`জাগো বাংলা` আমাকে প্রেরণা জুগিয়েছে – মমতা বন্দ্যোপাধ্যায়

`জাগো বাংলা` আমাদের পত্রিকার নাম হলেও জাগো বাংলা অর্থাৎ বাংলা মা-কে সারা বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করা আমাদের স্বপ্ন। বাংলার মাটির পুনরুজ্জীবন ঘটিয়ে…
 – মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস বাংলার বুকে তৈরি হওয়ার পর আমাদের মুখপত্র হিসেবে `জাগো বাংলা`-পত্রিকা চালু করেছিলাম। বছরের পর বছর কারও কাছে কোনও সাহায্য না নিয়েও আমি আর পার্থদা এই পত্রিকাকে অনেক কষ্ট করে চালিয়ে এসেছি। আমাদের বক্তব্য যখন কোথাও ছাপানো হত না, তখন এই `জাগো বাংলা`-তেই আমি প্রতি সপ্তাহে সম্পাদকীয় লিখতাম। সুখ-দুঃখ, আঘাত-প্রত্যাঘাত-সঙ্ঘাত সব কিছুতেই `জাগো বাংলা` বাংলাকে জাগানোর মতোই চেতনা-বিবেক ও আবেগের সংযোগস্থলে দাঁড়িয়ে আমাকে প্রেরণা জুগিয়েছে।

`জাগো বাংলা` শারদীয়াও আমার খুব প্রিয়। আমাদের অনেক প্রিয় লেখক-লেখিকা-সাহিত্যিক-সংস্কৃতিপ্রেমী মানুষ ও অন্যান্য সাথি-বন্ধুদের মনোজ্ঞ লেখনি শারদীয়াকে সমৃদ্ধ করে। লেখেন অনেক সাংবাদিক-বন্ধুও। আর তা সবার দরজায় পৌঁছে দেন আমাদের দলের সহকর্মী ও হকার বন্ধুরা।

`জাগো বাংলা` সাপ্তাহিক কাগজ আর শারদোৎসবে `শারদ সংখ্যা` হাতে না পেলে, কী যেন একটা পেলাম না, সেটা সবসময় মনে হয়। কিছুদিন আগে একজন বিশিষ্ট চিত্রকর আমাকে বলেছিলেন, `জাগো বাংলা পত্রিকাটা খুব সুদিং। মানে নমনীয়। এখানে কোনও কুৎসা করা হয় না। সত্য সংবাদ, সঙ্গে বিশ্লেষণ। পার্টির কথাটাও সুন্দরভাবে তুলে ধরা হয়। তাই আমি পড়ি। পড়তে ভাল লাগে।`

ওই চিত্রকরের কথাগুলি শুনে খুব ভাল লেগেছিল। যা মানুষকে দুঃখ দেয় না, শেখায় ভালবাসতে, তা তো সত্যিই সকলের কাছে গ্রহণযোগ্য। আমাদের `জাগো বাংলা` তেমনই। বাংলার নব সংস্কৃতির নব আলোকে `জাগো বাংলা`র মতো অনেক ছোট ছোট নতুন পত্রিকাকেও এই পরিসরে জানাচ্ছি আমাদের অনেক অনেক শুভেচ্ছা।

জাগো বাংলার প্রচ্ছদ যেমন আমাকে আঁকতে হয়, তেমনই একটা লেখাও শারদ শুভেচ্ছা জানিয়ে লিখতে হয়। এবারও তাই কলম ধরলাম। আঁকলাম প্রচ্ছদও।

`জাগো বাংলা` আমাদের পত্রিকার নাম হলেও, জাগো বাংলা অর্থাৎ বাংলা মাকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করাটাই আমাদের জীবনের স্বপ্ন বলতে পারেন। বাংলার মাটির সম্পদকে মর্যাদার সঙ্গে তুলে ধরে, তার পুনরুজ্জীবন ঘটিয়ে বাংলাকে `বিশ্ব বাংলা`য় প্রতিষ্ঠিত করার লড়াই তাই শুরু করেছি। আমরা সেই আলোর পথে মাথা উঁচু করে মানুষকে সঙ্গে নিয়ে এগোচ্ছি।

বাংলা মা-র সম্মান মানেই আমাদের সকল গর্ব, সকল অহংকার। মায়ের সেই সম্মান আমাদের জীবনের অলংকার। মায়ের আশীর্বাদ ছাড়া যেমন আমাদের জীবন পূর্ন হয় না, মনের ভোর দেখতে পাই না, যেমন তাঁর স্নেহভরা ছোঁয়া ছাড়া আমাদের জীবনে প্রত্যুষের সূর্যোদয় হয় না, তেমন `জাগো বাংলা`র শারদীয়া হাতে না পেলে পুজোর নতুন কিছু পাওয়া থেকে বঞ্চিত হয়েছি বলেই মনে হয়। অনেকে বিনা পারিশ্রমিকে লেখা দেন। তাঁদের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। সরকারি বিজ্ঞাপন আমরা এখনও পর্যন্ত নিইনি। ডেরেক-টুম্পাই-কিংশুক-মুকুল-পার্থদা-বক্সিদা, সবাই নিজেদের মতো করে চেষ্টা করেন।তাই `জাগো বাংলা` আজও আমাদের জাগ্রত রেখেছে।

জাগো বাংলার যাঁরা গ্রাহক, ভালবাসেন ও পড়েন তাঁদের উদ্দেশ্যে জানাই ভবিষ্যতকে বিশ্ব সংসারে তুলে ধরার জন্য আমার কাজের চাপ অনেক বেড়ে গিয়েছে। বাংলার সব অর্থ দিল্লি সুদ বাবদ কেটে নিয়ে যাওয়া সত্ত্বেও আজ অনেকাংশে অনেকের থেকে অনেক এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ।

আমরা মর্যাদার সঙ্গে এগোচ্ছি, তাই কুৎসাপক্ষদের অপপ্রচার ও একশ্রেণির সংবাদমাধ্যমে কুৎসা ও মিথ্যাচার বেড়েই চলেছে। বাংলাকে যারা আবার সর্বনাশের পথে ঠেলে দিতে চায়, সেই CPM, BJP আর Cong চিরকাল আমাদের বিরোধিতা আর অসম্মান করেছে। তবে নিজেদের স্বার্থে CPM+Cong+BJP-র ভোলবদল ও দলবদল, মহাঘোঁট নতুন কোনও ব্যাপার নয়, চিরকাল এসব চলে আসছে। পুরনো বোতলে নতুন মদের মতোই একেক সময় একেক রকম খেলা। আসল উদ্দেশ্য বাংলা মাকে অসম্মান। উন্নয়নে বাধা দেওয়া। গণতন্ত্রকে খুন করে নিজেদের স্বার্থে দলতন্ত্র কায়েম করা। বলতে বাধা নেই, আজ যাবতীয় হম্বিতম্বি, অহঙ্কার, ঔদ্ধত্য সবটাই BJP-র ফেরিওয়ালা ABP-র পরিকল্পিত। এটা প্রকাশ্য।

কিন্তু মনে রাখতে হবে, মানুষই আমাদের সব। তাঁদের আশীর্বাদ, ভরসা, বিশ্বাস আমাদের চলার পথের পাথেয়। তাই মা-মাটি-মানুষকে বলব, বিশ্বাস ও আস্থা রাখুন। জাগো দুর্গা, মা এই অশুভ শক্তিকে বিনাশ করবেই করবে।  

শিশির ভেজা শিউলি ভোরে                                                        
মা যে আসছেন মোদের ঘরে।

এই তিনবছর একটানা পশ্চিমবঙ্গ সরকারের কাজ করে যাবার পর আমার মনে হয়েছে রাজ্যে উন্নয়নের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও তা প্রকৃত দৃষ্টির অভাবে হেলাফেলা করে নষ্ট করা হয়েছে। নষ্ট হয়েছে আমাদের অনেকগুল বছর, নতুন প্রজন্মের ভবিষ্যৎ। প্ল্যানিং যদি সময়ে করা যায়, এবং তা ফলপ্রসূ করার উদ্যোগ নিয়ে যদি সঠিককভাবে কার্যকর করা হয়, তবে নিশ্চই কাজটা কাজের মতো করেই হবে। কিন্তু উদ্যোগে যদি ঘাটতি থাকে, নানারকম অছিলায় কাজ দেরি করে দেওয়ার অপচেষ্টা থাকে, তা হলে কোনও দিনই কোনও প্রোজেক্ট ঠিকভাবে হতে পারে না। সেটাই হয়েছে এতদিন।

আমরা আসার পর সর্বক্ষেত্রে তাই পরিবর্তন আনতে হয়েছে। বলতে পারেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইমারত গড়ার কাজটা শুরু করতে হয়েছে। এবং সফলভাবে এগোচ্ছি। আমি এখনও মনে করি, যাদি ঠিকমতো পরিকাঠামো তৈরী করা যায় এবং বাণিজ্যিক উদ্যোগ বাংলার মেধাসম্পদকে কাজে লাগানো যায় তা হলে কিন্তু বাংলার মাটিতে আবার উন্নয়নের স্বর্ণযুগ ফিরে আসতে পারে। উদ্যোগ বাড়লে তবেই তো কর্ম করার জন্য শ্রমের প্রয়োজন হবে। যে শ্রম আমাদের ছাত্র-যৌবন মেধা-প্রতিভা-স্কিল সবকিছুর মধ্য দিয়ে পরিপূর্ণ হবে।

বাংলায় আমাদের সেই উদ্যোগেই তৈরী হচ্ছে অনেক কাজ। হতে পারে আরও অনেক কিছু। কী নেই আমাদের? কোনও দিন চেষ্টাই হল না। আমরা এসে চেষ্টাটাই শুরু করলাম। তিন বছরে বহু কাজ করেছি। আরও করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, সঙ্কীর্ণ রাজনীতির মানসিকতা ও একশ্রেণীর সংবাদমাধ্যমের মালিকের ব্যক্তিগত স্বার্থপরতায় বাংলার মাটির বিরুদ্ধে একতরফা কুৎসা ও অপপ্রচার চলছে। যাঁরা প্রতিনিয়ত বাংলার মানুষ ও রাজ্যকে অসম্মান করে চলেছেন, তাঁদের বোঝবার ক্ষমতাই হয়তো নেই যে, `যে গাছের ডালে তাঁরা বসে আছেন, আসলে সেই গাছের ডালই তো তাঁরা কাটছেন।`

আসলে তাঁরা ভাবছেন, বদনাম, দুর্নাম ও মিথ্যা অপপ্রচারের আশ্রয় নিয়ে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করা যাবে। অথবা ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে সরকারি যন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু তাঁরা ভুলে যাচ্ছেন, আমাদের সরকারটা মা-মাটি-মানুষের। এখানে মানুষের কথাই শেষ কথা।

বলতে দ্বিধা নেই, এই কুৎসাপক্ষ মানুষ ঠকিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা কামাই করেন। কিন্তু এও মনে রাখতে হবে তাঁদের, বাংলার মাটিকে। মানুষকে অসম্মান করার কোনও অধিকার আপনাদের নেই। সব কিছুর একটা সীমারেখা আছে। আমরা যারা পাবলিক লাইফে থাকি, আমাদেরও একটা সীমারেখা রয়েছে। বস্তুত, সব জগতে সবার জন্যই একটা সীমারেখা ও একটা সিস্টেম থাকে। সবাইকে সেই সিস্টেম, কার্টসি রক্ষা করে চলতে হয়। সংবাদ মাধ্যমের নাম করে যে শ্রেণী কুৎসার খবর বেচেন, তাদেরও একটা সীমারেখা থাকা উচিত।

একটা সাধারণ মানুষ যদি অন্যায় করেন, তবে সেটা অন্যায়। তেমনই কোনও কুৎসাপক্ষ খবরের নামে লোকঠকানো ব্যবসা করেন, মিথ্যা কুৎসা করে বার বার আইন ভাঙেন, নিজেদের স্বঘোষিত সমাজের `বড় ভগবান` মনে করেন, তাঁরাই বা আইনের চোখে সমান দোষী হবেন না কেন? মনে রাখতে হবে, কেউ কোনও ক্রিমিনাল অফেন্স করলে সেটা ক্রাইম। সে তিনি যেই হোন। আর আইন কিন্তু সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হয়। যে সব ব্যবসায়ী নিজেদের কাজ ঠিকমতো না পেলেই সমস্ত সীমারেখা উল্লঙ্ঘন করেন, তাঁদের ক্ষেত্রেও আইন একই। ভুলে যাবেন না।

এই কথাগুলো আজ বলার প্রয়োজন এসেছে। কারণ, বাংলার মানুষ বুঝতে পারেন কারা এসব করছেন। তাই মানুষ এঁদের দ্বারা প্রভাবিত হন না। মানুষ খুব বুদ্ধিমান। সব লক্ষ করেন তাঁরা, জানেন সব। ফলে মানুষ ওদের দ্বারা প্রভাবিত হন না। কিন্তু বাংলার বাইরে অথবা দেশের বাইরে যাঁরা থাকেন, তাঁদের পক্ষে সব খবর রাখা সম্ভব হয় না। ফলে কুৎসাপক্ষের বিরামহীন মিথ্যাচারে কেউ কেউ কিছু সময়ের জন্য হলেও ভাবতে শুরু করেছিলেন যে বাংলায় সত্যিই খারাপ কাজ হয়, ভাল কিছু হয় না। কিন্তু সিঙ্গাপুর সফরে আমাদের শিল্পপতি, অফিসার ও বাংলার প্রকৃত সাংবাদিকদের একত্রিত ভূমিকায় প্রবাসী বন্ধুরা জানতে পেরেছেন প্রকৃত সত্য ও সঠিক তথ্য।

তাঁরা অবাক হয়ে প্রশ্ন করেছেন, তবে কেন এই কুৎসাপক্ষ মিথ্যা তথ্য দিয়ে চলেছেন? আমরা প্রবাসীদের বলেছি, দেখুন যেটা সত্য সেটা সত্যই। আর যা মিথ্যা, তা মিথ্যা। মিথ্যার দ্বারা কোনও সঠিক তথ্যকে চেপে রাখা যায় না। তা প্রকাশিত হবেই। সূর্যের আলোর সামনে কি `টর্চের আলোর` কোনও গুরুত্ব থাকে? থাকে না। তাই সূর্যের আলোর সামনে যেমন টর্চের আলোর প্রয়োজন নেই, তেমনই মিথ্যাচারী লোকঠকানো ও প্রতারক সংবাদপক্ষও একদিন হারিয়ে যাবে খবরের জগৎ থেকে। সত্যের পথে যাঁরা অবিচল থাকেন, সেই নির্ভীকরাই এই যায়গা পূরণ করবে। কালের গতিতেই কুৎসাপক্ষের প্রয়োজন ফুরিয়ে যাবে।

সিঙ্গাপুরকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আমদের কথা শোনার জন্য। প্রবাসীদের ধন্যবাদ ভুল ধারণার পরিবর্তন ঘটানোর জন্য। মাত্র তিন বছর সময়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে আমাদের উদ্যোগ সাফল্যমণ্ডিত করতে সদর্থকভাবে পাশে দাঁড়াচ্ছেন যাঁরা, ধন্যবাদ তাঁদেরও।

বাংলা মায়ের স্বার্থে আসুন আমরা সবাই এগিয়ে যাই। শরৎ শিউলির ভোরে মা আসছেন বাংলার ঘরে। মাগো, বাংলাকে ভালো রেখো। বাংলার মা-মাটি-মানুষকে ভালো রেখো। দেশ ও দশকে ভালো রেখো। আর নিজেও ভালো থেকো।

সাবাইকে জানাই শারদ শুভেচ্ছা। ভালো থাকুন, আনন্দে থাকুন।

জাগো মা, জাগো বাংলা।

আপনাদের একান্ত

মমতা
 

Kolkata to be transformed into `City of Lights` during Durga Puja

Kolkata Municipal Corporation hasassociated itself with the West Bengal Tourism department to present to themillions of visitors a 'City of Lights' during the Durga Puja. 

KMC has set up lit-upgates at every entry and exit points of the city; they have also decoratedheritage buildings and important crossings with a chain of lights.

Lighting up the city is a first of a kindinitiative of the government and KMC. Temporary Light gates have been set up atHowrah bridge and second Hooghly bridge, both connecting Howrah with Kolkata.

Important crossings that have beenilluminated are Shyambazar, Dalhousie, Park Street, Elliot Park, RabindraSadan, National Library, Belvedere Road, Hazra, Rashbehari Avenue, GariahatBridge (East & West parapet) and the entire stretch of the Hooghlyriverfront.

A few months ago, a stretch of a water body- Nayanjuli – from Lake Town to Bangur off VIP Road opposite Keshtopur canalgot a makeover with sidewalks, decorative lightings, palm trees and a bridgedecorated with lights. Kolkata Municipal Corporation has also taken upbeautification work afresh at Elliot Park in central Kolkata.

The image is a representative one

Biswa Bangla Sharad Samman – Celebrating Durga Puja worldwide

West Bengal Government widened the reach of its Durga Puja awards. It would give prizes to organisers in other countries and states. This year, the government is going to reach out to new areas. It will give 10 awards, to be known as Biswa Bangla Sharad Samman, to the organisers of pujas abroad. The awards for the city-based pujas have already been declared.

The Awards

Ten more awards will be given to Puja organisers in Indian cities outside Bengal. The tradition of giving awards to Puja organisers in Kolkata and West Bengal districts under different categories will continue.

The government has been giving awards to Puja organisers in Kolkata and the districts since coming to power in 2011. The awards include cash prizes of amounts between Rs 50,000 and Rs 1 lakh. The new set of awards would include a memento and a cash prize.

Puja organisers from other states and abroad are sending video clips through web platforms. Fine-tuning of the method is being done and it will be uploaded on the department website.

The judges for the new awards have been appointed, The team of 48 judges that rank pujas in the city and the districts from September 28 onwards, include government officials, celebrities, artists and environment experts. 982 Puja Committees from Kolkata have submitted entries.

Going Global

Foreign entries include those from New York, London, Chicago, Toronto, Singapore, Sydney and Bahrain. Four entries from London, three from Singapore and two from Dhaka have added the competition n the foreign section.

The pan-India entries include those from Nabi Mumbai Bengali Association, Srinibaspuri Puja Committee from New Delhi, Maruti Vihar Puja Committee from Kalapakkam, Rabindra Palli Puja Committee from Faizabad in Lucknow, Chhatrabondhu Club from Agartala and from other states,

The awards for pujas in Kolkata and the districts will be declared on Saptami. The prizes for the pujas abroad and in other states will be declared shortly.

Categories for Kolkata: 3 prizes will be given for each category
Shera Protima
Shera Mondop
Shera Bhabna
Shera Alok Shojja
Shera Poribesh Bandhab
Shera Abishkar
Shera Aboho
Shera Shilpi
Shera Dhakeshari
Shera Biswa Bangla Branding
Sherar Shera

Categories for Rest of Bengal (for 19 districts): 3 prizes will be given for each category
Shera Pujo
Shera Protima
Shera Mondop

Rest of India: Best 10 Pujas across India will be awarded
Rest of World: Best 10 Pujas across the world will be awarded

Results have be declared on:
http://biswabanglasharodsamman.com/images/bbssawards.pdf

Didi inaugurates several Durga Puja pandals in Kolkata

West Bengal Chief Minister Ms Mamata Banerjee travelled far and wide, mapping the length and breadth of Kolkata, inaugurating Durga Puja pandals across the City of Joy.

Soaking herself in the festive spirit, she travelled from the eastern fringes to the southern corners, covering Baghbazar to Santoshpur, Kasba to New Alipore. Everywhere she went, she mingled with the crowd, greeted everyone and chanted the Durgastotram.

The Bengal Chief Minister, who is also a painter, performed the Chakkhudan of the Durga idol at Chetla Agrani Club on the auspicious occasion of Mahalaya, at the request of the artist Mr Sanatan Dinda.

The Chief Minister has also designed the cover of the Puja edition of the party mouthpiece Jago Bangla.

Here are some of the images of Durga Puja inaugurations performed by WB CM:

Didi performs Chokkhudan at Chetla Agrani on the day of Mahalaya
At Behala Notun Dal

At Bosepukur Shitala Mandir
At Ekdalia Evergreen
At Jodhpur Park 95 Palli

At Santoshpur Avenue
At Suruchi Sangha
Didi inaugurates Pujo at Naktala Udayan Sangha
Sharing a light moment at a Puja mandap in Kolkata

Inaugurating the Puja pandal at Hindustan Park
Paying homage to the Goddess at Baghbazar
Didi chanting Durgastotram at a Puja mandap

WB Tourism Department launches Puja Parikrama packages

West Bengal Tourism has once again launchedits exclusive Puja Parikrama package forthe year 2014.

Here are the details of the Puja packages:

Sanatani-I (Tour Duration – 08.30 AM to 01.00 PM on October1, 2 and 3) consists of Durga Pujas in Khelat Ghosh Bari, Chhatubabu &Latubabu's House, Chandra Bari, Rani Rashmoni's House, Thantania Dutta Bari andSovabazar Rajbari.

Sanatani– II (Tour Duration – 02.30 PM to 06.30 PM on October1, 2 and 3) consists of Durga Pujas in Khelat Ghosh Bari, Chhatubabu &Latubabu's House,Chandra Bari,Rani Rashmoni's House, Thantania Dutta Bari andSovabazar Rajbari.

Dakshini (Tour Duration – 9.00 AM to 03.30 PM on October 1, 2 and 3) consistsof Durga Pujas in Madox Sq.,Adi Ballyganj,Ekdalia, Evergreen, SinghiPark,Hindustan Park, Deshapriya Park, Mudiali, Shib Mandir, Badamtala AsharSangha, 66 Palli, Chetla Agrani, Suruchi Sangha and other Puja pandals will becovered.

Special package totour the Durga Pujas of Kolkata has been arranged on October1, which lasts for1 night and 2 Days. The night stay will be at Salt Lake tourist lodge.

Districttours: Another package includes tours of DurgaPujas in the districts. This will be held on October 1, 2 and 3, travelling toHooghly, Bardhaman and Murshidabad, starting from Kolkata.

Bijoya package is a 2 day 3 night tour from Kolkata to Bishnupur on October3.

Rivercruise: For those who want to enjoy the Pujas on a rivercruise, there are options from September 30 to October 3, both in the morningand in the afternoon. On October 4, the Tourism Department will organise a rivercruise to watch the immersion ceremony.

For further details and online booking,click here.

Fire safety: A priority for Bengal Govt during Durga Puja

Elaborate measures have been taken by the Fire ServicesDepartment to prevent mishaps in the city during the festive days of Durga Puja.

State Minister for Fire and Emergency Services, Mr JavedKhan, has urged the puja organisers to follow fire prevention norms to ensure asafe puja. Speaking at a programme in the fire brigade headquarters, Mr Khansaid they would keep a tight vigil to ensure adequate fire safety measures inpandals.

“There would be no partiality in maintaining vigilance. Sothere is no question of being soft on the big pujas or harsh on smaller pujas.The message is to ensure a safe puja,” he said.

The Minister said, the guidelines include fire retardantsolutions on materials used in pandal decoration, use of authorized ISI markedcables and wires, adequate distance between metre box and puja pandal, firealarm system, CCTV, small fire tending machines installed at various places andadequate supply of water.

The Minister said that there were 1780 puja committees undertheir ambit. “We will give the best puja awards to those committees whowould follow the fire safety norms and indulge in best practices,” hesaid.

There will be 13 fire outposts and call centres to managethe city and prevent untoward incidents. The puja committees have been asked totrain volunteers in handling emergency situations and deploy them inside andoutside the pandals.  Medical servicesand toilet facilities for ladies are some of the other criteria to be fulfilled.

Kolkata Police ready for crowd control during Durga Puja

Crowd and traffic control during Durga Puja in the added areas of Kolkata – where there’s been a phenomenal rise in number of mega-budget pujas – is turning into a bigger challenge every year for Kolkata Police.

Deployment of forces

As many as 4,000 personnel will be posted across the city along with home guards. Traffic will be barred on many roads from 3 PM to 1 AM on Panchami and up to 3 AM till Navami. Kolkata Police has also drawn up specific traffic regulations on 133 streets.

A few hundred constables and over 450 trainee traffic sergeants will be the additional forces on the road on all Puja days. “Most of the divisions and the traffic wing have increased their staff strength. This extra force will be deployed in the added areas where roadspace is restricted. In addition, we are hopeful of taking the number of CCTV cameras to 615 to cover all the major crossings of the added areas. Based onreal time inputs, we will make the necessary deployments,” said DC-Traffic V Solomon N Kumar.

Newly-added areas under Kolkata Police

The added areas spread over 104 sq km and include 13 police stations. Unlike other years, this time the full police bandobast will begin on Panchami itself.

“Each police station will have eight to 10 sub-inspectors plus a lady SI – five more than the previous set-up – plus 10 ASIs and nearly 60 constables,” said an officer. There are at least 28 big pujas in this new area and over 1,000 medium-scale pujas. Additional manpower has been sought from the state police but top officers have been asked to prepare their plan with existing resources.

Other arrangements

NCC cadets, scouts, students and several NGOs will be used for managing crowds at pandals, said sources. Like last year,information regarding traffic, the situation at pandals and those lost in crowd will be transmitted on the AIR FM channel.

Vrindavan widows to meet WB Women and Child Development Minister today

Over fifty widows from the holy city ofVrindavan arrived 'home' in Kolkata on Friday to participate in the Durga Pujafestival. The widows, along with the representatives of NGO SulabhInternational, will meet West Bengal Minister for Women and Child Development DrShashi Panja.

The homecoming

They also met the Governor and discussedtheir problems. The Governor, who presented them mementos, said God had beenunkind to these women, who, after being rejected by their families, had to livefar from their homes.

“Oldpeople being abandoned by their children is a problem all over the country. Thesituation in West Bengal is not an isolated case as there are many widowsresiding in Vrindavan who hail from other States as well,” Dr Shashi Panja said.

Trip down memory lane

Taking a trip down memory lane, the widowstook a ferry across the river Ganga and visited some city landmarks during thetour. Apart from visiting Puja pandals, they plan to visit Kalighat temple andVictoria Memorial too.

Last year, West Bengal Chief Minister MsMamata Banerjee met the Vrindavan widows during the inauguration of a pandal inSouth Kolkata. She had handed over plain white sarees to them and had spenttime talking to them.

All households in Bengal to have sanitation facilities by 2017

The state Government has undertaken thetarget of having proper sanitary facility in all the households of the state bythe year 2017. The state already had won accolade both from the UNICEF and thecentral government body.

State Panchayat & Rural DevelopmentMinister Mr Subrata Mukherjee said that by 2014, 13 lakh households will haveproper toilets made. By 2017, 65 lakh households will have the same, resultingin Nirmal West Bengal.

In the draft 12th Five year Plan of theWest Bengal Government, it was mentioned to ensure safe toilet facilities inall households, schools, ICDS centres and public places. The districtadministration has been rigorously monitoring and intensive field visits arebeing made by district officials are delivering sterling results in districtslike Bardhaman, which will complete the mission by this year.

TheTarget

  • Sanitary Toilets iIn all Households (inconvergence with MGNREGA)
  • Sanitary Toilets iIn all educationalinstitutions (Schools/ SSK/MSK)
  • Sanitary Toilets in all Anganwadi Centres(in convergence with the Department of Child Development)
  • Sanitary Toilets in all health institutions
  • Sanitary Toilets at market places, busstands and other areas of congregation

WB Governor lauds WB CM`s industry initiatives

West Bengal Governor K N Tripathi on Thursdaycredited Chief Minister Mamata Banerjee for her initiatives in attractingindustries to the state and said the government has to create an atmosphere topromote industrial and commercial growth.

“The state government is trying itsbest to showcase West Bengal's all-round potential not only to the businesscommunity in the country, but also abroad and its efforts are paying off,”Mr Tripathi said while addressing the AGM of The Bengal Chamber of Commerce andIndustry here.

Lauding the business meetings conducted bythe West Bengal government to woo investment in the state, Mr Tripathi said”The credit for this goes to the initiatives of the Chief Minister inholding pan India meets.”

“Two such meets have been held in NewDelhi and Mumbai. In the state, there were similar industry meets. Of late, hervisit to Singapore has elicited fair amount of industry interest. I am sure thestate government will achieve success in garnering investments.”

Mr Tripathi said it Bengal has tremendous potential in the industriessector and was a viable avenue to generate wealth for the masses and employmentopportunities for its educated and skilled youth.