Bengal Govt puts emphasis on Green City Mission

After Chief Minister Mamata Banerjee’s special emphasis on increasing the green cover across the cities in the state, the Urban Development department has decided to spend Rs 650 crore to ensure the same. The schemes taken up under the Green City Mission include conservation of waterbodies, illumination through LED lights, installation of high mast lights, landscaping along historic buildings, development of parks and green spaces. Emphasis has also been given to improve IT-enabled citizen services and safe transportation system.

Firhad Hakim, the state Urban Development minister said: “Plans have been taken for comprehensive development of the areas. The areas should look nice and this is possible only if infrastructure is improved.”  On February 23, the Minister met the Mayors and Chairpersons of the urban local bodies at the Unnayan Bhavan and urged them to make schemes to increase the green cover.

Under Mission Nirmal Bangla, ten integrated solid waste management projects at an estimated cost of Rs 421.69 crore have been approved for 14 Urban Local Bodies (ULBs).  The department has allocated Rs 4.52  crore for all the 125 ULBs to create awareness against malaria and dengue. It has also taken the initiative to provide safe drinking water in all the ULBs. Safe Drinking Water Project has been commissioned in 34 ULBs and the work is in progress in 51 ULBs.

Bengal Govt sets up Judicial School

The West Bengal Judicial School was inaugurated on Saturday at Newtown by the State Minister in Charge of the Judiciary Department.

The aim of the School would be to act as a training and research centre for all the students, lawyers and even judges and anybody connected to the legal profession.

The Bengal Government has already taken up steps like video conferencing facility in the eight of the State’s correctional homes in order to speed up the legal processes. Three new district courts has also been set up, besides spending Rs 100 crore for the development in the judiciary infrastructure.

 

পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুল চালু হল

শনিবার নিউ টাউনে পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুলের উদ্বোধন করলেন জুডিসিয়ারি দপ্তরের বিচারবিভাগীয় মন্ত্রী।

রাজ্য সরকার বিচার বিভাগীয় আধিকারিক ও আইনজীবীদের জন্য প্রশিক্ষণ দেওয়াই এই স্কুলের উদ্দেশ্য।

রাজ্য সরকারের সহযোগিতায় ৮টি সংশোধনাগারে বিচার প্রক্রিয়ার দ্রুততার কথা ভেবে ভিডিও কনফারেন্সিং চালু হয়েছে। ৩ টি নতুন জেলা আদালতও তৈরি হয়েছে। বিচারপ্রার্থীদের পরিবারের জন্য বিভিন্ন আদালতে ছাউনি তৈরি করা হয়েছে এবং বিচারবিভাগীয় পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা ব্যয় করছে জুডিসিয়ারি দপ্তর।

 

 

Three more police districts to be set up in Bengal

The Bengal Government has decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

The decision was approved during the State Cabinet meeting at Nabanna on Tuesday.

The Kakdwip police district will be setup with 19 police stations including 9 in the Kakdwip sub-division. The Diamond Harbour police district will include all the police station of the sub-division and that of the Alipore sub-division. The Baruipur police-district will include all the police stations of the Baruipur sub-division.

The move will ensure better communication and fast response by the police force in case of any emergency regarding law and order situation.

 

ঝাড়গ্রামের পরে তৈরি হচ্ছে আরও তিনটি পুলিশ জেলা

ঝাড়গ্রামের পরে রাজ্যে আরও তিনটি পুলিশ জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব ক’টিই হবে দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তিন পুলিশ-জেলা অনুমোদন পেয়েছে। কাকদ্বীপ পুলিশ জেলা গড়া হচ্ছে কাকদ্বীপ মহকুমার ন’টিথানা-সহ ১৩টি থানা নিয়ে। ডায়মন্ড হারবার পুলিশজেলায় ওই মহকুমার সব থানা ছাড়াও থাকবে কলকাতার লাগোয়া আলিপুর মহকুমার থানাগুলি। আর বারুইপুর মহকুমার সব থানা নিয়ে হবে বারুইপুর পুলিশ জেলা।

প্রশাসনের একাংশ জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা হলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা।

 

 

Bengal Govt to take up character building programme across state

The Bengal Government will start character building programme across the state, said Chief Minister Mamata Banerjee on Monday. The Chief Minister directed the state Youth Services and Sports department to take up the programme, under the name of Swami Vivekananda Character Building Programme, in collaboration with the police.

She was speaking at the programme organised by the Youth Services and Sports department at Netaji Indoor Stadium where eminent sports personalities were felicitated and grants to clubs were distributed.

Stressing on the necessity of taking steps for building good “character” of a person right from childhood, Banerjee said: “The Youth Services and Sports department along with the police department will do the needed to initiate the programme in every nook and corner of the state”. Banerjee asked Aroop Biswas, the state Youth Services and Sports minister, Lakshmi Ratan Shukla, minister of state for Youth Services and Sports department, and Commissioner of Kolkata Police, Rajeev Kumar, to take necessary steps for proper implementation of the programme.

The Chief Minister said: “We may get back everything that we lose, but we will never get back our character if we lose it once.” She said that in today’s times, children are getting addicted to laptop and mobile phones and it is putting them in a puzzled state of mind. Thus, children need to be motivated to take part in sports activities. “I would urge the state education minister Dr Partha Chatterjee to bring sports in the curriculum of school education,” she said after urging the sports personalities to take necessary steps to motivate children to take part in sports. “The pollution is not only in the environment but is penetrating in the minds of people also. Thus, character building programme is essential,” she said adding that sports help to keep one out of anti-social activities.

 

 

শীঘ্রই রাজ্য জুড়ে চরিত্র গঠনের প্রোগ্রাম শুরু হবে

রাজ্য জুড়ে চরিত্র গঠনের প্রোগ্রাম গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব কল্যাণ ও ক্রীড়া ও পুলিশ দপ্তরকে এই কর্মসূচীর দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচীর নাম ‘স্বামী বিবেকানন্দ চরিত্র গঠন প্রোগ্রাম’।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা হারিয়ে যাওয়া সব কিছু ফেরত পেতে পারি কিন্তু চরিত্র একবার নষ্ট হলে সেটা আর ফেরত পাওয়া যায় না। তাই, ছোটবেলা থেকে মানুষের “চরিত্র গঠন” খুবই জরুরী। এখন ছোট বাচ্চারা অল্প বয়স থেকেই ল্যাপটপ, মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তাদের মানসিক অবস্থা খুব জটিল হয়ে পড়ছে। ওদের বিভিন্ন খেলাধুলোর প্রতি উৎসাহিত করা দরকার।

পাঠ্যসূচির মধ্যে খেলাধুলোকে অন্তর্ভুক্ত করার আর্জি জানান শিক্ষামন্ত্রীকে। এদিন তিনি ক্রীড়াবিদদের কাছে আবেদন জানান তারা যেন শিশুদের খেলাধুলোয় উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

তিনি বলেন, “দূষণ শুধুমাত্র পরিবেশেই সীমাবদ্ধ নেই, মানুষের মনের মধ্যেও ঢুকে পড়ছে। তাই চরিত্র গঠন প্রোগ্রাম খুব জরুরী। খেলাধুলোই পারে একজন মানুষকে সমাজ বিরোধী কাজ থেকে বিরত রাখতে”।

 

Healthcare must be provided at affordable cost: Mamata Banerjee

Chief Minister of Bengal Mamata Banerjee today met with the representatives of private hospitals and nursing homes at Town Hall to take stock of the functioning of the functioning of these hospitals.

In the meeting, the Chief Minister said, “There are some complaints against private hospitals, but people should not take law in their own hands.”

The Chief Minister highlighted several achievements of the state government in improving the medical facilities in State. She said, “27000 beds have been increased in the government hospitals in the last few years. Four lakh people have been registered under the Swastha Sathi programme and government hospitals have also started e-prescriptions.”

The Chief Minister also mentioned, “The people choose which hospital they will get treated in. Bengal is the gateway to North East India, Bangladesh and Nepal from where people also come here for treatment. Patients trust the hospitals with their lives, they must be treated humanely. The treatment must be provided with ease and simplicity. This is a social responsibility.”

She suggested to the private hospitals that they must maintain e-records of patients. The Chief Minister also mentioned that the Government will bring in an amendment to the West Bengal Clinical Act in the upcoming session of the Assembly.

She ended the meeting stating that the government will set up West Bengal Health Regulatory Commission headed by a former judge for monitoring private hospitals.

 

সহজ-সরল-সুলভ খরচে স্বাস্থ্য পরিষেবা দিতে হবেঃ মুখ্যমন্ত্রী

আজ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম  গুলির সঙ্গে টাউন হলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু কিছু বেসরকারি হাসপাতালের নামে অভিযোগ আসছে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না”।

মুখ্যমন্ত্রী জানান, গত ৫ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৪ লক্ষ মানুষ রয়েছেন। সরকারি হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করা হয়েছে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কোথায় চিকি९সা করাবেন সেটা তাদের স্বাধীনতা। বাংলা উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে, বাংলাদেশ ও নেপাল থেকেও অনেক মানুষ এখানে আসেন চিকি९সার জন্য। মানুষ হাসপাতালগুলিকে বিশ্বাস করে। তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। মানুষকে স্বাস্থ্য পরিষেবা সহজ-সরল-সুলভে দিতে হবে। এটাও একটা সামাজিক দায়িত্ব”।

তিনি আরও বলেন, “দিল্লি ও মুম্বাইয়ের জীবনযাত্রার মান কলকাতার থেকে অনেক বেশি তাই ওখানকার খরচের সাথে কলকাতার খরচ তুলনা করা যায় না।”

তিনি বলেন, কোনও হাসপাতাল থেকে এমারজেন্সি রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত না।

হাসপাতালগুলিকে ‘বাজেট সেকশন’ চালু করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী যেখানে সাধারণ মানুষ সুলভে স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন।

মুখ্যমন্ত্রী বলেন “সরকারি ও বেসরকারি হাসপাতাল একে অপরের পরিপূরক। বর্তমানে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। মা ও শিশুদের সুরক্ষাই আমদের লক্ষ্য। রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে। কিন্তু হাসপাতালে কোনরকম অশান্তি আমরা সমর্থন করি না। হাসপাতাল মানুষের সেবার জায়গা। হাসপাতালগুলির উচিত রোগীদের ই-রেকর্ড রাখা”।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল অ্যাক্ট এমেন্ড করা হবে এবং করব বেসরকারি হাসপাতালেগুলিকে মনিটর করতে একটি West Bengal Health Regulatory Commission গঠন করা হবে।

 

 

Bengal Govt to teach prisoners basic literacy through computers

With the aim to achieve 100 per cent literacy among prison inmates of West Bengal, the state has launched a Computer Based Fundamental Literacy Programme (CBFL). It was announced on Monday.

Christened ‘Project Sandeepan’, the initiative was launched on February 1 by the Department of Correctional Administration and has a private company as its knowledge partner.

“Training has been imparted free of cost by the private company to participants from all cadres of correctional staff and officers, including inmates at four different locations of the state for the Computers. Accessories required for running CBFL software is being allotted to all correctional homes,” a statement from the department said.

 

রাজ্যের সংশোধনাগারগুলিতে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ সরকারের

রাজ্যের সংশোধনাগারগুলিতে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই উদ্দেশ্যে গত সোমবার চালু করা হল ‘কম্পিউটার বেসড ফান্ডামেন্টাল লিটারেসি প্রোগ্রাম’-এর।

একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় কারা দপ্তর গত ১লা ফেব্রুয়ারি থেকে এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “সন্দীপন”।

কারা দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের ৪টি স্থানে কারা কর্মী, কারা আধিকারিক এবং কয়েদীদের প্রতিনিধি দলকে বিনামুল্যে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের সব সংশোধনাগারগুলিতেই সিবিএফএল সফটওয়্যারটি পাঠানো হয়েছে।

 

Bengal Govt to set up hub for local food products like batasha, nakuldana

The Bengal Government is all set to create new avenues for the food industry, a large chunk of which is part of the micro, small and medium enterprises (MSME) sector. As a part of the framework for popularisation and export of the heritage sweet dishes of the State, like the lyangcha of Shaktigarh and mihidana and sitabhog of Bardhaman, to the rest of the world, Mishti Hubs have come into being.

On the same line, popular Bengali food items of daily household use like batasha, nakuldana and bori, and sweets like morobba, will now find a common address as the makers of these items will be brought under one roof. The Bengal Government will be helping the makers of these items by providing technical support and marketing strategies.

Thousands of families all over Bengal earn their living by making these, which make up a popular cottage industry. These items have a huge demand in other states as well. However, the lack of marketing has left the people connected with these businesses in a poor state, and this is why the Government has decided to step in. The State Government is now deciding upon the place where the hub will be set up.

 

 

বিপণন বৃদ্ধির জন্য তৈরি হবে বাতাসা,নকুলদানা, মোরব্বা হাব

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলোর পাশাপাশি এবার বাতাসা-নকুলদানার জন্য শিল্প তালুক গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা ছাড়াও আশেপাশের জেলার প্রসিদ্ধ সব মিষ্টিকে এক ছাদের তলায় আনতে চায় রাজ্য সরকার। শুধু তাই নয়, বিপণন ও রপ্তানিরও দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার।

একইসঙ্গে বাংলার বিভিন্ন জনপ্রিয় জিনিস যেমন বাতাস, নকুলদানা, মোরব্বা এবং বড়ি এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরির ব্যবসায় যুক্ত ব্যবসায়ী-কারিগরদের এক ছাদের তলায় আনাই উদ্দেশ্য রাজ্য সরকারের। উন্নত প্রযুক্তিগত সহায়তা প্রদান করে যাতে এইসকল জিনিসের উপাদন বৃদ্ধিতে সহায়তা করবে রাজ্য সরকার। সেই সঙ্গে বিপণনের দরজাও প্রসারিত হবে।

বাতাসা, নকুলদানা, মোরব্বা, ডালের বড়ি তৈরির সঙ্গে বাংলায় কয়েক হাজার কারিগর ও তাদের পরিবার যুক্ত। অন্যান্য রাজ্যেও এসবে চাহিদা যথেষ্ট। কিন্তু উপাদন কম হওয়ায় এবং বিপণনের অভাবে তাদের রোজগার একেবারেই নামান্তর। সেজন্যই রাজ্য সরকার এই হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অনেক কর্মসংস্থানও হবে।

 

 

Respect all languages but do not neglect Bangla: Mamata Banerjee

Like every year, Bengal Government commemorated International Mother Language Day today in the presence of Chief Minister Mamata Banerjee at Deshapriya Park, Kolkata. Earlier in the day, the Chief Minister paid her tributes at Bhasha Shahid Smarak at 21se Udyan.

Speaking on the occasion, the Chief Minister announced that the Government has decided to give recognition to Kurukh language and also form a committee for the recognition of Rajbongshi/Kamtapuri language. The committee will be headed by Nrisingha Prasad Bhaduri.

The CM expressed sadness at the fact that Bengali language is ignored today. “We have to respect all languages but why should we neglect Bangla,” she said.

Last year the Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Bhasha Shahid Smarak at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium here. It has been built in memory of the martyrs of the Language Movement or Bhasha Andolan in Bangladesh, who gave their lives for the cause of Bengali to be made the national language, on February 21, 1952.

 

সব ভাষাকে শ্রদ্ধা করুন, বাংলা ভাষাকে ভুলবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ করল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৯৯ সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পরে ২০০৮ সালে জাতীয়সংঘও এই দিনটিকে স্বীকৃতি দেয়।

মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ আজ বাংলা ভাষাকে ভুলতে বসেছে। আমাদের উচিত সব ভাষাকে শ্রদ্ধা করা, কিন্তু কেন আমরা বাংলা ভাষাকে ভুলে যাব।হিন্দি, উর্দু, গুরুমুখী, অল চিকি ভাষাকে আমরা মান্যতা দিয়েছি। আজ ভাষা দিবস উপলক্ষে আমরা কুরুক ভাষা কে মান্যতা দিচ্ছি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির অধীনে একটি কমিটি গঠন করা হচ্ছে রাজবংশী/কামতাপুরি ভাষাকে মান্যতা দিতে”।

সবশেষে তিনি বলেন আজ বনশ্রীদি আমাদের মধ্যে নেই। তিনি আমাদের মধ্যে না থাকলেও তার গান আমাদের সাথে চিরকাল থাকবেন।

গত বছর মুখ্যমন্ত্রী বিড়লা প্ল্যানেটরিয়ামের বিপরীতে ২১শে উদ্যানে একটি ভাষা শহীদ স্মারকের উদ্বোধন করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে তৈরী হয়েছে এই স্মারক।

Bengal Transport Dept to launch electric buses, gear up road safety measures

The state Transport department would ply CNG buses all across the state besides introducing electric buses in Rajarhat, Bidhannagar and New Town.

The state Transport department minister, in the Assembly on Wednesday, said that CNG buses will ply all across the state. One bus will cost around Rs 1 crore, but its maintenance cost will be much less compared to those of the diesel-run buses. Moreover, the fuel cost will be much cheaper as gas costs lesser than diesel.

At present, some CNG buses ply in Asansol and Durgapur. Moreover, 10 electric buses would be plying in Rajarhat, Bidhannagar and New Town. The Minister further said that steps have also been taken to ensure ambulance facilities in Sundarbans. This comes at the time when the Transport Corporations have been revived after incurring loss for the past many years.

The Bengal Government has allotted Rs 50 crore to the state Transport department for further implementation of “Safe Drive Save Life” campaign across the state.

The Kolkata Police, each of the police Commissionerates and police department of each district have been allotted funds to  implement “Safe Drive Save Life” campaign and to take other necessary steps to curb the rate of accidents in their respective areas.

Steps have been taken to install surveillance at strategic locations and at the same time, District Magistrates and Superintendents of police of all the districts were asked to file a report by identifying the accident prone zones. Necessary measures will be taken based on their reports.

Steps were also taken to install surveillance cameras, even at the places where checking of vehicles are carried out to give certificate of fitness.

 

 

ইলেকট্রিক বাস চালু করবে রাজ্য সরকার, জানালেন পরিবহণ মন্ত্রী

রাজ্য জুড়ে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস চালাবে রাজ্য সরকার। পাশাপাশি রাজারহাট, বিধাননগর, নিউটাউনেও চলবে ইলেকট্রিক বাস।

বুধবার রাজ্য বিধানসভায় পরিবহনমন্ত্রী জানান এবার থেকে রাজ্য জুড়ে সিএনজি পরিচালিত বাস চলবে। এক একটি বাসের জন্য খরচ হবে ১ কোটি টাকা। তবে ডিজেল চালিত বাসের তুলনায় এই ধরনের বাসগুলির রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। এছাড়া জ্বালানী খরচও অনেক কমে যাবে।

সম্প্রতি আসানসোল-দুর্গাপুরে প্রথম এই ধরনের দূষণমুক্ত বাস চলছে। এছাড়া, সল্টলেক-নিউটাউন এলাকায় ১০টি সিএনজি বাস চালানো হবে। আগামিদিনে সুন্দরবন এলাকায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর ভাবনাও রয়েছে।

সমগ্র রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পরিবহন দপ্তর।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ইতিমধ্যেই কার্যকরী ভুমিকা নিয়েছে। প্রতিটি জেলায় এই প্রকল্পের জন্য তহবিল গড়া হয়েছে। কলকাতা পুলিশ, পুলিশ কমিশনারেট এবং পুলিশ ডিপার্টমেন্ট এই খাতে প্রচারের জন্য অর্থ বরাদ্দ করেছে। এছাড়া সিসিটিভি বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

Bengal Govt starts new schemes to augment fish cultivation in north Bengal

Bengal government has started some new schemes to augment fish production in north Bengal where pisciculture could not be done in large scale.

In addition to these schemes, the state Fisheries department is also procuring the most advanced satellite images through which the department officials will be able to assess the condition of various water bodies across the state.

Water quality mapping is an important factor in the production of fishes. An increase in fish production depends on the water quality. A host of parameters such as dissolved oxygen content in water, chlorophyll, water turbidity, water depth etc plays a vital role.

Fish production in north Bengal has comparatively been low and hence several steps have been taken to boost the pisciculture there. The department has started to put fishlings into rivers and government ponds. They were distributing free food for feeding small fishes. Fish farmers are being provided training on how to apply scientific methods to cultivate fishes. Food is being distributed for feeding small fishes completely free of cost.

After carrying out a study, it has been observed that most of the fish cultivators do not feed the fish sufficiently and as a result of this, the growth of the fishes is not up to the mark. The state government is conducting awareness camps to inform the farmers how to detect diseases of the fishes and boost fish growth. The department has already chosen some government ponds for cultivating fish.

Fishlings have been put into different ponds across North Bengal and also in rivers like Teesta, Torsha, Kalijani, Karla, Jaldhaka, Sankosh and others. Awareness campaigns in local areas has been started where tea gardens exist, so that people learn to avoid using the river water to clean the spray machines after using them for pest control purposes. It was learnt that around 6,000 ton of fish are currently produced in Jalpaiguri and Alipurduar districts annually.

To increase the fish production, the satellite images would help the department in many ways. The department will procure current satellite data to know the exact contents of a particular waterbody. It will also help understand the nature and quality of each waterbody.

 

উত্তরবঙ্গে মাছচাষ বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বড় আকারে মাছ চাষ সম্ভব নয়, সেই সব অঞ্চলে মাছচাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে রাজ্য ম९স্য দপ্তরের তরফে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করছে। এই প্রযুক্তিতে সারা রাজ্যে যত জলাশয় আছে তার স্যাটেলাইট মারফত ছবি ম९স্য দপ্তরের আধিকারিকদের কাছে চলে যাবে। এছাড়াও জলাশয়গুলির জলের গুনমানও জানা যাবে প্রযুক্তির সাহায্যে।

মাছ চাষের জন্য জলের গুনমান বিচার খুব জরুরি বিষয়। জলাশয়ের অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠির ওপর নির্ভর করে মাছচাষ। যেমন, জলে অক্সিজেনের পরিমান, ক্লোরোফিলের মাত্রা, জলের গভীরতা ইত্যাদি।

মাছ উ९পাদন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। তাই, সেখানে মাছ উ९পাদন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তর তিস্তা, তোর্সা, কালিজানি, কারলা, জলঢাকা, সঙ্কশ নদী ও রাজ্য সরকারের অধীন পুকুরগুলোতে চারা মাছ ছাড়ছে। মাছ চাষে অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছচাষিদের।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে মাছ চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই মাছেদের উপযুক্ত পরিমানে খাবার দেয় না। তাই, ছোট মাছের খাদ্যও বিনামূল্যে বিতরণ করছে। মাছের রোগ চিহ্নিত করার তালিমও দেওয়া হবে এই প্রশিক্ষণে। এর ফলে ফলন বাড়বে।