Mamata Banerjee releases Jago Bangla Festive Edition

Trinamool Chairperson Mamata Banerjee launched the Festive Edition (‘Pujabarshiki’) of Jago Bangla today at a colourful ceremony at Nazrul Mancha.

Like every year, the cover of the Festive Edition has been designed by Mamata Banerjee.

This year’s edition has articles by party functionaries, intellectuals and veteran columnists.

The Trinamool Chairperson has penned her thoughts on the recently concluded Assembly elections which Trinamool won with a landslide margin, negating all the smear campaigns and conspiracies.

The salient points from her speech at the launch function:

  • Today is Mahalaya. My festive greetings to all.
  • My heartfelt gratitude to all those who contribute articles to Jago Bangla.
  • The Jago Bangla 2016 Festive Edition is no less than the Sharadiya Editions of other newspapers.
  • We are lucky today to have Dwijen Da and Sandhya Di here today who have been associated with the Mahalaya radio programme.
  • There is no substitute for the Chandi Path and songs on Mahalaya.

 

জাগো বাংলার উ९সব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে জাগো বাংলার উ९সব সংস্করণের প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত, উ९সব সংস্করণের প্রচ্ছদটি তিনি নিজেই ডিজাইন করেছেন।

প্রত্যেকবারের মতই এবছরও উৎসব সংখ্যায় দলের নেতারা ছাড়াও লেখা দিয়েছেন বিশিষ্টজনেরা।

এই বছরের সংস্করণে, সমস্ত কুৎসা ও অপপ্রচারকে নস্যাৎ করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় নিয়ে কলম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • আজ মহালয়া। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দনঃ
  • যারা জাগো বাংলার জন্য নিয়মিত লেখেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন
  • জাগো বাংলার উ९সব সংখ্যা শারদীয়া সংখ্যা বা অন্যান্য পত্রিকার থেকে কোন অংশে কম নয়
  • দ্বিজেনদা, সন্ধ্যাদি যারা মহালয়ার রেডিওর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের আজ এই মঞ্চে কে পেয়ে আমরা খুব আনন্দিত
  • মহালয়ার গান, চণ্ডীপাঠের কোন বিকল্প হয় না

 

 

 

 

Time has come for Maa-Mati-Manush govt in Tripura: Abhishek Banerjee

Trinamool Youth Congress National President Abhishek Banerjee addressed a massive rally in Agartala in Tripura today. The rally was held at Rabindra Bhawan in Choumuhoni area in the afternoon.

Tripura Pradesh Youth Trinamool Congress (TPYTMC) is observing September 23, that is, today, as ‘Day of Integrity’ between the tribal and non-tribal sections of the people of the State. This is in protest against the alleged ruling CPI(M)-conspired clash between the two sections in Agartala on the same day a month back. Trinamool Congress has launched a state-wide agitation against this.

Earlier, on August 9, 2016, the Trinamool Congress Chairperson had addressed a massive rally in Agartala.

In his speech, Abhishek Banerjee said that Trinamool Congress will form a Maa-Mati-Manush government in Tripura, and that the hammer, sickle and star are rusted now.

Contrasting the condition of Tripura with the massive development that West Bengal has witnessed under the leadership of Mamata Banerjee, he said, “How many multi super-speciality hospitals have the CPI(M) set up in 23 years? … I challenge Manik Sarkar to arrest us if what we have said is untrue!”

Referring to the chit fund scandal that had ravished West Bengal, Abhishek Banerjee said, “CPI(M) is the father of chit funds and Congress is the mother”. Continuing in the same vein, he said, “We no longer need this government of thieves”.

He once again stressed on the role of youth in politics, particularly on the importance that Trinamool Congress attaches to this section of the demographic, and said that the “youth will play a major role in the 2018 polls” in Tripura.

 

ত্রিপুরায় মা-মাটি-মানুষের সরকার গঠনের সময় এসেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ত্রিপুরার আগরতলায় একটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভাটি হয়েছে রবীন্দ্র ভবনে দুপুর ১ টায়।

আজকের দিনটিকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে  ‘সংহতি দিবস’ হিসেবে পালন করছে।

সিপিএম ষড়যন্ত্র করে আগরতলার মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে  রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

এর আগে গত ৯ আগস্ট তৃণমূল নেত্রী ত্রিপুরার আগরতলায় এক বিশাল জনসভা করেন।

এখানে তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • দ্বিতীয় মা-মাটি-মানুষের সরকার আমরাই গড়ব ত্রিপুরায়
  • কাস্তে হাতুড়ি তারায় জং ধরে গেছে আর লাগবে না
  • গত ২৩ বছরে সিপিএম কটা মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করেছে?
  • যদি মিথ্যা বলে থাকি মানিক সরকারের রাজ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি যদি বুকের পাটা থাকে তাহলে মামলা করে জেলে পুড়ুক আমাদের
  • চিটফান্ড এর বাবা হল সিপিএম আর মা হল কংগ্রেস
  • এই চোরেদের সরকার আর নেই দরকার
  • ২০১৮ সালে যুব শক্তির ভুমিকা হবে অনস্বীকার্য

 

 

 

Everyone wants to be a part of Mamata Banerjee’s developmental agenda: Abhishek Banerjee

Trinamool Congress on Sunday wrested the Behrampore municipality from the Congress after three decades. Seventeen councillors from INC joined Trinamool in the 28-member strong Behrampore municipality. Trinamool’s strength in the municipality now stands at 18.

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee announced the joining of the Congress councilors at Trinamool Bhavan. He said that more councillors of the Congress from two other municipalities will soon join Trinamool Congress.

“People are accepting the ideology of Chief Minister Mamata Banerjee. Congress councillors who joined the Trinamool said that they have full confidence in Banerjee for her initiative to develop the state,” he said.

The TMYC President said that Congress will be nowhere in Murshidabad as people believe that the TMC is the real Congress and Mamata Banerjee is the ideal leader. “The Congress has become a Marxist party,” he said. “The Congress’ decision to align with the CPI-M during the last Assembly polls had proved to be a political suicide as the rank and file of the Congress did not accept the alliance. By the end of this year, there would be no sign of political presence of Congress and CPI-M in Bengal, Abhishek said.

“While people have rejected this unholy alliance, those who are joining TMC want to be part of the development process started by Mamata Banerjee,” he said.

 

সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান: অভিষেক বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ তিন দশক পর গত রবিবার কংগ্রেসের হাত থেকে বহরমপুর পুরসভার দখল নিল তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে এদিন ১৭ জন কংগ্রেস কাউন্সিলর যোগ দেন তৃণমূলে। ২৮ সদস্যের এই পুরসভায় এই মুহূর্তে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১৮ জন।

অভিষেক ব্যানার্জি বলেন মুর্শিদাবাদ জেলার আরও দুটি পুরসভার আরো অনেক কংগ্রেস কাউন্সিলর খুব শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন।

তিনি জানান, মানুষ মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত। যে সকল কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিলেন তাদের পূর্ণ আস্থা আছে মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কর্মযজ্ঞে।

অভিষেক বলেন, “মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব থাকবে না, কারণ মানুষ বুঝে গেছেন তৃণমূল হল আসল কংগ্রেস ও মমতা ব্যানার্জী হলেন আদর্শ নেত্রী। কংগ্রেস সিপিএমের দোসরে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে কংগ্রেসের বামপন্থীদের সঙ্গে জোট করার নীতি আত্মঘাতী ছিল যা কংগ্রেসিরা গ্রহণ করেননি। সিপিআইএম ও কংগ্রেসের অস্তিত্ব বাংলা থেকে মুছে যাবে।”

Dr Amit Mitra slams the Centre, says it is doing nothing about debt-ridden States

“The state is debt-ridden and heading towards a fiscal crisis. But Parliament is doing nothing about it.” He added that the Centre’s denial of help was “sad and shocking”, reacting to Arun Jaitley’s comment, West Bengal Finance Minister Dr Mitra said.  “The comment was made in such a light manner that we and the people of Bengal are shocked. As we cannot take any loan without the permission of the Central government, the Centre cannot avoid its responsibility as far as repayment of the loan is concerned”, he said.

“You will be surprised to know that in the last five years between 2011-2016 the Centre has deducted Rs 1,41,00 crore,” Dr Mitra said.

Dr Mitra was criticising Union finance minister Jaitley’s comment at Lok Sabha who said one should take as much loan as one can repay. Jaitley was replying to AITC MP Abhishek Banerjee’s speech who insisted on the restructuring of the loan taken by West Bengal. “The burden of loan that we are carrying has been done by the previous Left Front government. These loans taken during the Left Front reign have started to mature and between 2011/12- 2015/16 financial year we had to pay 42312 crore as repayment of principal and interest. In the next five years between 2017-22 we will have to pay nearly only one lakh crore as interest and if we consider loan plus principal then it will reach 253910 crore,” Dr Mitra added

Referring that the state is going to take another Rs 1000 crore in August Dr Mitra told the media at state headquarters that the Government in the last five years have taken little more than Rs 113000 crore as loan from the market and out of that Rs 94000 crore has gone only for the repayment of loans. We could only take Rs 18000 crore for the development of the state. We are going into a debt trap. The Centre can give 10 lakh dollars to IMF for restructuring of loans for Greece but they won’t do anything for debt-ridden states. This is really unfortunate. If we have used our full potential then our GDP would have been four times and we could do a lot more for the development of the state,” Dr Mitra added.

 

ঋণগ্রস্ত রাজ্যগুলিকে সাহায্য করছে না কেন্দ্র – সমালোচনায় অর্থমন্ত্রী অমিত মিত্র 

লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির রাজ্যের ঋণ মকুবের আর্জি খারিজ করে দেওয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী অমিত মিত্র শুক্রবার নবান্নে বলেন, “রাজ্য এখন ঋণগ্রস্ত, বাম আমলের ঋণের বোঝায় জর্জরিত এবং  ক্রমশ এই পরিস্থিতি রাজস্ব সংকটের দিকে এগোচ্ছে। কিন্তু সংসদ এব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না”। তিনি আরো বলেন যে “কেন্দ্র আমাদের সাহায্য করতে অস্বীকার করেছে এটা খুবই দুর্ভাগ্যজনক ও দুঃখের”।

তিনি বলেন, “যেহেতু কেন্দ্রের অনুমতির সাপেক্ষেই রাজ্য ধার নিতে পারে।তাই অনুমতি দেওয়া মানেই কেন্দ্রীয় সরকারেরও একটা দায়িত্ব থেকে যায়। তাই এভাবে তারা তাদের দায়িত্বভার এড়াতে পারেন না”।

ডঃ মিত্র বলেন, “আপনি জানলে অবাক হবেন যে গত পাঁচ বছরে শুধুমাত্র ২০১১–১২ সাল থেকে ২০১৫–১৬ সালের মধ্যে ধার শোধ করতে দিতে হয়েছে ১ লক্ষ ৪১ কোটি টাকা”।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লোকসভায় অতিরিক্ত বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নামে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, আগামী ৫ বছরে আসল ও সুদ মিলিয়ে কেন্দ্র সরকার ট্রেজারি থেকে কেটে নেবে ২ লক্ষ ৫৩ হাজার ৯১০ কোটি টাকা। এই টাকা যদি থাকত, তাহলে উন্নয়নের দিক থেকে পশ্চিমবঙ্গ দেশে এক নম্বর হত। যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় রাজ্যের আর্থিক দুরবস্থা থেকে বেরিয়ে আসতে কেন্দ্রের সাহায্য করা উচিত।

তিনি আর বলেন, “২০১১–১৬ সালে বর্তমান সরকার মাত্র ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। তার ঋণ পরিশোধ করতেই চলে গেছে ৯৪ হাজার কোটি টাকা। বছরে ৪ হাজারেরও কম কোটি টাকা ধার নিয়েছে তৃণমূল সরকার। এই সমস্ত টাকা যদি রাজ্য সরকারের হাতে থাকত, ঋণের ফাঁদে না জড়িয়ে পড়তে হত, তাহলে শিল্পের প্রসারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেত রাজ্য। কারণ শিল্পোন্নয়নের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন তা অনায়াসে তৈরি করে ফেলতে পারত রাজ্য। যদি বকেয়া ঋণ বইতে না হতো, তা হলে রাজ্যের উৎপাদন (জিডিপি) চার গুণ বেড়ে যেত।’’

 

Centre talks of cooperative federalism but practices camouflaged centralism: Abhishek Banerjee

Trinamool MP from Diamond Harbour constituency, Abhishek Banerjee, who is also the President of Trinamool Youth Congress, today slammed the Centre during a discussion on the supplementary demands for grants.

Taking a dig at the central government, he said while they talk about cooperative federalism, they practice camouflaged centralism. He also slammed them for being busy in headline management, so much so that there was total mismanagement.

He also said that anger was rising against the current government and there was no achhe din in sight for the jawans in Kashmir or the farmers in Kanyakumari.

Highlights of his speech:

 On massive victory for Trinamool in Bengal

 I rise here today with pride and dignity, with my head held high representing my state and its people who chose truth over lies & hype. Two months ago, the people of my State had three choices.

One, an ideology-less / unethical / venomous alliance.

Two, a party that runs on media hype & encourages religious fundamentalism.

And three, the Trinamool Congress, which worked for development, peace, prosperity and communal harmony. The choices were clear. And the people spoke Loudly. Clearly.

Silence on Dalits and Kashmir

Now let us look at the promises made by the Central Government. A Government that speaks about ‘cooperative federalism’.A Government that talks about strengthening the Centre-State relationship.A Government that tweets on every subject, but remains silent and mum when Dalits are killed and young minds in Kashmir are pained.

This Government often speaks about ‘competitive federalism’. About States competing with each other to perform better. But in the past two years, cooperative federalism has merely been a slogan. An empty slogan, not the reality.

Camouflaged Centralism

The CM of West Bengal wrote to the PM in April-May 2015 detailing the ways in which the Centre was short-changing the States. There has been no positive response.

From this Government’s record, it is clear that there is no cooperative federalism. There is no competitive federalism. Madam/Sir, indeed no cooperative federalism…what we have, is what I call… CAMOUFLAGED CENTRALISM. Yes, camouflaged centralism.

There has been talk of fiscal transfers to the States. But the reality is different. Allocations for 39 major schemes have been withdrawn and 58 key welfare schemes have been scaled down. Also, 8 programmes that had Central funding have been cut.

West Bengal is being weighed down by a massive debt of more than Rs. 3 lakh crore left behind by the previous dispensation. Other States like Tamil Nadu, Maharashtra, Uttar Pradesh also have debt in excess of Rs. 2 lakh crores. Has there been any waiver? Has there been any support? Has there been any debt relief? Has the Central Government taken any initiative to reduce the debt burden or truncate the same???

Is this cooperative federalism?  NO!

The Planning Commission has been abolished and the States have lost an important platform to raise matters. You call an Inter-State meeting of Chief Ministers but decide the agenda without consulting anyone. You give Chief Ministers time to speak based on the colour of their party flag.

Bengal’s performance

  1. Inflation

In the Supplementary Demand for Grants, Rs. 40,000 crore has been allocated as Ways and Means Advance to the Food Corporation of India. Given the inflation situation in the country and the crucial role of the Public Distribution System for the common man, it is not clear why this allocation was not made during the Budget Session and is coming up at this stage.

Bengal has the lowest inflation rate in the country, less than 3%, according to the latest Economic Survey published by the Central government. The inflation rate for the entire country is 5.7%. From day one of this Monsoon Session, my colleagues from Trinamool have been strongly raising this issue of price rise both inside and outside Parliament.

  1. Let’s take MGNREGA

The BJP has always criticised MGNREGA as a failure and have ridiculed it as a scheme for ‘digging holes’. This is reflected in the scheme’s overall performance. The average days of employment per household has been dismal, below 50 days per year. Last year, it was only 34.84 days per year. In Bengal the story is different. MGNREGA aims to provide at least 100 days of wage employment per year. 85 lakh person-days of work has been generated and we have spent Rs. 18,000 crores towards the scheme in the past years. Again, the best in the country.

This Demand for Grants adds Rs. 5000 crore to the MGNREGA fund. This is a good step but again, it is not clear why such an important allocation is appearing as a Supplementary Demand for Grants.

  1. As for financial growth, the Gross Value Added Growth of Bengal is at a 12.02% high while India is at 7.3%.
  1. One example from social and rural development.

The Centre’s budget for BetiBachaoBetiPadhao, a scheme that was modelled and repackaged on West Bengal’s Kanyashree scheme, is a mere Rs. 75 crores. I wonder how much of it went into newspaper ads and social media campaigns. What is the budget for the Kanyashree scheme in West Bengal today? More than Rs. 1000 crores.Almost 10 times more than the Centre for just one State. That’s Bengal for you!

  1. Minority development.

Madam/Sir, let the facts and figures speak for itself. Let’s look at the numbers. The Budget increased four times in five years in Bengal. And what have the Centre done? Can’t even run a portal to distribute minority scholarships. But then do they care about minorities? Do they care about the oppressed? Do they care about the farmer? Do they really care?

State of West Bengal still has a GDP that doubled from Rs. 4.61 lakh crore in 2010-11 to Rs. 9.20 lakh crore in 2015-16.

Total mismanagement

This is a Central Government who believes they are an event management agency. They create big ads with big promises. Write catchy slogans. Make lots of noise. Try and do headline management. But the result is total mismanagement.

Changing lives of people

When you want to change the lives of people, how do you do it?

  • You change lives by setting up fair price shops selling medicines with up to 70% discount
  • You change lives by giving proper shelter and houses free of cost to economically weaker section of people under the GEETANJALI scheme.
  • You change lives by making districts across the State “Open Defecation Free”
  • You change lives by electrifying households under the SabarGhareAlo scheme
  • You change lives by giving 45 lakh SabujSathi cycles to girls and boys, so a 50-minute walk to their school becomes a 5-minute ride.

Anger rising against the government

As for the BJP-led NDA government, all you have given the country so far are Achhe Slogans, Achhe ads, Achhe tweets. Achhe Sapne aur Achhe Jumley. 25 mahina baad ek asha aur umeed ki kiran le kar jo achhe din ke sapne dekhe the…Woh har hindustani aaj jaanna chahta hai yeh achhe din kab ayenge? Kashmir mein border par khada hua jawan yah Kanyakumari mein rah dekh raha Kisaan kisike bhi achhe din nahi aye… Sir, baatein bahut huyi lekin desh ki zamini haqeeqat mein koi badlav nahi aya.

 

 

The image is representative

Ratna De Nag speaks during Zero Hour in Lok Sabha on the inclusion of Guptipara in the tourism map

Guptipara, commonly known as the Gupta Vrindavan, located at the Balagarh block of Hooghly district in West Bengal is situated in my Lok Sabha constituency. This place is a ‘Centre of Excellence’ due to its cultural structure and spiritual evolution during the centuries together. It is also the birthplace of many eminent personalities in the field of education.

Rath Yatra is one of another great festival here. Lakhs of people assemble here during Rath Yatra festival. The geographical surface of this area is congenial for visitors. And the natural beauty of surrounding is picturesque.

Vast area of land, about 100 acres, is lying waste here. We can utilise it for tourism purposes so that overall development can take place – for example, construction of the metal road, guest houses and archives of heritages, centre for displaying the local produce and selling the local products.

This may lead to boosting of the economy of the people at large together with the conservation of the heritage and the culture of our country.

Through you Madam, I would ask the Hon’ble Minister to include Guptipara in Balagarh block of Hooghly district in West Bengal into the tourism map.

Thank you.

Message of 21 July: Always be at the side of the people

At today’s 21 July Martyrs Day rally, senior Trinamool leadership asked party workers and supporters to always be by the side of the people and maintain discipline.

Here are the excerpts of their speeches:

Subrata Bakshi:

For 23 long years Mamata Banerjee has been observing Martyrs Day on 21 July. She against the misrule and oppression of CPI(M) even when she was alone. Our next target is Tripura.

Sudip Bandyopadhyay:

We got 211 seats because people received fruits of development from Trinamool. Bengal has become a model for rest of India.

Abhishek Banerjee:

The turnout today shows that even two Brigades would have been less for this 21 July Sahid Dibas rally.In November 2014, BJP had called for “Bhaag Mamata Bhaag” from this location. They have been decimated by people. MLAs of Bishnupur and Gajole have joined us today. Congress cannot manage its own house and wants to fight Didi.

Partha Chatterjee:

We have to reach out to people, maintain discipline. There is no place for the errant in Trinamool Congress.

Suvendu Adhikari:

Development has won, smear campaign and conspiracies have been defeated in 2016 Assembly election.

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মানুষের পাশে থাকার বার্তা

আজ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সিনিয়র তৃণমূল নেতারা দলের কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছেন।

সুব্রত বক্সি

দীর্ঘ ২৩ বছর ধরে ২১শে জুলাই পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের অত্যাচারের বিরুদ্ধে তিনি একা লড়াই করেছেন। আমাদের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়

আমরা ২১১টি আসন পেয়েছি কারণ মানুষ তৃণমূলের উন্নয়নের ফল পেয়েছেন। বাংলা এখন ভারতের একটি মডেল হয়ে উঠেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজকের এই বিপুল জনসমাগম দুটি ব্রিগেডের সমাবেশের সমান। ২০১৪ সালের নভেম্বরে বিজেপি এখান থেকে বলেছিল ‘ভাগ মমতা ভাগ’। মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে। বিষ্ণুপুর ও গাজলের এর বিধায়ক আজ যোগদান করেছে। কংগ্রেস নিজের ঘর সামলাতে পারে না তারা দিদির সাথে লড়াই করতে এসেছে।

পার্থ চট্টোপাধ্যায়

আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যারা অন্যায় করবে তাদের তৃণমূলে কোন জায়গা নেই।

শুভেন্দু অধিকারী

উন্নয়নের জয় হয়েছে। ২০১৬র বিধানসভা নির্বাচনে কুৎসা ও অপপ্রচার পরাজিত হয়েছে।

Trinamool’s next target is Tripura: Mamata Banerjee at 21 July rally

Trinamool Chairperson Mamata Banerjee said that she will be visiting the north-eastern state of Tripura on August 9, to consolidate the ground for Trinamool Congress in the State.

She said that she wanted to work for the development of the people of Tripura, which has been facing Left tyranny for decades.

In her speech today at the the Trinamool Chairperson said, “Many people from Tripura are here today. I will visit Tripura on 9 August. We want to work for development. In the next Assembly Election in Tripura, we will form the Government there.”

In the recent past, many leaders from the Tripura Assembly have joined Trinamool Congress. Some of them were present here at the Martyr’s Rally today at Dharmatala.

 

তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা: ২১শে জুলাইয়ের জনসভায় বললেন মমতা

তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জী বলেন, আগামী ৯ই আগস্ট তিনি ত্রিপুরা সফরে যাচ্ছেন। তিনি বলেন তিনি ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। ত্রিপুরার মানুষ কয়েক দশক ধরে বাম স্বৈরশাসন সহ্য করেছেন।

তৃণমূল সভানেত্রী আজ তার বক্তৃতায় বলেন, “আজ ত্রিপুরা থেকে অনেক মানুষ এখানে এসেছেন। আমি ৯ই আগস্ট ত্রিপুরা সফরে যাব। আমরা উন্নয়নের জন্য কাজ করতে চাই। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনের মধ্যে, তৃণমূল কংগ্রেস সরকার সেখানে গঠন করবে”।

কয়েকদিন আগেই  ত্রিপুরা বিধানসভা থেকে অনেক নেতা তৃণমূলের যোগদান করেছেন। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে এখানে শহীদ সমাবেশে ধর্মতলায় আজ উপস্থিত ছিলেন।

Looking back at 21 July, 1993

The 21 July Martyrs’ Day rally is organised by All India Trinamool Congress in remembrance of 13 people shot dead by West Bengal Police in Kolkata during a protest movement led by Ms Mamata Banerjee on 21 July, 1993.

Ms Banerjee had organised Writers’ Chalo Abhiyan (March towards Writers’ Building) demanding that the voters’ identity card be made the only valid document to verify voters in order to put a stop to rampant ‘scientific rigging’.

Bloody history

The party workers gathered at five different points across the city on that fateful day. They began marching towards their destination along Brabourne Road and were stopped by a large contingent of police officials near the Tea Board office, barely few minutes away from the Writers’ Building. The police force started beating up the crowd mercilessly in order to drive them away from the vicinity of Writers’ Building.

The youth activists who were peacefully rallying refused to stop and walked ahead. Many rounds of teargas shells were fired but the supporters kept moving forward. Despite Ms Banerjee’s efforts to establish peace, the police went berserk in a spate of revenge and did not even spare her.

The place transformed into a battle zone. People started running across Curzon Park. The police opened fire, killing 13 supporters and leaving hundreds severely injured. Since then, an annual rally is held on this day every year, dedicated to the memory of these 13 martyrs.

Remembering martyrs

On the political significance of this day, the Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee writes in her book ‘My Unforgettable Memories’:

“It is the day when we remember and offer our respect to the hundreds of people who are fighting death every day, whose lives are a living death, who have lost life and limb in this struggle. For us, it is a day of sorrow and shame.”

“Ever since 1993, every year July 21 brings back excruciating pain and agony to our memory, of the barbaric act of violence and brutal firing meted out by the previous Left Front government,” recalls the Trinamool Chairperson.

“The voice of democratic demand raised in a peaceful procession was stifled with bullets and violence… Every year, 21st July is dedicated to ‘Shahid family’ (martyrs family) belonging to different democratic movements,” the Trinamool Congress Chairperson said.

“Let us bow our heads down, pay obeisance and remember their invaluable sacrifice and also take a pledge to rededicate ourselves to continue to fight for the cause of ‘Maa Mati Manush’ and build a harmonious, peaceful and prosperous Bengal,” she said.

Eight things Mamata Banerjee said at 21 July Rally

Trinamool Chairperson Mamata Banerjee today addressed lakhs and lakhs of party workers, supporters and common people at Sahid Dibas rally in Dharmatala, Kolkata.

During her speech she lashed out at a section of people trying to foment communal tension in the state and warned them of dire consequences.

She also said that Trinamool’s next target is to work for the development of the people of Tripura. She asked the Trinamool activists to rise above selfish motives and work for the party.

Excerpts of her speech today at Dharmatala:

On Sahid Dibas

 l welcome the families of martyrs who are present here. Martyr families from Netai, Nandigram, Singur, Sainbari, Nanoor and even Marichjhanpi are present here. While coming to the venue I saw lakhs and lakhs of people still coming here. We thank the Maa, Mati, Manush of Bengal for electing us to office for the second time. 21 July is not just a word or date. It has a deeper meaning. It signifies movement. It signifies emotions. 21 July has a connection with our hearts. 13 innocent lives were lost on 21 July, 1993. Many people were killed during the CPI(M) rule. Next year will mark the 25th year of the 21 July Sahid Dibas. We will take up programmes throughout the year.

On Maa Mati Manush

 We believe humanity is the biggest religion. We have to love people, serve them. To earn the trust of the people is the biggest challenge of a political party. Trinamool is a party of the people. Trinamool stands for poriborton, development, unity, progress, working for people. Workers are the biggest assets of Trinamool Congress.

 On Trinamool’s victory

 Despite all the conspiracies and smear campaigns, Trinamool won 211 seats. There were unprecedented canards against us. Our party, our government is always pro-people. We will not allow anti-people actions. The more you try to scare us, the stronger our resolve becomes. We have not learnt to bow our heads. We cannot be defeated with fear tactics.

On party dicipline

 A few bad people bring bad repute to the entire party. We have to rise above selfish motives and work for the party. We have distributed direct government services to 85-90 per cent people in every district. The party must help the administration in maintaining law and order in the State. I am your guardian, your protector. I am here to ensure your well-being. We will use the talent of our youth to convert Bengal into Biswa Bangla.

On communal politics

 When the Centre cannot fight us politically they use agencies like ED and CBI. The infrastructure created in the last five years will be an asset for the posterity. Although we have increased our revenue, a large amount money is being spent on paying off debt incurred by CPI(M). A lot of States are in debt trap because of the wrong economic policies of the Centre. The Centre is destroying the federal structure and interfering in the work of the States. The Centre does not give funds but claims credit for schemes and projects through advertisements. Centre is bringing down its share in most schemes. They do not even consult States whether we can pay our share. The top four districts in India under Swachh Bharat Mission are from Bengal. Centre wants to make Aadhar compulsory. They must first ensure everyone gets an Aadhar card. The Centre talks of direct benefit transfer. But first set up banks in every village. Black money has not come back to the country. White money is going away from the country

On harmony

We condemn terror attacks of all forms. Dalits were tortured in Gujarat recently. Some organisations are trying to incite communal violence in the name of cow protection. I eat veg, someone eats chicken while some other person eats cow meat. What is wrong in that? It is personal choice. Who are you to decide who will eat what? We will not allow communal tension in the name of cow protection. We stood in solidarity with Bangladesh after terror attacks in Dhaka. You cannot take people for granted. Today you are in power. Tomorrow you may be thrown out of office.

On Tripura

 Many people from Tripura are here today. I will visit Tripura on 9 August. We want to work for development. Mamata Banerjee does not seek power. I want federal structure to be strengthened.

On Bengal

 Festive season is coming. We have maintained communal harmony in the State. Youth and students are our assets. You will build a better Bengal tomorrow. We have started free healthcare at govt hospitals. We are giving rice at Rs 2/kg. We started Kanyashree, Sabuj Sathi. We are giving monthly stipends to folk artistes. We have to uphold our culure and heritage Frontal organisations, panchayats, Zilla Parishads, municipalities must keep working for the people. Our target is to convert Bengal into Biswa Bangla.

 

২১ শের জনপ্লাবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

বিধানসভা নির্বাচনে ২১১ আসন নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর আজ ২১ জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস দল। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য রাজনৈতিক সভা৷ একুশে জুলাই নিহত ও আহতদের পরিজনদের পাশাপাশি ছিলেন নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই ও রাজ্যের বহু জায়গায় শোষিত অত্যাচারিত মানুষের পরিবার৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • এখানে উপস্থিত সকল শহিদ পরিবারের সদস্যদের ও বিশিষ্ট জনদের আমার অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি
  • নন্দিগ্রাম, সাঁইবাড়ি, সিঙ্গুর, নানুর ও মরিচঝাঁপির সকল শহিদের পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন
  • আসার সময় আমি দেখলাম লাখ লাখ মানুষ আসছেন এখনও
  • দ্বিতীয়বার আমায় সমর্থন করার জন্য মা-মাটি-মানুষকে আমার ধন্যবাদ
  • ২১শে জুলাই কোন একটি শব্দ বা তারিখ নয়, এর এক গভীর মানে। এটি একটি আন্দোলন, এটি একটি আবেগ
  • ২১শে জুলাইয়ের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক
  • ১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। সিপিএমের আমলে অনেক মৃত্যু হয়েছে
  • আমরা বিশ্বাস করি মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম. আমরা মানুষকে ভালোবাসি তাই তাদের জন্য কাজ করি
  • আগামী বছর ২১শে জুলাইয়ের ২৫ বছর পূর্ণ হবে। সারা বছর ধরে আমরা এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করব
  • জনগণের আস্থা অর্জন করা রাজনৈতিক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূল মানুষের দল
  • তৃণমূল মানে পরিবর্তন, উন্নয়ন, একতা ও প্রগতি
  • কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্পদ
  • অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও তৃণমূল ২১১ টি আসন পেয়েছে
  • আমাদের দল, আমাদের সরকার জনগণের সরকার। আমরা গণবিরোধী কাজ বরদাস্ত করব না
  • আমরা আমাদের মাথা নত করতে শিখিনি। ভয় দেখিয়ে আমাদের দমন করা যাবে না
  • যত আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন আমরা ততই শক্তিশালী হব
  • কিছু লোক সমগ্র দলের ভাবমূর্তি নষ্ট করছে
  • নিজেদের স্বার্থ ভুলে গিয়ে আমাদের দলের জন্য কাজ করতে হবে
  • আমরা প্রতি জেলায় ৮৫-৯০ শতাংশ লোকের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সাহায্য করতে হবে
  • আমি আপনাদের অভিভাবক,আপনাদের রক্ষক
  • বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে আমরা যুবশক্তিকে কাজে লাগাব
  • কেন্দ্র যখন আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তখন তারা ইডি এবং সিবিআই এর মত সংস্থা গুলিকে ব্যবহার করছে
  • গত পাঁচ বছরে যা পরিকাঠামো তৈরি হয়েছে তা দেশের সম্পদ
  • আমরা আমাদের রাজস্ব বৃদ্ধি করেছি। সিপিএমের দেনা এখনও আমরা শোধ করছি
  • অনেক রাজ্য ঋণে ডুবে রয়েছে কেন্দ্রের ভুল অর্থনৈতিক নীতির কারণে
  • রাজ্যের কাজে হস্তক্ষেপ করে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করছে কেন্দ্র
  • কেন্দ্র আমাদের ফান্ডের টাকা দেয় না
  • রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে
  • স্বচ্ছ ভারত মিশনের তালিকায় শীর্ষে রয়েছে বাংলার ৪টি জেলা
  • কেন্দ্র আধার বাধ্যতামূলক করতে চায়। তার আগে সবাই আধার কার্ড পেয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে
  • কালো টাকা দেশে ফিরছে না, বরং সাদা টাকা দেশ থেকে চলে যাচ্ছে
  • সব সন্ত্রাসবাদী হামলাই নিন্দনীয়
  • সম্প্রতি গুজরাটে দলিতদের ওপর নির্যাতন হয়েছে। কিছু প্রতিষ্ঠান গরু সুরক্ষার নামে সাম্প্রদায়িক হিংসার উদ্রেক করার চেষ্টা করছেন
  • আমি নিরামিষ খাই, কেউ আমিষ খান, এটা যার যার ব্যক্তিগত পছন্দ
  • কে কি খাবেন তা আপনি ঠিক করার কে? সুরক্ষার নামে সাম্প্রদায়িক উত্তেজনা বরদাস্ত করব না
  • বাংলাদেশের ঢাকায় সন্ত্রাসবাদী হামলার পর আমরা তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম
  • আপনারা মানুষকে অবহেলা করতে পারেন না, আজ আপনি ক্ষমতায় আছে, কিন্তু কাল নাও থাকতে পারেন
  • আজ ত্রিপুরা থেকে অনেকে এখানে এসেছেন।. আমি ৯ই আগস্ট ত্রিপুরা যাব
  • মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা চান না। আমি চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে
  • উ९সবের মরশুম আসছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে
  • আমরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিতসার ব্যবস্থা করেছি, মানুষকে ২টাকা কেজি চাল দিচ্ছি
  • কন্যাশ্রী, সবুজ সাথী চালু করেছি আমরা। লোকশিল্পীদের মাসিক ভাতা দিচ্ছি
  • পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সকলকে মানুষের জন্য কাজ করতে হবে
  • বাংলাকে বিশ্ববাংলায় পরিণত করাই আমাদের লক্ষ