West Bengal in the High Tide of Development

Chief Minister Mamata Banerjee inaugurated a slew of development projects and laid the foundation stone for many others from the state secretariat Nabanna in Howrah. The Model Code of Conduct (MCC) will come into immediate effect once the Election Commission (EC) announces the Lok Sabha poll dates. The MCC does not permit announcement or launch of any projects. Hence, to keep the surge of development in the state going, the Chief Minister inaugurated projects en masse.

The proposed projects involve 10 to 12 departments such as the Agriculture, Agri Marketing, Backward Classes Welfare, Education, Health, Information and Cultural Affairs, Municipal Affairs, Minority Affairs and Madrasah Education, Public Health Engineering and Urban Development etc.

Distribution of bicycles, monthly honorarium to folk artistes and farmers, commencing the work for seed grooming centres and Krishak Mandi at various places in the state, a bus terminus at Kalyani, a housing project at Barasat, a drinking water scheme in Darjeeling, two flyovers at Garden Reach and between Ramnagar-Katapukur and a second campus of the Netaji Subhas Open University at Salt Lake are some of the key features of the mega launch.

Besides them, the Chief Minister also flagged off some ambulances for the districts and commenced a 40-bed female ward at SSKM Hospital in Kolkata.

While the CM launched the projects from Nabanna, similar events were held simultaneously in the districts with Cabinet ministers and MLAs taking the stage.  For the central launch at Nabanna, a marquee was put up beside the state secretariat.

The complete list of projects inaugurated and initiated by WB CM today:

All taxis in Kolkata to become “no refusal”

All yellow taxis in Calcutta must have “no refusal” inscribed in blue-bold caps across their rear doors just like the white-and-blue fleet, the West Bengal Government declared on February 28.

The notification aims to remove confusion among passengers over whether yellow taxis are at liberty to refuse passengers just because they don`t bear the words “no refusal”.

The transport department`s order states that “no refusal” shall be “inscribed in navy blue on the centre of the two rear doors of all yellow-coloured metered taxis”. The vehicle registration authorities have been asked to ensure strict compliance before issuing fitness certificates to yellow taxis.

Copies of the order, which takes immediate effect, will be on the notice boards at all offices of the public vehicles department and the regional transport authorities.

“There appears to have been some confusion about the two different categories of taxis because of the logo `no refusal`, though legally no taxi driver can refuse a passenger,” Transport Minister Madan Mitra said. “This notice should do away with the divide.”

Friday`s notification is an amendment to a February 2005 order that had made it mandatory for yellow taxis to have a blue border with the word “taxi” inscribed on two doors. According to the new directive, the transport department is required to ensure that the navy blue “no refusal” logos measuring 7×7 cm are inscribed in the middle of the two rear doors.

Calcutta has close to 20,000 yellow taxis and around 700 white-and-blue ones.

WB Govt to adopt a new hawker policy soon

The Bengal government is considering a plan to legalise hawkers in the city, without causing inconvenience to pedestrians. Senior members of the West Bengal Cabinet – Amit Mitra, Firhad Hakim, Subrata Mukherjee, Partha Chatterjee and Purnendu Bose – met on February 28 to discuss the nitty-gritty of the proposal drawn up in 2011 to legalise vendors.

According to the plan drawn up by the urban development department, hawkers are to be registered and given identity cards and a host of other benefits, including insurance and old-age pension. A “vending committee” will oversee the process of registration, collection of fees and penal action for violating the norms.

According to the government`s proposal, there will be different zones for hawkers – a restriction-free vending zone, a restricted vending zone for day and night and a no-vending zone.

Local bodies would earmark vending zones and carry out a “photo census” of the existing hawkers to accommodate them within a particular zone. There will be a “municipal vending committee” headed by a municipal commissioner or commissioner and comprising representatives from vendor associations, police, residents and nationalised banks.

This committee will be empowered to “grant, renew, suspend or cancel registration certificates to street vendors”, collect fees for registration, specify timings for vending and maintain records of land, streets, footpaths and other public places designated for vending in consultation with the urban local body.

The vending committee would need to ensure the quality of products and services provided to the public, including safety standards.

হকারনীতি তৈরির পথে হাঁটা শুরু করল রাজ্য সরকার

পথচারী এবং হকার দুই তরফের অধিকার রক্ষা হবে, এমন হকারনীতিই তৈরির লক্ষ্য সরকারের বিষয়টি সময়সাপেক্ষ, তবে তার সম্ভাব্য রূপরেখা শুক্রবার এই নীতি তৈরির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠীর কাছে জমা দিয়েছে রাজ্য পুর নগরোন্নয়ন দফতর

রাজ্যের মন্ত্রিগোষ্ঠী ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরে তা মন্ত্রিসভায় অনুমোদন পেলে এটি বিল আকারে বিধানসভায় পেশ করা হবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, “বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে এখনও দেরি আছে তবে হকারদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই বিষয়টি দেখছে সরকার

হকার নিয়ে সুস্পষ্ট নীতি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে দ্রুত হকারনীতি তৈরির জন্য রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশও তবুও বামফ্রন্ট সরকারের আমলে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি ফলে, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহরে ফুটপাথ জুড়ে হকারদৌরাত্ম্য বজায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে হকারদের জন্য সুস্পষ্ট নীতি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন

দিন মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু এবং পুর নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম তবে মন্ত্রিগোষ্ঠীর প্রধান হলেও দিনের বৈঠতে থাকতে পারেননি রাজ্যের শিল্প অর্থমন্ত্রী অমিত মিত্র বৈঠকের পরে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “হকার এবং পথচারীদের স্বার্থ রক্ষা হবে, এমন ভাবনা মাথায় রেখেই হকারনীতি তৈরি করবে রাজ্য সরকার

পথচারী এবং হকার উভয়ের স্বার্থ রক্ষার কথা ভেবে প্রতিটি কর্পোরেশন এবং পুরসভার রাস্তার দু`পাশকে চারটি ভাগে বা জোন ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে একটি জোনে সারা দিন হকার বসতে পারবে, আর একটিতে কখনওই বসতে পারবে না হকার বাকি দু`টি জোনের ক্ষেত্রে, হকারেরা হয় দিনে অথবা রাতে বসতে পারবে তবে কোথায়, কখন, কত জন হকার বসতে পারবেন, তা ঠিক করবে সংশ্লিষ্ট পুরসভাকর্তৃপক্ষ জন্য প্রতিটি পুরসভায় পৃথক `ভেন্ডিং কমিটি` তৈরি করা হবে

পুরসভার কমিশনার বা এগজিকিউটিভ অফিসারসহ জনপ্রতিনিধি, সরকারমনোনীত প্রতিনিধি, পুলিশ, বাসিন্দা এবং হকারদের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি তৈরি হবে হকারদের মধ্যে একতৃতীয়াংশ মহিলা প্রতিনিধি রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে দিন ওই কমিটি পুরসভার সঙ্গে আলোচনাসাপেক্ষে নির্দিষ্ট এলাকায় হকারের সংখ্যা, তাঁদের পরিচয়পত্র, রেজিস্ট্রেশনসহ হকারদের ফি গ্রহণ করার বিষয়টিও দেখবে বিভিন্ন এলাকায় হকারদের তালিকা তৈরি থেকে শুরু করে নির্দিষ্ট সময় অন্তর হকারএলাকা পরিদর্শন করার দায়িত্বেও থাকবে ওই কমিটি

ভেন্ডিং কমিটির উপরে থাকবে পুরসভা এবং প্ল্যানিং অথরিটি কোথায় কী ভাবে হকারেরা বসতে পারবেন, তা ঠিক করবে তারা রাজ্য জুড়ে এই পুরো ব্যবস্থা সুসংহত ভাবে চালাতে এবং নানা সমস্যা দূর করতে রাজ্য স্তরে হকার নিয়ে এক জন নোডাল অফিসার নিয়োগেরও প্রস্তাব দেওয়া হয়েছে

তবে নতুন হকারনীতির ফলে কোনও রাস্তা থেকে হকার তুলে দেওয়ার ক্ষেত্রে সরকার মানবিক ভূমিকাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কোনও হকারকে ফুটপাথ থেকে তুলে দেওয়ার আগে যথাযথ পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা হবে তবে হকার বসার জন্য যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, তার দিকে কড়া নজর দিতে হবে প্রতিটি এলাকায় কোনও পেশাদার সংস্থাকে দিয়ে যথাযথ পর্যবেক্ষণ করানোর পরেই ঠিক হবে কোথায়, কখন, কত হকার বসবে হকারদের রেজিস্ট্রেশন ফি ২৫০ টাকার কম দেরিতে রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করার জন্য জরিমানা কখনওই পাঁচশো টাকার বেশি না করারও প্রস্তাব দেওয়া হয়েছে দিন

ভোটের আগেই তৃণমূল জয়ী সাইবার-ভোটে

বিজেপি এবং কংগ্রেসের বাইরে দেশের তৃতীয় বৃহত্তম দল হয়ে ওঠার লক্ষ্য নিয়ে বার লোকসভা নির্বাচনের ময়দানে নামছে তৃণমূল তবে ভোটম্যাচের বাঁশি বাজার আগেই সাইবার দুনিয়ায় সেই লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের! সোস্যাল মিডিয়ায় অনুগামীর সংখ্যার বিচারে বিজেপি এবং কংগ্রেসের পরে এখন তৃণমূলই জয়ললিতার এডিএমকে, করুণানিধির ডিএমকে, মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টি বা মায়াবতীর বিএসপি, অঞ্চলভেদে এদের প্রভাব যথেষ্ট হলেও নেটদুনিয়ায় মমতার নেতৃত্বে তৃণমূল এদের সকলের চেয়েই এগিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছবিটা আলাদা নয় তৃণমূলের তুলনায় যথেষ্ট পিছিয়ে বামফ্রন্ট বা কংগ্রেস

পরিসংখ্যান অনুযায়ী, ফেসবুকে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর `লাইক` সংখ্যা লক্ষ ২৫ হাজার আড়াই বছরে ফেসবুক পেজে এত পছন্দের অভিব্যক্তি রেকর্ড বলেই তৃণমূল সূত্রের দাবি তৃণমূল `যুবা` সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে `লাইকে` সংখ্যা লক্ষ হাজার ঘটনাচক্রে, যিনি আবার তৃণমূল নেত্রীরই ভাইপো যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এই সংখ্যা ১২ হাজার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডার হাজার বিরোধী শিবির থেকে উল্লেখ করার মতো জায়গায় আছেন শুধু রাজ্যসভার সদ্যনির্বাচিত সাংসদ এবং সিপিএমের ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক অনুগামীর সংখ্যা (`লাইক` নয়) ১১ হাজার কংগ্রেসের অধীর চৌধুরী ( হাজার লাইক), প্রদীপ ভট্টাচার্য ( হাজার লাইক) বা সদ্য ফেসবুকে আর্বিভূত সোমেন মিত্র ( হাজার লাইক) অনেক পিছিয়ে

টুইটারেও তৃণমূলের রমরমা সেখানে তৃণমূলের রাজ্যসভার সচেতক জাতীয় মুখপাত্র ডেরেক `ব্রায়েনের `ফলোয়ার` সংখ্যা লক্ষ ২২ হাজার তৃণমূলেরই কে ডি সিংহ এবং দীনেশ ত্রিবেদীকে দু`হাজার করে মানুষ `ফলো` করছেন অভিষেকের ক্ষেত্রে সংখ্যাটা এক হাজার বিজেপি তথাগত রায় এঁদের উপরে আছেন তাঁর `ফলোয়ার` চার হাজার তৃণমূলেরই সৃঞ্জয় বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিএমের ঋতব্রত, কংগ্রেসের সোমেন বা প্রদীপবাবুরও টুইটার অ্যাকাউন্ট আছে তবে অনুগামীর সংখ্যা সীমিত আর দল হিসাবে সার্বিক হিসাবে ট্যুইটারে বিজেপি লক্ষ ৭০ হাজার এবং কংগ্রেসের লক্ষ ৩২ হাজার ফলোয়ার তৃণমূল এবং সিপিএমের ট্যুইটঅনুগামীর সংখ্যা যথাক্রমে পাঁচ হাজার এক হাজার সিপিএমের সরকারি `ট্যুইট হ্যান্ডল` অবশ্য সবে বৃহস্পতিবারই খোলা হয়েছে

ডেরেকের কথায়, “পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের জনপ্রিয়তা একের পর এক ভোটেই প্রমাণিত বার তাঁর নেতৃত্বে তৃণমূল ওয়েবজগতেও একের পর এক সীমানা পেরিয়ে যাচ্ছে!” মমতাসহ তৃণমূলের প্রথম সারির নেতাদের সকলেরই ফেসবুক পেজ রয়েছে আর পাঁচ জন সাধারণ ফেসবুক ব্যবহারীর মতো প্রোফাইল রাখলে সেখানে পাঁচ হাজারের বেশি `ফ্রেন্ড্স রিক্যোয়েস্ট` নেওয়া যায় না তাই পেজ খুলতেই স্বচ্ছন্দ অনেকে

ইদানীং কালে রবীন দেব, অমিয় পাত্র, মানব মুখোপাধ্যায়, মানবেশ চৌধুরীর মতো কিছু সিপিএম নেতাই ফেসবুকে সক্রিয় তাঁদের মধ্যে সংখ্যার বিচারে কিছুটা এগিয়ে ঋতব্রত ফেসবুকে মুখ্যমন্ত্রীর পোস্টের পাল্টা পোস্ট ইদানীং তিনিই করে থাকেন মোট তিনটে প্রোফাইল মেলালে তাঁর অনুগামীর সংখ্যা ৩৬ হাজার যদিও সব মিলিয়ে তা তৃণমূল নেত্রীর সঙ্গে তুলনীয় নয় কোনও ভাবেই ঋতব্রতেরাও তুলনায় যেতে নারাজ

প্রথম প্রকাশিত – আনন্দবাজার পত্রিকা, ০১/০৩/২০১৪

WB CM to inaugurate the first four Kisan Mandis on March 1, 2014

West Bengal Chief Minister Ms. Mamata Banerjee will inaugurate 4 new Kisan Mandis in South Bengal on March 1, through remote control from Nabanna. The construction work of 21 other Kisan Mandis are nearly over.

 Kisan Mandis were set up to create a bridge between the buyers and the farmers and to keep away middlemen. West Bengal Chief Minister had announced that the government will set up 341 Kisan Mandis in every block of the state. In the first phase, work for 95 Kisan Mandis started. The Mandis will be maintained by the State Agricultural Marketing Dept. Rs 5 crores have been allotted for each Kiasn Mandi.

 —

 দক্ষিণবঙ্গের তিন জেলায় শনিবার তিনটি কিষান মান্ডির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যুইচ টিপে মুখ্যমন্ত্রী কিষান মান্ডির উদ্বোধন করবেন। রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২১টি কিষান মান্ডির কাজ প্রায় শেষ পর্যায়ে। সেগুলিও খুব শীঘ্রই চাষিদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।

 চাষিদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগএক কথায় কিষান মান্ডি বা কৃষক বাজার তৈরির উদ্দেশ্য এটাই। এ রাজ্যে চাষিরা যে ফসল ফলান, তা বিক্রি করতে তাঁদের বেশির ভাগই নির্ভরশীল ফড়েদের উপরে। সম্পন্ন চাষি বা সরাসরি বাজারে গিয়ে বিক্রি করেন, এমন চাষির সংখ্যা এখানে হাতেগোনা। ফলে, ফড়ে যে দাম দেন, তাতেই ফসল বিক্রি করতে হয় চাষিদের।

 কৃষকদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বছর দেড়েক আগে রাজ্যের সমস্ত ব্লকে একটি করে কিষান মান্ডি তৈরির রূপরেখা তৈরি করে কৃষি বিপণন দফতর। স্থানীয় চাষিরা যাতে নিজের খেতের ফসল ওই সব বাজারে বিক্রি করতে পারেন, সেটাই ছিল প্রশাসনের লক্ষ্য। প্রথম পর্যায়ে রাজ্য জুড়ে যে ৯৫টি কৃষক বাজার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে ছিল হুগলির সিঙ্গুর। এ ছাড়া হুগলিরই ধনেখালি, মুর্শিদাবাদের বহরমপুর এবং বীরভূমের সিউড়িতে কিষান মান্ডির দরজা শনিবার থেকেই কৃষকদের জন্য খুলে যাচ্ছে।

 মান্ডির দায়িত্বে রাজ্য বিপণন পর্ষদ। প্রতিটি মান্ডির জন্য ৫ কোটি টাকা করে বরাদ্দ।

 

WB CM condemns Centre`s move to raise polls expenses limit

Condemning the Centre`s decision to raise the expenditure limits for the Lok Sabha polls to a maximum of Rs 70 lakh and a minimum of Rs 54 lakh, West Bengal Chief Minister Ms. Mamata Banerjee on Friday said the move will encourage corruption.

“I am not only surprised but also shocked to see the attitude of the outgoing government on such important policy matter. It is a long pending demand for state funding for election expenditure as part of electoral reforms. Instead, the central government has decided to increase the poll expenditure limit,” the Trinamool Chairperson posted on Facebook.

Observing that the decision will put “poor political parties” at a disadvantage, WB CM said: “It will help the capitalist and large political parties who have enough money and can always spend crores for their election”. “The decision will clearly encourage more and more corruption and black-money,” she added.


WB Govt to set up aquashops to boost fish production

The West Bengal government is looking to increase fish production to 17 lakh tonnes by 2017. West Bengal Chief Minister Ms. Mamata Banerjee has asked the Chief Secretary Sanjay Mitra to take steps to prevent the use of formaldehyde, which is poisonous for fish.

Initiatives such as bringing all water bodies under fish farming are already under way, SN Biswas, Joint Director, State Fisheries Department, said.

The government is also mulling to set up one-stop `aquashops,` which besides providing certified fish seeds and fish-feed, will also advise the cultivators.

“The total production of fish was 14.90 lakh tonnes in 2012-13 and our target is to get to 17 lakh tonnes by 2017. Our aim is to ensure that the production of fish is at least five tonnes a hectare,” he said on the sidelines of a seminar organised by a private company, Anmol Feeds.

As per the Economic Review 2013-14, West Bengal exports only around 0.7 lakh tonne (worth Rs 1,825 crore) of fish. Exports mostly include shrimps, prawns and some exotic marine fish varieties.

According to sources, demand for fish in Bengal is to the tune of approximately 16 lakh tonne. It imports 1 lakh tonnes from other States. Varieties imported include fresh water fish such as rohu and katla (species of Indian carp).

মাছে বিষাক্ত ফরম্যালডিহাইড রাসায়নিকের ব্যবহার বন্ধে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের বৈঠক ছিল৷ সেখানে মাছে রাসায়নিক মেশানোর খবর জানার পরই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে নির্দেশ দেন৷

টাস্ক ফোর্সের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়, মূলত সামুদ্রিক মাছেই রাসায়নিক মেশানো হয়৷ বাইরের মাছের উপর নির্ভরতা কমাতে রাজ্যে মাছের উত্পাদন বাড়ানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয় টাস্ক ফোর্সের তরফে৷ এর মধ্যে অন্যতম হল, ছোটমাঝারি ব্যবসায়ীদের সুবিধার্থে বারের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র যে `মাইক্রো বিজনেস ক্রেডিট কার্ড` চালু করার কথা ঘোষণা করেছেন, সেই সুবিধা মাছ ব্যবসায়ীদেরও দেওয়া হোক৷ ওই কার্ড থাকলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পসুদে ব্যাঙ্ক ঋণের সুবিধা মিলবে৷ এই টাকা হাতে পেলে ছোট মাছ ব্যবসায়ীদের অভাবী ঋণের দায়ে ঘটিবাটি বিক্রি করতে হবে না৷ মাছের উত্পাদন বাড়ানোর জন্য চাষিদের প্রশিক্ষণের উপর জোর দিতে বলা হয়েছে৷ এই মুহূর্তে দেশে মোট ৯০ লক্ষ টন মাছ উত্পাদন হয়৷ রাজ্যে উত্পাদিত হয় ১৫ লক্ষ টন৷

সারা দেশে গড়ে বছরে মাথাপিছু ১০ কেজি মাছ লাগে৷ অর্থাত্দিনে ২৫ গ্রাম৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছরে মাথাপিছু গড়ে ১৮ কেজি মাছ লাগে৷ অর্থাত্‍, দিনপিছু ৫০ গ্রাম৷ টাস্ক ফোর্সের বক্তব্য, রাজ্যের চাহিদা মেটাতে গেলে মাছের উত্পাদন ১৭ লক্ষ মেট্রিক টনে নিয়ে যেতে হবে৷ প্রতিটি পঞ্চায়েত এলাকায় গড়ে তুলতে হবে একটি করে অ্যাকোয়া শপ, যেখানে মাছের খাবার থেকে জাল, ওষুধ সব কিছু মিলবে৷ পঞ্চায়েত স্তরে মত্স্যবন্ধু নিযুক্ত করতে হবে৷ তাঁরা মাছ চাষিদের প্রশিক্ষণ দেবেন এবং কী ভাবে মাছের প্রজনন করাতে হয় তাও শেখাবেন৷


WB Govt to provide financial aid to schools to boost sports infrastructure

The state government Thursday announced financial assistance for schools, colleges and universities along with clubs for strengthening sports infrastructure. The Youth Affairs Department started the move to provide financial assistance to clubs last year and now educational institutes have been added to the list of beneficiaries.   

State Youth Affairs Minister Aroop Biswas announced an aid of Rs 5,000 each for 9,631 secondary and higher secondary schools, Rs 10,000 each for 499 colleges and Rs 25,000 each for 11 universities.    

For clubs, the department has decided to provide Rs 2 lakh each to 341 blocks, 118 municipalities and three notified areas. The five corporations of Siliguri, Asansol, Durgapur, Chandannagore and Howrah will be given Rs 5 lakh each and the 15 boroughs under Kolkata Municipal Corporation will be given Rs 2 lakh each. For educational institutes located in Kolkata, the aid will be provided through the School Education Department.  

This apart, the department handed cheques amounting to Rs 5 lakh each to nine persons who will set out on an Everest expedition in the last week of March. Mr Biswas said from 1947 to 2011 only four persons have set foot on the peak but the number has reached six during the past two-and-a-half years following support given by the state government.

খেলার প্রতিভা খুঁজতে অনুদান স্কুলকলেজকেও

গাঁগঞ্জ থেকে খেলোয়াড় তুলে আনতে পাড়ার ক্লাবগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একই কারণে কলকাতা পুরসভার সঙ্গে আর্থিক অনুদান পাচ্ছে রাজ্যের সব `টি ব্লক সেই তালিকায় নবতম সংযোজন স্কুলকলেজবিশ্ববিদ্যালয়

রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেছেন, খেলাধুলোর সাজসরঞ্জাম কেনা পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের ১০ হাজার ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হবে শুধু সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানই এই সাহায্য পাবে

যুবকল্যাণ মন্ত্রী ঘোষণা করেছেন, “এক সময় এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলকলেজ থেকে খেলোয়াড় উঠে আসত সেটা বন্ধ হয়ে গিয়েছে আবার সেই ব্যবস্থাকেই চাঙ্গা করার চেষ্টা হচ্ছেশিক্ষা ক্ষেত্র, বিশেষত স্কুল পর্যায়ে শারীরশিক্ষা একটি আবশ্যিক বিষয় বিভিন্ন জেলায় এমন অনেক স্কুল আছে, যাদের খেলার জায়গা থাকলেও ক্রীড়াসরঞ্জাম নেই অর্থের অভাবে ওই ধরনের স্কুল হয়তো একটা ফুটবল, একটা ক্রিকেট ব্যাটও কিনতে পারে না সরকারের এই অর্থসাহায্যের পরিকল্পনা সেই সব স্কুলের পড়ুয়াদের উৎসাহিত করবে শহরাঞ্চলে যেসব স্কুলের খেলার মাঠ নেই, তারা `ইন্ডোর` খেলাধুলোর সাজসরঞ্জাম কিনতে পারবে সরকারি টাকায় মার্চের মধ্যেই সব টাকা বরাদ্দ করে দেওয়া হবে

কোন শিক্ষা প্রতিষ্ঠান কত পাবে?

যুবকল্যাণ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৯৬৩১টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল পাঁচ হাজার, ৪৯৯টি কলেজ ১০ হাজার এবং ১১টি বিশ্ববিদ্যালয় ২৫ হাজার টাকা করে সাহায্য পাবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির টাকা জেলাশাসকের মাধ্যমে দেওয়া হবে কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাওনা টাকা তুলে দেওয়া হচ্ছে শিক্ষা দফতরের হাতে সরকারি সাহায্যে নিজেদের প্রয়োজনমতো ইন্ডোর বা আউটডোর খেলার সরঞ্জাম কিনতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি

খেলাধুলোর সরঞ্জাম বাবদ বারেও আর্থিক অনুদান পাচ্ছে রাজ্যের সব ব্লক, কলকাতাসহ সব পুরসভা এবং নোটিফায়েড সংস্থা প্রতিটি ক্ষেত্রেই গত বারের চেয়ে অনুদান বাড়ানো হয়েছে বারেও মার্চের মধ্যে সাহায্য পেয়ে যাবে সব সংস্থা তবে সরাসরি নয়, নগদেও নয় জেলাশাসকের মাধ্যমে সরঞ্জাম কিনে দেওয়া হচ্ছে মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী ওই সব সংস্থার সঙ্গে কথা বলে স্থানীয় বিধায়ক জেলাশাসকের কাছে সরঞ্জামের তালিকা পেশ করেন সেই অনুযায়ী জেলাশাসক তা কিনে সংশ্লিষ্ট সংস্থায় পাঠিয়ে দেন


WB Govt launches fair price shops for essential commodities

State Food and Supplies Minister Jyotipriya Mullick inaugurated an essential commodities shop at Khadya Bhawan on Mirza Galib Street where commodities will be sold at subsidised rates.

The shop `Roudro Brishti ` will remain open from 10 AM to 7 PM every day. Similar shops will be opened at each block of the district where commodities will be sold at subsidised rates, said Mr Mullick after inaugurating the shop.

A food quality checking machine has also been installed inside the laboratory of Khadya Bhawan. The laboratory has been modernized at a cost of around Rs 3 crore.

Ration Cards have also been distributed to homeless families in the city so that they can get their daily food at subsidized rates.

Earlier, people had to go to Hyderabad to check the quality of food. Now, people do not need to go outside the state, he said. The Food and Supplies Department has sold rice at Rs 2 per kg to more than 3.20 crore people belonging to Below Poverty Line in the past two-and-a-half years, Mr Mullick said, adding the department has seized more than eight lakh forged ration cards and carried out raids in more than 700 shops where adulterated food was found.

খাদ্য দফতরের উদ্যোগে দিনই প্রথম একটি ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী দোকানটি তৈরি হয়েছে ওই দফতরে ঢোকার মুখেই বিভিন্ন `ব্র্যান্ডেড` নামী সংস্থার পণ্য পাওয়া যাবে সেখানে নাম রাখা হয়েছে `রৌদ্রবৃষ্টি` প্রতিটি জেলা মহকুমা শহরে এই ধরনের দোকান খোলা হবে খাদ্যমন্ত্রী জানান, এই দোকান থেকে বাজারদরের তুলনায় ১০১২ শতাংশ কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে খাদ্যের মান পরীক্ষায় দিন একটি আধুনিক পরীক্ষাগারও চালু হল এতে খরচ হয়েছে তিন কোটি টাকা

ভবঘুরেদেরও অন্নচিন্তার কিছুটা সুরাহা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সেই জন্য মহানগরীর সব ভবঘুরে পরিবারকে রেশন কার্ড দিচ্ছে খাদ্য দফতর এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েও খাদ্য দফতরকে সতর্ক করে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তাঁর উদ্বেগ, এর ফলে না গ্রামগঞ্জ থেকে কলকাতায় লোক আসার হিড়িক পড়ে যায়!

বৃহস্পতিবার খাদ্য দফতরে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “খাদ্যমন্ত্রীর চেষ্টায় রাজ্যে এক কোটি রেশন কার্ড উদ্ধার হয়েছে আবার নতুন করে রেশন কার্ড দেওয়া হচ্ছে ভবঘুরেদের কাজটা ভাল তবু ওদের বলব, এমন ভাবে রেশন কার্ড দেওয়া উচিত হবে না, যাতে গ্রাম থেকে হুড়মুড় করে লোক ঢুকে পড়ে কলকাতায়এক সময় কলকাতার মেয়র ছিলেন বলেই যে তিনি এই ব্যাপারটা সম্পর্কে অবহিত, তা জানান সুব্রতবাবু

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পুরসভার মাধ্যমে কলকাতার ভবঘুরেদের তালিকা তৈরি করে রেশন কার্ড দেওয়া হচ্ছে আগেই এই ধরনের ২৪৮৫টি পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে দিন আরও ১১৭টি পরিবারকে দেওয়া হল অক্টোবরের মধ্যে কলকাতার সব ভবঘুরে পরিবারকে রেশন কার্ড দেবে খাদ্য দফতর পঞ্চায়েতমন্ত্রীর উদ্বেগের ব্যাপারে খাদ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি তবে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর স্লোগান হল, `সবার জন্য খাদ্য` তাই সব ভবঘুরে পরিবারকেই রেশন কার্ড দেওয়া হবে

WB CM instructs Task Force on price rise to tackle middlemen

The West Bengal Government has always been proactive in tackling price rise, specially when middlemen in the market intentionally create a man-made hike. WB CM had earlier formed a Task Force to keep a check on the prices of essential commodities. West Bengal Chief Minister Ms. Mamata Banerjee chaired a meeting of the Task Force on February 27 and sent a stern message to all the businessmen who, without any reason, are trying to raise the price of essential commodities.

The West Bengal Government had earlier taken strong steps to remove middlemen between the farmers and the shopkeepers so that prices are in check. The Chief Minister said that the officers of the enforcement branch will be visiting each and every market to check the prices.  The Chief Minister will receive regular reports on the surveys.

The meeting also discussed means to increase the production of fish in the state. It has been decided that Matsyabandhu, a project in similar lines with the Pranibandhu, will be taken up. Aquashops will also be set up to increase production of fish. Self Help groups will be made to serve the same purpose in rural areas.