despicable incidents in Netai, Nandigram, and Garbeta are once again talking about revenge”, she said.
Here is the four-point chargesheet by Mamata Banerjee:
- Why was the Netai incident allowed to happen? Who was responsible?
- CPI(M) should explain why people in Nandigram were attacked. It certainly cannot be the responsibility of Buddhadeb and Lakshman Seth alone; which other leaders were involved?
- CPI(M) should explain why there were so many murders in Jangalmahal. Who killed Paresh Kumar, Dumri Hansda, Chitto Pal, Sambhu Hansda, Gangaram Das, Sunil Das, Amalendu Dey, Raitun Bibi and Upendu Khatua among many others? Who was responsible?
- The former Health Minister should answer why there was no health infrastructure in Narayangarh as well as in West Midnapore district.
Those who had turned Jangalmahal into a graveyard are now speaking of peace. The people of Jangalmahal will give befitting reply, she said.
She went on to highlight the development ushered-in in the last four and a half years – six multi super hospitals in West Midnapore alone while 41 multi super hospitals are coming up across the State in addition to numerous SNCUs, SNSUs and Fair Price Medicine Shops. People are getting benefits of new ITIs, Kanyashree, Kisan Credit Cards, Sikhsashree, Sabuj Sathi, Kisaan Bazaars and many other projects.
She promised that after coming into office for the second time, the first rally will be held at Narayangarh, if people defeat Suryakanta Mishra.
নারায়ণগড়ে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট মমতার
আজ নারায়ণগড়ের জনসভা থেকে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার বক্তব্যে তিনি সিপিএম আমলের কালো, রক্তাক্ত, প্রতিহিংসামূলক রাজনৈতিক দিনগুলির কথা আবার মনে করিয়ে দেন সাধারণ মানুষকে।
তিনি বলেন, “নেতাই, নন্দীগ্রাম, গড়বেতার জন্য দায়ী সিপিএম, এরপর ওরা আবার বদলা নেওয়ার কথা বলছে এটা লজ্জাজনক”।
দেখে নিনি সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্জ শিটঃ
- নেতাই এর ঘটনা কেন হয়েছি? কে দায়ী এর জন্য?
- নন্দীগ্রামের মানুষের ওপর কেন অত্যাচার করা হয়েছে, সিপিএমের জবাব চাই। শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ও লক্ষ্মণ শেঠ এর জন্য একা দায়ী নন, আর কোন কোন নেতারা এর পিছনে ছিলেন সিপিএমকে এর জবাব দিতে হবে।
- জঙ্গলমহলে এত মানুষ কেন খুন হয়েছে? সিপিএমকে জবাব দিতে হবে। পরেশ কুমার, দুমড়ি হাঁসদা, চিত্ত পাল, শম্ভু হাঁসদা,গঙ্গাধর দাস,গঙ্গারাম দাস, সুনিল দাস,অমলেন্দু দে, রাইতুন বিবিকে, উপেন্দু খাঁটুয়া কে খুন করেছে? এর জন্যও কে দায়ী?
- কেন সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাসহ নারায়ণগড়ে কোন স্বাস্থ্য পরিকাঠামো হয়নি এর জবাব দিতে হবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে।
যারা জঙ্গলমহলে সন্ত্রাসের রাজনীতি করত আজ তারাই শান্তির বার্তা দিচ্ছে। জঙ্গলমহলের মানুষ তাদের যোগ্য জবাব দেবে।, তিনি বলেন।
গত সাড়ে চার বছরে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে – সারা রাজ্যে ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। অনেকগুলি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, SNCUs, SNSUs তৈরি হচ্ছে। আইটিআই, পলিটেকনিক কলেজ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, সবুজ সাথীসহ আরও অনেক প্রকল্প চালু হয়েছে বাংলার জন্য।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মানুষ সূর্যবাবুকে পরাজিত করেন তাহলে জেতার পর তিনি তার প্রথম সভা করবেন নারায়ণগড়ে।