Bengal is rising to make its mark globally: Mamata Banerjee

To highlight the progress made by West Bengal over the five and a half years, Chief Minister Mamata Banerjee today released a video of about seven minutes on her Facebook Page.

The video showcases the landmark successes in fields such as agriculture and farming, industries, urban development, tourism, education and research and various other social sector projects.

It must be noted that Bengal is higher placed than many other states in several parameters and developmental statistics show Bengal performing better than India as a whole.

Chief Minister Mamata Banerjee’s Facebook post:

We have showcased the best of Bengal to the rest of the world.

From agriculture to industry to service sector to social sector, Bengal is now ahead of the country as a whole in several key growth parameters.

Bengal is rising, to make its mark globally.

You can enjoy this video to get a glimpse of Bengal’s success, by clicking here: goo.gl/3khPMx

 

বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে চলেছে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

গত পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলার সাফল্য তুলে ধরতে আজ ফেসবুকে একটি ৭ মিনিটের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিডিওটিতে কৃষি, শিল্প, নগর উন্নয়ন, পর্যটন, শিক্ষা ও অন্যান্য সামাজিক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে।

বিভিন্ন মাপকাঠি দিয়ে বিচার করলে অনেক ক্ষেত্রেই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে বাংলা। উন্নয়নের নিরিখে বাংলা সামগ্রিকভাবে সারা দেশকেও অনেক পিছনে ফেলে দিয়েছে।

তাঁর ফেসবুকে লেখা পোস্টটি –

আমরা বাংলার সেরা দিকগুলি বিশ্বের সামনে তুলে ধরলাম।

কৃষি থেকে শিল্প, পরিষেবা ক্ষেত্র থেকে সামাজিক ক্ষেত্র – সব দিক দিয়েই বাংলা এখন সারা দেশের থেকে এগিয়ে আছে।

বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে চলেছে বাংলা।

 

 

 

Bengal Tourism’s Go-Fishing Project to help people experience fisher folk lifestyle

West Bengal Tourism Development Corporation (WBTDC) has started their ‘go-fishing’ project, which will unravel a natural ‘real time’ fishing experience for the urban populace. The half-a-day trip to river will open the door to explore rural Bengal, state tourism department hopes.

In two separate trips – Namkhana, South 24 Parganas and Gadiara, Howrah were recently launched by WBTDC and have become very popular. Besides popularising the fishing trends of rural Bengal among the urban people, the government also sees the holistic benefits of such project. The Bay of Bengal basin contains one of the richest fish source in India. The bulk of the population depends on fishing, but the nature could only provide them a meagre living.

Most of the Bengali fisher folks are living below the poverty line. But the numbers of the fishermen are growing with time as it is the only suitable profession there. The experts also believe that rising level of sea is also encourages the neighbourhood to take fishing as their only profession. Such projects, taken by WBTDC help out the poor fishermen and their families to live a good life and earn some extra money apart from their regular earnings. Bengal Chief Minister Mamata Banerjee’s government took the development of the coastline a few years ago.

The go-fishing is worlds apart from stereotypical tourism package which could not only bring an outstanding experience for tourists, but raise a new hope for the poor fishermen’s tomorrow. The cost of the trip is pocket-friendly. It will cost only Rs 1,150 for a tourist. The journey will start from the state Tourism centre. At around 7:30 am, the tourists will leave the Tourism centre with packed breakfast. The team of tourists will reach Namkhana at around 11 am. They will be taken to the waterfront and then to the fishing boats. After a brief tea session on the boats, they will join hands with the fishermen. All the tourists have to bring their personal fishing equipment including fishing rod. The local folk singer will be there to sing. Tourists can gorge on local Bengali cuisine prepared by the fishermen’s wives. WBTDC will arrange packaged drinking water on board. At around 3.30 pm, the tourists will come back to the shore. They will take the buses to come back to Kolkata by 6.30 pm.

 

মৎস্য শিকারীদের জন্য চালু হল ‘গো-ফিশিং’

মৎস্য শিকারীদের জন্য ‘গো-ফিশিং’ প্রকল্প নিয়ে এল রাজ্য পর্যটন দপ্তর। এই প্রকল্পের মাধ্যমে তারা মাছ ধরার আসল অভিজ্ঞতা লাভ করতে পারবেন। একটি অর্ধদিবসের নদী ভ্রমণের মাধ্যমে পর্যটকরা গ্রাম বাংলাকে আরও ভাল করে চেনার সুযোগ পাবেন।

দু’টি পৃথক স্থান ঠিক করা হয়েছে এই অর্ধদিবসের ‘গো-ফিশিং’ ভ্রমণের জন্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও হাওড়া জেলার গাদিয়াড়া। শুধুমাত্র যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামবাংলার মাছধরার জনপ্রিয়তা শহরবাসীদের কাছে বাড়বে, তা নয়। পাশাপাশি এই ধরনের প্রকল্পে পর্যটক সামগ্রিক আনন্দ লাভ করবে।

বেশির ভাগ মৎস্যজীবী দারিদ্রসীমার নিচে বাস করে। তা সত্ত্বেও মৎস্যজীবীদের সংখ্যা বেড়ে চলেছে। কারণ, ওইসকল অঞ্চলে আর সেই অর্থে জীবিকা কিছু নেই। বিশেষজ্ঞরা আবার এও মনে করেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারনেই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা মাছ ধরাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে দরিদ্র মৎস্যজীবীরা তাদের দৈনিক আয়ের পাশাপাশি আরও কিছু অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কয়েক বছর আগেই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের কাজ শুরু করেছেন।

এই ‘গো-ফিশিং’ প্রকল্প একঘেয়ে ট্যুর প্যাকেজের থেকে একদম আলাদা। এই প্রকল্পে পর্যটকদের চিত্ত বিনোদনের পাশাপাশি দরিদ্র মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষও বেশ কিছু নতুন আশার আলো পাবেন।

এই ট্যুরের খরচ সাধারন মানুষের আয়ত্তের মধ্যেই। জন পিছু ১১৫০ টাকা লাগবে এই ভ্রমণে। সকাল ৭.৩০-এ রাজ্য পর্যটন দপ্তর থেকে এই যাত্রা শুরু হবে, প্রত্যেককে প্যাক করা জলখাবার দেওয়া হবে। তারা নামখানা পৌঁছবেন আনুমানিক বেলা ১১ টায়। এর পর তাদের মাছ ধরার নৌকোয় নিয়ে যাওয়া হবে।

নৌকোয় চা পানের পর পর্যটকরা মৎস্যজীবীদের সহযোগিতা করবেন। প্রত্যেক পর্যটককে তার নিজস্ব মাছ ধরার সামগ্রী নিয়ে যেতে হবে। স্থানীয় লোকশিল্পীরা ওখানে সঙ্গীত পরিবেশন করবেন। খাবার ও পানীয় জলের ব্যাবস্থা থাকবে। বিকেল ৩.৩০  নাগাদ যাত্রীরা বাসে ফিরে আসবেন ও সন্ধ্যা ৬.৩০ এ কলকাতা ফিরবে।

 

Image is representative.

Foundation laid for housing complex solely made for Bengal Govt employees

The foundation of ‘Akhankha’ housing complex at New Town was laid on Tuesday. This is the housing complex solely made for state government’s non-executive employees.

The state Housing department initiated the project, in which 447 flats have already been allotted out of 500 flats. The work will be initiated soon. The project will be completed by 2019.

There are many State government employees who work tirelessly but could not build their homes. The previous government did not think about those employees. Now, the present government has planned this project for them.

 

রাজ্য সরকারি কর্মীদের জন্য আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল

নিউ টাউনে ‘নন-এক্সিকিউটিভ’ সরকারি কর্মীদের জন্য মালিকানাভিত্তিক আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল মঙ্গলবার। আবাসনটির নাম রাখা হয়েছে ‘আকাঙ্খা’।

রাজ্য আবাসন দপ্তরের এই প্রকল্পে মোট ৫০০ ফ্ল্যাটের মধ্যে ইতিমধ্যেই ৪৪৭টি ফ্ল্যাট বণ্টন করা হয়ে গেছে। এই প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হয়ে যাবে।

অনেক রাজ্য সরকারের কর্মী নিজের বাসস্থান তৈরি করে উঠতে পারেন না। আগের সরকার রাজ্য সরকারি কর্মীদের এই সমস্যার জন্য কিছুই করেনি। বর্তমান সরকার তাই সরকারি কর্মীদের জন্য এই প্রকল্প শুরু করেছে।

 

Image is representative

Bengal Govt takes initiative to install Emergency Alert System in fishing trawlers

To protect the lives of fishermen at the time distress while sailing in the sea, the Bengal Fisheries department has taken a unique initiative to install emergency alert system in all the fishing trawlers.

In some trawlers, the distress alarm technology has been used but the government has a plan to set up the device in all the fishing trawlers in the state. Through the emergency alert system, the fishermen can draw the attention of the Coast Guard if there is any danger in the sea or in case of a natural calamity.

The fishermen have to press a distress alarm and the message will be automatically delivered to the Coast Guard officials and they would be able to take prompt action to help the fishermen in distress.

The State Fisheries department will install the emergency alarms in all the fishing boats. The work has already started. The department is also conducting awareness drive among the fishing folk to check the misuse of distress alarm. If the distress alarms are misused, it would be difficult for the rescue team to track down the fishing boat which is actually in distress.

The State Fisheries department is working on how to check the misuse of the distress alarm. An awareness campaign would be conducted among the fishing community so that they do not trigger emergency alarm without a purpose. The department is also contemplating on imposing a fine on the owners of the trawlers if they are found misusing the distress alarm, despite of the campaign. The department will take the final decision in this regard.

A fine may be imposed on the owners of the fishing trawlers in case of misuse. The state government may also cancel the license of the fishing trawlers if there are repeated incidents of misuse of the distress alarm by a particular trawler in addition to the fines. In few occasions, it has been noticed that fishermen press the distress alarm without a valid reason.

The Bengal government also announced financial benefits to the family members in case a fisherman dies due to an attack by pirates in the sea. The deceased’s family members would be given Rs 2 lakh.

The Fisheries department is also giving financial assistance to the fishing community during the off season. The new schemes have improved the socio-economic condition of the fishing community in the state. A pension scheme has also been introduced by the state government to improve the quality of life of people involved in fishing.

 

রাজ্য সরকারের উদ্যোগে মাছ ধরার ট্রলারগুলিতে এবার ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’ বসানো হবে

যে মৎস্যজীবীরা নিজেদের জীবন বিপন্ন করে সমুদ্রে মাছ ধরতে যান তাদের সুরক্ষা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য মৎস্য দপ্তর। এখন থেকে মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলিতে ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’ বসানো হবে।

বর্তমানে কিছু ট্রলারে এই ব্যাবস্থা আছে। কিন্তু রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এবার সব ট্রলারে বসানো হবে এই ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’। এর ফলে মৎস্যজীবীরা যেকোনও প্রতিকূল অবস্থায় উপকুলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই যন্ত্রের একটি বোতাম টিপলেই উপকুলরক্ষী বাহিনীর আধিকারিকদের কাছে তার বার্তা পৌঁছে যাবে।

ট্রলার ছাড়াও মাছ ধরার ছোট নৌকোগুলিতেও এই যন্ত্র বসানো হবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মৎস্যজীবীদের সচেতন করতে কিছু প্রশিক্ষণ কর্মসূচীও গ্রহণ করেছে মৎস্য দপ্তর।

রাজ্য সরকার আগেই ঘোষণা করেছেন জলদস্যুর হাতে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

মৎস্য দপ্তর মৎস্যজীবীদের অফ-সিজনে আর্থিক সাহায্যও করে থাকে। মৎস্যজীবীদের জন্য একটি পেনশন প্রকল্পও চালু করেছে রাজ্য সরকার।

 

Bengal Govt to set up new jewellery park for 25,000 demonetisation-hit gold artisans

The humane nature of Bengal Chief Minister Mamata Banerjee was once again prominent with her intention to working out an alternative plan for workers who have lost their jobs due to demonetisation. In an effort to create jobs for the gold artisans who have lost their jobs, the state is coming up with a new jewellery park — the third of its kind — beside Belgharia Expressway in Howrah.

The West Bengal Industrial Development Corporation (WBIDC), has come up with a new plan to develop a jewellery park on an eight-acre plot beside Belgharia Expressway. The Bengal Chief Minister has asked WBIDC officials to submit a detailed report on the project at the earliest. The place has road links to Kolkata, Howrah, Kharagpur and Durgapur and is 12 km from the central business district. The airport is 22 km away from the proposed site.

After the implementing agency finalizes the plan, they will submit it before the cabinet. Once the approval is obtained, there is plan to complete construction within two years.

 

নোটবাতিলে ক্ষতিগ্রস্ত অলংকার কারিগরদের জন্য নতুন জুয়েলারি পার্ক গড়তে চলেছে রাজ্য

নোটবাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর মাধ্যমে আবারও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মানবিক মুখ স্পষ্ট। যারা কর্মহীন হয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য হাওড়ার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন এই জুয়েলারি পার্ক তৈরির পরিকল্পনা করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ৮ একর জমিতে এই পার্ক তৈরি হবে। কর্মকর্তাদের দ্রুত এই প্রকল্পের ওপর একটি প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখান থেকে কলকাতা, হাওড়া, খড়গপুর ও দুর্গাপুরের রাস্তার যোগাযোগ আছে। প্রস্তাবিত এই স্থানটি থেকে মাত্র ২২ কিমি দূরেই রয়েছে বিমানবন্দর।

রূপায়ণকারী সংস্থা এই পরিকল্পনা চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভার সামনে পেশ করা হবে। একবার অনুমোদন পেয়ে গেলে, দু-বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

 

 

Bengal Govt takes up steps to attract more people to libraries

The State Government has taken up several steps to attract more people to libraries. There are 2,480 state-run libraries and there are around 1.8 crore books in the libraries in Bengal.

Eleven review meetings to take a stock of the progress of work for betterment of the facilities in libraries and about ongoing programmes were held after the change of guard in the state. Review meetings for better functioning of the libraries never took place in the last 27 years of the Left Front regime as per a reply by the concerned Minister to the Assembly.

The State Government took steps to organise discussions on life and work of eminent people in libraries so that more and more people come and become member of the libraries to read books. Area has been created in each libraries so that children and women can sit comfortably while reading books. Such steps would help attract more people to the libraries. Surveys have already been conducted in nine districts to get a figure of the readers. The necessary tasks after the surveys have also been carried out.

রাজ্যের গ্রন্থাগার গুলিকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ রাজ্যের

গ্রন্থাগারগুলিকে জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকার পরিচালিত গ্রন্থাগারের সংখ্যা ২,৪৮০, এবং সেখানে প্রায় ১.৮ কোটি বই রয়েছে।

গ্রন্থাগার পরিষেবা আরও ভাল করার জন্য এবং নতুন সরকার আসার পর কি কি উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে ১১ টি পর্যালোচনা বৈঠক করা হবে। গত ২৭ বছরে বামফ্রন্টের শাসনকালে কোন রকম উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়নি সেই সম্পর্কেও আলোচনা হবে এই বৈঠকে।

গ্রন্থাগারগুলিতে বিভিন্ন মনিষীদের জীবন ও কাজ নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করার পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আরও বেশি সংখ্যক মানুষ যাতে গ্রন্থাগারে আসেন এবং সেখানকার সদস্য হন।  প্রতিটি লাইব্রেরিতে একটি করে জায়গা থাকে যেখানে শিশু ও মহিলারা বসে বই পড়তে পারেন। এই ধরনের পদক্ষেপ গ্রন্থাগারগুলিকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। ইতিমধ্যেই পাঠকদের সংখ্যা জানতে ৯ টি জেলায় একটি সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষার পর প্রয়োজনীয় কাজগুলোও সম্পন্ন করা হয়েছে।

 

 

Bengal’s mandays far exceed figure fixed by Centre’s labour Budget last year

Bengal Panchayat minister Subrata Mukherjee on Thursday informed the Assembly that 129 percent mandays had been created in the state in the last fiscal compared to that fixed in the Labour Budget by the Centre.

He said that the target of the state last year was to reach 22.19 crore mandays, which was the Labour Budget fixed by the Centre following discussions with the state government. In the same year, the state government had created 28.66 crore mandays. “If we compare it with the Labour Budget, the figure would stand at 129 per cent,” he said.

He said Tamil Nadu had created 37.30 crore mandays that is the highest in the country. But that was 99 per cent of their labour Budget. “It shows despite being in the second position for creating labour days, if the percentages are taken into consideration, then Bengal tops the list,” said the Panchayat minister adding that this comes at the time when the Centre is well aware that the state is yet to get the pending amount of Rs 1578.87 crore for the 100-days job scheme.

As per the last fiscal, Tamil Nadu had spent 6,258.21 crore followed by the Bengal where Rs 4,847.62 crore was spent, he said.

In the past five years, the state government had managed to create 108 crore mandays. In 2011-12 fiscal, 15.08 crore mandays were created while in 2015-16 fiscal, 28.66 crore mandays were created. If we go by the figure then we will find that 12.18 per cent mandays of the country were created in Bengal,” he said.

Bengal Govt to provide tabs to SHGs for paddy procurement

State Food and Supplies department has decided to provide tabs to various Self Help Groups through whom the department would procure paddy.

State Food and Supplies Minister announced the scheme at a programme in Nadia. He said that around 10,000 Self Help Groups would be engaged from whom the state government would procure paddy at a price fixed by the government. Each Self Help Group would be given a tab so that the work can be done more smoothly.

He said that the matter relating to the procurement of paddy would be decided in the block or district level. Various blocks would shift the responsibility to the mouza level where these Self Help Groups would manage various issues.

One Self Help Group will be assigned to take care of three mouzas. One person in the Self Help Group will have the responsibilities to collect all the paddies from the mouza. Then they will inform the department which will take the paddies from them through the rice mills. Around Rs 32 per quintal paddy would be given as the wage to the Self Help Groups as commission.

 

 

ধান সংগ্রহ করতে স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেবে রাজ্য সরকার

ধান সংগ্রহ করতে এবার স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেবে রাজ্য খাদ্য সরবরাহ দপ্তর।কাজ আরও সহজ করতে  তাদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য সরবরাহ দপ্তর।

নদিয়ায় একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী। তিনি জানান, প্রায় দশ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের এই কাজে নিয়োজিত করা হবে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে একটি করে ট্যাব দেওয়া হবে যাতে তারা আরও সহজে কাজ করতে পারে।

তিনি বলেন, ধান সংগ্রহ করার বিষয়টি ব্লক বা জেলা পর্যায়ে সিদ্ধান্ত হবে। বিভিন্ন ব্লক এই দায়িত্ব মৌজাগুলিকে দিয়ে দিয়েছে যেখানে স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন বিষয় দেখাশোনা করে।

এক একটি স্বনির্ভর গোষ্ঠী ৩টি মৌজা পরিচালনার দায়িত্বে থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে একজন মৌজা থেকে ধান সংগ্রহের দায়িত্বে থাকবে। তারপর তারা দপ্তরকে জানিয়ে দেবে। চাল কলের মাধ্যমে দপ্তর সেই ধান সংগ্রহ করবে। প্রতি কুইন্টাল ধান ৩২ টাকা কমিশন হিসেবে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।

 

 

 

 

2-3 years are required to recuperate fully from the effects of demonetisation: Dr Amit Mitra

Bengal Finance Minister Dr Amit Mitra slammed the Centre on the demonetisation issue during his speech while presenting the State Budget 2017.

Here is what he said:

  • Demonetisation was a bolt from the blue on the people. No democracy ever demonetised 86% currency.
  • Mamata Banerjee was the 1st leader in the country to react on demonetisation & demanded it’s immediate withdrawal.
  • GDP growth rate of India is on downward spiral. It may reduce by 1% to 3.5%.
  • Demonetisation is financial and political emergency.
  • Common people are suffering. Informal sector, MSME, workers, tea, jute, handloom, self-help groups – all are affected.
  • The goalpost of demonetisation was shifted continuously from black money to cashless. economy and now less cash economy.
  • No one knows the real aim of demonetisation. Who benefited from demonetisation?
  • The autonomy of RBI has been damaged. Demonetisation was a conspiracy to weaken federal structure.
  • Growth rate of India has reduced to 7.1% as per Centre’s data due to demonetisation effect.
  • The established supply chains and allied sectors are damaged due to demonetisation. Workers have lost jobs.
  • Growth rate of the State may dip to 9.27% due to the effect of demonetisation.
  • 2-3 years are required to recuperate fully from effects of demonetization.
  • Farmers are dependent on cooperative banks for loans. Cooperative system has been damaged by demonetisation.

 

Reacting on the State Budget 2017, Bengal Chief Minister Mamata Banerjee strongly protested one Centre’s move of Deomenetsation-Remonetisation.

Excerpts of her speech:

  • Economy has slowed down all over the country due to demonetisation. GDP growth has slowed.
  • People have lost their jobs due to demonetisation. They are returning to their home states. We have started a scheme to help them.
  • Some people are talking of digital now. We have started a host of e-services long ago.

 

 

নোট বাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে: অর্থমন্ত্রী  

২০১৭-১৮ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করার সময় এদিন কড়া ভাষায় কেন্দ্রের নোট বাতিলের সমালোচনা করেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • নোটবাতিল সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কোন গণতান্ত্রিক দেশে এভাবে ৮৬ শতাংশ নোট বাতিল হয় না।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি প্রথম নোটবাতিলের এবং টাকা তোলার নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
  • ভারতের জি ডি পি বৃদ্ধির হার নিম্নমুখী, ১ শতাংশ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে।  
  • নোট বাতিল অর্থনৈতিক ও রাজনৈতিক জরুরি অবস্থার সমান।
  • সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শ্রমিক, চা, জুট, হ্যান্ডলুম, টেক্সটাইল – সব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত।
  • নোটবাতিলের গোলপোস্ট এখন কালো টাকা থেকে ক্যাশলেস অর্থনীতিতে সরে গেছে।
  • নোটবাতিলের আসল উদ্দেশ্য কারো জানা নেই। এর ফলে কারা উপকৃত হয়েছে?
  • রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্ব করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র।
  • কেন্দ্রের নোট বাতিলের ফলে ভারতের বৃদ্ধির হার কমে ৭.১ শতাংশ হয়ে গেছে।
  • নোট বাতিলের ফলে সাপ্লাই চেন ও সহযোগী শিল্প ক্ষতিগ্রস্ত, শ্রমিকরা কর্মহীন হয়েছেন।
  • নোটবাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে।
  • কৃষকরা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও লোনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের ফলে কো-অপারেটিভ সিস্টেম ক্ষতিগ্রস্ত।

 

 

২০১৭-১৮ রাজ্য বাজেটের ওপর প্রতিক্রিয়া দেওয়ার সময় ডিমনিটাইজেশন-রিমনিটাইজেশনের (Demo-Remo) তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • নোটবাতিলের ফলে অর্থনীতি নিম্নমুখী। জিডিপি বৃদ্ধির হার কমে গেছে।
  • মানুষ নোটবাতিলের ফলে চাকরি হারিয়ে নিজেদের রাজ্যে ফিরে  যাচ্ছেন। তাদের সাহায্য করার জন্য আমরা একটি প্রকল্প চালু করেছি।
  • কেউ কেউ আজকাল ডিজিটালের কথা বলছে। আমরা বাংলায় ই-পরিষেবা অনেক আগেই চালু করেছি।

 

 

Bengal CM’s ideas ‘interesting and bold’, says British High Commissioner to India

Stating that the ideas of Bengal Chief Minister Mamata Banerjee for development of the state are “interesting and bold”, British High Commissioner to India, Dominic Asquith, said: “Besides education and research, Britain is interested in investing in many other sectors in Bengal.”

Asquith met the Bengal Chief Minister at the State Secretariat, Nabanna, on Thursday and the meeting continued for around an hour.

It may be mentioned that UK Foreign Secretary Boris Johnson met the Bengal CM in January, a day ahead of the Bengal Global Business Summit and had assured collaboration with Bengal in education and research sector.

He said after the meeting: “The Chief Minister has many interesting and bold ideas. We want British companies to compete in every single area of the economy besides education or research.”

The Bengal Chief Minister is trying to build and develop the economy of the state and Britain is interested in developing the relationship with Bengal in all sectors including science, medicine, trade, research and education. Asquith reached Kolkata on Thursday afternoon and he has a series of programme till Sunday when he will be meeting Finance Minister Dr Amit Mitra.