Bengal Government to celebrate Nazrul Jayanti today

Bengal Government is going to celebrate the birth anniversary of Kazi Nazrul Islam with full honours today. A cultural function will be held at Nazrul Tirtha in Newtown at 5 PM.

The function, which is being held as per the guidance and planning of Hon. Chief Minister Mamata Banerjee, will also see the felicitation and award presentation by various academies.

The function is going to be attended by several ministers of the State Government. Dignitaries and artistes will perform on the occasion. Cultural events will be held at Rabindra Sadan, Sisir Mancha and Fani Bhushan Jatra Mancha between 27-29 May to mark Nazrul’s birth anniversary.

 

আজ নজরুল জয়ন্তী পালন করবে রাজ্য সরকার

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করবে রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় বিদ্রোহী কবির জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন এবং বিভিন্ন অ্যাকাডেমির পুরস্কার প্রদান করা হবে।

নিউটাউনের নজরুল তীর্থে আজ বিকেল ৫ টায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ বিভিন্ন শিল্পীবৃন্দ।

এছাড়া নজরুল জয়ন্তী উপলক্ষে আগামী ২৭-২৯ মে প্রতিদিন বিকেল ৫ টায় রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মুক্ত মঞ্চ, শিশির মঞ্চ ও ফণিভূষণ যাত্রা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হবে।