The Bengal Tourism Department has chalked out an elaborate plan to develop the ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba in North Bengal. The new tourist facilities that the hub entails would possibly be introduced before Durga Puja this year.
As a part of the initiative, visitors can take part in boating along the River Teesta. Another attraction would be hot air balloon rides. People visiting the area can also take a stroll inside the Saraswatipur tea garden. There would also be facilities like a jungle safari by car.
These announcements were made recently by the State Tourism Minister, after he held a high-level meeting to accelerate the process with representatives from 12 Departments.
The Minister also said there are plans to introduce houseboats in Gajoldoba and Mirik. Watching birds while riding on a boat can be a favourite pastime of the tourists. Plans are also afoot to start an elephant safari.
It may be mentioned that around 52 overseas delegates from 30 countries have already visited Bhorer Alo, the dream tourism hotspot being developed by the State Government in Gajoldoba, in January to get a first-hand experience of the unique eco-tourism project.
গাজলডোবায় সেজে উঠছে ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্র
গাজলডোবায় ‘ভোরের আলো’ সেজে উঠছে জোরকদমে। তৈরী হয়েছে ৬টি সরকারি কটেজ। আরও ২০টির কাজ চলছে। কিছুদিনের মধ্যে ওই কটেজগুলিও থাকার জন্য খুলে দেওয়া হবে।
এরই মধ্যে আবার নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা। তিস্তা থেকে মংপো পর্যন্ত রাফটিংয়ের কথা ভাবা হচ্ছে। তিস্তা সেচখালে প্যাডেলিং বোট নামানো হবে। তিস্তার কোলে এখন স্থানীয় স্তরে নৌকাবিহারের ব্যবস্থা রয়েছে। সেই নৌকাগুলি পর্যটন দপ্তর সাজিয়ে দেবে। রঙিন ছাউনি দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে। প্রকল্প এলাকার পাশে দেড় একর জায়গায় করা হবে ১০ শয্যার আপৎকালীন হাসপাতাল।
এ ছাড়া হচ্ছে হেলিপ্যাড। রয়েছে আরও বহু বিনোদনের আয়োজন। যেমন হট এয়ার বেলুন। গাজলডোবা থেকে সরস্বতীপুর চা–বাগান পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গল সাফারি, হাতি সাফারির পথ করবে বন দপ্তর। গাজলডোবায় তিস্তার ওপর হচ্ছে আরেকটি সেতু। ১০০ কোটি টাকায় তৈরী হবে ওই সেতুটি। সেচ দপ্তর এই সেতুটি তৈরী করবে। এপ্রিলেই এই সেতুর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল গাজলডোবার এই পর্যটন হাব। তিনি এর নাম দিয়েছেন ‘ভোরের আলো’। একদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল, একদিকে তিস্তা সেচখাল, তিস্তায় বিশাল বাঁধ এবং জলাধার। উত্তরে তাকালেই হিমালয়, কাঞ্চনজঙ্ঘা।
স্থায়ী থানা হচ্ছে গাজলডোবায়। প্রকল্প এলাকায় অর্কিড পার্ক করা হবে। দুটি হাউসবোট আনা হবে। একটি রাখা হবে মিরিকের লেকে। গাজলডোবায় ফুড অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউট খোলা হচ্ছে। ভবিষ্যতে এখানে হোটেল ম্যানেজমেন্টের ধাঁচে কোর্স চালু হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখানে ভারতের সেরা পর্যটন হাব করতে। তারই রূপায়ণ হচ্ছে।
Source: Millennium Post