July 4, 2019
Khalilur Rahaman makes Zero Hour mention on rehabilitation of people affected by Ganga riverbank erosion

FULL TRANSCRIPT
সম্মানীয় সভাপতি এবং সম্মানীয় সদস্য/সদস্যা, সকলকে বাংলার তরফ থেকে জানাই শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা। সম্মানীয় সভাপতিকে জানাই ধন্যবাদ, আমি প্রথমবার এসে আমাকে বলার সুজোগ করে দিয়েছেন।
Sir, আমাদের রাজ্যে, মুর্শিদাবাদ, মালদা এবং নদীয়ার বেশ কিছু অঞ্চলে গঙ্গা-ভাগিরথীর ভাঙ্গনে মানুষের অস্তিত্ব, জীবন ও জীবিকা ধ্বংশের মুখে চলে গিয়েছে। Sir, গঙ্গার ভাঙ্গন হাজার হাজার পরিবারের ঘর-বাড়ী, চাষের জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মস্থান গ্রাস করেছে। মানুষ সব হারিয়ে আজ সর্বহারা হয়েছে।
Sir, বিগত কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে হাত মিলিয়ে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের কিছু অর্থ বরাদ্দ করেছিলেন যার ফলে ফরাক্কা ব্যারেজের ওপরে ৪০ কিলোমিটার এবং নিচের দিকে ৮০ কিলোমিটার কাজ করার কথা বলা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ভাঙ্গন প্রতিরোধের বিষয়টি ফরাক্কা ব্যারেজের কর্তপক্ষের ওপর ন্যাস্ত থাকলেও তারা যথসামান্য কাজ করে, কাজ বন্ধ করে দিয়েছেন যার ফলে গঙ্গায় ভাঙ্গন আজও অব্যাহত।
Sir, বিভিন্ন যে ডিস্যাস্টার হচ্ছে যেমন ঝড়, খরা, বন্যা ইত্যাদি আর তার ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা ক্ষতিপূরণ পেয়ে থাকে, কিন্তু গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষ, কোনরকম ক্ষতিপূরণ বা পুনর্বাসন পায় না। Sir, আপনার মাধ্যম দিয়ে মাননীয় বিভাগীয় মন্ত্রীকে আমরা আগ্রহ জানাচ্ছি যে এই ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত-দের জন্যে তাদের পূনর্বাসনের ববস্থা করা হোক এবং গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা অবিলম্বে করা হোক।
Sir, কয়েকদিন আগেই রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকার গিরিয়া অঞ্চল থেকে কিছু লোক আমার কাছে এসেছিলেন এবং তারা বলেছিলেন যে তাদের ওখানে অল্প কাজ হয়েছে কিন্তু বন্যা হলেই ওখানকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কয়েকটা গ্রাম গঙ্গার তলায় ভেসে যাবে যার জন্যে অবিলম্বে এর ব্যবস্থা করা হোক।
Sir, দয়া করে এর ব্যবস্থা বিভাগীয় মন্ত্রীকে দিয়ে করা হোক তাতে লাখ-কোটি লোকের দোয়া আসবে। ধন্যবাদ।