Trinamool demands maternity benefits be extended to unorganised sector too

During a discussion on the Maternity Benefits (Amendment) Bill, 2016 in the Lok Sabha, Trinamool MPs Ratna De Nag and Kakoli Ghosh Dastidar suggested to the Union Labour Minister to extend the maternity benefits to the unorganised sector also.

Ratna De Nag said: “Women in unorganized sector, including government front-end workers – like Asha workers, who provided maternal healthcare linkage to all women, mid-day meal workers, Anganwadi worker and helpers, women working under MGNREGA – do not get any wage compensation during pregnancy and childhood.”

They also stressed upon the importance of nutrition for mothers and infants. Kakoli Ghosh Dastidar highlighted the ‘Mother and Child Hubs’ in Bengal that provide care to pregnant women in the last trimester. She also demanded that surrogate mothers and single mothers also be given maternity benefits.

Citing the example of Bengal, where paternity leave of 30 days is given, both the MPs asked the Centre to start paternity leaves for menfolk. Kakoli Ghosh Dastidar also called for setting up a Supervisory Body with Labour Ministry, Women and Child Development Ministry and the Health Ministry. Ratna De Nag asked for a monitoring system and grievance redressal mechanism for non-implementation of the Act.

Click here for the full transcript for Ratna De Nag’s speech

Click here for the full transcript for Kakoli Ghosh Dastidar’s speech

Ratna De Nag speaks on Maternity Benefit (Amendment) Bill, 2016

FULL TRANSCRIPT

At the very outset, I am really glad to say that this Bill recommends to extend maternity leave to 26 weeks from the present 12 weeks.  As the House is aware that the Bill seeks to increase the maternity leave from twelve weeks to 26 weeks for two surviving children and the said will be applicable to all establishment employing 10 or more people.

The Bill also provides twelve weeks leave for commissioning and adopting mothers and makes it mandatory to provide creche facility in establishments where the number of workers is 50 and above. At present, the Maternity Benefit Act does not provide a maternity leave for commissioning and adopting mothers. Hence, I have apprehension because no establishment will follow this provision of the law. Hence, I would suggest that the monitoring mechanism should be strictly adhered to. The provisions of the Act should be put in place in organised and unorganised sector.

The legislation must include decentralised grievance redressal system for non implementation of the Act. But women in unorganized sector, including government front-end workers – like Asha workers, who provided maternal healthcare linkage to all women, mid-day meal workers, Anganwadi worker and helpers, women working under MGNREGA – do not get any wage compensation during pregnancy and childhood.

The object of maternity leave and benefit is to protect the dignity of motherhood for providing for full and healthy maintenance of a woman and child when she is not working. In today’s age more and more women are joining the workforce and in this scenario it is important to ensure that women who are striving for self-sufficiency do not have to compromise in a role as a caregiver to her child.

Studies have shown that longer  maternity leaves are likely to produce health benefits. Expectant and nursing mothers require special protection to prevent harm to their own health and infant’s health. They need adequate time to give birth, to recover, to nurse their children at the same time they also require protection to ensure that they will not lost their job simply because of pregnancy at maternity leave. Such protection ensures a woman equal access to employment.

Sir, women are estimated to be only 30 % of all economically active individuals even though they account for 48% of the population Only 1% of women are employed in State and Central Government and 3% are registered in management and senior official positions.

Maternity benefits are crucial as malnutrition continues to be a huge hurdle. In India, almost 1 in every 3 children or an alarming 4.8 crore children are stunted. Without benefits it often becomes difficult for a single mother to provide adequate nutrition for her child. A mother also has to ensure that a child is fully immunised against all types of diseases. India is still long way off from securing 100% immunisation for all children. In fact, the first phase of National Family Health Survey, 2015-16, revealed that the highest percentage of fully immunised children are from Goa, Sikkim, Puducherry and Bengal.

India Gandhi Matritva Sahayog Yojana is conditional cash transfer scheme for improved health and nutrition of pregnant and lactating mothers. This scheme is being implemented in 52 districts for women above the age of 19 years for their first to birth, it is estimated that around 3 to 4 women get pregnant every year. If Rs 6000 is given to each of them then Rs 18000 crore is needed every year. However, in the current Budget only Rs 400 crore has been allocated in the scheme. This needs to be re-looked by the government.

Sir I would like to mention something about my State; what is Bengal doing for pregnant women? In the case of construction workers in unorganised sector, baby boy is given an amount of Rs 6000 and baby girl is given an amount of Rs 12000. If the women stay in hospital even after 3 days then around Rs 200 is given per day.

Earlier we lived in a joint family where when a newborn arrived , the whole family attended to the newborn. But now we have nuclear families where you have none to take care of the newborn. The mother and the father have to do everything in order to take of the newborn. Hence there is a need for certain facilities for the father also – that is paternity leave. In our state Bengal, our CM is giving paternity leave for 30 days.

In the Bill it is stated in other cases the existing period of 12 weeks maternity benefits shall continue; those women who are having more than 2 children will be given 12 weeks of maternity leave. Hence, I would like to suggest to the Hon. Minister to have a relook at this. How will the mother manage with the 12 weeks leave because she needs more time to bring the child to a certain stage before she joins work. Hope the Hon. Minister will respond to this. Let there be a clear method of extending 26 weeks of maternity leave as per the Bill.

Let  there be a clear method of extending 26 weeks of maternity leave as per the Bill. When does the mother go on leave? When would the 26 weeks of maternity leave start? For example 2 months before delivery and 4 months after delivery would be ideal as per as I am concerned.

I would like to request the Hon. Minister to take care of the women in the unorganised sector where women work in a large number and in majority and that is the reason why women in the unorganised sectors are the worst sufferers. I hope the Hon. Minister will pay special emphasis on women workers in the unorganised sector.

I appreciate the thought the government has put behind the bill, we all need to work towards building a future where women hold an equal stake in every aspect of India’s social, political and economic life, for a child the most important person in their life is their mother, let us insure that we will build an India with every women is free to achieve her dreams and no child is deprived of the mother’s love.

 

 

Saugata Roy speaks in Lok Sabha on the issue of killing of Indians in USA

FULL TRANSCRIPT

Madam, thank you very much for allowing me. I had given an Adjournment Motion on the killing of Indians in the United States by those indulging in hate crimes. Madam, the Indian techie Srinivas Kuchibotla was shot dead and his friend Alok Madasani seriously injured in Kansas on February 22 by an American shouting anti-immigrant slogans. Another Indian, Harnish Patel, a convenience store owner was killed in South Carolina. Again, on March 4, one Deep Rai was injured in Kent, Washington.

Madam, this is the result of a persistent hate campaign against Indians which is taking place in the United States, especially after the new Government came to power. As Mr Kharge has mentioned, Indian technical professionals there are giving a big service to the US economy, rather they are providing them brain power. But a hate campaign against Indians is being carried out.

Madam, we are very concerned. Our Chief Minister, Mamata Banerjee in a Twitter message, has expressed concern and has asked the Government of India to take steps. She has also written to them a letter on this issue. But the Central Government, especially our very voluble, vocal and articulate Prime Minister is keeping a strange silence on the issue.

I can understand that External Affairs Minister is not well but the Prime Minister is his own foreign minister; he goes everywhere. The Foreign Secretary went to America and talked about H-1B visas and the restrictions on them. Immediately after he came back US imposed a fresh restrictions on H-1B visas in America for getting priority. Now what is happening? Aren’t the interests of the Indians working in the United States to be protected by the Government of India? Aren’t we going to take a proper step so that this hate campaign stops?

With all the vehemence, we condemn the hate campaign carried out by certain misguided sections of American society. We do hope that there will be protest in America as there are protests in India. We do hope our government will show the gumption and guts to stand up to the hate crimes  in the US so that no more attacks take place on Indians and Indians working there on H1B visa are not deprived of their right of working in the United States.

Thank you, Madam.

 

Trinamool MPs stage dharna in Parliament on the issue of killings of Indians in US

Trinamool Congress MPs from both the Houses today staged a dharna near the statue of Mahatma Gandhi inside Parliament complex on the issue of killings of India in America.

The MPs held placards which said: “The world is one. All citizens are our brothers and sisters. We must take care of them” and “All Indians are our brothers and sisters, stop attacking them in USA”.

Speaking on this issue in the Lok Sabha, Saugata Roy said: “This is the result of a persistent hate campaign against Indians which is taking place in the United States, especially after the new Government came to power.”

He asked why “the Central Government, especially our very voluble, vocal and articulate Prime Minister is keeping a strange silence on the issue.”

Click here for the full transcript of his speech

Earlier, Trinamool Chairperson Mamata Banerjee had tweeted on the issue and had also written a letter to the Union Minister for External Affairs, urging the Centre to take up the issue at the highest level in US.

 

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনা নিয়ে সংসদ চত্বরে ধর্ণা তৃণমূলের

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনা নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধর্ণা করেন।

সাংসদদের হাতে থাকা প্ল্যাকার্ড এর কিছু স্লোগানঃ “বিশ্বের সব মানুষই সমান।  সব দেশের মানুষই আমাদের ভাই-বোন। আমাদের কর্তব্য তাদের রক্ষা করা” এবং “প্রবাসী ভারতীয় ভাই-বোনেদের নিগ্রহ বন্ধ করতে হবে।”

এই বিষয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেন, “বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষী আক্রমণের ফলাফল এটি”।

“কেন্দ্রীয় সরকার, আমাদের বাকপটু, স্পষ্টভাষী প্রধানমন্ত্রী কেন এই বিষয়ে চুপ করে আছেন?” এই প্রশ্নও তুলেছেন তিনি।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে টুইট করেছেন এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি লিখেছেন প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই ঘটনাগুলি উচ্চপর্যায়ে আলোচনা করা হয়।

 

 

 

Bengal Govt to set up exclusive shopping mall for products made by self-help groups

The Bengal Government has decided to develop a shopping mall off the Eastern Metropolitan Bypass exclusively to let Self Help Group members from the districts get a permanent place to sell their produce round the year.

The State Self Help Group minister, said in the Assembly on Tuesday that a shopping mall with all sorts of modern facilities will be constructed. Members of Self Help Groups will be allowed to display their produce alternatively for a month in the shops.

The Minister said that a 15 cottah land has been bought from the Kolkata Improvement Trust at a cost of Rs 10 crore to set up the mall. Hooghly River Bridge Commissioners (HRBC) has been urged to carry out a study to prepare a plan to set up the shopping mall. T

here will also be a stall of Biswa Bangla in the shopping mall. The initiative will provide a permanent place to members of the Self Help Groups to sell and market their produce round the year. Usually, they get the opportunity to display and sell their produce in fairs.

At present, there are over 50 lakh Self Help Groups in the state. Members of all the groups will be getting opportunity to set up their stalls in the malls alternatively. Though the plan of the proposed mall is yet to be ready, according to the minister, it will be decorated with lights is such a way so that people gets attracted and start visiting the place.

 

স্বনির্ভর গোষ্ঠীদের নির্মিত দ্রব্য বিপণনের জন্য শপিং মল তৈরী করবে রাজ্য সরকার

স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। তাদের নির্মিত দ্রব্য সারা বছর বিক্রির জন্য রাজ্য সরকার কলকাতার বাইপাসের ধরে একটি মল নির্মাণ করবে।

বিধানসভায় স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের মন্ত্রী বলেন, এই মল তৈরির জন্য রাজ্য সরকার ১৫ কাটা জমি কিনেছে বাইপাসের ধারে। এই মল’টিতে অন্যান্য মলের মত সকল সুবিধা পাওয়া যাবে। রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা নিজেদের পসরা নিয়ে বসতে পারবেন এই মলে। হুগলী রিভার ব্রিজ কমিশন এই মল’টির প্ল্যান তৈরি করবে। এই মলে বিশ্ব বাংলার একটি স্টল থাকবে।

এই মুহূর্তে রাজ্যে ৫০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে।

Mamata Banerjee slams Centre on Aadhaar policy

Trinamool Chairperson Mamata Banerjee today slammed at the Centre’s decision to make Aadhaar mandatory for mid-day meals in schools.

She questioned whether even infants (0-5 years) will need Aadhar cards now? She termed the decision to have Aadhaar card for mid-day meals and ICDS and  100 Days’ Work as shocking.

Mamata Banerjee wondered why instead of helping the poorest of the poor, the downtrodden and children, the Centre is snatching away their rights. She said that in the name of Aadhaar, privacy is being lost and there is extortion.

Mamata Banerjee said that as a nation we must protest against this.

Here are her tweets:

“Now even infants (0-5 years) will need Aadhar cards? Aadhaar card for mid-day meals and ICDS? Shocking! 100 Days’ Work also not spared. Instead of helping the poorest of the poor, the downtrodden and our favourite children, why are their rights being snatched away? In the name of Aadhaar, privacy is being lost and there is extortion. Why is this Govt so negative? As a nation, we must condemn this. ”

 

আধার ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা মমতা ব্যানার্জীর

মিড-ডে মিল ও আইসিডিএসের জন্যও আধার কার্ড বাধ্যতামূলক করার জন্য কেন্দ্রীয় সকারের করা সমালোচনা করলেন মমতা ব্যানার্জী।

ট্যুইটার-এ মমতা ব্যানার্জীর প্রতিক্রিয়া:

“এখন থেকে কি ০-৫ বছরের শিশুরও আধার কার্ড লাগবে? মিড-ডে মিল ও আইসিডিএসের জন্যও আধার কার্ড? অবিশ্বাস্য! একশো দিনের কাজও বাদ যায়নি। গরিব, খেটে-খাওয়া মানুষ, আমাদের প্রিয় শিশুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? আধারের নামে মানুষের গোপনীয়তা ক্ষুন্ন করা হচ্ছে। এটাতো এক্সটরশান! কেন্দ্রের মনোভাব এত নেতিবাচক কেন? সারা দেশে এর প্রতিবাদ হয় উচিত।”

 

आधार को लेके केंद्र की तीब्र निंदा किया ममता बनर्जी ने

आधार को लेके केंद्र की तीब्र निंदा किया ममता बनर्जी ने।  उन्होंने कहा की आधार के नाम पर गोपनीयता नष्ट की जा रही है। आधार को एक तरह की ‘वसूली’ भी कहा उन्होंने। ममता बनर्जी ने कहा की पूरे देश में इसका विरोध होना चाहिए।

ममता बनर्जी के ट्वीट्स:

“अब क्या नवजात शिशु (0-5 वर्ष) को भी आधार कार्ड चाहिए? मिड-डे मील और आईसीडीएस के लिए भी आधार चाहिए? अविश्वसनीय! नरेगा को भी रिहाई नहीं मिली! गरीबों को मदद करने के स्थान पर गरीब, पिछड़े हुए लोग और हमारे प्यारे बच्चों से उनका हक क्यों छीना जा रहा है? आधार के नाम पर गोपनीयता नष्ट की जा रही है। यह एक तरह की ‘वसूली’ है। यह सरकार इतनी नकारात्मक क्यों है? पूरे देश में इसका विरोध होना चाहिए।”

Bengal’s new ‘Health Bill’ is a model for the entire country: Mamata Banerjee

The historic West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017 was passed at the West Bengal Assembly today.

The Bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

Bengal Chief Minister Mamata Banerjee spoke at length on the Bill during a discussion in the Assembly. She called the Bill ‘historic’ and “a model for the entire country”.

Highlights of Mamata Banerjee’s speech at the State Assembly:

  • Opposition for the sake of it had become a norm in Bengal. No more. We work for the people.
  • Those who are giving lectures today did not do any work for 34 years. Despite the huge debt burden, we are working for the people
  • We have increased number of beds by 27000. We provide healthcare for free in govt hospitals in Bengal
  • People from Bihar, Jharkhand, Odisha, North East, Bhutan, Nepal, Bangladesh come to Bengal for treatment
  • Procedures like MRI, Scan, X-Ray, blood tests and even dialysis are provided at much lower cost
  • 112 fair price medicine shops providing up to 70% discount have been set up
  • 16 Mother and Child Hubs, 70 SNCUs, 303 SNSUs have been set up
  • Institutional delivery has increased from 65% to 90% in last five years. Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26
  • Fair Price Diagnostic Centers and Dialysis Services have been set up at 46 State Run Facilities
  • We have set up 7 new health districts and 7 new medical colleges
  • Children receive free cardiac surgeries under Sishu Sathi scheme. We have started breast milk bank. We have initiated Swasthya Sathi scheme.
  • Seats have been increased at medical colleges
  • Health department conducted a survey for one year before bringing this Bill
  • Some hospitals are taking PAN cards and FD papers of patients. We never heard of things like this
  • Some hospitals are overcharging patients, making exaggerated bills. The greed is crossing all limits
  • This Bill aims at bringing transparency, ending harassment of patients and taking steps to stop medical negligence
  • This Bill makes provisions for proper compensation in case of negligence by hospitals
  • Hospitals have to start e-prescriptions and keep online medical records
  • Hospitals cannot charge more than the package for treatment. They must provide an estimate for additional cost
  • Hospitals must start ‘Public Grievance Cell’
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops and diagnostic centres
  • Hospitals getting land from Govt must provide free treatment to 10% people
  • Hospitals must provide primary treatment to accident victims
  • Hospitals not following this law may lose license
  • 13-member West Bengal Clinical Establishment Regulatory Commission to be set up, headed by a former judge of the High Court
  • The regulatory commission can impose penalty up to Rs 50 lakh on hospitals
  • Life saving treatment and medicines cannot be stopped even if patient cannot give money
  • Deadbodies of patients cannot be held back due to non-payment of dues
  • We must provide service with a smile

 

ঐতিহাসিক স্বাস্থ্য বিলকে সারা দেশের জন্য মডেল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিধানসভায় ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭ পাশ হল।

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল আনা হয়েছে।

বিধানসভায় এই বিল নিয়ে আলোচনার শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন সারা দেশের কাছে এটি একটি মডেল।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • আমরা হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়িয়েছি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়
  • বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, NE ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে মানুষ বাংলায় আসে চিকিৎসার জন্য
  • এম আর আই, স্ক্যান, এক্স-রে, রক্ত পরীক্ষা এমনকি ডায়ালিসিসও কম খরচে করা হয়
  • ১১২ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ৭০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যায়
  • ১৬টি মাদার চাইল্ড হাব, ৭০ টি এস এন সি ইউ, ৩০৩টি এস এন এস ইউ তৈরী করা হয়েছে
  • গত ৫ বছরে ইন্সটিটিউশন ডেলিভারি ৬৫% থেকে বেড়ে হয়েছে ৯০%
  • ৪৬ টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়
  • শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে ২৬ হয়েছে
  • ৭ টি নতুন স্বাস্থ্য জেলা ও ৭টি নতুন মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা
  • শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়। আমরা মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক চালু করেছি
  • স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি
  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • অনেক বেসরকারি হাসপাতাল ভালো কাজ করে। যারা করে না তাদের নিয়ন্ত্রণ করতে হবে
  • এই বিলটি আনার আগে স্বাস্থ্য দপ্তর এক বছর ধরে একটি সমীক্ষা করে
  • কিছু হাসপাতাল রোগীদের থেকে এফ ডি পেপার ও প্যান কার্ড নিচ্ছে। এরকম ঘটনা আগে কখনো শুনিনি
  • কিছু কিছু হাসপাতালে বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লোভের সীমা ছাড়িয়ে যাচ্ছে
  • ধৈর্যের বাঁধ ভাঙলে কড়া পদক্ষেপ নিতেই হয়
  • স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল
  • হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে হাসপাতালকে তার ক্ষতিপূরণ দিতে হবে
  • ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে
  • হাসপাতাল চিকিৎসার প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা চার্জ করতে পারে না
  • অতিরিক্ত খরচের হিসেব আগেই দিতে হবে
  • হাসপাতালগুলিকে পাবলিক গ্রিভেন্স সেল চালু করতে হবে
  • ১০০ র বেশি বেড যে হাসপাতালে আছে সেখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকান ও ডায়াগনসটিক সেন্টার থাকতে হবে
  • ১০% মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলিকে জমি দেবে রাজ্য সরকার
  • দুর্ঘটনাগ্রস্ত কোন রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে
  • এই আইন মেনে না চললে হাসপাতালের  লাইসেন্স বাতিল হতে পারে
  • ১৩ জন সদস্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস রেগুলেটরি কমিশন তৈরী করা হবে
  • রেগুলেটরি কমিশনের প্রধান হবেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি
  • হাসপাতালের ওপর ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা চাপাতে পারে রেগুলেটরি কমিশন
  • জীবনদায়ী ওষুধ ও পরিষেবা বন্ধ করা যাবে না, টাকা না থাকলেও চালাতে হবে
  • টাকা না থাকলেও দেহ আটকে রাখা যাবে না
  • অনেক বেসরকারি স্কুল চড়া ডোনেশন চায়। বোর্ড পরীক্ষার পর আমরা এই বিষয়টি দেখব
  • হাসি মুখে আমাদের পরিষেবা দিতে হবে
  • আমরা আবারও বাংলার মা-মাটি-মানুষকে প্রণাম জানাই। আমরা মানুষের জন্য কাজ করে যাব

 

 

 

Bengal Govt set to open single window service for agricultural marketing  

 

The Bengal Government is bringing in a single window service in agricultural marketing by providing a common license for the wholesale buyers to buy any farm produce. Thus, the farmers with their excess produce will not have to run door to door to sell their crops.

In order to do so The West Bengal Agricultural Produce Marketing (Regulation) Bill with amendments will tabled at the State Assembly.

After the Act is passed, wholesale buyers, after paying a fixed fee,  can buy whatever agricultural products they wishes to sell, from all over Bengal. Earlier, there were separate licenses for each agricultural products.

The new law will also be helpful for Bengal farmers who wish to export their products in other states or countries. Now, even if there are excess yield in farming, the excess may now be sold in a much easier manner, the number of wholesale buyers being increased.

 

 

রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার

বিভিন্ন কৃষিজ পণ্যের বাড়তি উ९পাদনেও বিক্রির জন্য আর সমস্যায় পড়তে হবে না বাংলার কৃষকদের। রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার। এক জানলা নীতি এবার কৃষিতেও।

বিধানসভায় পেশ হবে ‘দি ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন)’ সংশোধনী বিল।

এই বিল পাশ হলে রাজ্যের সব বাজারে একটিমাত্র লাইসেন্স থাকলেই কোনও ব্যবসায়ী রাজ্যের কৃষকদের উ९পাদিত সামগ্রী কিনতে পারবেন। কেবল একটিমাত্র জায়গায় নির্দিষ্ট ফি দিলেই বাংলার যেকোনো জায়গায় তারা জিনিস বিক্রি করতে পারবেন। এর আগে প্রত্যেকটি কৃষিজ পণ্যের জন্য আলাদা লাইসেন্স দরকার হত।

অনলাইনে জিনিস বিক্রির সুযোগ পাবেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন জেলার কেন্দ্রীয় বাজারে অনলাইন বিপণনের সুবিধা দেবে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যেও দ্রব্য রপ্তানি করতে পারবেন কৃষকরা। অর্থা९ বাংলার কৃষকরা অনেক বড় বাজারে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন।

 

 

 

 

Kolkata Police launches ‘Karma-Meter’ app for better public transport services

Just like rating app-cab drivers ensures better services from the aggregator, Kolkata Police’s ‘Karma-Meter’ app promises better public transport services based on commuter ratings. Launched on Wednesday, the app allows users to rate auto or bus drivers based on their performance, behaviour and compliance to traffic rules.

Additionally, the Karma app allows sergeants to rate drivers and any offences registered against them will be visible on it. A unique ID displayed behind the driver’s seat will grant users access to his details. The drivers, in turn, will be ranked according to the scores. While those at the top will get rewards, those lagging behind will have to undergo training at traffic guards. This, in turn, will allow traffic police a reckoner of driver behaviour and driving in the city.

Attending the Kolkata Jaaago Safe Drive Save Life function at the police training school on Wednesday, state transport minister Subhendu Adhikari said: “We are going to make the process of issuing fitness certificates and driving licences transparent. In Howrah, we are launching a programme to bring the process under CCTV surveillance. Other districts will follow suit”.

The Minister promised to provide all help to the city police in installing more CCTV cameras. “I had kept my last promise and sanctioned funds for the last round of CCTV installation. I am willing to do so again once a proper plan is received on behalf of Kolkata Police.“ The Minister also announced the launch of a new driving syllabus that will come into effect from April 1.

Kolkata traffic police said it has plans to bring about 1.5 lakh drivers under the Karma app programme and reach out to about 2.5 lakh school students to inculcate safe driving practices.

 

পরিবহন পরিষেবা সুগম করতে কলকাতা পুলিশের নতুন অ্যাপ ‘কর্ম মিটার’

সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে ‘কর্ম মিটার’ অ্যাপ চালু করল কলকাতা পুলিশ। বুধবার আলিপুরে ‘জাগো কলকাতা’ নামের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক একটি প্রচারের অনুষ্ঠানে চালু হয় অ্যাপটি।

এই কর্ম-মিটার অ্যাপে বিভিন্ন চালক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন কিনা সেই সম্পর্কে ওই অ্যাপে ট্রাফিক সার্জেন্টরাও তাদের মতামত জানাতে পারবেন। ড্রাইভারের সিটের পিছনে একটি ইউনিক আইডি প্রদর্শিত থাকবে সেখানে তার সমস্ত বিবরণ দেওয়া থাকবে। এই অ্যাপের মাধ্যমে চালক সম্পর্কে ভালো-মন্দ মতামত দিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের দেওয়া রেটিংয়ের ওপর নির্ভর করবে তাদের স্কোর।

কলকাতা পুলিশ জানিয়েছে প্রায় ১.৫ লক্ষ ড্রাইভারকে এই অ্যাপের আওতায় আনার এবং প্রায় ২.৫ লক্ষ স্কুল পড়ুয়াকে পথ নিরাপত্তা সংক্রান্ত এই সচেতনতা প্রচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

 

In conversation with Manish Gupta

Congratulations, Sir. You will be elected to the Rajya Sabha in a few weeks.  This election is only a formality. What are your first thoughts?

Manish Gupta: I would like to express my heartfelt thanks our Chief Minister and the leader of the masses Mamata Banerjee for giving me yet another chance to serve the people of Bengal and work for them.

 

You have played a role as a Chief Secretary and then as a Power Minister of the State Cabinet. But Delhi will be a new experience. Your thoughts.

Manish Gupta: We have the same responsibility in whatever role we play. Our leader Mamata Banerjee has always asked us to place people’s needs ahead of everything else. In Delhi, we will be playing the same role.

We will have to put forward the demands of the people of Bengal and take steps to fulfill them. I will use my 50 years of experience and will gain new experiences as well in Delhi. By combining them, I will be able to place the demands of our people in the right manner.

 

In which specific areas do you think you will be able to make impression in the Parliament?

Manish Gupta: In Rajya Sabha different topics will come up. I will try to showcase my State there. There are no scopes for choosing subjects. Whatever will come my way, I will do and I am ready for it.

 

manish 1

Manish Gupta before the interview

 

In the last few years, TMC has proved to be the strongest voice in the Parliament. How will you bring your experience to heighten this position?

Manish Gupta: I have 5-6 years of political experience in Bengal. We are all observing what is happening in Delhi. We are tracking the areas where Bengal is being deprived by the Centre, the sectors where funds are not coming to the State. All these issues have to be raised in Parliament. I do not think there will be any problem.

 

Your work as a Power Minister has been appreciated. Which three sectors will you be most attracted to lay stress on?

Manish Gupta: There is a distinct difference between the works of the Ministers and that of a Member of the Parliament. Besides Power, there are many issues like economic development, social changes among others. These issues will be raised on the floor of the Parliament so that the people of Bengal are benefitted.

 

How has been your experience as a Minister while working with Mamata Banerjee?

Manish Gupta: I have seen many Chief Ministers. Mamata Banerjee is different. She works 20-22 hours a day. She keeps track of every little detail. If development is not done in a timely manner, it does not have any effect and Mamata Banerjee is always trying to pace up the developmental works. At times, she personally supervises the works to get them done. She is a source of inspiration. It is a very big thing. She is unique.

 

 

manish 2

Will work for the people of Bengal: Manish Gupta

মুখোমুখি মনীশ গুপ্ত

আপনাকে অনেক অভিনন্দন। আপনি কিছুদিনের মধ্যেই রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচনটি একটি নিয়ম মাফিক প্রক্রিয়া মাত্র। আপনার কেমন লাগছে?

মনীশ গুপ্তঃ  প্রথমত, আমি বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কারণ উনি আমাকে আরও একবার সুযোগ দিলেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার।

 

আপনি এর আগে মুখ্যসচিব হিসেবে ও বিদ্যু९মন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিন্তু দিল্লি একটা নতুন অভিজ্ঞতা। কেমন লাগছে?

মনীশ গুপ্তঃ সব জায়গায় আমাদের একটাই দায়িত্ব। আমাদের দলনেত্রী সবসময় বলেন মানুষের কাজ সবার সামনে রাখতে হবে। দলের ভাবমূর্তি ঠিক রাখতে হবে। দিল্লিতেও আমাদের একই কাজ। ওখানে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে হবে যাতে তা পূরণ হয়। দিল্লিতে যেভাবে কথাগুলো পরিবেশন করা দরকার সেটা আমি করব এবং আমার বিশ্বাস আমার যে অভিজ্ঞতা হবে এবং আমার বিগত ৫০ বছরের যে অভিজ্ঞতা আছে সেই দুটো মিলিয়ে সঠিক ভাবে আমি কাজ টা করতে পারব।

 

সংসদে কোন নির্দিষ্ট বিষয়গুলি উত্থাপন করার কথা ভাবছেন?

মনীশ গুপ্তঃ রাজ্যসভায় যে কোনো সময় যে কোনো বিষয় আসতে পারে। সেখানে আমাদের রাজ্যের দিকটি তুলে ধরতে হবে। ওখানে বাছাই করার কোন ব্যাপার নেই। যা আসবে তাই করতে হবে, সেজন্য আমি প্রস্তুত।

 

গত কয়েক বছরে সংসদের দুটো কক্ষেই তৃণমূল যথেষ্ট শক্তিশালী। দল্কে সংসদে আরও শক্তিশালী করে তুলতে কি ভূমিকা নেবেন?

মনীশ গুপ্তঃ আমার এখানে ৫-৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমরাও সবসময় দেখি দিল্লিতে কি হচ্ছে। আমরা কোথায় বঞ্চিত হচ্ছি, রাজ্যের কোন কোন খাতে টাকা আসছে না, সংসদে কি কি বিষয় আমাদের তুলে ধরা দরকার সেই কাজটাই আমায় করতে হবে, অতএব আমার মনে হয় না ওখানে কোন অসুবিধা হবে।

 

manish 3

Trinamool’s Rajya Sabha candidate Manish Gupta

বিদ্যু९ মন্ত্রী হিসেবে আপনার কাজ যথেষ্ট প্রশংসনীয়। সাংসদ হিসেবে কোন তিনটি বিষয়ে বিশেষ নজর দেবেন?

মনীশ গুপ্তঃ মন্ত্রী আর সাংসদদের কাজ আলাদা। বিদ্যু९ ছাড়াও অন্যান্য অনেক বিষয়বস্তু আছে যেমন- অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক পরিবর্তন এই বিষয় গুলো সংসদে উত্থাপন করতে হবে যাতে আমাদের রাজ্যের মানুষ উপকৃত হন।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

মনীশ গুপ্তঃ আমি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিনে প্রায় ২০-২২ ঘণ্টা কাজ করেন, প্রতিটি কাজের বিস্তারিত খবর রাখেন। উন্নয়ন সময়মত না করলে তার effect থাকে না। উনি সবসময় চেষ্টা করছেন করছেন যত তাড়াতাড়ি উন্নয়ন করা যায় এবং সেইজন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ গুলো করান, নিজে অনুপ্রেরণা দেন। এটা একটা বিরাট ব্যাপার। সত্যিই উনি অতুলনীয়।