Trinamool Chairperson’s interview with PTI

Trinamool Chairperson Ms. Mamata Banerjee rubbishes the recently-formed Third Front as an unviable “tired front” and is confident that a different kind of Federal Front will rule the country after the upcoming Lok Sabha polls.

The West Bengal Chief Minister and Trinamool Congress supremo is also keeping open the option of whether she is a contender for the prime ministership, saying “people will decide”.

She ruled out any truck with Congress or BJP and hoped that people would “reward” her party “abundantly” in the polls.

“No matter. Any force with the Communists in it is not viable because the people have rejected the CPI(M). So,… it is not Third Front, it is Tired Front,” she told PTI in an email interview.

Mamata Banerjee was responding when asked how she sees coming together recently of 11 parties to form the Third Front which includes Left parties, Samajwadi Party, JD(U) and JD(S).

Asked whether she felt left out as she was not included in the `Third Front`, Mamata replied, “Nothing like that.”

She insisted that “any Front of significance (including Trinamool) will only come together after the results are announced… We are hopeful that a Federal Front government will lead this nation.”

Questioned as to how this was possible and who could be her allies after elections, she remained vague. “Making empty noise now is one thing. It is not important. What is important is to come to Delhi in May with many dozens of Lok Sabha seats. The Federal Front will take shape with this model, on the plank of common policies.”

On whether she will be a candidate for the prime ministership in case a `Federal Front` is formed, the Trinamool Chief said, “Throughout my three decades of struggle, people have always been my motivation and inspiration, not `kursis` (chair). I have experience of working at the Centre, I have also experience of working in a state. In a democracy, people will decide.”

Commenting on the current political scene, Mamata contended that “Congress is not the alternative to BJP and BJP is not the alternative to Congress.”

Hitting out at Congress with which she had an alliance till about two years ago, she said, “People are tired of corruption. People are tired of dynasty.”

She also targeted BJP, saying “People are tired of parties that encourage riots.”

Maintaining that people of the country want development, peace and progress for the nation and for the states to happen hand in hand, the West Bengal Chief Minister said she has been focussing on these issues only.

“Our focus has been on developing Bengal so that the people will reward us abundantly in the Lok Sabha elections,” she said.

Besides West Bengal, Trinamool will contest the upcoming Lok Sabha polls in Uttar Pradesh, Manipur, Assam, Arunachal Pradesh, Delhi and Jharkhand, she said.

“As you know, we are the principal Opposition party in Manipur and also have our MLAs in Assam, Arunachal and UP. We have already announced that we are putting up candidates in Delhi, Jharkhand and some other states,” Mamata added.

Asked whether there was a possibility of Trinamool allying with BJP, she replied, “Let me make it very clear. We are fighting these elections against the Left, the Congress and the BJP.”

Whether she could again have alliance with Congress with which her party split on a bitter note, Mamata reflected her contempt for that party.

“The Congress will get just between 60 and 70 (Lok Sabha) seats. The country is fed up with their anti-people policies.

So where is the question of forgiving and forgetting? Because we are always with the people,” she claimed.

On BJP`s poll prospects, she projected that the party would get close to 150-160.

Rice production in Bengal sees huge growth, thanks to Trinamool Govt policies

Rice production in West Bengal (WB) can reach 173 lakh MT mark by 2017-18 from the current level of about 148 lakh MT through increased usage of high yielding varieties, improving soil drainage, spreading rice-fish culture and taking other such measures, apex industry body ASSOCHAM said on Monday.

After the Trinamool Government came to power, numerous steps were taken by it in every aspect. Irrigation measures have been restructured so as to serve the barren areas which received little rainfall. Seed banks have been formed by the Agriculture Dept. so that the farmers may get different varieties of seeds at a fair price.

Increasing the crop intensity by utilizing kharif rice fallows for cultivation of rabi pulses and oil seeds, diversification of upland rice areas that are less productive to suitable crops like pulses, oil-seeds and millets together with development of on-farm irrigation resources through exploitation of abundant ground water potential are certain significant steps required to increase cropping intensity and crop productivity in West Bengal, according to a study titled, “Towards Second Green Revolution in Eastern India: A Road Map,” conducted by The Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM).

West Bengal spearheads the eastern India in paddy production to the tune of about 150 lakh MT followed by eastern UP (140 lakh MT), Odisha (70 lakh MT), Bihar (68 lakh MT), Chhattisgarh (63 lakh MT), Assam (47 lakh MT) and Jharkhand (34 lakh MT).

Market linkages is yet another important factor highlighted in the ASSOCHAM study as increased production should be supported by remunerative price to the farmers, accompanied by suitable mechanism for procurement in identified eastern states. The Government has already set up Kisan Mandis and similar farmer markets will be coming up in each of the 341 blocks in the state. 16,000 km of village roads are also under construction.

জলবিভাজিকা প্রকল্পের সাফল্য, শুরু কর্মশালা

কোথাও নদী বাঁধ দিয়ে এলাকার চাষবাসের চেহারা অনেকটাই বদলে গিয়েছে ডুয়ার্সের মরাঘাট বনাঞ্চল লাগোয়া এলাকার। আবার কোথাও পাহাড়ির ঝোরার জলকে কাজে লাগিয়ে সুফল মিলছে। ডুয়ার্সের রাভা বস্তিতে শক্তপোক্ত টং-ঘর বানিয়ে আগের চেয়ে বেশি পরিমাণ ফসল ঘরে তুলতে পারছেন চাষিরা। এসবই হচ্ছে জলবিভাজিকা প্রকল্পের সৌজন্যে। আপাতত কয়েকটি জায়গায় সাফল্য মিলেছে। তাই আগামী দিনে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অন্তত ৪০টি জল বিভাজিকা প্রকল্প রূপায়ণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে বর্ষার আগেই একযোগে কাজে নামবে কৃষি ও বন দফতর। ওই সব প্রকল্প সুষ্ঠু রূপায়ণের কথা মাথায় রেখেই আজ, মঙ্গলবার থেকে শিলিগুড়ির সুকনায় দু`দিনের কর্মশালার আয়োজন করছে বন দফতরের ভূমি সংরক্ষণ বিভাগ।

উত্তরবঙ্গের মুখ্য বনপাল (ভূমি সংরক্ষণ) বলেন, “জলবিভাজিকা প্রকল্পের প্রথম দু-দফার কাজের সুবাদে ডুয়ার্সে কয়েকটি এলাকার চাষবাসের চেহারা অনেকটাই বদলেছে। তৃতীয় ও চতুর্থ দফায় কৃষি দফতর ২২টি ও বন দফতর ১১টি কাজের পরিকল্পনা করেছে। সেই বাবদ ১৮৪ কোটি টাকা বরাদ্দ পাওয়ার কথা। প্রকল্প বিষয়ক বিশদ সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে। চূড়ান্ত পর্যায়ে কাজ শুরুর আগে সংশ্লিষ্ট অফিসার-কর্মী ও বিশেষজ্ঞদের মতামত বিনিময় জরুরি। সে জন্যই কর্মশালা হচ্ছে।” মুখ্য বনপাল জানান, জলবিভাজিকা প্রকল্পে দারুণ সাফল্য পেয়েছে ঝাড়খণ্ড। সেই কারণে ওই কর্মশালায় ঝাড়খণ্ডের জলবিভাজিকা প্রকল্পের বিশেষজ্ঞ বি নিজলিঙ্গাপ্পাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জলবিভাজিকা প্রকল্পের আওতায় নদী বাঁধ, ঝোরার জল সংরক্ষণ তো বটেই, তার বাইরের নানা কাজের সুযোগ রয়েছে। যেমন, ডুয়ার্সের রাভাবস্তিতে ফি বছর হাতির হানায় চাষিদের ফসলের সিংহভাগই নষ্ট হয়ে যেত। সে জন্য চাষিরা যাতে হাতির হানা আগাম আঁচ করতে পারেন, সেই ব্যবস্থা করতে উদ্যোগী হয় বন দফতর। ওই প্রকল্পের আওতায় রাভা বস্তিতে বেশ কয়েকটি টং-ঘর তৈরি করা হয়। সেখানে নিয়মিত চাষিরা পাহারা দিতে হাতির হানা রোধ করতে সক্ষম হয়েছেন। রাভাবস্তির বাসিন্দারা অনেকেই জানান, টং-ঘর তৈরির পরে হাতির হানা রুখে ফসলের সিংহভাগই তাঁরা ঘরে তুলতে পারছেন। বন দফতরের ভূমি সংরক্ষণ বিভাগের মুখ্য বনপাল জানান, একই ভাবে আরও কয়েকটি বনাঞ্চল লাগোয়া এলাকায় ফসল বাঁচানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

কী ভাবে সমস্যাগুলি কাটিয়ে ওঠা যায় সেই সমাধানসূত্রও দুদিনের কর্মশালায় মিলবে বলে মনে করছে বন দফতর। আজ, সুকনা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের হলে কর্মশালায় শতাধিক অফিসার-কর্মী অংশ নেবেন। সেখানে রাজ্যের জলবিভাজিকা প্রকল্পের দায়িত্বে থাকা শীর্ষ কর্তারা থাকবেন। কাল, বুধবার কর্মশালায় যোগ দেবেন বনমন্ত্রী বিনয় বর্মনও।

সিল্ক হাব তৈরির তোড়জোড় চলছে শ্রীরামপুরে

হুগলির শ্রীরামপুরে সিল্ক হাব তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার শ্রীরামপুরের পাশাপাশি বেলুড়, খড়্গপুরের কাছে খাসজঙ্গল, বোলপুর, মালদহ এবং বানারহাটেও একই ধরনের সিল্ক হাব তৈরি করা হবে শ্রীরামপুরের মাহেশ মৌজায় ৫০ একরেরও বেশি জমিতে ওই শিল্প তালুক তৈরির পরিকল্পনা নেওয়া হয়ছে শ্রীরামপুর এবং বৈদ্যবাটি পুরএলাকায় `দুয়েক সিল্ক প্রিন্টের ছোটবড় কারখানা রয়েছে প্রায় ১০ হাজার লোক ওই কাজের সঙ্গে যুক্ত শিল্পতালুক হলে সবাইকেই এক ছাতার তলায় নিয়ে আসা হবে শ্রীরামপুরে মল্লিকপাড়া লাগোয়া জায়গায় সরকারি খাস জমি ওই প্রকল্পের জন্য চিহ্নিত করেছে রাজ্য সরকার

রাজ্যের মোট ৬টি জায়গায় এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে লক্ষ্য, ২০১৫ সালের মধ্যে সব `টি কাজই শেষ করা

শ্রীরামপুরবৈদ্যবাটিতে সিল্ক প্রিন্টিংয়ের ইতিহাস দীর্ঘদিনের কিন্তু বিচ্ছিন্ন ভাবে এখানে কাজ হয় আধুনিক ধারণার অভাবে এখানকার তৈরি কাপড় বাজারে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি ফলে বেঙ্গালুরু, সুরাট বা বেনারসের মতো রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারেননি এখানকার ব্যবসায়ীরা তন্তুজের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাও বাইরের কাপড়ে ছাপার ক্ষেত্রে অন্য রাজ্যের উপরে অনেকটাই নির্ভরশীল থাকে ডিজিটাল প্রিন্টিং মেশিনসহ আধুনিক মানের যন্ত্রপাতি বসিয়ে এই সমস্ত সিল্ক হাবে কাজ হবে তন্তুজ, মঞ্জুষা বা খাদির মতো সংস্থা এখানে কাজ করাতে পারবে বাইরের বাজারেও পশ্চিমবঙ্গের শিল্পের কদর বাড়বে প্রস্তাবিত ওই শিল্প তালুকে শিল্পকাজের প্রদর্শনীর জন্য অডিটোরিয়াম হবে বাইরের লোকজনের জন্য গেস্ট হাউজ হবে শ্রীরামপুরে সিল্প প্রিন্টিংয়ের ব্যবসা অনেক পুরনো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন টেক্সটাইল টেকনোলজি কলেজও আছে এই শহরে

শ্রীরামপুরের তারাপুকুর, রাজ্যধরপুর, তালপুকুর, বৈদ্যবাটি পুরসভার বৌবাজার, চাতরা মান্নাপাড়া, নওগাঁসহ বিভিন্ন জায়গায় সিল্ক প্রিন্টিংয়ের কারখানা আছে হাজার দশেক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত ওই শিল্পতালুক হলে দূষণের মাত্রাও কমবে দূষণ এড়াতে বিশেষ পদ্ধতিতে বর্জ্য পদার্থ নিষ্কাষণের ব্যবস্থা করা হবে কেননা, বাড়ির কারখানাগুলি শিল্প তালুকে চলে আসবে

WB Govt to launch computerized file-tracking system

The West Bengal Finance Department will on Wednesday launch a computerized file-tracking system to fast-track clearance.

Conceived by West Bengal Finance Minister Dr Amit Mitra, the new system `the computerized central clearing system (CCCS)` will entail all files cleared by the finance department to be sent to a cell Nabanna. Information on the files will be available on the intranet of the secretariat. A text message alerting that the files have been dispatched Finance Department cell will be automatically sent to the secretaries of the departments concerned.

The state govt has 64 departments, all of which have to send their files to finance for the sanction of funds. Under the existing system, files often get lost and it`s sometimes very difficult to track their status. The CCCS mechanism was aimed at increasing efficiency and reducing time taken in inter-department transfer of files.

The technical support for the new file-tracking system is being provided by the state`s information technology department in association with the National Informatics Centre. The CCCS is something Finance Minister Dr Amit Mitra conceived and the idea was immediately approved by the Chief Minister. The intranet and short messaging service will help cut down on time taken to complete tasks.

West Bengal – model in e-governance

The CCCS is the latest addition to a slew of measures taken by Dr Mitra to streamline and fast-track processes in the government and cut down on paperwork. When implemented properly, the system would help expedite work substantially.

Dr Mitra has already implemented reforms such as an electronic receipt system that allows citizens to pay taxes and make deposits to the state without having to grapple with queues, holidays, paperwork and middlemen. The government has also introduced e-registration under VAT and central sales tax, and payment of salaries and VAT refunds.

How the new system will work:

Image courtesy: The Telegraph

WB Govt to make online admissions to colleges mandatory from next academic session

Colleges and state universities across Bengal will have to admit all students to undergraduate courses online from the next academic session. The notification on online admission was issued following wide-spread complaints of manipulation during student entry.

The student unions that may have made mockery of admission rules controlling the entire admission process, denying seats to deserving candidates to favour those who had struck a deal with them will be denied to do so. Online admission, to be introduced in the 2014-15 session, will make the process transparent. The new system will also make admission hassle-free. Admission this year is expected to start around July.

In the new system, a student will have to apply for a seat through the website of a college or the affiliating university. The merit list will be posted on and admission conducted through the same portal. Fees can be paid offline. In case of admission to colleges, the process will be supervised by the affiliating university.

Presidency University, Jadavpur University and several colleges under Calcutta University have already started admitting students online. In some colleges, like St. Xavier`s, Brabourne and Asutosh, the process was introduced several years ago. Burdwan University is the only affiliating institution that stopped offline admission last year.

The universities and colleges have also been asked to set up help desks at various levels, widely publicize important dates, tie up with banks for payment of fees and issue a detailed advisory for admission-seekers. It should not take the colleges more than two months to implement the system.

The vice-chancellor of Burdwan University said it took his institution about that much time to put in place the online-only admission system last year. There were some colleges in remote areas where there was hardly any facility to admit students online. But facilities would be set up the within two months. The system is being made more user-friendly. All colleges in the state have the basic infrastructure to start online admission.

The vice-chancellor of West Bengal State University (Barasat), said they had asked the 48 affiliated colleges to state by March 10 if they were facing infrastructural problems in implementing the system.

The notification says that colleges in rural areas, where students do not have Net facilities at home or in the neighbourhood, must set up a dedicated help desk for data entry and registration.

রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে নয়া পদ্ধতি

বন্যা মোকাবিলায় আগাম সতর্কতার ব্যবস্থা নিতে বার অন্য পদ্ধতিতে নদীর জলস্তর বাঁধের ফাটল জরিপ করবে রাজ্য শনিবার ভার্চুয়াল পোর্টেবল নেটওয়ার্ক (ভিপিএন) নামে এই পদ্ধতির আনুষ্ঠানিক সূচনা করলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

সেচ দফতর সূত্রের খবর, রাজ্যের বন্যাপ্রবণ এলাকায় বর্ষায় নদীর জলস্তর কতটা ওঠানামা করছে এবং বাঁধে কোনও ফাটল দেখা দিচ্ছে কি না, তা জানতেই অনেক সময় লেগে যেত সমস্যা হতো বন্যা মোকাবিলাতেও কারণ, এত দিন নদীর জলস্তর বা বাঁধের অবস্থা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট এলাকা থেকে টেলিফোন বা ফ্যাক্সে ধাপে ধাপে ব্লক জেলা কার্যালয়ে পৌঁছত সেখান থেকে সদর দফতরে তথ্য গেলে রিপোর্ট তৈরি করে তা মন্ত্রী প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হতো এর পরে সেই রিপোর্টের ভিত্তিতে কলকাতায় বৈঠক শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠাতেন মন্ত্রী কিন্তু এই হোয়াট্সঅ্যাপস্মার্টফোনের জমানায় এত দূর টালবাহানার বিলাসিতা যে সাজে না, তা দিন বুঝিয়ে দিয়েছেন তিনি তাই এই নতুন পদ্ধতি কী ভাবে এর ব্যবহার করা হবে?

সেচমন্ত্রী জানান, নদী বাঁধসংক্রান্ত তথ্য এখন বছরভর একটি নির্দিষ্ট কোড নম্বরে মোবাইল থেকে মেসেজ করে দেবেন কতর্ব্যরত আধিকারিক অনেকটা হোয়াট্সঅ্যাপ গ্রুপের আদলে ইঞ্জিনিয়ার থেকে মন্ত্রী পর্যন্ত সবার কাছে সেই বার্তা সঙ্গেসঙ্গে পৌঁছে যাবে ফলে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এর জন্য ৫০০টি বিশেষ মোবাইল ব্যবহার করা হচ্ছে

বর্ষায় রাজ্যের তিন নদী অববাহিকা গঙ্গা, ব্রহ্মপুত্র সুবর্ণরেখার জলস্তর ওঠানামার চিত্র আরও দ্রুত জানার জন্য `স্যাটেলাইট টেলিমেট্রি ফ্লাড ওয়ার্নিং সিস্টেম` নামের প্রযুক্তিও প্রয়োগ করতে চলেছে সেচ দফতর এই প্রযুক্তিতে প্রতি ১৫ মিনিট অন্তর তিন নদী অববাহিকার জলস্তরের মাপ নিয়ে উপগ্রহ মারফত সেচ দফতরের কন্ট্রোল রুমে পাঠিয়ে দেবে স্বয়ংক্রিয় যন্ত্র রাজীববাবু বলেন, “কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেলেই বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় কাজটি করা যাবে

সেচের যে কোনও খুঁটিনাটি সমস্যায় আমজনতাকে সাহায্যের পাবলিক রিলেশন সেলএরও দিন সূচনা হল জলসম্পদ ভবনে উন্নত টেন্ডার ব্যবস্থা চালু দফতরের মুখপত্র `সেচপত্র` প্রকাশিত হয় রাজীববাবু দিন জানান, গত দেড় মাসে সেচ দফতর ২৯৪টি প্রকল্পের কাজ শুরু করেছে তার জন্য ৫৯৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য

WB Govt abolishes the practice of enlisting contractors to break the contractor-official-politician nexus

The State Government has abolished the practice of departments enlisting contractors, a move aimed at preventing delay in execution of projects, cutting down on costs and bringing more transparency. A notification scrapping the age-old system was issued by the finance department.

The government planned to break the alleged contractor-official-politician nexus that has developed over the years.

Most of these contractors were associated with the public works, public health engineering, municipal affairs and urban development departments, which undertake infrastructure projects. Under the system that began during the Left rule, any contractor who has executed projects worth 40 per cent of the amount he wants to enlist for can apply. A contractor also needs to have a bank guarantee of 20 per cent of the amount he is enlisted for. The contractors took advantage of the system to inflate project costs.

Whenever tenders are floated, these contractors fix an inflated price among themselves. During bidding, the contractors ensure that the price does not go below the amount fixed. As contractors other than those enlisted are not allowed to execute projects that cost less than Rs 62.5 lakh, the schemes are implemented at bloated costs.

A handful of contractors were enlisted with each department. Every project worth less than Rs 62.5 lakh is given to one from the set. As other private players are not allowed to participate, there is no competition. Often projects worth more than Rs 62.5 lakh were broken down to ensure that the enlisted contractors bagged them.

But after the change of guard in the state, Ms. Mamata Banerjee got wind of the alleged malpractice. To find out how the contractors were inflating project costs, the PWD recently broke down a road-repairing scheme worth Rs 2 crore into five parts. Tenders were floated for the five parts, each shown as a separate project. When one of the projects attracted two bidders, one less than the mandatory number, the department scrapped the process and floated a tender for the entire project of Rs 2 crore. As other private players could participate, the project cost came down by around Rs 40 lakh.

Realizing the benefits of throwing the field open to more players, the government decided to scrap the practice of enlistment.

Two IIM students to do internship with Trinamool Congress

Mr Derek O`Brien, National Spokesperson & Chief Whip, on March 2 interviewed the four IIM final year students and selected two,  Tanmay Mondal and Samprati Motghare. The two other students are Prodyut Purakait and Rohit Gattani.

Mr O`Brien said, initially, 31 IIM Kolkata students had applied for the internship but 17 of them were excluded as they were from the first year. Of the 14, Mr O`Brien and some other Trinamool Congress leaders finally shortlisted the four who were called for the interview.

Mr O` Brien held a video conference from Delhi and asked critical questions, like what is the one attribute of Trinamool Congress which is its biggest strength? He also asked the students about what was West Bengal`s debt three years ago and right now, and what was its revenue collection three years ago and what is it now? He also asked how MSME is working and what was the Trinamool`s government industry-related policy?

Both Mr Mondal and Mr Motghare have specialised in marketing and operations and both have a knack for politics.  While Mr Mondal is a B.Tech from BESU, Mr Motghare was a B.Tech from Delhi IIT.

Incidentally, two post graduate MBA students from IIM, Kolkata, opted to do a one and half-month internship with Trinamool Congress, in April-May 2011. Mr Hariharan Sriram and Ms Mansha Tandon were a part of the AITC team when the party swept away 34 years of Left rule from the state.

কর্পোরেটের গণ্ডি পেরিয়ে মমতাজগতে তন্ময়সম্প্রতি

ম্যানেজমেন্ট পড়তে পড়তে দু`জনেরই বহুজাতিক সংস্থায় চাকরি বাঁধা হয়ে গিয়েছে তবু রাজনীতির অন্দর মহলকে যাচাই করে নিতে লোকসভা ভোটের আগে তৃণমূলের শিক্ষার্থী হলেন দুই তরুণ

এক জন রাজ্যেরই বোলপুরের আদি বাসিন্দা দীর্ঘ মেয়াদি লক্ষ্যে রাজনীতিতেই আসার ইচ্ছা তাঁর আর এক জন ছত্তীসগঢ়ের ভিলাই ছেড়ে পড়াশোনার জন্য কলকাতায় পণ্য বিপণনের কর্পোরেট ইনিংসের বাইরে আদর্শ বিপণনে আগ্রহী অধুনা আইএমএম (কলকাতা)- জোকা ক্যাম্পাসের বাসিন্দা দুই তরুণ তন্ময় মণ্ডল সম্প্রতি মোতঘারের নতুন কাজের ঠিকানা হতে চলেছে তপসিয়ার তৃণমূল ভবন

রাজনীতির প্রতি অদম্য আগ্রহ এই একটি মাপকাঠিই তন্ময় সম্প্রতিকে সাহায্য করেছে বাকি আবেদনকারীদের টপকে তৃণমূলের হয়ে ইন্টার্নশিপের সুযোগ পেতে গত বিধানসভার ভোটে আগে যেমন হয়েছিল, বার লোকসভা ভোটের আগেও তেমনই দু`জনকে শিক্ষার্থী হিসাবে চেয়েছিলেন তৃণমূল নেতৃত্ব সমাজে বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ ভাবে গড়ে তোলার জন্য তৃণমূলের নীতি যাঁরা হাতেকলমে রূপায়ণ করতে পারবেন আইআইএম (কলকাতা) থেকে মোট জমা পড়েছিল ৩১টি আবেদন প্রথম বর্ষের কাউকে বিবেচনা করা হবে না বলে বাদ দেওয়া হয়েছিল ১৭ জনকে বাকি ১৪ জনের আবেদনপত্র, জীবনপঞ্জি খতিয়ে দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল জনকে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে রবিবার তাঁদের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের রাজ্যসভার সচেতক তথা জাতীয় মুখপাত্র ডেরেক `ব্রায়েন শেষ পর্যন্ত বাছা হয়েছে তন্ময় সম্প্রতিকে

ইন্টারভিউ নিয়েছেন যিনি, সেই ডেরেকের প্রতিক্রিয়া, “রাজনীতির জন্য  আগ্রহকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই জন্যই এই দু`জন সুযোগ পেয়েছে এর পরে আরও কিছু শিক্ষানবিশ নেওয়া হবে

Trinamool leads Bengal politicians on social media

Why do Bengal`s politicians simply love the social media? According to the figures of Census 2011, 8.3% of Bengal`s 2 crore homes have a computer or a laptop and 42.9% use a cellphone. Trai`s 2013 March report pegs Internet access by wireless phone subscribers in Bengal at 5 million.


Chief Minister Mamata Banerjee leads an eclectic mix of Bengal politicians now active on Facebook. She tops the list (6 lakh 25K likes) followed by Abhishek Banerjee (1 lakh 5K likes), Bimal Gurung (14K 936 likes), Subhendu Adhikary (12K likes) and Ritabrata Banerjee (11K followers). In Twitter, it is Derek O`Brien @quizderek (2.22 lakh), Tathagata Roy @tathagata2 (4K), KD Singh @kdsingh_india (2K), Dinesh Trivedi @DinTri (2K) and Abhishek Banerjee @destinationabhi (1K).

If you consider national political parties on Twitter, it`s BJP (@BJP4India) (3.7 lakh), Congress (@INCIndia) (1 lakh 32K), Trinamool (@AITCofficial) (5K) and CPM (@cpimspeak) (1K).

IRIS Knowledge Foundation and Internet and Mobile Association of India (IAMAI) study paper on social media and Lok Sabha elections in April 2013 first gave an indication of social media`s impact on politics and politicians. For Bengal`s 42 Lok Sabha seats, it found that four will be high impact seats, three medium impact and one low impact seat. Social media, it says, will have no impact on the remaining 36 Lok Sabha seats in Bengal. It also claimed that among Trinamool`s 19 Lok Sabha seats, social media played a major role in at least three wins; for CPM it was five. Back in 2009, hardly any politician was active on social media. They remained content with Internet web pages. Five years later, social media promises to be a game-changer.

The Census 2011 data also focused on a new aspect titled “Modes of communication, new additions in 2011”. It found that in Bengal`s 2,00,67,299 homes, 8.3% have computer or laptops and a forth of these computers are with Internet. But then, not everybody needs computers to log on to the net to access Facebook or Twitter. Around 49.2% of Bengal homes have a telephone, 42.9 % of them have cellphones and another 4% use both cellphones and landline phones. And it would be wrong to dismiss this as an urban phenomenon. Around 5.1% of Bengal`s 1,37,17,186 rural homes have a computer and 34.4% use a cellphone. The computer penetration in rural Bengal is the same as pan-India figures.

Derek O`Brien, Trinamool MP and an active member of social media, says, “It is a powerful tool which gives one an opportunity to listen and not just talk. It is a two-way communication medium.” Tamluk MP Subhendu Adhikari explains, “It gives me a reach beyond my electorate. If you ask specifically about Tamluk, it has a near 100% literacy figure. School education is a forte here. There is a computer in each school now. Every gram panchayat too has one. Over 40,000 skilled people are working in Haldia industrial zone alone. Social media gives me the bandwidth to interact with this electorate,” he said.

Ankhi Das, Facebook`s Public Policy director (India & South Asia), gives the larger picture. “In 2009, the popular vote of the BJP was 78 million and that of the Congress was 119 million. There was hardly anyone using Facebook at that time in India. That has changed now. Today, we have over 93 million people in India engaging actively every month on Facebook,” Das said.

With the election season fast approaching, the EC scanner wouldn`t be long off. Candidates are required to file affidavits in Form 26 at the time of filing of nominations. Para 3 of this Form requires the email ID of the candidate, if any, to be communicated to the Commission. The panel now mandates that authentic social media accounts of candidates should also be provided.

Published in The Times of India, 02.03.2014