More Bengal Govt scholarships for aspiring mountaineers

In a bid to encourage more youths to take interest in mountaineering and adventure sports, the Mamata Banerjee Government has decided to provide scholarships to more candidates for training at the Himalayan Mountaineering Institute (HMI) from this year.

This move complements the fact that as many as 20 mountaineers from Bengal have managed to reach the summit of Mount Everest after the new regime took over in the State. Only two mountaineers had achieved this during the 34-year rule of the erstwhile Left Front Government.

The State Youth Services and Sports Department has also increased the financial assistance granted for expeditions to mountains more than 8,000 metres high from Rs 5 lakh to Rs 7.5 lakh. From 2018 onwards, 150 candidates will be selected through trials for full State Government scholarships for undergoing basic and advanced training in mountaineering at the HMI.

The Youth Services and Sports Department has noted that, in the past six and a half years, the number of candidates aged between 18 and 35 years appearing for the trials and seeking selection for mountaineering training has increased.

The trial camps are mainly held at Durgapur, Siliguri and Kolkata. Last year, more than 500 aspirants had turned up for the trials, and this is expected to go up in the coming year. The process of selection of candidates for scholarships will start in November.

Both men and women candidates need to pass a set of tests to get selected for the scholarship and be eligible for the basic and advanced training at HMI. The selected youths are sent in batches for training, which continues round-the-year.

 

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে মানুষকে উৎসাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সাল থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের জন্য আরও বেশী সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে।

বাম আমলে যেখানে রাজ্য থেকে মাত্র ২ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল, রাজ্যে পালাবদলের পর সরকারের তরফে বিভিন্ন সাহায্য পাওয়ার ফলে এই ক’বছরে ২০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছে।

পাশাপাশি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৮০০০ মিটারের বেশী উচ্চতার পর্বতারোহণে আর্থিক অনুদান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করেছে।

২০১৮ সাল থেকে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নির্বাচিত করা হবে যারা রাজ্য সরকারের তরফ থেকে বৃত্তি পাবে যাতে তারা বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং নিতে পারে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭০ থেকে ৮০ জন পর্বতারোহীকে বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যাই অধিক।

দুর্গাপুর, শিলিগুড়ি ও কোলকাতাতে ট্রায়াল ক্যাম্প করা হবে। গত বছর ৫০০ জন উৎসাহী ট্রায়াল ক্যাম্পে যান; এবছর এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে আগামী নভেম্বর মাসে। এই বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং-এর জন্য নির্বাচিত হতে গেলে সবাইকেই ( পুরুষ ও মহিলা) কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

এই বাছাই করা উৎসাহীদের ব্যাচে ব্যাচে ভাগ করে সারা বছর ধরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

 

 

Bengal a model for 100 Days’ Work, acknowledges Centre

The Centre is projecting Bengal’s implementation of the rural job scheme as a model for all and is organising visits by officials from other states for first-hand lessons on asset creation.

“Bengal is the best performing state, a model for best practices, under the scheme. It has started innovative projects like massive plantation, river rejuvenation, de-silting of water bodies and individual water harvesting,” a Union rural development ministry official said. He said by carrying out more projects, Bengal had also emerged top in funds use.

Bengal received Rs 5,054 crore in the first nine months of this year, out of a total Rs 47,000 crore released to all the states combined.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, every rural family has the right to demand up to 100 days’ unskilled work a year.

 

১০০ দিনের কাজে এবারও দেশে সেরা পশ্চিমবঙ্গ

 

একশো দিনের কাজের প্রকল্পে এরাজ্যের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব। দুর্গাপুরে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের প্রতিনিধি এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনে ঘোষণা করা হয়, একশো দিনের কাজে এবারও সেরা হয়েছে পশ্চিমবঙ্গ।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন এরাজ্যের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভুম ও বাঁকূড়া জেলার পঞ্চায়েতের প্রতিনিধিরাও। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একশো দিনের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্যের আদানপ্রদান।

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post