We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

Bengal Govt brings 1 crore people under social security scheme

The Bengal government has brought around 1 crore workers from unorganised sectors under the social security scheme — Samajik Surakshya Yojana — in the past six years, said state Labour minister, Moloy Ghatak. The minister further added that these 1 crore people will be given educational benefits for their children, support for marriage of their two daughters, health cards and other benefits. He said this is a scheme that has not been introduced in any other state apart from Bengal and would be a model in giving social security to workers from unorganised sectors before other states take the same route in the country.

The Labour department of the Bengal government has achieved a milestone by providing benefits worth Rs 880 crore till March 2017.

In April 2017, the state government has merged all the five schemes to one and named it Samajik Suraksha Yojana. The convergence of the schemes has benefitted the people from different unorganised sectors and self employed youth, said the Minister adding that total 4 crore people are being benefitted with 1 crore coming under the scheme as on an average there are four family members in each of the houses. Samajik Suraksha Yojana was introduced converging State Assistance Schemefor Provident Fund for Unorganised Sector, West Bengal Unorganised Sector Workers’ Health Security Scheme, Social Security Scheme for Construction Workers, West Bengal Transport Workers’ Social Security Scheme and West Bengal Bidi Workers’ Welfare Scheme.

In the programme at Utsav Mancha in Kankurgachi on Tuesday in which the state Self Help Group minister Sadhan Pande was also present, benefits worth Rs 2,12,48,584 was distributed among as many as 1,669 beneficiaries. Pande said that members of Self Help Groups (SHGs) get different insurance facilities only by depositing Rs 25 per month. He further said that the Chief Minister will also be invited to the newly constructed Utsav Mancha.

 

“সামাজিক সুরক্ষা যোজনা” প্রকল্পের আওতায় আনা হল ১ কোটি মানুষকে

গত ছয় বছরে অসংগঠিত ক্ষেত্রের এক কোটি শ্রমিক রাজ্য সরকারের “সামাজিক সুরক্ষা যোজনা”প্রকল্পের আওতায় এসেছেন। গতকাল একথা জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় শ্রমিকরা স্বাস্থ্য কার্ড এবং অন্যান্য সুবিধার পাশাপাশি পাবেন সন্তানদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও দুই কন্যা পর্যন্ত বিবাহে সরকারি সাহায্য। উল্লেখযোগ্য ব্যাপার হল, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এরম প্রকল্প সারা দেশে নজিরবিহীন।

রাজ্য সরকারের শ্রম দপ্তর ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত এযাবৎ এই প্রকল্পে ব্যায় করেছে ৮৮০ কোটি টাকা। ২০১৭ সালের এপ্রিল মাসে রাজ্য সরকার পাঁচটি প্রকল্প একত্রিত করে একটাই প্রকল্প করেন, ও নাম দেন “সামাজিক সুরক্ষা যোজনা”প্রকল্প। প্রকল্পগুলি হল, স্টেট আসিস্টেন্স স্কিম ফর প্রভিডেন্ট ফান্ড ফর আনঅর্গানাইসড সেক্টর, ওয়েস্ট বেঙ্গল আনঅর্গানাইসড সেক্টর ওয়ার্কার্স হেলথ সিকিউরিটি স্কিম, সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর কনস্ট্রাকশন ওয়ার্কার্স, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম এবং ওয়েস্ট বেঙ্গল বিড়ি ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম।

এই সংযোজনের ফলে অসংগঠিত ক্ষেত্রের এক কোটি শ্রমিকের পাশাপাশি উপকৃত হয়েছে স্বনির্ভর যুবরাও। মন্ত্রী বলেন, সরাসরি ১ কোটি মানুষ উপকৃত হলেও, যেহেতু প্রতি শ্রমিকের গড় পরিবারের সদস্য সংখ্যা অন্তত চার, তাই, এই প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা সেই অর্থে চার কোটি।

এই প্রকল্পে উপকৃত ১৬৬৯ মানুষকে মোট ২,১২,৪৮,৫৮৪ টাকা মূল্যের নানান সুযোগ সুবিধা বিতরন করা হয়। মন্ত্রী আরও বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা মাসিক মাত্র ২৫ টাকা জমা করার বিনিময়ে বিভিন্ন বীমার সুবিধা পাবে।

 

Bengal Transport Dept to introduce 270 buses; Darjeeling, Dooars in main focus

To ensure better connectivity between different points in tourist spots, the Bengal  Transport department has decided to introduce a set of new buses in Darjeeling, Dooars and Murshidabad.

Suvendu Adhjikari, the state Transport minister, said in the Assembly: “Decision has been taken to buy a total number of 270 buses. Out of these buses, eight will be plying in Darjeeling and four each in Dooars and Murshidabad.”

The 270 buses will be operated by the West Bengal Transport Corporation (WBTC), South Bengal State Transport Corporation (SBSTC) and North Bengal State Transport Corporation (NBSTC). The 270 buses include air-conditioned mini-buses, air-conditioned deluxe buses, 10 CNG buses and four electric buses. Mainly mini-buses that can easily ply on the hilly terrain will be bought for Darjeeling.

Thousands of people visit the places round the year and with several steps taken by the state government in the past six years, these locations have become immensely popular among people from different states and even abroad. The footfall has increased in all the these places and at the same time, Chief Minister Mamata Banerjee has taken different measures to ensure an overall development of the Hills.

Thus, beside tourists, common people of the area will also be immensely benefitted with the decision to introduce the additional fleet of buses. It may be mentioned that most of the buses will be having all modern arrangements to avoid any untoward incident in the bus. There will be panic button using which a passenger can alert policemen or concerned authorities if he or she falls in any untoward situation while travelling or if there is any emergency situation in the bus. There will also be CCTV cameras inside the buses. Notably, the buses will be GPS-enabled. Thus tracking of the realtime location of the buses will be an added advantage.

 

পর্যটন কেন্দ্রগুলির জন্য চালু হবে আরও ২৭০ টি নতুন বাস

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, ডুয়ার্স ও মুর্শিদাবাদের জন্য বেশ কিছু নতুন বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

বুধবার বিধানসভায় পরিবহণ মন্ত্রী জানান, সব মিলিয়ে ২৭০ টি নতুন বাস চালু হবে। এর মধ্যে ৮ টি বাস চলবে দার্জিলিং-এ, ৪টি ডুয়ার্স ও ৪টি মুর্শিদাবাদে চালানো হবে।

২৭০ টি বাসের মধ্যে বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত মিনি বাস, শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স বাস ও ১০ টি CNG বাস এবং ৪ টি ইলেকট্রিক বাস রয়েছে। পাহাড়ি এলাকায় মিনি বাস সহজেই চলাচল করতে পারে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পাহাড়ের অনেক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন এর ফলে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুরু থেকেই পাহাড়ের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে পর্যটকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য, দুর্ঘটনা এড়ানোর জন্য বাসগুলির আধুনিকিকরণও করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য একটা করে প্যানিক বাটন থাকবে। সিসিটিভি ক্যামেরাও থাকবে বাসগুলিতে। বাসগুলিতে জিপিএস ও বসানো হবে।

 

 

 

Bengal Irrigation Dept takes numerous steps to avoid flood-like situations 

The state Irrigation and Waterways department has taken a slew of measures to avoid even flood-like situations during the forthcoming monsoon. Rajib Banerjee, the state Irrigation minister, has decided to hold meetings separately with district magistrates of each of the flood-prone districts to take stock of the situation and to know whether any further work needs to be done to ensure that not a single person gets affected if any flood-like situation arises.

On Monday, the State Irrigation Minister held a meeting with District Magistrates of Howrah, Hooghly, North and South 24 Parganas. Soon, he will be going to other districts including Burdwan to assess the situation.

This is the first time when the state Irrigation department is planning to install big screens at five different places on which live video footages of water level in different reservoirs will be shown. At the same time, different data related to those reservoirs will also be made available on the screens. Plans have been made so that the screens could be at places including Nabanna, Jalosampad Bhavan and Malda. CCTV cameras will be installed at all the reservoirs in the state from where live footages will be made available on the screens so that people can easily realise the situation at a particular time.

One round-the-clock control room each in North and South Bengal has already started functioning. There are toll free numbers in which people can contact for any queries. Separate groups comprising officials of the department have been formed and they are keeping watch on the dams. Moreover, a system has been developed using which 333 officials of the department including junior level engineers will keep getting updates on the situation at different reservoirs through SMSs in every 15 minutes. The step has been taken to ensure better communication among the officials and fast execution of the needed task at a moment of emergency.

The state Irrigation department has also developed a cell phone app to help people get related information. Since some parts of North Bengal get more affected due to floods, the state Irrigation department has taken all necessary steps. During Monday’s meeting, the Irrigation minister has also taken stock of the present preparation to check flood-like situations from the respective District Magistrates.

 

বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিল সেচ দপ্তর

আগামী বর্ষায় যাতে রাজ্যের কোথাও বন্যার পরিস্থিতি না হয়, সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সেচ দপ্তর।

তার জন্য নিয়েছে প্রচুর পদক্ষেপ। রাজ্যের যে সমস্ত অঞ্চলে বন্যার পরিস্থিতি সাধারণত হয়, সেসব অঞ্চলের জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেন। পরিস্থতির সরেজমিনে তদন্ত করতে শীঘ্রই তিনি বর্ধমান সহ অন্যান্য জেলায় যাবেন।

এই প্রথম পাঁচটি জায়গায় পাঁচটি বড় স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে সেচ দপ্তর। যেখানে বিভিন্ন রিজার্ভারের জলের স্তরের ভিডিও ফুটেজ দেখানো হবে। এ ছাড়া ওই রিজার্ভার সংক্রান্ত আর যাবতীয় তথ্যও দেখানো হবে ওই স্ক্রিনে। ওই স্ক্রিনগুলি লাগানো হবে নবান্ন, জলসম্পদ ভবন ও মালদায়। প্রতিটি রিজার্ভারে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

ইতিমধ্যেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গে। জনসাধারণের সুবিধার্থে রয়েছে টোল ফ্রি নম্বর, যেখানে তাঁরা যাবতীয় তথ্য পেতে পারবেন। দপ্তরের আধিকারিকদের নিয়ে আলাদা টীম তৈরি হয়েছে যারা বাঁধের পরিস্থিতির ওপর নজর রাখবেন। একটি সিস্টেমও তৈরি হয়েছে যেখানে আধিকারিক ও নতুন ইঞ্জিনিয়র নিয়ে ৩৩৩ জনের একটি দল প্রতি ১৫ মিনিটে এসএমএসের মাধ্যমে পরিস্থিতির খবর পাবেন। বিপদের সময় যাতে সব আধিকারিকরা নিজেদের মধ্যে খুব সহজে যোগাযোগ রাখতে পারেন ও খুব শীঘ্রই সব প্রতিকূল অবস্থার সমাধান করতে পারেন, তাঁর জন্যও নেওয়া হয়েছে প্রচুর পদক্ষেপ।

একটি মোবাইল অ্যাপ তৈরী করা হয়েছে যাতে সাধারন মানুষ সব ধরনের তথ্য পেতে পারেন। যেহেতু উত্তরবঙ্গের কিছু অঞ্চল অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়, তার জন্যও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

I come to the Hills every month. This is my home: Mamata Banerjee

Bengal CM Mamata Banerjee began her visit to north Bengal today with a programme in Mirik.

She addressed an administrative review meeting at  Mirik today. She laid foundation stones and inaugurates a bouquet of developmental projects from today’s programme.

Trinamool Congress became the first mainstream political party to win an election in the Hills in almost three decades when it won the Municipal Board election in Mirik last month.

Recently, Kalimpong was declared the 21st district of the State and then Mirik was declared a sub-division.

Excerpts of her speech: 

  • Many many thanks and congratulations to the people of Mirik
  • Shanta Chhetri is becoming an MP of Rajya Sabha. My congratulations to her also
  • My best wishes and congratulations to all the development boards in the Hills
  • Common people want progress
  • I always fulfill the promises I make
  • Everyone in Mirik will get land pattas within a month
  • I am allocating Rs 12 crore for road project in Mirik
  • On 12 June, we will lay foundation stones for 18000 km roads across Bengal
  • We are allocating Rs 10 crore for drainage project in Mirik
  • We have inaugurated fire brigade in Mirik
  • We are allocating Rs 10 crore for the renovation of Mirik Lake
  • We have started a drinking water project in Mirik
  • We will lay stress on eco-tourism in Mirik. If tourism flourishes, economy will improve
  • We are allocating Rs 10 crore to beautify Mirik with lights
  • It is our Govt which gave recognition to Nepali language. Public service exam can also be taken in Nepali now
  • Those who want to study Nepali can do it. If you want to study English, do it. But let Bengali be one option
  • It is important to know Nepali is a Nepali area. In a Bengali area one must know Bengali
  • We have started 3 language formula. You can study any language as first language. But have Bengali as an option
  • I come to the Hills every month. This is my home
  • I want to make Darjeeling an international tourist attraction
  • We will conduct a Cabinet Meeting in the Hills
  • We started an institute of Presidency University in the Hills
  • Few days ago I met with the Nagaland CM. He was speaking to me in Hindi. I responded in Nagamese. He was very happy
  • We want to work for the people of the Hills but the powers are with GTA
  • Some leaders here think of themselves as Gods. They are ‘shaitan’ not God
  • Some people tried to intimidate me today. When confronted, they ran away
  • I cannot be intimidated even at gun point. Kanchenjunga cannot be hidden with black flags
  • Some people want to create divisions between communities. Do they know how many languages are there in the Hills?
  • Jo humse takrayega, chur chur ho jayega
  • They only seek votes in the name of Gorkhaland. From landslide to earthquake, I am always by your side
  • GTA elections are coming. They do not have any issue. So they are trying to drive a wedge between Nepali and Bengali
  • We never said Bengali will be compulsory in the Hills. This is a BIG LIE. We never lie in politics
  • They want to live in darkness. What do they want to do in darkness?
  • We will do special audit of the funds given to GTA. No one will be spared
  • They want hotels to close down, tourism to suffer. People will suffer losses, they will make commission
  • We do not believe in communal, divisive politics. We want people of Hills to smile
  • We do not believe in political vendetta. Law will take its own course

 

 

আমি প্রতি মাসে পাহাড়ে আসি, এটা আমার বাড়ি:  মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর পাহার সফর। প্রায় তিন দশক পর পাহাড়ে কোনও পুরসভায় জয় পেয়েছে সমতলের কোন দল।

ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী হিসাবে যতবার পাহাড়ে গিয়েছেন, ততবারই পাহাড়বাসীর জন্য নিয়ে গিয়েছেন উন্নয়নের গুচ্ছডালি। এবারও তার ব্যতিক্রম হল না। তাঁর আহ্বানে সাড়া  দিয়েই এবার ‘সিলেকশন’ নয়, ‘ইলেকশনে’ অংশ নিয়ে গণতন্ত্রের প্রতি ভরসা দেখিয়েছে পাহাড়।

পাহাড়বাসীকে তাঁর প্রতি আস্থা রাখার জন্য এবং পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আগামী আজ মিরিকে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • মিরিক বাসীকে আমার অভিনন্দন
  • শান্তা ছেত্রী রাজ্যসভার সাংসদ হচ্ছেন, তাকেও আমার অভিনন্দন
  • সব উন্নয়ন পর্ষদগুলিকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন
  • সাধারণ মানুষ উন্নয়ন চায়
  • আমি কথা দিয়ে কথা রাখি
  • এক মাসের মধ্যে মিরিকের সকলে জমির পাট্টা পাবেন
  • মিরিকের রাস্তার জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হল
  • আগামী ১২ জুন আমরা ১৮০০০ কিমি রাস্তার শিলান্যাস করব
  • মিরিকের ড্রেনেজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • মিরিকে একটি দমকল কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে
  • মিরিক লেকের সংস্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • মিরিকের জন্য একটি পানীয় জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছে
  • মিরিকের ইকো ট্যুরিজমের ওপর গুরুত্ব দেওয়া হবে। পর্যটন উন্নত হলে অর্থনৈতিক ব্যবস্থাও উন্নত হবে
  • মিরিককে আলো দিয়ে সাজানোর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • নেপালি ভাষাকে আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে। এখন পাবলিক সার্ভিস পরীক্ষাও নেপালি ভাষায় নেওয়া হয়
  • যারা নেপালি ভাষায় পড়াশোনা করতে চায় তারা তাই পড়বে। কেউ ইংলিশে পড়তে চাইলে পড়বে; সাথে বাংলাও পড়বে
  • নেপালে থাকলে যেমন নেপালি ভাষা জানা প্রয়োজন, তেমনই বাংলায় থাকলে বাংলা ভাষাও জানা দরকার
  • আমরা ত্রিভাষা নীতি চালু করেছি। যে কেউ তাঁর পছন্দমতো ভাষায় পড়তে পারেন কিন্তু সাথে বাংলাও পড়বে
  • আমি প্রতি মাসে পাহাড়ে আসি, এটা আমার বাড়ি
  • আমি চাই দার্জিলিং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হোক
  • পাহাড়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু করেছি
  • পাহাড়ে আমরা মন্ত্রীসভার বৈঠক করব
  • কয়েকদিন আগে আমি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি হিন্দিতে কথা বললেন আমি নাগামিসে উত্তর দিয়েছি, উনি খুব খুশি
  • আমরা পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু ক্ষমতা GTA র হাতে
  • এখানকার কিছু নেতারা নিজেদের ভগবান মনে করেন। ওরা ভগবান নয় ‘শয়তান’
  • আজ কেউ কেউ আমায় ভয় দেখাতে চেয়েছিল। আমি সামনাসামনি কথা বলতেই পালিয়ে গেল
  • আমায় বন্দুক দেখিয়েও ভয় দেখানো যাবে না। কাঞ্চনজঙ্ঘা কালো পতাকায় ঢাকা যাবেনা
  • কিছু মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ওরা কি জানে পাহাড়ে কত রকমের ভাষা আছে?
  • সামনেই GTA নির্বাচন আসছে। ওরা তাই নেপালি ও বাঙালিদের মধ্যে বিভেদ তৈরীর চেষ্টা করছে
  • আমরা কখনো বলিনি পাহাড়ে বাংলা বাধ্যতামূলক করা হবে। এটা পুরো মিথ্যে কথা। আমরা মিথ্যে কথার রাজনীতি করি না
  • আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আইন আইনের পথে চলবে
  • ওরা বলছে লোডশেডিং করে দিতে। সবাইকে অন্ধকারে রাখবে। কেন?
  • ওরা গোর্খাল্যান্ডের নামে ভোট চায়। যে কোনো বিপর্যয়ের সময় আমি আপনাদের পাশে থেকেছি
  • ওরা চায় হোটেল বন্ধ হয়ে যাক, পর্যটকরা ফিরে যাক, সাধারণ মানুষের ক্ষতি হোক আর ওরা কমিশন পাবে
  • আমরা সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই পাহাড়ের মানুষ হাসুক
  • সরকার থেকে GTA যা টাকা পেয়েছে আমরা তার স্পেশাল অডিট করব। কাউকে রেয়াত করা হবে না

 

 

 

Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

Bengal CM chaired an administrative review meeting for Hooghly at Tarakeswar

Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting of Hooghly district and a public meeting where hundreds of people recieved different benefits in Tarakeswar.

This is the first administrative meeting in Hooghly after the Chief Minister announced a new board for an overall development of Tarakeswar where lakhs of pilgrims visit round the year. She had announced the formation of the Tarakeswar Development Board in a press conference held in Nabanna on Monday.

The Bengal CM visited the temple of Tarakeswar to offer puja.

After attending the public meeting the Bengal CM hold the administrative review meeting in Mahavidyalaya. She took stock of the ongoing projects in Hooghly besides interacting with representatives of private healthcare establishments in the district.

 

Highlights of her speech:

  • Furfura Sharif Development Board has been set up
  • I am allocating Rs 5 cr for the development of Tarakeswar Temple
  • A Kisan Mandi, an SNCU, a blood bank and a Karma Tirtha have been built in Hooghly district
  • Hooghly has done good work under Nirmal Bangla Mission
  • I declare the achievement of 100% rural electrification in Hooghly district under the Sabar Ghore Aalo Scheme
  • A multi super hospital has been inaugurated in Arambagh
  • The Singur Movement in the district had drawn the attention of the world
  • We had pledged to return land to farmers in #Singur and we have fulfilled our promise
  • Agricultural productivity has resumed in Singur
  • We have done away with tax on agricultural land
  • We have taken up a flood prevention scheme worth Rs 2761 cr for this district
  • We are setting up a police commissionerate in Chandannagar
  • We will set up a university in Hooghly district
  • We will set up a medical college on 5 acres near Tarakeswar, to be named named after Prafulla Sen
  • We will develop a tourism centre at Sabuj Dweep
  • Kanyashree and Sabuj Sathi will become models across the world one day
  • Despite the Centre stopping 90% of the money, I am continuing with ICDS with our own funds
  • We have increased the salary of ASHA workers while Centre has stopped giving us funds

 

আজ তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ হুগলী জেলার তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেনমুখ্যমন্ত্রী।

এই প্রথম হুগলী জেলার তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন তারকেশ্বর মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী। নতুন বাস স্ট্যান্ডে সভা করার পর ডিগ্রি কলেজে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।

এদিন রাস্তা, সেতু, সংখ্যালঘুদের ছাত্রাবাস, পানীয় জল প্রকল্পের উদ্বোধন সহ মত ৯১ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ৪৪ টি প্রকল্পের শিলান্যাস করেন। কন্যাশ্রী, গতিধারা, নিজ ভূমি নিজ গৃহ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ গঠন হচ্ছে
  • তারকেশ্বর মন্দিরের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হল
  • এখানে কিষাণ মাণ্ডি , SNCU, রক্ত সংরক্ষণ কেন্দ্র, কর্ম তীর্থ তৈরী করা হয়েছে
  • নির্মল মিশন বাংলা প্রকল্পে সফল এই জেলা
  • সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ শেষ
  • আরামবাগ মাল্টি সুপার স্পেশালিটি হাস্পাতালের উদ্বোধন করা হল
  • এই জেলার সিঙ্গুর আন্দোলন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল
  • আমাদের প্রতিশ্রুতি ছিল কৃষকদের জমি ফিরিয়ে দেব এবং আমরা তা পূরণ করেছি
  • শুধু জমি ফিরিয়ে দিয়েছি তাই নয়, সিঙ্গুরে আজ সোনা ফলছে
  • সিঙ্গুর ফিরে এল শস্যের ভাণ্ডারে
  • কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছে রাজ্য সরকার
  • এই জেলায় বন্যা রোধে ২৭৬১ কোটি টাকার একটি সেচ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে
  • হুগলী জেলায় চন্দননগর পুলিশ কমিশনারেট তৈরী হচ্ছে
  • হুগলী জেলায় একটি বিশ্ববিদ্যালয় তৈরী করব
  • তারকেশ্বরে একটি মেডিকেল কলেজ ৫ একর জমির ওপর তৈরী করব, তার নাম হবে প্রফুল্ল সেনের নামে
  • সবুজদ্বীপে পর্যটন কেন্দ্র হবে
  • কন্যাশ্রী ও সবুজ সাথী একদিন সারা বিশ্বে মডেল হবে
  • কেন্দ্র ৯০% টাকা কেটে নিয়ে যাওয়ার পরও ICDS এর টাকা দিচ্ছি আমরা
  • আশার কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে

 

 

Bengal CM holds meeting with private schools and colleges

Bengal Chief Minister Mamata Banerjee held a meeting with the heads of private schools, colleges and other educational institutions and discussed fee disparity with their representatives.

The Bengal Government has taken a stand to see that poor and meritorious students get opportunity to study in the institutions of their choice.

Recently the Bengal Government mooted on the three-language forumla and have suggested that Bengali should be one of the three languages in school curriculum.

 

Highlights of her speech: 

There are around 12,500 schools in our state

Bengal’s merit is famous in the world; it is the source of our excellence

Money cannot judge merit

Some schools even charge for exercise books, uniforms

Some schools take huge donation fees

Why should fees and session fees be separate?

We have started the three-language formula; we want students to know their mother tongue

We do not want to make things compulsory, students should choose their subjects

There is no differentiation in Bengal. Here everybody are treated equally

Why should those living in Bengal not study Bangla?

Everybody has the right to study:

We want our students to shine at international level

Bengal is an education hub.

Self Regulatory Committees to be formed to decide school fees.

Keep a section for grievances on your website.

The educational institutions of Kolkata are our pride.

On June 13, we will meet the toppers of of the Board exams at Uttirna in Alipore.

 

আজ বেসরকারী স্কুল, কলেজগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী

বেসরকারী স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভর্তির ফি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এবার বেসরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও যেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকে সেই আবেদন করে রাজ্য সরকার।

সম্প্রতি বাংলা সরকার ত্রিভাষা নীতি চালু করেছে এবং সিদ্ধান্ত হয়েছে সব স্কুলের পাঠ্যক্রমে এই তিনটি ভাষার মধ্যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

রাজ্যে প্রায় ১২,৫০০ স্কুল রয়েছে

বাংলার মেধা সর্বত্র প্রথম, বাংলার মেধাই প্রধান উৎকর্ষতা

টাকা দিয়ে মেধার বিচার হয় না

কিছু কিছু স্কুলে টেক্সট বই ও ইউনিফর্মের জন্য টাকা নেওয়া হয়

কিছু স্কুলে ডোনেশনের নামে যা ইচ্ছে তাই চলছেঃ মুখ্যমন্ত্রী

ফিজ এবং সেশন ফিজ কেন আলাদা হবে?

আমরা ত্রিভাষা নীতি প্রণয়ন করেছি, আমরা চাই সকলে তাদের মাতৃভাষা জানুক

আমরা কিছু compulsory করতে চাই না, যে যার পছন্দমতো বিষয় নিয়ে পড়বে

বাংলায় কোন বিভেদ নেই, এখানে সকলে সমান

বাংলায় থাকবে অথচ বাংলা পড়বে না?

সকলের পড়ার অধিকার আছে

আমারা চাই আমাদের ছাত্রছাত্রীরা বিশ্ব জয় করুক

পশ্চিমবঙ্গ হল এডুকেশন হাব

ফি ঠিক করতে একটি সেলফ রেগুলেটরি কমিটি গঠন করা হবে

আপনারা ওয়েবসাইটে একটি করে সেকশন রাখুন যেখানে মানুষ তাদের অভিযোগ জানাতে পারবে

কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের গর্ব

আগামী ১৩ জুন আলিপুরের উত্তীর্ণ-তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করব

 

 

 

 

 

 

Bengal Govt to hold State Cabinet meetings in Hills, Jangalmahal

In the meeting of the State Cabinet at Nabanna on Monday, it was decided to hold four Cabinet meetings in the Hills and in Jangalmahal every year to ensure better administration.

Chief Minister Mamata Banerjee on Monday announced in Nabanna that every year, two Cabinet meetings will be held in the Hills and two in Jangalmahal. The first Cabinet meeting of her government in the Hills will be held on June 8 in Darjeeling.

The Chief Minister has given clear instructions that tourists should not be inconvenienced in any way because of the Cabinet meeting being held in the Hills. “This is peak season for tourism in Darjeeling, Terai and Dooars. Bookings made by tourists in hotels should not be cancelled. Thus, a decision was taken that no minister should try to stay in Darjeeling. However, there would be no problem if someone can manage to arrange accommodation there without cancelling the bookings of any tourists.

Journalists who will be going to cover the meeting will also have to make arrangements for accommodation in Siliguri,” said the Chief Minister. The Cabinet meeting will be held at Raj Bhavan in Darjeeling. Accommodation for some senior ministers could be managed in Darjeeling itself. Trinamool Congress has “established democracy” in the Hills by winning the Mirik Municipality election and steps taken by the Chief Minister have ensured both peace and development in the Hills. Now, the initiative to hold Cabinet meetings in the Hills is a “big step” as it would make it easier to sort out and solve the problems of the Hills.

After four decades, the Bengal government has once again revived the old practice to assess the problems of the Hills by visiting the place. Similarly, Cabinet meetings will also be held in Jangalmahal, which covers parts of five districts – Birbhum, Bankura, Purulia, Jhargram and West Midnapore. Banerjee had initiated the practice of holding district administrative review meetings in districts to take stock of the progress of ongoing developmental projects to assess what more could be done to ensure overall development of the region.

 

এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়, জঙ্গলমহলে

 

প্রশাসনের কাজ যাতে আরও ভাল ভাবে সম্পন্ন করা যায়, তাই এবার থেকে বছরে চারটি মন্ত্রীসভার বৈঠক আয়োজিত হবে পাহাড়ে ও জঙ্গলমহলে। সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেন, বছরে দুটি মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়ে এবং দুটি জঙ্গলমহলে। এই কর্মসূচী অনুযায়ী প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ই জুন দার্জিলিঙে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দার্জিলিঙে মন্ত্রীসভার বৈঠকের জন্য কোনও পর্যটকের যেন কোনও অসুবিধা না হয়। তিনি বলেন, “এই মরসুমে দার্জিলিং, তেরাই ও ডুয়ার্সে সব থেকে বেশী পর্যটক যান। পর্যটকদের বুকিং যেন বাতিল করা না হয়। তাই, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীরা দার্জিলিঙে না থাকারই চেষ্টা করবেন। কোনও মন্ত্রী যদি পর্যটকদের বুকিং বাতিল না করিয়ে হোটেলে বা নিজের চেনা পরিচিতদের কাছে থাকে, তাতে কোনও বাধা নেই।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসব সাংবাদিক ওখানে যাবেন, তাঁরাও যেন নিজেদের থাকার আয়োজন করেন শিলিগুড়িতে। এই বৈঠক আয়োজিত হবে দার্জিলিঙের রাজভবনে। কয়েকজন প্রবীণ মন্ত্রীর থাকার আয়োজন দার্জিলিঙে করা যেতে পারে। মিরিক মিউনিসিপালিটি জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পাহাড়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মুখ্যমন্ত্রীর গ্রহণ করা পদক্ষেপে পাহাড়ে শান্তি ফিরেছে ও উন্নয়নের জোয়ার এসেছে। এবার এই পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করার পদক্ষেপ নিঃসন্দেহে পাহাড়ের সমস্যা আরও সমাধান করবে।

চার দশক পর রাজ্য সরকার আবার সেই পদক্ষেপ ফিরিয়ে এনেছে, পাহাড়ে গিয়ে পাহাড়ের সমস্যা সমাধান করার। একইভাবে জঙ্গলমহলেও হবে এই বৈঠক। জঙ্গলমহল বিস্তৃত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর – এই পাঁচ জেলা জুড়ে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক আয়োজিত হয় প্রতি জেলার জন্য। এই বৈঠকে প্রতি জেলায় চলতে থাকা প্রকল্পগুলির গতি সম্বন্ধে জানা যায়।

 

 

Bengal to have a state symbol for the first time

Chief Minister Mamata Banerjee on Monday unveiled the state symbol that will be sent to the Centre for its approval. This is for the first time when such a step has been taken by the state government to have a symbol for the state.

The Bengal CM said: “There are many states that have their own logos. We didn’t have anything as such. Thus, the decision was taken to have a logo.” Citing examples of logos of Uttar Pradesh and Bihar, the Chief Minister said: “Logos of many states do not have the national emblem. But the symbol of our state has the national emblem.”  The new symbol will be sent to Delhi to get the final approval. The symbol has been designed by the Bengal Chief Minister.

The Bengal Chief Minister had also taken step to rename the state as “Bangla” in Bengali and “Bengal” in English. The Bengal Chief Minister, in spite of her ever busy schedule spends her leisure time in painting landscapes and has sketched the logos of various projects taken up by the state government.

The logo of the most popular project of the state government Sabuj Sathi, where 30 lakh bicycle have been distributed among the students of state-run, sponsored and aided schools and another 35 lakhs will be distributed shortly, was designed by her. The logo has been fitted on the bicycles in such a way that the users cannot remove it without damaging the bicycle.

The logo of Gatidhara, another very successful project of the state government, was also been sketched by her. In the maiden Kolkata-Andal-Delhi flight, she had sketched the logo. The logo is printed on all the vehicles given to the beneficiaries under the project.

She has named several projects and along with several state government establishments including the state secretariat — Nabanna — and the newly-constructed open air ampitheatre which she named Uttirnya.

 

আত্মপ্রকাশ করতে চলেছে বাংলার লোগো

 

বিশ্ব বাংলার দরবারে আলাদা পরিচিতি তৈরী করতে নিজস্ব প্রতীক তৈরী করল রাজ্য সরকার। লোগোর নকশা এঁকেছেন মুখ্যমন্ত্রী নিজে। লোগোর ভিতরে বিশ্ববাংলা এবং নীচে বাংলা ও ইংরেজিতে ‘পশ্চিমবঙ্গ’ নামটি লেখা থাকছে। উপরে থাকছে অশোক স্তম্ভের চিহ্ন। রাজ্য সরকারের পছন্দের  নীল ও সাদা রঙ ব্যবহার হয়েছে লোগোটিতে।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে প্রতীকতিকে সরকারী ভাবে গ্রহণ করার পর দিল্লিতে পাঠানো হচ্ছে অনুমোদনের জন্য।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক রাজ্য নিজেদের লোগো ব্যবহার করে।  অথচ আমাদের কোন নিজস্ব লোগো ছিল না।”

তিনি আরও বলেন, “অন্যান্য রাজ্যের লোগোতে অশোক স্তম্ভ ব্যবহার হয় না, কিন্তু আমরা অশোক স্তম্ভ ব্যবহার করব, সাথে রাজ্যের লোগো-ও থাকবে”।

গত ছয় বছরে রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, উৎকর্ষ বাংলা, সবুজ সাথী সহ নানান জনপ্রিয় প্রকল্পের লোগো এঁকেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কন্যাশ্রীর লোগো ইউনিসেফ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রশংসা আদায় করে নিয়েছে।

এছাড়া ‘নবান্ন’, ‘উত্তীর্ন’ সহ বিভিন্ন সরকারী ভবন ও সরকারী পরিষেবারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।