The State Government is setting up rest houses named Yatri Niwas for those accompanying patients admitted to State Government hospitals.
The plan is to provide every district, sub-divisional, medical college and super-specialty hospital of the State Government with a Yatri Niwas within the next three years.
Such rest houses have already been built at NRS Medical College Hospital, Medical College Hospital, Kolkata, Diamond Harbour District Hospital and Baruipur Sub-Divisional Hospital.
In the absence of proper places to stay overnight, close relatives and friends accompanying patients, who often come from remote areas, have to make do with whatever place they get – be it hospital corridors or verandahs — at Government hospitals or any place they can find near them.
Hence, these rest houses, to be built by the State Housing Department and named ‘Yatri Niwas’, would come as a welcome relief. Seventy per cent of the population of Bengal is dependent on Government hospitals.
সরকারী হাসপাতালে রোগীর পরিজনদের জন্য তৈরী হবে ‘যাত্রীনিবাস’
রাজ্যের সব সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য সরকার। রোদ-ঝড়-বৃষ্টিতে অধিকাংশ সরকারী হাসপাতালে এখনও খোলা আকাশই ভরসা রোগী ও বাড়ির লোকজনের।
সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারী মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য যাত্রীনিবাস করা হবে। ২৯ জুন এক সরকারি নির্দেশনামায় বিষয়টি জানানো হয়েছে।
দূর-দূরান্ত থেকে এসে বহুকষ্টে রোগীকে ভরতি করিয়ে তাঁর হাসপাতালে থাকার দিনগুলি ওয়ার্ডের একপাশে বা আউটডোরের মেঝেতে, এমনকী হাসপাতালের রাস্তায় কাটিয়ে দেন হাজার হাজার মানুষ। রোগীর বাড়ির লোকজনের থাকার জায়গার অভাবের কারণেই বিভিন্ন মেডিকেল কলেজ ও বড় হাসপাতালের গা ঘেঁষে হকারদের কাছে মাটিতে বিছানোর প্ল্যাস্টিক কিনে দিন কাটান অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সরকারী হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় ৭০ শতাংশের বেশি মানুষকে ভরসা জোগালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আবাসন দপ্তর এই যাত্রীনিবাসগুলি বানাবে। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
ইতিমধ্যেই এনআরএস, মেডিকেল কলেজ, ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতাল—এই চার জায়গায় যাত্রীনিবাস তৈরী করেছে আবাসন দপ্তর। সেখানে রোগীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।