Rajya Sabha

July 31, 2018

Sukhendu Sekhar Roy speaks on the NRC issue

Sukhendu Sekhar Roy speaks on the NRC issue

FULL TRANSCRIPT

National Registration of Citizens final draft প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক কলমের খোঁচায় ৪০ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া হয়েছে, যে ঘটনা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোথাও কখনও ঘটেনি। যদি কেউ দেখাতে পারেন যে পৃথিবীর বুকে কোথাও এক কলমের খোঁচায় ৪০ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া হয়েছে, আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব।

এর মধ্যে সাধারণ নাগরিকরা রয়েছে যারা ভারতবর্ষের নাগরিক, যেকথা ভিজিলা বলছিলেন, এমনকি সামরিক বাহিনীর লোকেদেরও নাম কাটা হয়েছে, সরকারি কর্মচারীদের নাম কাটা হয়েছে, প্রাক্তন সাংসদের নাম কাটা হয়েছে, ডেপুটি স্পিকারের নাম কাটা হয়েছে। এইভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিশাল সংখ্যক মানুষকে এভাবে রাষ্ট্রহীন করা হচ্ছে।

Sir, 31st December 2017, ছয় মাস আগে সরকারি হিসেবে অসমে ২ লক্ষ ৪০ হাজার লোক D-Voter হিসেবে ঘোষিত হয়েছিল। D-Voter মানে Doubtful Voter, ৬ মাসের মধ্যে ২ লক্ষ ৪০ হাজার সংখ্যাটা ৪০ লক্ষতে কীভাবে গিয়ে পৌছালো, কোন জাদুবলে, কোন মায়াবলে, সেটা আমরা সরকারের কাছে জানতে চাই।

Sir, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা যা কিছু করছি সুপ্রিম কোর্টের নির্দেশে, আমার কাছে সুপ্রিম কোর্টের order আছে। ৭ই ডিসেম্বর ২০১৭ সালে সুপ্রিম কোর্ট যে order দিয়েছে, তার এক লাইন আপনার অনুমতি নিয়ে আমি এখানে তুলে ধরতে চাই। I quote, “Citizens who are originally inhabitants/residents of the State of Assam and those who are not are at par for inclusion in the National Register of Citizens.”

This is the order of the Supreme Court. এবং এই অর্ডার-কে পদদলিত করা হয়েছে, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আমরা যা কিছু করছি, সুপ্রিম কোর্টের আদেশে করছি। এটা একেবারে অসত্য, এবং এই ধরনের মন্তব্য সরকারকে প্রত্যাহার করতে হবে।

Sir, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা রামগোপালজি বললেন, যে ভারতবর্ষের যে কোনও জায়গায় বসবাস করার অধিকার – আর্টিকেল ১৯-কে যে হরণ করা হচ্ছে constituionally শুধু নয়, citizenship সংক্রান্ত আর্টিকেল ১০, আর্টিকেল ১১-কেও violate করা হচ্ছে, এবং আমাদের citizenship act এর যে আধার – ‘jus soli and just sanguinis’ – সেই principle-কেও এখানে পদদলিত করা হচ্ছে।

Sir, পরিশেষে আমি বলব যে রাষ্ট্রসংঘের যে সনদ রয়েছে, যেখানে ভারতবর্ষ স্বাক্ষর করেছে, ১৯৫১ সালের, এবং ১৯৬৭ সালের রাষ্ট্রসংঘের যে প্রোটোকল, এবং গত ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের যে resolution নেওয়া হয়েছিল যাতে ভারত স্বাক্ষর করেছে সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে –it reiterates the relationship between safeguarding human rights and preventing refugee situations, recognises that the effective protection of human rights and fundamental freedom.

Sir, পরিশেষে আমি এটাই বলতে চাই, যে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত যে convention যা ভারতবর্ষ স্বাক্ষর করেছে সেটাকে পর্যন্ত অনুলঙ্ঘন করা হয়েছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডাক দিয়েছেন যে এটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং আমরা চাই যে অবৈধ নাগরিকদের বের করে দিক তাতে আমাদের কোনও আপত্তি নেই, কিন্তু কিন্তু কোনও বৈধ নাগরিককে বের করা যাবে না। এই কাজ human rights body কে দিয়ে supervise করাতে হবে, অন্য কোনও সংস্থাকে আমরা আমল দেব না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী সভায় আসুন, এবং তিনি এসে এই ব্যাপারে বিবৃতি দিন, দেশকে জানান।
ধন্যবাদ।

English translation:

The final draft of National Registration of Citizens which has been published has made 40 lakh people nation-less at one stroke. I do not know of any other place on earth where such a large number of people have been rendered nation-less in this manner. If someone can point it out to me, I will retract my statement.

The list of 40 lakh people includes common citizens, who are all Indian citizens, as Vijila Ji pointed out. Even the names of people belonging to the armed forces, government officers, and even former MPs have been omitted. The name of a former deputy speaker has also not been included. This is a motivated attempt to render lakhs of people homeless.

Sir, on December 31, 2017, six months ago, as per government data, 2.4 lakh people were classified as D-voters (Doubtful Voter). How did the number become 40 lakh in just six months? Is there any magic or sorcery involved?

Sir, the government has maintained that the NRC is being done as per the orders of the Supreme Court. I have the court order. On December 7, 2017, the Supreme Court said, and I quote, “Citizens who are originally inhabitants/residents of the State of Assam and those who are not are at par for inclusion in the National Register of Citizens.”

This is the order of the Supreme Court. This order is being trampled upon. People are being misled into believing that this is being done as per SC order. This is a lie. The government must withdraw these comments.

Sir, my second point is, and what Ramgopal Ji said, people have right to live anywhere in India. Article 19 is being violated. Not just constitutionality, even Articles 10 and 11, concerning citizenship, are being violated. The basis of our citizenship act – ‘jus soli and just sanguinis’ – these principles are also being violated.

Sir, lastly, I would like to point out the United Nations resolution, which India signed in 1951, or the 1967 UN protocol and even the resolution taken by UN on December 12, 1996. It is stated there clearly, it reiterates the relationship between safeguarding human rights and preventing refugee situations, recognises that the effective protection of human rights and fundamental freedom.

Sir, in conclusion, I want to say that the UN Convention on human rights, which India is a signatory to, is being violated here. That is why, our leader Mamata Banerjee has demanded that this must be withdrawn immediately. We have no problem if illegal inhabitants are deported. But no genuine and legal citizen must be touched. This should be supervised by a human rights body. We will not accept any other organisation.
We want the Prime Minister to come to the House and make a statement to the country.

Thank you.