Bengal has crossed the target by almost three times for the number of man-days to be created during the first four months of financial year 2017-18 under the National Rural Employment Guarantee Scheme (NREGS), popularly known as the 100 Days’ Work Scheme. Against a target of 4 crore 97 lakh, the state has achieved 12 crore 5 lakh.
Thus the State Government is well on its way to easily overcome the target for the year and thus once again show to the rest of India how to empower the rural populace of India, who comprise about 70 per cent of the population. Against the 2017-18 target of creation of 23 crore man-days, as set by the Union Ministry of Rural Development, Bengal is on its way to achieve about 28 crore.
This feat, facilitated by the State Government, has once again brought to the fore the pro-people governance policies adopted by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, ever since it came to power in 2011.
During the last financial year too, that is, 2016-17, Bengal had crossed the target set by the Central Government – 23 crore against 18 crore. Consequently, the current financial year’s target has been set at 23 crore, but which too Bengal is set to cross. For 2016-17, the Centre had to give the state Rs 7,200 crore for paying the people who worked for projects under the 100 Days’ Work Scheme. Being on track to cross this year’s enhanced target too, naturally, Bengal would be spending much more than last year on the scheme.
According to information from the State Panchayat & Rural Development Department, 39 lakh 61 thousand families are linked to MNREGS in the state. Each person gets to work for 31 days on average and earns Rs 180 per day.
১০০ দিনের কাজে শ্রমদিবস তৈরিতে বড় সাফল্য রাজ্যের
১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টিতে চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল রাজ্য। এই সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৯৭ লক্ষ। কিন্তু ৩১ জুলাই পার হওয়ার পর দেখা গেল, রাজ্যে তা হয়েছে ১২ কোটি ৫ লক্ষ। এইভাবে অগ্রগতি বজায় থাকলে চলতি আর্থিক বছরের মূল লক্ষ্যমাত্রা অনায়াসেই ছাপিয়ে যাবে বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। তাঁদের বক্তব্য, এটা রাজ্য সরকারের কাজের একটি সাফল্য। গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ধরেছে ২৩ কোটি। যেভাবে রাজ্যজুড়ে ১০০ দিনের কাজ চলছে, তাতে প্রকৃতপক্ষে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে দাঁড়াবে কমপক্ষে ২৮ কোটি।
গত আর্থিক বছরেও অর্থাৎ ২০১৬-১৭’য় শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছিল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লক্ষ্যমাত্রা কমিয়ে করেছিল ১৮ কোটি। কিন্তু রাজ্যে তা বেড়ে দাঁড়ায় ২৩ কোটি। ফলে কেন্দ্রীয় সরকারকে কাজ অনুযায়ী ৭২০০ কোটি টাকা দিতে হয়। চলতি আর্থিক বছরেও কেন্দ্রের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা সেই ২৩ কোটি শ্রমদিবস।
পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১০০ দিনের কাজে ৩৯ লক্ষ ৬১ হাজার পরিবার যুক্ত রয়েছে। মাথাপিছু মজুরি হল ১৮০ টাকা। কাজের গড় ৩১ দিন। এ পর্যন্ত খরচ হয়েছে এবং কেন্দ্রীয় সরকার দিয়েছে ৪০৫৮ কোটি টাকা। গত বছরের টাকা খরচের পরিমাণকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Source: Bartaman