The Bengal Government is bringing in a single window service in agricultural marketing by providing a common license for the wholesale buyers to buy any farm produce. Thus, the farmers with their excess produce will not have to run door to door to sell their crops.
In order to do so The West Bengal Agricultural Produce Marketing (Regulation) Bill with amendments will tabled at the State Assembly.
After the Act is passed, wholesale buyers, after paying a fixed fee, can buy whatever agricultural products they wishes to sell, from all over Bengal. Earlier, there were separate licenses for each agricultural products.
The new law will also be helpful for Bengal farmers who wish to export their products in other states or countries. Now, even if there are excess yield in farming, the excess may now be sold in a much easier manner, the number of wholesale buyers being increased.
রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার
বিভিন্ন কৃষিজ পণ্যের বাড়তি উ९পাদনেও বিক্রির জন্য আর সমস্যায় পড়তে হবে না বাংলার কৃষকদের। রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার। এক জানলা নীতি এবার কৃষিতেও।
বিধানসভায় পেশ হবে ‘দি ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন)’ সংশোধনী বিল।
এই বিল পাশ হলে রাজ্যের সব বাজারে একটিমাত্র লাইসেন্স থাকলেই কোনও ব্যবসায়ী রাজ্যের কৃষকদের উ९পাদিত সামগ্রী কিনতে পারবেন। কেবল একটিমাত্র জায়গায় নির্দিষ্ট ফি দিলেই বাংলার যেকোনো জায়গায় তারা জিনিস বিক্রি করতে পারবেন। এর আগে প্রত্যেকটি কৃষিজ পণ্যের জন্য আলাদা লাইসেন্স দরকার হত।
অনলাইনে জিনিস বিক্রির সুযোগ পাবেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন জেলার কেন্দ্রীয় বাজারে অনলাইন বিপণনের সুবিধা দেবে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যেও দ্রব্য রপ্তানি করতে পারবেন কৃষকরা। অর্থা९ বাংলার কৃষকরা অনেক বড় বাজারে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন।